Dr Abdur Rashid

Dr Abdur Rashid Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr Abdur Rashid, Doctor, শেফা ডায়াগনস্টিক সেন্টার, কালীতলা বাজার, জোড়াদহ, হরিণাকুন্ড, ঝিনাইদহ, Kushtia.

Dr. Abdur Rashid
•MBBS (ShSMC)
•FCPS ( Gastroenterology) p-2
•PGT (SKIN & VD)
•Advance Training in Aesthetic Dermatology (DDI)
•MCGP (Dhaka)
•CMU (USG)
•Special Training on Nephrology
•Former MO at Kidney Foundation Hospital

02/12/2025

চাচা অনেক কষ্টে ভিজিট নিয়ে এসেছে।
আমি এমন অসহায় মানুষের ডাক্তার হতে চাই,তাদের কষ্ট গুলো একটু ভাগ করতে চাই

ঢাকা থেকে এসে,চিকিৎসা শেষে আবার ঢাকায় ফিরে যাবে।ভায়ের জন্য শুভকামনা
28/11/2025

ঢাকা থেকে এসে,চিকিৎসা শেষে আবার ঢাকায় ফিরে যাবে।
ভায়ের জন্য শুভকামনা

আলহামদুলিল্লাহ, আমার রিসেন্ট কিছু চুলের পেশেন্ট এর আগের ও পরের অবস্থা....  আলহামদুলিল্লাহ, আমি শুধু চেষ্টা করতে পারি, দে...
27/11/2025

আলহামদুলিল্লাহ, আমার রিসেন্ট কিছু চুলের পেশেন্ট এর আগের ও পরের অবস্থা.... আলহামদুলিল্লাহ, আমি শুধু চেষ্টা করতে পারি, দেয়ার মালিক আল্লহ... আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ....
চুলের সমস্যায় হেয়ার পিআরপি কেন করবেন
চুলের সমস্যা যেমন চুল পড়া, চুল পাতলা হয়ে যাওয়া, বা টাক পড়ার সমস্যায় হেয়ার পিআরপি (Hair PRP) একটি আধুনিক এবং কার্যকরী সমাধান। এটি একটি সহজ এবং নিরাপদ পদ্ধতি, তাই অনেকেই এটি পছন্দ করছেন।

হেয়ার পিআরপি কী?
পিআরপি (PRP) মানে হলো প্লেটলেট-রিচ প্লাজমা। এটি আপনার নিজের রক্ত থেকে তৈরি একটি পদার্থ, যা চুলের গোড়া বা ফলিকলের দুর্বল কোষগুলোকে উদ্দীপিত করে। এর ফলে নতুন চুল গজায় এবং চুল ঘন হয়।

হেয়ার পিআরপি কেন করবেন?
অন্যান্য পদ্ধতির তুলনায় হেয়ার পিআরপি-র কিছু বিশেষ সুবিধা আছে:
নিরাপদ ও সহজ পদ্ধতি: এটি আপনার নিজের রক্ত ব্যবহার করে করা হয়, তাই এতে কোনো অ্যালার্জি বা পার্শ্বপ্রতিক্রিয়া হওয়ার ঝুঁকি নেই। এটি একটি সহজ এবং দ্রুত চিকিৎসা।
স্বাভাবিক সমাধান: পিআরপি চুলের প্রাকৃতিক বৃদ্ধিকে উৎসাহিত করে। এটি চুলের গোড়া থেকে পুষ্টি জোগায়, ফলে চুল প্রাকৃতিকভাবে ঘন হয়।
কম সময়ে ভালো ফল: কিছু সেশনের পরেই ভালো ফল দেখা যায়। এটি নতুন চুল গজাতে এবং চুল পড়া কমাতে সাহায্য করে।
কম কষ্ট: ইনজেকশনের মাধ্যমে এই পদ্ধতি প্রয়োগ করা হয়, যা খুব বেশি বেদনাদায়ক নয়।

