24/11/2021
আসসালামু-আলাইকুম
একটা শিশু বাচ্চার জন্য দোয়া ও সাহায্যের আবেদন।
মেয়েটির নাম তাসনিম, বয়স আড়াই বছর। জন্মগত ভাবেই ওর হার্টে দুইটা ছিদ্র, এবি-ক্যানেল ডিফেক্ট, হার্টের প্রেসার ওভারলোড এবং বাল্পে সমস্যা। এখন জরুরিভাবে অপারেশন করা দরকার।অপারেশনের জন্য প্রায় 10 লাখ টাকা দরকার। মেয়েটির পরিবার নিম্নমধ্যবিত্ত হওয়ায় অপারেশনের টাকা জোগাড় হচ্ছে না। তাই আপনাদের নিকট সাহায্যের হাত বাড়ানো। দয়াকরে যে যতটুকু পারেন মেয়েটির চিকিৎসার জন্য সাহায্য করবেন।
উন্নত চিকিৎসা পেলে ডাক্তার রোগ মুক্তির আশ্বাস দিয়েছেন। সাধ্যমত চিকিৎসা চালালেও এখন তার পরিবারের পক্ষে চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। তাই সকলের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি যার যার সাদ্য অনুযায়ী এই শিশুটির জন্য সহযোগিতা করার।
আল্লাহ তায়ালা এর প্রতিদান আমাদের দুনিয়া ও আখিরাতে দিবেন ইনশাআল্লাহ।
জেলা মাগুরা , মাগুরা সদর।
01716-517263(রোগীর পরিবার)
01921-944264,(বিকাশ, নগদ, রকেট )
সোনালী ব্যাংক মাগুরা শাখা
নাম: সুফিয়া একাউন্ট নাম্বার: 2414101027141