Health 360

Health 360 স্বাস্থ্যসেবা নয়,বরং স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি ই আমাদের একমাত্র উদ্দেশ্য ও লক্ষ্য।
ধন্যবাদ।
(6)

গর্ভাবস্থায় ফলিক এসিড না খেলে এমন সমস্যা হতে পারে।।
29/10/2025

গর্ভাবস্থায় ফলিক এসিড না খেলে এমন সমস্যা হতে পারে।।

আত্নীয়দের মধ্যে বিয়ে হয়েছে। বিয়ের আগে রক্ত পরীক্ষাও করেনাই। ফলাফলঃ পরপর তিনটা বাচ্চার থ্যালাসেমিয়া হয়েছে। চার নম্বর বাচ্...
29/10/2025

আত্নীয়দের মধ্যে বিয়ে হয়েছে। বিয়ের আগে রক্ত পরীক্ষাও করেনাই। ফলাফলঃ পরপর তিনটা বাচ্চার থ্যালাসেমিয়া হয়েছে।

চার নম্বর বাচ্চাটা এবার ভর্তি হয়েছে। পেটে হাত দিতেই দেখলাম Liver, Spleen বড়। টেস্ট করতে দেয়া হয়েছে। হয়তো এরও থ্যালাসেমিয়াই আসবে।

ভাইয়া-আপুরা তোমরা যারা বিয়ে করোনি, এই শিশু চিকিৎসকের দুইটা উপদেশ শুনো-

১. আত্নীয়দের মধ্যে বিয়ে করিও না।
২.বিয়ের আগে রক্ত পরীক্ষা করে নিতে ভুলিও না।❤️

অনেকেই ভাবেন পয়খানার রং হালকা হলে সেটা খাবারের কারণে। কিন্তু জানেন কি— পয়খানা যদি হালকা ছাই রঙা বা সিলাভার রঙের মতো হয়, ...
29/10/2025

অনেকেই ভাবেন পয়খানার রং হালকা হলে সেটা খাবারের কারণে। কিন্তু জানেন কি— পয়খানা যদি হালকা ছাই রঙা বা সিলাভার রঙের মতো হয়, এটা হতে পারে প্যানক্রিয়াস ক্যান্সারের (Pancreatic cancer) একটি প্রাথমিক সতর্ক সংকেত।

স্বাভাবিকভাবে আমাদের পিত্ত (bile) লিভার থেকে প্যানক্রিয়াসের পথে গিয়ে অন্ত্রে মিশে পয়খানায় বাদামি রং দেয়। কিন্তু যদি প্যানক্রিয়াস বা পিত্তনালী কোনো টিউমার বা ক্যান্সারে চাপা পড়ে বা বন্ধ হয়ে যায়, তখন পিত্ত অন্ত্রে পৌঁছায় না ফলে পয়খানা হয়ে যায় হালকা ছাই রঙা বা সাদা-সিলাভার রঙের।

এর সাথে আরও কিছু লক্ষণ দেখা দিতে পারে—

চোখ ও ত্বক হলুদ হয়ে যাওয়া (জন্ডিস)

প্রস্রাবের রং গাঢ় হওয়া

ক্ষুধা না থাকা ও ওজন দ্রুত কমে যাওয়া

পেটের উপরের দিকে বা পিঠে ব্যথা

এমন লক্ষণ একদিনের জন্য নয়, বারবার বা দীর্ঘদিন ধরে থাকলে অবহেলা করবেন না।
শিগগিরই ডাক্তার দেখান ও আল্ট্রাসাউন্ড বা সিটি স্ক্যান করান।

একটু সচেতনতা অনেক সময় একটি জীবন বাঁচাতে পারে।
নিজে জানুন, অন্যকেও জানাতে শেয়ার করুন।❤️

ভর্তি হলেন এক নারী  প্রচণ্ড পেট ব্যথা, পেট ফুলে আছে, রক্ত যাচ্ছে...রোগীটা যখন আসলো, ওর মুখে তখন একটাই কথা —“ডাক্তার সাহে...
27/10/2025

ভর্তি হলেন এক নারী প্রচণ্ড পেট ব্যথা, পেট ফুলে আছে, রক্ত যাচ্ছে...

রোগীটা যখন আসলো, ওর মুখে তখন একটাই কথা —
“ডাক্তার সাহেব, আমার পেটটা ব্যথা করছে, পায়খানা হচ্ছে না, পেট ফুলে আছে।”

শরীরের নিচের দিক থেকে রক্ত পড়ছে, চোখে-মুখে কষ্টের ছাপ।
আমরা জিজ্ঞেস করলাম, “সাম্প্রতিক কোনো ঘটনা?”