অন্যান্য চিকিৎসার সাথে ব্যবহারযোগ্য: হেয়ার ট্রান্সপ্ল্যান্ট বা অন্যান্য টপিক্যাল চিকিৎসার সাথেও এটি ব্যবহার করা যায়, যা ফলকে আরও উন্নত করে।

কাদের জন্য এটি উপযুক্ত?
যাদের চুল পাতলা হয়ে যাচ্ছে।
যাদের টাক পড়তে শুরু করেছে।
যাদের অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া (Androgenetic Alopecia) বা বংশগত চুল পড়ার সমস্যা আছে।
যাদের চুল দুর্বল এবং নিষ্প্রাণ।

ডা. আব্দুর রশিদ
এম.বি.বি.এস (শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ)
এফ.সি.পি.এস (গ্যাস্ট্রোএন্টারোলজী শেষ পর্ব)
পি.জি.টি.( চর্ম ও যৌন)
এম.সি.জি.পি.(ঢাকা)

ঝিনাইদহ চেম্বার ০১-
ক্যাপিটাল জেনারেল হাসপাতাল, ঝিনাইদহ।
সময়- বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা
সিরিয়াল -01949-131798

চেম্বার ০২-
শেফা ডায়াগনস্টিক সেন্টার
জোড়াদহ হরিনাকুন্ডু ঝিনাইদহ।
সময়:বুধবার বাদে প্রতিদিন দুপুর ২ টা থেকে রাত ৮ টা
শুক্র ও শনিবার সকাল ১০ টা থেকে রাত ৮ টা
সিরিয়াল : 01604595730
#টাক_মাথায়_চুল_গজানো #চুলপরাসমাধান #চুলপরা #চর্মরোগ

🌺এক্সোজোম ও পিআরপি ট্রিটমেন্টের তুলনা🌺 PRP আসে আপনার রক্ত থেকে, আর Exosomes আসে স্টেম সেল থেকে।🌺গ্রোথ ফ্যাক্টর: PRP নির্...
25/11/2025

🌺এক্সোজোম ও পিআরপি ট্রিটমেন্টের তুলনা🌺

PRP আসে আপনার রক্ত থেকে, আর Exosomes আসে স্টেম সেল থেকে।

🌺গ্রোথ ফ্যাক্টর: PRP নির্ভর করে আপনার রক্তের গুণগত মানের উপর। বয়স বাড়লে গ্রোথ ফ্যাক্টর কমে যায়।
অন্যদিকে এক্সোজোম থেরাপিতে উন্নত মানের এক্সোজোম সংগ্রহ করা হয় বলে এর গুণগত মান একই রকম রাখা সম্ভব।

🏵️নিরাপত্তা:
দুটোই কোলাজেন প্রোডাকশন বাড়ায়।
দুইটি ট্রিটমেন্টই স্কিন ব্যারিয়ার রিপেয়ার
ইয়াংগার লুক ফিরিয়ে আনতে পিআরপি এবং এক্সোজোম ট্রিটমেন্ট বেশ কার্যকর।
এক্সোজোমের বিশেষ সুবিধা
গভীর স্তরে কাজ করে, ত্বক রিপেয়ার ও টোন উন্নত করে।

অ্যালার্জি বা ইনফেকশনের ঝুঁকি নেই।
সেনসিটিভ স্কিনের জন্যও নিরাপদ।

🦋এক্সোজোম ত্বকের সেলুলার কমিউনিকেশন ও রিপেয়ার বাড়ায়। সব ধরনের ত্বকের জন্য নিরাপদ।

