Dr. Deen Islam Mithu - Orthopaedic Surgeon

Dr. Deen Islam Mithu - Orthopaedic Surgeon Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Deen Islam Mithu - Orthopaedic Surgeon, Medical and health, Kishoreganj.
(1)

অর্থোপেডিক সার্জারী বিশেষজ্ঞ
এমবিবিএস, বিসিএস, এমএস (অর্থোঃ সার্জারী)।
স্পাইন সার্জারীতে উচ্চতর প্রশিক্ষণ (নিটোর,এও স্পাইন)
অপারেটিভ স্পাইন কোর্স (এপিএসএস)


02/10/2025
আলহামদুলিল্লাহ!♦️AO Alliance Bangladesh-এর অধীনে Basic Principles of Fracture Management কোর্সটি সফলভাবে শেষ করলাম।♦️AO ...
29/09/2025

আলহামদুলিল্লাহ!
♦️AO Alliance Bangladesh-এর অধীনে Basic Principles of Fracture Management কোর্সটি সফলভাবে শেষ করলাম।
♦️AO Alliance হলো একটি অলাভজনক আন্তর্জাতিক সংস্থা, যা মূলত নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে (যেমন বাংলাদেশে) আঘাতজনিত ট্রমা (Trauma) এবং ফ্র্যাকচার (হাড় ভাঙা) চিকিৎসার মান উন্নত করতে কাজ করে।
♦️দক্ষতা বৃদ্ধি করতে এবং আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে প্রশিক্ষণের বিকল্প নেই।

Happy follow-versary to my awesome followers. Thanks for all your support! Shariful Islam
25/09/2025

Happy follow-versary to my awesome followers. Thanks for all your support! Shariful Islam

একটি কঠিন কিন্তু সফল কেস সম্পন্ন হলো! 💪 আমরা সম্প্রতি একটি ১৩ বছর বয়সী শিশুর চিকিৎসা করেছি, যার হিউমারাসের (বাহুর হাড়) ...
09/09/2025

একটি কঠিন কিন্তু সফল কেস সম্পন্ন হলো! 💪 আমরা সম্প্রতি একটি ১৩ বছর বয়সী শিশুর চিকিৎসা করেছি, যার হিউমারাসের (বাহুর হাড়) শ্যাফ্টে একটি ভাঙ্গা ছিল।
♦️ভাঙ্গার কারণ ছিল অ্যানিউরিসমাল বোন সিস্ট (ABC) নামক একটি টিউমার।
🍎 অ্যানিউরিসমাল বোন সিস্ট হলো এক ধরনের নিরীহ, কিন্তু আগ্রাসী হাড়ের টিউমার, যা হাড়ের গঠনকে দুর্বল করে দেয়। এর ফলে সামান্য আঘাতেও হাড় ভেঙে যাওয়ার প্রবণতা বাড়ে। ♦️এই ক্ষেত্রে, প্রথমে প্লাস্টার কাস্ট দিয়ে ফ্র্যাকচারটি সারানো হয়।
ফ্র্যাকচার সেরে যাওয়ার পর, আমরা সিস্টটি সারানোর জন্য পলিডোকানল ইনজেকশনের মাধ্যমে স্ক্লেরোথেরাপি করি। এটি একটি ন্যূনতম আক্রমণাত্মক পদ্ধতি যা সিস্টের অস্বাভাবিক টিস্যুগুলোকে ধ্বংস করে, এর পুনরাবৃত্তি রোধ করে এবং হাড়ের দৃঢ়তা ফিরিয়ে আনে।
🍎♥️রোগী এখন খুব ভালো আছে এবং আমরা তাকে পুরোপুরি সুস্থতার পথে দেখে খুবই আনন্দিত!
এই কেসটি শিশুদের মধ্যে জটিল অর্থোপেডিক সমস্যা নির্ণয় এবং এর চিকিৎসায় সঠিক পদ্ধতির গুরুত্ব তুলে ধরে।

♦️পায়ের টেন্ডন (Tendoachilles Rupture) ছিড়ে যাওয়া রোগীর অপারেশন।♦️রোগী দীর্ঘ দিন পায়ের গোড়ালীর পিছন দিকে ব্যথা অনুভব করছ...
04/09/2025

