24/10/2025
হাঁটুর হাড় ক্ষয় (Knee Joint Bone Degeneration) বা চিকিৎসা-ভাষায় Osteoarthritis of Knee — এটি একটি দীর্ঘমেয়াদি অবক্ষয়জনিত রোগ (Degenerative Joint Disease), যেখানে হাঁটুর হাড়ের মধ্যবর্তী cartilage (নরম তরল প্যাড যা হাড়কে ঘর্ষণ থেকে রক্ষা করে) ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। ফলে হাড় একে অপরের সাথে ঘর্ষণ শুরু করে, ব্যথা, ফোলা ও চলাফেরায় অসুবিধা দেখা দেয়।
---
🔬 হোমিওপ্যাথিক দৃষ্টিকোণ:
হোমিওপ্যাথিতে এই রোগকে দেখা হয় “constitutional” বা গাঠনিক সমস্যার ফল হিসেবে — অর্থাৎ, শুধু হাড় ক্ষয় নয়, রোগীর সার্বিক শারীরিক ও মানসিক অবস্থার প্রতিফলন। তাই চিকিৎসা শুধু হাঁটুর ব্যথার জন্য নয়, রোগীর সম্পূর্ণ গঠন, মেজাজ, উপসর্গের ধরন ও ইতিহাস অনুযায়ী ওষুধ নির্বাচন করা হয়।
এই রোগী তিন দিন আগে যখন আমার কাছে আসেন তখন একা আসতে পারেন নাই , কোনভাবেই সে নিজে নিজে চলাফেরা করতে পারতো না,উনাকে তার আত্মীয় ধরে নিয়ে এসেছেন, ওই ভিডিওটি তিন দিন আগে দেওয়া হয়েছে। এই পেজে দেওয়া আছে একটু কষ্ট করে দেখে নেবেন।
আল্লাহর রহমতে আমার হোমিওপ্যাথিক চিকিৎসায় উনি প্রায় অনেক সুস্থ এখন একা একা চলাফেরা করতে পারছেন। । রোগীর ওষুধ নির্বাচন হয়েছিল Lachesis ,যদিও আমরা জানি Lachesis বাম পাশে ভালো কাজ করে ,কিন্তু রোগীর মানসিক লক্ষণ এর উপরে নির্ভর করে এই ওষুধ দেওয়া হয় এবং আল্লাহর অশেষ রহমত ওষুধে ধীরে ধীরে কাজ করছে । প্রয়োজনে যোগাযোগ করতে পারেন, হোমিওপ্যাথিক প্যাকটিসোনার। রাজীব আক্তার (স্বপন)। রাজ হোমিও ফার্মেসী , তারাগুনিয়া, দৌলতপুর ,কুষ্টিয়া । মোবাইল নাম্বার ০১৭১৯৮৬৭৪২৬