পিআরপি থেরাপির তুলনায় এক্সোজোম ট্রিটমেন্ট দ্রুত ও দৃশ্যমান ফলাফল এনে দেয়। আপনার ত্বকের পিগমেন্টেশন, সান ড্যামেজ, বয়সের ছাপ ইত্যাদি সমস্যা দূর করতে এই ট্রিটমেন্ট অত্যন্ত কার্যকরী। যদিও এক্সোজোম ও পিআরপি এই দুইটি ট্রিটমেন্টই আপনার ত্বকের কোলাজেন প্রোডাকশন বাড়িয়ে ইয়াংগার লুক এনে দেয়, এক্সোজোম ট্রিটমেন্ট তুলনামূলক নিরাপদ ও কার্যকর।

পিআরপি থেরাপির কার্যকারিতা আপনার রক্তের প্লাজমার গুণগতমানের উপর নির্ভর করে, যা এক্সোজোম ট্রিটমেন্টের ক্ষেত্রে কোন প্রভাব রাখে না। তাই ভবিষ্যতে এক্সোজোম থেরাপির মাধ্যমে ত্বকের আরো বিভিন্ন সমস্যার সমাধান করা সম্ভব হবে যা আপনার জন্য আরো পার্সোনালাইজড হয়ে উঠবে।

উপসংহার
এক্সোজোম ও পিআরপি দুইটি ট্রিটমেন্টই স্কিন রিজুভিনেশনে বেশ কার্যকর। কিন্তু এক্সোজোম ট্রিটমেন্ট আপনার ত্বক দ্রুত রিজেনারেট করার পাশাপাশি দ্রুত রেজাল্ট এনে দেয়। তাই পি আরপি থেরাপির চেয়ে এক্সোজোম থেরাপি অনেকটাই এগিয়ে রয়েছে।

তাই আপনার ত্বকের প্রয়োজন বুঝে বেছে নিন আপনার জন্য সঠিক ট্রিটমেন্ট। এতে করে আপনি দ্রুত ও সহজেই ত্বকের বিভিন্ন সমস্যা দূর করে ফিরে পাবেন গ্লো আর আপনার আত্মবিশ্বাস।

24/11/2025

চিকিৎসা শুরুর আগে প্রতিদিন ৩০০/৪০০ চুল পড়ত
এখন ২ মাস পরে সেটা ৫/১০ এ নেমে এসেছে।
আলহামদুলিল্লাহ

আলহামদুলিল্লাহ চিকিৎসার আগে এবং ৬ মাস পরে..
20/11/2025

আলহামদুলিল্লাহ
চিকিৎসার আগে এবং ৬ মাস পরে..

আলহামদুলিল্লাহ কোরআনের হাফেজ সাহেবের চুলের চিকিৎসার আগে এবং পরে..
19/11/2025

আলহামদুলিল্লাহ
কোরআনের হাফেজ সাহেবের চুলের চিকিৎসার আগে এবং পরে..

আলহামদুলিল্লাহ চিকিৎসার আগে এবং ২ মাস পরের ছবি...
17/11/2025

আলহামদুলিল্লাহ
চিকিৎসার আগে এবং ২ মাস পরের ছবি...

আলহামদুলিল্লাহ চিকিৎসার আগে এবং ৩ মাস পরে
17/11/2025

আলহামদুলিল্লাহ
চিকিৎসার আগে এবং ৩ মাস পরে

আলহামদুলিল্লাহ এমন মাথায় চুল গজানোর আল্লাহ রহমত ছাড়া কিছু না...
15/11/2025

আলহামদুলিল্লাহ
এমন মাথায় চুল গজানোর আল্লাহ রহমত ছাড়া কিছু না...

আলহামদুলিল্লাহ চিকিৎসার আগে এবং পরে
14/11/2025

আলহামদুলিল্লাহ চিকিৎসার আগে এবং পরে

Address

শেফা ডায়াগনস্টিক সেন্টার, কালীতলা বাজার, জোড়াদহ, হরিণাকুন্ড, ঝিনাইদহ
Kushtia
7210

Opening Hours

Monday 00:00 - 17:00
Tuesday 00:00 - 17:00
Wednesday 00:00 - 17:00
Thursday 00:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 00:00 - 17:00
Sunday 00:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Abdur Rashid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category