♦️পায়ের টেন্ডন (Tendoachilles Rupture) ছিড়ে যাওয়া রোগীর অপারেশন।
♦️রোগী দীর্ঘ দিন পায়ের গোড়ালীর পিছন দিকে ব্যথা অনুভব করছিলো, তারপর হঠাৎ একদিন টেন্ডন ছিড়ে যায়। হাটতে কষ্ট হয়।
♦️অনেকভাবেই এই অপারেশন করা যায় তবে এই রোগীর জন্য এই অপারেশনটাই সবচেয়ে ভালো এবং কম ঝুকিপূর্ণ ছিলো।
♦️আশা করি রোগী খুব দ্রুত নিজের পায়ে ভর করে হাটতে পারবে।
📍অপারেশনটি পদ্মা জেনারেল হাসপাতাল, কিশোরগঞ্জে করেছি।
🍎🍎সাধারন মানুষের জন্য লেখাগুলি সাজানো, কাজেই মেডিকেলের ইংরেজী শব্দের বাংলা করতে হয়েছে।🍎🍎

পরিচিতজন অথবা আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছেন যারা ঢাকায় রোগী দেখাতে চান অথবা দেখা করতে চান,তাদের কথা মাথায় রেখে ছোট পরিসরে ...
01/09/2025

পরিচিতজন অথবা আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছেন যারা ঢাকায় রোগী দেখাতে চান অথবা দেখা করতে চান,তাদের কথা মাথায় রেখে ছোট পরিসরে স্বল্প সময়ের জন্য বসা শুরু করলাম। প্রয়োজনে পোস্টারে দেয়া নাম্বারে যোগাযোগ করলে এভেইলেবল পাবেন ইনশাআল্লাহ।
সরকারি ছুটির দিন ,মঙ্গলবার এবং শুক্রবার বন্ধ থাকবে।

♦️বাচ্চাদের কনুইয়ে যে তিন ধরনের হাড় বেশি ভাঙ্গে তার মধ্য রেডিয়াল নেক (Radial Neck  #) ফ্রাকচারও অন্যতম।♦️আগের পোস্টে দুই...
27/08/2025

♦️বাচ্চাদের কনুইয়ে যে তিন ধরনের হাড় বেশি ভাঙ্গে তার মধ্য রেডিয়াল নেক (Radial Neck #) ফ্রাকচারও অন্যতম।

♦️আগের পোস্টে দুই ধরনের ভাঙ্গা নিয়ে আলোচনা করেছিলাম, (Supracondyler Fracture এবং Lateral Condyle Fracture).

♦️কাটা ছেড়া ছাড়া শুধুমাত্র অল্প ফুটো করে এই ধরনের ভাঙ্গাও সঠিক জায়গায় এনে জোড়া লাগানো সম্ভব।

♦️ছবিতে যে ভাঙ্গা দেখা যাচ্ছে সেটা "মেটাইজু-Metaizeau" পদ্ধতিতে TENS দিয়ে করা। পঙ্গু হাসপাতাল, ঢাকায়।

🍎 মিনিমাল ইনভেসিভ সার্জারী। সার্জারীতে যেমন পিত্তথলির পাথর পেট না কেটে ফুটো করে করা সম্ভব তেমনি অর্থোপেডিক সার্জারীতে খ...
29/07/2025

🍎 মিনিমাল ইনভেসিভ সার্জারী।
সার্জারীতে যেমন পিত্তথলির পাথর পেট না কেটে ফুটো করে করা সম্ভব তেমনি অর্থোপেডিক সার্জারীতে খুব বেশি কাটাছেঁড়া না করে ভাঙ্গা জায়গার চামড়া মাংস অক্ষত রেখে অপারেশন করা সম্ভব। এতে বেশ কিছু সুবিধা আছেঃ কম রক্তপাত, হাসপাতালে কম দিন থাকা, ইনফেকশন কম হওয়া,তাড়াতাড়ি পায়ে ভর দিয়ে হাটা, তাড়াতাড়ি হাড় জোড়া লাগা, পায়ের মাংসপেশিসহ অন্যান্য অংশ অক্ষত থাকা, জয়েন্ট মুভমেন্ট ভালো থাকা ইত্যাদি।
🍎ছবিতে যে অপারেশন দেখানো হয়েছে সেখানে ৩ টা স্ক্রুর জন্য ৩ টা ফুটা আর রডের জন্য ১ টা ফুটা মোট ৪ টা ফুটা করে পুরো অপারেশনটা করা হয়েছে।
🍎আশা করি রোগীর হাড় খুব দ্রুত জোড়া লাগবে ইনশাআল্লাহ।

