27/10/2025
ভর্তি হলেন এক নারী প্রচণ্ড পেট ব্যথা, পেট ফুলে আছে, রক্ত যাচ্ছে...
রোগীটা যখন আসলো, ওর মুখে তখন একটাই কথা —
“ডাক্তার সাহেব, আমার পেটটা ব্যথা করছে, পায়খানা হচ্ছে না, পেট ফুলে আছে।”
শরীরের নিচের দিক থেকে রক্ত পড়ছে, চোখে-মুখে কষ্টের ছাপ।
আমরা জিজ্ঞেস করলাম, “সাম্প্রতিক কোনো ঘটনা?”
উনি একটু চুপ করে থেকে বললেন
“চার দিন আগে আমার সাত মাসের বাচ্চাটা নিজে নিজেই জন্মেছে... মারা গেছে।”
আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো গোপনে এবরশন করানো হয়েছিল, জরায়ু ফেটে গেছে, হয়তো বাইরে থেকে কিছু ঠুকিয়ে বাচ্চা নষ্ট করছে এখন সেপসিস নিয়ে আসছে
কারণ এমন জটিলতা সাধারণত সেভাবেই হয়।
কিন্তু প্রতিটা প্রশ্ন, প্রতিটা উত্তরের পরও বিষয়টা পরিষ্কার হচ্ছিল না।
-অপারেশনের টেবিলে উঠানো হলো
রোগীর রক্ত এত কম যে আগে রক্ত দিতে হলো।
পেট খুলতেই
পুরো পেট ভর্তি রক্ত আর দুর্গন্ধযুক্ত ময়লা।
এক এক করে পরিষ্কার করা হলো,
তারপর খুঁজতে খুঁজতে দেখা গেল
চারটা ফোঁটা (Perforation) অন্ত্রে।
আর জায়গায় জায়গায় ছোট ছোট সাদা গোটা বা Seedlings,
যেগুলো সাধারণত টিবি ইনফেকশনে (Tuberculosis) দেখা যায়।
আমরা তখন বুঝে গেলাম
এটা কোনো এবরশন বা ইনজুরি না,
Ileo-caecal Tuberculosis (আন্ত্রিক টিবি) থেকে হওয়া Perforation।
Ileo-Caecal TB কীভাবে বোঝা যায়?
এটা সাধারণত ছোট অন্ত্রের শেষ অংশ (Ileum) ও বড় অন্ত্রের প্রথম অংশ (Caecum)-এ হয়।
এই জায়গাটা খুব সংবেদনশীল — সংক্রমণ হলে সহজেই ক্ষত, ফোঁটা বা ব্লক তৈরি হয়।
সাধারণ উপসর্গগুলো হলো
দীর্ঘদিনের পেট ব্যথা (বিশেষ করে ডান দিকের নিচে)
ওজন কমে যাওয়া
রুচি হ্রাস পাওয়া
মাঝে মাঝে জ্বর ও ঘাম হওয়া
পেট ফুলে থাকা বা মলত্যাগের অনিয়ম
অনেক সময় অ্যাপেন্ডিসাইটিস বা ক্যান্সারের মতো বিভ্রান্তিকর উপসর্গ
কেন বিপজ্জনক?
Ileo-caecal টিবি ধীরে ধীরে অন্ত্রে ক্ষত তৈরি করে,
আর একসময় সেই ক্ষত ফুটো হয়ে যায়
তখন অন্ত্রের ময়লা পেটে ছড়িয়ে পড়ে, তৈরি হয়
Peritonitis (পেটে মারাত্মক সংক্রমণ)
এ অবস্থায় অনেক সময়
জীবন বাঁচাতে তাত্ক্ষণিক অপারেশনই একমাত্র পথ।
প্রত্যেক দীর্ঘমেয়াদী পেট ব্যথা,
রুচি না থাকা, ওজন কমা বা মলত্যাগে সমস্যা
এসবকে কখনোই হালকাভাবে নেবেন না।
সব পেট ব্যথা গ্যাস না,
কিছু ব্যথা শরীরের ভেতরে নীরবে ক্ষয় হওয়া অন্ত্রের আর্তনাদ।
সেই মহিলাটা এখনো হাসপাতালে লড়ছে
কিন্তু যদি আগেই নির্ণয় হতো যে তার আন্ত্রিক টিবি আছে,
তাহলে হয়তো আজ এই অবস্থায় আসতে হতো না।
⠀
টিবি শুধু ফুসফুসে হয় না
এটা শরীরের যেকোনো অঙ্গে, এমনকি অন্ত্রেও হতে পারে।
তাই কোনো দীর্ঘস্থায়ী উপসর্গ থাকলে
অবশ্যই ডাক্তারের পরামর্শে টেস্ট করান।
একটু সচেতনতা হয়তো বাঁচিয়ে দিতে পারে একটা জীবন।
শেয়ার করুন
হয়তো আপনার শেয়ারের মাধ্যমেই কেউ সময়মতো চিকিৎসা নিতে সাহস পাবে।
❤️