উনি একটু চুপ করে থেকে বললেন
“চার দিন আগে আমার সাত মাসের বাচ্চাটা নিজে নিজেই জন্মেছে... মারা গেছে।”

আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো গোপনে এবরশন করানো হয়েছিল, জরায়ু ফেটে গেছে, হয়তো বাইরে থেকে কিছু ঠুকিয়ে বাচ্চা নষ্ট করছে এখন সেপসিস নিয়ে আসছে
কারণ এমন জটিলতা সাধারণত সেভাবেই হয়।
কিন্তু প্রতিটা প্রশ্ন, প্রতিটা উত্তরের পরও বিষয়টা পরিষ্কার হচ্ছিল না।

-অপারেশনের টেবিলে উঠানো হলো

রোগীর রক্ত এত কম যে আগে রক্ত দিতে হলো।
পেট খুলতেই
পুরো পেট ভর্তি রক্ত আর দুর্গন্ধযুক্ত ময়লা।

এক এক করে পরিষ্কার করা হলো,
তারপর খুঁজতে খুঁজতে দেখা গেল
চারটা ফোঁটা (Perforation) অন্ত্রে।

আর জায়গায় জায়গায় ছোট ছোট সাদা গোটা বা Seedlings,
যেগুলো সাধারণত টিবি ইনফেকশনে (Tuberculosis) দেখা যায়।

আমরা তখন বুঝে গেলাম
এটা কোনো এবরশন বা ইনজুরি না,
Ileo-caecal Tuberculosis (আন্ত্রিক টিবি) থেকে হওয়া Perforation।

Ileo-Caecal TB কীভাবে বোঝা যায়?

এটা সাধারণত ছোট অন্ত্রের শেষ অংশ (Ileum) ও বড় অন্ত্রের প্রথম অংশ (Caecum)-এ হয়।
এই জায়গাটা খুব সংবেদনশীল — সংক্রমণ হলে সহজেই ক্ষত, ফোঁটা বা ব্লক তৈরি হয়।

সাধারণ উপসর্গগুলো হলো

দীর্ঘদিনের পেট ব্যথা (বিশেষ করে ডান দিকের নিচে)

ওজন কমে যাওয়া

রুচি হ্রাস পাওয়া

মাঝে মাঝে জ্বর ও ঘাম হওয়া

পেট ফুলে থাকা বা মলত্যাগের অনিয়ম

অনেক সময় অ্যাপেন্ডিসাইটিস বা ক্যান্সারের মতো বিভ্রান্তিকর উপসর্গ

কেন বিপজ্জনক?

Ileo-caecal টিবি ধীরে ধীরে অন্ত্রে ক্ষত তৈরি করে,
আর একসময় সেই ক্ষত ফুটো হয়ে যায়
তখন অন্ত্রের ময়লা পেটে ছড়িয়ে পড়ে, তৈরি হয়
Peritonitis (পেটে মারাত্মক সংক্রমণ)

এ অবস্থায় অনেক সময়
জীবন বাঁচাতে তাত্ক্ষণিক অপারেশনই একমাত্র পথ।

প্রত্যেক দীর্ঘমেয়াদী পেট ব্যথা,
রুচি না থাকা, ওজন কমা বা মলত্যাগে সমস্যা
এসবকে কখনোই হালকাভাবে নেবেন না।

সব পেট ব্যথা গ্যাস না,
কিছু ব্যথা শরীরের ভেতরে নীরবে ক্ষয় হওয়া অন্ত্রের আর্তনাদ।

সেই মহিলাটা এখনো হাসপাতালে লড়ছে
কিন্তু যদি আগেই নির্ণয় হতো যে তার আন্ত্রিক টিবি আছে,
তাহলে হয়তো আজ এই অবস্থায় আসতে হতো না।


টিবি শুধু ফুসফুসে হয় না
এটা শরীরের যেকোনো অঙ্গে, এমনকি অন্ত্রেও হতে পারে।

তাই কোনো দীর্ঘস্থায়ী উপসর্গ থাকলে
অবশ্যই ডাক্তারের পরামর্শে টেস্ট করান।
একটু সচেতনতা হয়তো বাঁচিয়ে দিতে পারে একটা জীবন।

শেয়ার করুন
হয়তো আপনার শেয়ারের মাধ্যমেই কেউ সময়মতো চিকিৎসা নিতে সাহস পাবে।
❤️

কালো কাপড় মায়ের বুকের দুধে ভিজিয়ে মাথায় দিয়ে রেখেছে কয়েকদিন ধরে!! ঠান্ডা নাকি কমে যায় এটা করলে!!কি আর বলবো এদের!!!!!
25/10/2025

কালো কাপড় মায়ের বুকের দুধে ভিজিয়ে মাথায় দিয়ে রেখেছে কয়েকদিন ধরে!!