ডা. মোঃ দ্বীন ইসলাম, এমএস(অর্থোঃ),নিটোর।
চেম্বারঃ
মিড টাউন হাসপাতাল কিশোরগঞ্জ।
পদ্মা জেনারেল হাসপাতাল কিশোরগঞ্জ।
প্রতি মঙ্গল ও শুক্রবার।
#হাড়ভাঙা
#হাড়েরডাক্তার
#পদ্মা_জেনারেল_হাসপাতাল_কিশোরগঞ্জে
#মিডটাউন #মেডিল্যাব

ছোট ভাঙ্গা অনেক সময় হাতের ফাংশন নষ্টের কারন হয়।আধুনিক চিকিৎসা সেবার মাধ্যমে কাটাছেঁড়া ছাড়া অপারেশন করে হাতের ফাংশন দ্রুত...
27/07/2025

ছোট ভাঙ্গা অনেক সময় হাতের ফাংশন নষ্টের কারন হয়।
আধুনিক চিকিৎসা সেবার মাধ্যমে কাটাছেঁড়া ছাড়া অপারেশন করে হাতের ফাংশন দ্রুত ফিরিয়ে আনা সম্ভব।

🍎অপারেশনটি কিশোরগঞ্জ মেডিল্যাব-২ হাসপাতালে করা।
রোগী দেখেছিলাম মিড টাউন হাসপাতালে।

বাচ্চাদের খুবই কমন দুইটা হাড় ভাঙ্গার অপারেশনের ছবি। 🍎 প্রথম ছবিটার বাচ্চাটা (Lateral Condyle fracture ) ২মাস কবিরাজী চিক...
26/07/2025

বাচ্চাদের খুবই কমন দুইটা হাড় ভাঙ্গার অপারেশনের ছবি।

🍎 প্রথম ছবিটার বাচ্চাটা (Lateral Condyle fracture ) ২মাস কবিরাজী চিকিৎসা করে হাত বাঁকা করে আসছিলো।
অপারেশন করেছি ডা. ইউসুফের দ্য ল্যাবএইড হাসপাতাল , কিশোরগঞ্জে।

🍎 দ্বিতীয় ছবির (Supracondyler #) বাচ্চার মা অন্য একটা বাচ্চার বাঁকা হওয়া হাত দেখে নিজে থেকেই অপারেশন করাতে এসেছে। পদ্মা জেনারেল হাসপাতালে দেখা রোগী , অপারেশন করেছি মেডিল্যাব-২ হাসপাতালে, কিশোরগঞ্জ।

ডা. মোঃ দ্বীন ইসলাম মিঠু ,
এমএস (অর্থোঃ, নিটোর)
অর্থোপেডিক , ট্রমা ও স্পাইন সার্জন
পঙ্গু হাসপাতাল, ঢাকা।

চেম্বারঃ
মিড টাউন হাসপাতাল, কিশোরগঞ্জ।
পদ্মা জেনারেল হাসপাতাল ,কিশোরগঞ্জ।
🍎 মঙ্গলবার ও শুক্রবার।

মেরুদন্ডের সার্জারী।Fracture Dislocation of D12 Vertebra.অপারেশনের পর সরে  যাওয়া  মেরুদন্ডের হাড় আগের জায়গায় এনে বসানো  ...
20/07/2025

মেরুদন্ডের সার্জারী।
Fracture Dislocation of D12 Vertebra.
অপারেশনের পর সরে যাওয়া মেরুদন্ডের হাড় আগের জায়গায় এনে বসানো হয়েছে।
সার্জারীটি নিটোর/ পঙ্গু হাসপাতালে করেছি।
কৃতজ্ঞতাঃ ডা. আবদুল্লাহ আল মামুন চৌধুরী স্যার, সিনিয়র কনসালটেন্ট, নিটোর।
ডা. নাহিদ (সার্জারী পার্টনার)।

Address

Kishoreganj
2326

Telephone

+8801719183524

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Deen Islam Mithu - Orthopaedic Surgeon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Deen Islam Mithu - Orthopaedic Surgeon:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram