ফিজিওপয়েন্ট ফিজিওথেরাপি এন্ড হিজামা সেন্টার কুষ্টিয়া

  • Home
  • Bangladesh
  • Kushtia
  • ফিজিওপয়েন্ট ফিজিওথেরাপি এন্ড হিজামা সেন্টার কুষ্টিয়া

ফিজিওপয়েন্ট ফিজিওথেরাপি এন্ড হিজামা সেন্টার কুষ্টিয়া Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ফিজিওপয়েন্ট ফিজিওথেরাপি এন্ড হিজামা সেন্টার কুষ্টিয়া, Hospital, আর সি , আর সি স্ট্রিট, কোর্টপাড়া কুষ্টিয়া ।( আজমিরি হোটেল ও ক্যাফে ডি পাস্তা রেস্টুরেন্ট এর সামনে ), Kushtia.
(7)

☑️ সঠিক রোগের সঠিক ফিজিওথেরাপি ও হিজামা চিকিৎসা নিন সুস্থ থাকুন।

⭕ ফিজিও প্রিনন মাহমুদ রিফাত
🟡 প্রতিষ্ঠাতা এবং চীফ ফিজিও
🟢 ডিপ.পিটি এস.এম.এফ ঢাকা,বিপিটি(অন কোর্স) ।
🟠 এফ.টি: সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল।

একটি পোষা বেড়াল পাওয়া গেছে ।।কারো হারিয়ে থাকলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন।
29/10/2025

একটি পোষা বেড়াল পাওয়া গেছে ।।

কারো হারিয়ে থাকলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন।

ফিমেল এসিসট্যান্ট: ০১ জনডিপ্লোমা ফিজিওথেরাপিস্ট ফিমেল : ০১ জনস্থান: ফিজিওপয়েন্ট ফিজিওথেরাপি এন্ড হিজামা সেন্টার কুষ্টিয়া...
25/10/2025

ফিমেল এসিসট্যান্ট: ০১ জন
ডিপ্লোমা ফিজিওথেরাপিস্ট ফিমেল : ০১ জন

স্থান: ফিজিওপয়েন্ট ফিজিওথেরাপি এন্ড হিজামা সেন্টার কুষ্টিয়া

ডিউটি টাইম: ৯ টা-৬ টা ,শুক্রবার ছুটি।

সরাসরি সিভি নিয়ে যোগাযোগ করুন:

🟢 ফিজিওপয়েন্ট ফিজিওথেরাপি এন্ড হিজামা সেন্টার ।

⭕ আর সি , আর সি স্ট্রিট, কোর্টপাড়া,কোর্ট স্টেশন রেইলগেট মোড় কুষ্টিয়া। ( আজমিরি হোটেলের সামনে,ক্যাফে ডি পাস্তার সাথে)

কবি'রাজি চিকিৎসার সুফল😀প্রায় ২১ দিন কবিরাজি চিকিৎসা নেওয়ার পর ভুক্তভোগীর  হুশ ফেরে। এই ধরনের রোগীরা আমাদের কাছে হর হাম...
22/10/2025

কবি'রাজি চিকিৎসার সুফল😀

প্রায় ২১ দিন কবিরাজি চিকিৎসা নেওয়ার পর ভুক্তভোগীর হুশ ফেরে।

এই ধরনের রোগীরা আমাদের কাছে হর হামেশাই আসছে ,আবার সুস্থ হয়ে বাড়িও ফিরছে কিন্তু মাঝখানে যে ভোগান্তির শিকার তারা হচ্ছে সেটা অকল্পনীয়।

Osteoarthritis of Knee
20/10/2025

Osteoarthritis of Knee

❤ আলহামদুলিল্লাহ ❤❣ প্রতিদিন দূর দুরান্ত থেকে বহু ভাই বোন,মা,খালাদের হিজামা বা কাপিং চিকিৎসা প্রদান চলছে।🎯 ফিজিওপয়েন্ট ফ...
11/10/2025

❤ আলহামদুলিল্লাহ ❤

❣ প্রতিদিন দূর দুরান্ত থেকে বহু ভাই বোন,মা,খালাদের হিজামা বা কাপিং চিকিৎসা প্রদান চলছে।

🎯 ফিজিওপয়েন্ট ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন এন্ড হিজামা সেন্টার কুষ্টিয়াতে যেসকল রোগের হিজামা বা কাপিং চিকিৎসা প্রদান করা হয়ঃ

১. মাথা ব্যথা,মাইগ্রেনের ব্যথা, ঘাড় ব্যথা, পিঠের ব্যথা, কোমর ব্যথা, হাটু ব্যথা, পায়ের ব্যথা, জয়েন্ট পেইন (আর্থ্রাইটিস) সহ সকল ধরনের ব্যথায়।

২. এ্যাজমা, ব্রংকাইটিস, COPD, সাইনুসাইটিস, নিউমোনিয়া, লাং ইনফেকশান।

৩. হাই কোলেস্টেরল, হাই ট্রাইগ্লিসারাইড, হাইপ্রেশার, অতিরিক্ত ওজন।

৪. গ্যাস্ট্রাইটিস (গ্যাসের সমস্যা), বুক জ্বালা পোড়া, পেটের ব্যাথা, ফিসার, পাইলস, ফ্যাটি লিভার, IBS.

৫. এটি হেপাটাইটিস বি এর ভাইরাল লোড কমায়।

৬. ঘুমের সমস্যা, স্ট্রেস, পারকিনসন্স ডিজিজ, মানসিক সমস্যা।

৭. Erectile dysfunction, ejaculatory dysfunction, অন্যান্য যৌন সমস্যা।

৮ . থাইরয়েডের সমস্যা,চুল পড়া, ব্রণ।

৯. রক্তশুন্যতা, থ্যালাসেমিয়াতে আয়রন ওভারলোড কমাতে

১০. PCOS, মাসিকের সমস্যা সহ মেয়েদের অন্যান্য সমস্যা

❝নিশ্চয় হিজামা চিকিৎসার মধ্যে সকল রোগের শেফা রয়েছে। তোমরা হিজামা পদ্ধতি গ্রহন কর। ❞
(কানযুল উম্মাল-২৮১১২)

🔷🔷🔷🔷🔷🔶🔶🔶🔶🔷🔷🔷🔷🔷🔶🔶🔶🔶
LBP বা PLID. সহ কোমড় ব্যথার সঠিক চিকিৎসা হলো ফিজিওথেরাপি যা আপনাকে ব্যথা মুক্ত সুস্থ জীবন যাপনে সাহায্য করবে

তাই আজই একজন দক্ষ ও অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিন

👉 আমাদের ঠিকানাঃ

🟢 ফিজিওপয়েন্ট ফিজিওথেরাপি এন্ড হিজামা সেন্টার ।

⭕ আর সি , আর সি স্ট্রিট, কোর্টপাড়া ( বারো শরীফ জামে মসজিদ এর উত্তর পার্শ্বে ) কুষ্টিয়া

🔴 ফোনঃ 01970574485 : 01770574485

ফিজিওথেরাপি সেন্টার কুস্টিয়া
ফিজিওথেরাপি সেন্টার কুষ্টিয়া
Physiotherapy Centre Kushtia Physiotherapy Kushtia,
ফিজিওথেরাপি কুস্টিয়া ,
ফিজিওথেরাপি কুষ্টিয়া,
হিজামা কুস্টিয়া,
হিজামা কুষ্টিয়া ,
হিজামা সেন্টার কুষ্টিয়া,
হিজামা সেন্টার কুস্টিয়া ।

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি।ডিপ্লোমা ফিজিও - মহীলা ১ জনলোকেশন: ফিজিওপয়েন্ট ফিজিওথেরাপি এন্ড হিজামা সেন্টার কুষ্টিয়া বেতন ও আলো...
11/10/2025

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি।
ডিপ্লোমা ফিজিও - মহীলা ১ জন

লোকেশন: ফিজিওপয়েন্ট ফিজিওথেরাপি এন্ড হিজামা সেন্টার কুষ্টিয়া

বেতন ও আলোচনা সাপেক্ষে ।

ডিউটি টাইম: ৯ টা-৬ টা ,সপ্তাহে শুক্রবার ১ দিন ছুটি।

সদ্য পাশকৃতরাও আবেদন করতে পারবে ।

সরাসরি সিভি নিয়েও যোগাযোগ করতে পারেন ,

অথবা নিচের লিংক এ গিয়ে আবেদন করতে পারেন।

আবেদনের লিংক: https://form.jotform.com/231711773727459

🏆 ব্যাক টু দ্য গেম: ACL রিহ্যাব শেষে অ্যাথলিটরা কীভাবে আরও শক্তিশালী হয়ে মাঠে ফেরেBy S M Zahidul Islam SazalSports Physi...
09/10/2025

🏆 ব্যাক টু দ্য গেম: ACL রিহ্যাব শেষে অ্যাথলিটরা কীভাবে আরও শক্তিশালী হয়ে মাঠে ফেরে

By S M Zahidul Islam Sazal
Sports Physiotherapist | Ex-Physio, Bangladesh Cricket Board | Team Physio, Comilla Victorians | 20 Years Experience in Sports Rehabilitation | Coordinator, Rehab Solutions Physiotherapy & Wellness Centre

🔹 ভূমিকা: যে পথে কেউ হাঁটতে চায় না—কিন্তু প্রতিটি চ্যাম্পিয়ন হাঁটে

যেকোনো অ্যাথলিটের জন্য “আপনার ACL ছিঁড়ে গেছে”—এই কথাটি শোনাই যথেষ্ট ভীতিকর।
Anterior Cruciate Ligament (ACL) ছোট একটি লিগামেন্ট হলেও এটি শরীরের স্থিতিশীলতা, গতি, দিক পরিবর্তন এবং পাওয়ার এর জন্য অপরিহার্য।

তবে আসল সত্য হলো—ACL ইনজুরি আপনার ক্যারিয়ারের শেষ নয়, বরং নতুন করে ফেরার সুযোগ।
সঠিক প্রি-হ্যাবিলিটেশন, সার্জারি ও সায়েন্টিফিক রিহ্যাব প্রক্রিয়ার মাধ্যমে অনেক অ্যাথলিট আগের থেকেও দ্রুত, শক্তিশালী এবং আরও আত্মবিশ্বাসী হয়ে মাঠে ফিরতে পারে।

Rehab Solutions BD-তে আমরা এই রূপান্তর প্রায়শই দেখি—হতাশা থেকে সাফল্যে উত্তরণ।

🔹 ধাপ ১: সার্জারির আগে প্রস্তুতি

ACL সার্জারির আগে লক্ষ্য শুধুই বিশ্রাম নয়—বরং শরীরকে প্রস্তুত করা।

Prehabilitation এ ফোকাস থাকে:

ফোলাভাব ও প্রদাহ কমানো

সম্পূর্ণ হাঁটু সোজা করার ক্ষমতা ফেরানো

Quadriceps ও Hamstring মাংসপেশি অ্যাক্টিভেশন

Hip ও Core পেশি শক্তিশালী করা

যেসব অ্যাথলিট সার্জারির আগে ভালো মাংসপেশি কন্ট্রোল আর কম ফোলাভাব নিয়ে যায়, তাদের রিকভারি অনেক দ্রুত হয়।

💬 “সার্জারির আগে যতটা শক্তিশালী থাকবেন, সার্জারির পর রিকভারি তত দ্রুত হবে।”

🔹 ধাপ ২: পোস্ট-অপারেটিভ শুরুর সময় — নড়াচড়া ফিরে আসা

সার্জারির পর প্রথম ছয় সপ্তাহ হলো পুনরায় শেখার সময়।
অ্যাথলিটরা শেখে কিভাবে Quadriceps অ্যাক্টিভেট করতে হয়, হাঁটু পুরোপুরি সোজা করতে হয় এবং ব্যালান্স ফিরিয়ে আনতে হয়।

Rehab Solutions BD তে ব্যবহৃত আধুনিক প্রযুক্তি:

BTL Super Inductive System – Neuromuscular stimulation

HUR SmartTouch strength units – Data-driven strength training

Cryo-compression therapy – ফোলাভাব নিয়ন্ত্রণ

🔹 ধাপ ৩: স্ট্রেংথ ও কন্ট্রোল — নতুন করে গড়ে তোলা

যখন ব্যথা ও ফোলাভাব কমে যায়, তখন শুরু হয় আসল শক্তি বাড়ানোর কাজ।

আমাদের প্রটোকলগুলোতে থাকে:

Isokinetic Training (Quad-Hamstring ব্যালান্স)

Closed-chain exercise (Squat, Lunge, Step-down)

Balance ও Proprioceptive drills

Sport-specific strength (Quick Board, Reaction Light Systems)

এ পর্যায়ে আত্মবিশ্বাস ফিরে আসে—ভয় ধীরে ধীরে কমে যায়।

🔹 ধাপ ৪: অ্যাজিলিটি ও প্লাইওমেট্রিক ট্রেনিং

এখন অ্যাথলিটরা ধীরে ধীরে খেলার পরিবেশে ফিরতে শুরু করে।

আমরা ব্যবহার করি:

Dividat Senso & HUR Balance Trainer – Neuro-motor feedback

Plyometric Boxes, Mini-hurdles, Resistance Bands

Video Gait Analysis – Landing technique ও alignment ঠিক করতে

🧠 এটা শুধু মাংসপেশির নয়—মস্তিষ্ক ও মাংসপেশির সমন্বয়েরও বিষয়।

🔹 ধাপ ৫: রিটার্ন টু প্লে — শুধু রিকভারি নয়, পুনর্জন্ম

খেলায় ফেরার আগে প্রতিটি অ্যাথলিটকে undergo করতে হয়:

Single-leg Hop & Landing Test

Strength Symmetry Check

Agility Ladder Timing

Psychological Readiness Evaluation

সব মার্কার ঠিক হলে অ্যাথলিটরা শুধু ফিরে আসে না—তারা আরও উন্নত কৌশল, শক্তি ও আত্মবিশ্বাস নিয়ে ফিরে আসে।

🔹 কেন অনেক অ্যাথলিট আগের থেকেও শক্তিশালী হয়ে ফেরে

একটি সফল ACL রিহ্যাব কেবল টিস্যু হিলিং নয়—এটা হলো:

Movement efficiency উন্নতি

Neuromuscular control বৃদ্ধি

Athletic mindset গঠন

এতে অ্যাথলিটরা নতুনভাবে শরীরের নিয়ন্ত্রণ শেখে এবং এমন কিছু দক্ষতা অর্জন করে যা ইনজুরির আগেও তাদের ছিল না।

⚡ ইনজুরি অ্যাথলিটকে শেষ করে না—বরং তাকে আপগ্রেড করে।

🔹 উপসংহার: যেখানে শুরু হয় নতুন যাত্রা

Rehab Solutions Physiotherapy & Wellness Centre-এ প্রতিটি ACL রিহ্যাব প্রোগ্রাম হয় ব্যক্তিভিত্তিক, তথ্য-ভিত্তিক ও খেলা-ভিত্তিক।
আমরা টেকনোলজি, সায়েন্স ও কেয়ারকে একত্র করি, যাতে অ্যাথলিটরা শুধু মুভমেন্ট নয়—নিজের Self confidence ও ফিরে পান।

আমাদের কাছে রিহ্যাব মানে শুধু আবার হাঁটা নয়—
বরং দ্রুত দৌড়ানো, উঁচুতে লাফানো, আর সাহসীভাবে খেলা—নতুন আত্মবিশ্বাসে।

26/09/2025
21/09/2025
ফিমেল ফিজিওথেরাপিস্ট লাগবে একজন।যোগ্যতা: ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি।👉 আমাদের ঠিকানাঃ 🟢 ফিজিওপয়েন্ট ফিজিওথেরাপি এন্ড হিজামা ...
17/09/2025

ফিমেল ফিজিওথেরাপিস্ট লাগবে একজন।

যোগ্যতা: ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি।

👉 আমাদের ঠিকানাঃ

🟢 ফিজিওপয়েন্ট ফিজিওথেরাপি এন্ড হিজামা সেন্টার ।

⭕ আর সি , আর সি স্ট্রিট, কোর্টপাড়া,কোর্ট স্টেশন রেইলগেট মোড় কুষ্টিয়া। ( আজমিরি হোটেলের সামনে,ক্যাফে ডি পাস্তার সাথে)

🔴 ফোনঃ 01970574485 : 01770574485

সবাইকে বিশ্ব ফিজিওথেরাপি দিবসের শুভেচ্ছা। বিশ্ব ফিজিওথেরাপি দিবসের সকল আয়োজন সফল হউক।
08/09/2025

সবাইকে বিশ্ব ফিজিওথেরাপি দিবসের শুভেচ্ছা। বিশ্ব ফিজিওথেরাপি দিবসের সকল আয়োজন সফল হউক।

© Healthy Life
07/09/2025

© Healthy Life

Address

আর সি , আর সি স্ট্রিট, কোর্টপাড়া কুষ্টিয়া ।( আজমিরি হোটেল ও ক্যাফে ডি পাস্তা রেস্টুরেন্ট এর সামনে )
Kushtia
7010

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+8801701062622

Alerts

Be the first to know and let us send you an email when ফিজিওপয়েন্ট ফিজিওথেরাপি এন্ড হিজামা সেন্টার কুষ্টিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ফিজিওপয়েন্ট ফিজিওথেরাপি এন্ড হিজামা সেন্টার কুষ্টিয়া:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category