ঠান্ডা নাকি কমে যায় এটা করলে!!

কি আর বলবো এদের!!!!!

পুরান ঢাকার কোন এলাকার কত সালের ছবি হতে পারে?ছবিটি ভালো করে দেখুন এবং আপনার মতামত জানান।
25/10/2025

পুরান ঢাকার কোন এলাকার কত সালের ছবি হতে পারে?
ছবিটি ভালো করে দেখুন এবং আপনার মতামত জানান।

বাচ্চার পেট ভর্তি টয়লেট জমা।তাহলে আপনারাই বলুন খাওয়ার রুচি কিভাবে হবে তাদের?কোষ্ঠকাঠিন্য চিকিৎসা না করে শুধু খাবারের রুচ...
25/10/2025

বাচ্চার পেট ভর্তি টয়লেট জমা।তাহলে আপনারাই বলুন খাওয়ার রুচি কিভাবে হবে তাদের?

কোষ্ঠকাঠিন্য চিকিৎসা না করে শুধু খাবারের রুচি নেই বললে হবেনা।

বাচ্চার টয়লেট কষা হলে অবশ্যই শিশুরোগ বিশেষজ্ঞ দেখিয়ে চিকিৎসা নিবেন।
☞ ধন্যবাদ।

ইতিহাসে সবচেয়ে বেশি ওজনের বাচ্চা!!৭.৯ কেজি।
25/10/2025

ইতিহাসে সবচেয়ে বেশি ওজনের বাচ্চা!!
৭.৯ কেজি।

ছবিটি ১৯৫০ সালের। পোলিও টিকা আবিষ্কারের আগের সময়। ছোট্ট শিশুরা শুয়ে আছে Iron Lung নামের বিশাল ধাতব যন্ত্রের ভেতরে।তাদের...
25/10/2025

ছবিটি ১৯৫০ সালের। পোলিও টিকা আবিষ্কারের আগের সময়। ছোট্ট শিশুরা শুয়ে আছে Iron Lung নামের বিশাল ধাতব যন্ত্রের ভেতরে।
তাদের অপরাধ? তারা পোলিওতে আক্রান্ত।
এই ভয়ংকর ভাইরাস তাদের দেহের পেশি অবশ করে দিয়েছে, কেড়ে নিয়েছে স্বাভাবিকভাবে শ্বাস নেয়ার ক্ষমতা।

এই শিশুদের বাচিয়ে রাখতে আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ১৯২৭ সালে আবিষ্কার হয়েছিলো আইরন লাং নামের এই যন্ত্র। যন্ত্রটিতে নেগেটিভ প্রেশার তৈরি করা হতো পাম্পের সাহায্যে রোগীদের শ্বাস নেয়ার ব্যবস্থা করা হতো। কেউ কেউ এখানে কাটিয়েছে মাসের পর মাস, কেউ বছরের পর বছর।

১৯৫৫ সালে আবিষ্কৃত হয় পোলিও টিকা। আমেরিকান বিজ্ঞানী ড. জোনাস সক এই টিকা আবিষ্কার করেন। সে বছর এপ্রিল মাস থেকে আমেরিকায় পোলিওর গণ টিকা শুরু হয়। এরপর কানাডা, ইউরোপ, জাপান, অস্ট্রেলিয়া হয়ে সারা বিশ্বে এই টিকা দেয়া শুরু হয়। পৃথিবীর প্রায় সব দেশেই আজ পোলিও অতীতের গল্প। বাংলাদেশ পোলিওমুক্ত হয়েছে ২০১৪ সালে।

উল্লেখ্য পৃথিবীর প্রথম বৈজ্ঞানিকভাবে স্বীকৃত ভ্যাকসিন এর আবিষ্কারক এডওয়ার্ড জেনার (১৭৯৬ সাল) হলেও ব্রিটিশ হিস্ট্রি থেকে জানা যায় মুসলিম সম্রাজ্য তুরস্কে আরও অনেক আগে থেকেই গুটি বসন্তের টিকা পদ্ধতি চালু ছিলো। সেই চর্চা থেকেই ইউরোপে টিকা আবিষ্কৃত হয় বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরন করে।

এই ছবিটি আমাদের মনে করিয়ে দেয় একটি ছোট্ট টিকা কত কোটি জীবনকে মুক্তি দিতে পারে।
Dr. Md. Marufur Rahman

সাতক্ষীরায় ডা. হাবিব স্ট্রেচারের উপর উঠে গিয়ে সিপিআর দিয়েছেন। টানা ৩৯ মিনিট সিপিআর দিয়েছেন কার্ডিয়াক অ্যারেস্টের এক পেশে...
25/10/2025

সাতক্ষীরায় ডা. হাবিব স্ট্রেচারের উপর উঠে গিয়ে সিপিআর দিয়েছেন। টানা ৩৯ মিনিট সিপিআর দিয়েছেন কার্ডিয়াক অ্যারেস্টের এক পেশেন্টকে। সিপিআর দিতে দিতেই সিসিউতে নিয়ে যান। ৩৯ মিনিট সিপিআর দেওয়া কী জিনিস যারা কখনও দিয়েছেন শুধু তারাই বুঝবেন।

আল্লাহর রহমতে পেশেন্ট বেঁচে আছে। তবে পেশেন্ট মারা গেলে ঘটনা আবার এরকম নাও হতে পারতো। ডা. হাবিব নিরাপত্তা ঝুঁকিতে পড়তেন হয়তো।

বাংলাদেশের শত শত হাসপাতালে প্রতিদিন এমন দুঃসাহসী বীরোচিত উপাখ্যান লিখেন ডা. হাবিবেরা। চিকিৎসকদের কাছে এগুলো দায়িত্বের মধ্যেই পড়ে। ফলাও করে প্রচার করার সময়টুকুও অনেক সময় তারা পান না।

শুধু তামিম ইকবালই সিপিআর পান না, আপামর জনসাধারণও পান।

সংযুক্তি : কমেন্টে ডা. খুশবু লিখেছেন, আমি CPR দিতে গিয়ে একবার এটেনডেন্টের ধাক্কা খেয়েছি।
আরেকবার রোগীর মেয়ে বলেছে- আমার বাপেরে বুকে চাপ দিয়ে মাইরা ফেলছে।
©

পৃথিবীর জ'ঘন্য আবিষ্কার কটন বাডআজ ই এর ব্যবহার বন্ধ করুন।
24/10/2025

পৃথিবীর জ'ঘন্য আবিষ্কার কটন বাড
আজ ই এর ব্যবহার বন্ধ করুন।

একজন অস্ট্রেলিয়ান নারী হঠাৎ করে ভুলে যাওয়া, মাথাব্যথা আর ডিপ্রেশনে ভুগছিলেন। প্রথমে সবাই ভেবেছিল মানসিক সমস্যা। কিন্তু এ...
24/10/2025

একজন অস্ট্রেলিয়ান নারী হঠাৎ করে ভুলে যাওয়া, মাথাব্যথা আর ডিপ্রেশনে ভুগছিলেন। প্রথমে সবাই ভেবেছিল মানসিক সমস্যা। কিন্তু এমআরআই করার পর দেখা গেল তার মস্তিষ্কে এক অদ্ভুত দাগ! অস্ত্রোপচারে বের হলো—একটি জীবিত ৮ সেন্টিমিটার লম্বা কৃমি!

ডাক্তাররা পরে জানলেন, কৃমিটা এসেছে Carpet Python নামের সাপের মল থেকে দূষিত ঘাসের মাধ্যমে। মহিলা বনে-জঙ্গলে সবজি তুলতেন, হাত না ধুয়ে রান্না করতেন—সেখান থেকেই ডিম শরীরে ঢুকে পরে মস্তিষ্কে চলে যায়।

কেন হয় :-

অপরিষ্কার বা আধা সেদ্ধ খাবার খেলে

দূষিত ঘাস, পানি বা কাঁচা শাকসবজি থেকে

বন্যপ্রাণীর সংস্পর্শে এলে

কিভাবে বাঁচবেন?

শাকসবজি ভালোভাবে ধুয়ে ও সিদ্ধ করে খাবেন

খাওয়ার আগে হাত ধুয়ে নেবেন

বন্য এলাকায় খাবার বা ঘাস সংগ্রহে সতর্ক থাকবেন

চিকিৎসা
এ ধরনের পরজীবী সংক্রমণে অ্যান্টিপ্যারাসাইটিক ওষুধ (যেমন Albendazole, Ivermectin) এবং প্রয়োজনে সার্জারি লাগে। তবে সবচেয়ে বড় প্রতিরোধ হলো—পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সতর্কতা।

একটা ছোট ভুল, এক জীবন্ত কৃমি—মস্তিষ্ক পর্যন্ত পৌঁছে যেতে পারে।
খাবার ধোয়া, হাত ধোয়া—জীবন বাঁচায়!

Dr.Abdur Rahman
ছবি: Medical Media

Address

Lalmonirhat

Telephone

+8801712676197

Website

Alerts

Be the first to know and let us send you an email when Health 360 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Health 360:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram