সবুজ মেডিকেল হল।

সবুজ মেডিকেল হল। Welcome to our health-conscious service.

31/05/2020

সরকার যতই লকডাউন তুলে দিক | আপনি ততই কঠোরভাবে স্বাস্থ্য বিধি মেনে চলবেন।
মনে রাখবেন আপনি সরকারের কাছে। শুধুমাত্র একটি সংখ্যা, কিন্তু আপনার প্রিয়জনদের কাছে আপনিই পুরাে পৃথিবী।

16/03/2020
11/12/2019

Human Disease নিয়ে কিছু অজানা কিন্তু মজার কিছু তথ্য শেয়ার করছি।। আশা করছি সবার ভালো লাগবে৷

১. দুনিয়াতে আবিষ্কৃত রোগের সংখ্যা প্রায় ত্রিশ হাজার (30,000) ।

২. আংশিক বা সম্পূর্ণ চিকিৎসা আবিষ্কৃত হয়েছে মাত্র দশ হাজারের (10,000) । তার মানে পৃথিবীর জানা রোগের দুই তৃতীয়াংশ রোগের চিকিৎসাই মানুষের অজানা।।।

৩. প্রতি মাসে গড়ে আবিষ্কার হয় প্রায় ২২টা রোগ। আগে ইনফেকশন বেশি আবিষ্কার হতো, এখন বেশি হচ্ছে নন ইনফেকশাস ডিজেজ।।

৪. সমাজ সভ্যতা আধুনিক হচ্ছে, বিজ্ঞান আগাচ্ছে, সাথে সাথে রোগ তত #পাজি হচ্ছে।।। সাথে যোগ হচ্ছে এন্টিবায়োটিক Resistance... ।।

৫. আমরা অনেকেই রোগ এবং সিন্ড্রোম এর পার্থক্য বুঝি না।। শারীরিক কোনো malfunction এর ফলে যে অসুবিধা হয়, তাই Disease বা রোগ।। আর সিন্ড্রোম হলো- শরীরের যে কোনো একটা Factor এর সমস্যার জন্য যদি একাধিক Symptom Manifestation হয়, সেটা হলো সিন্ড্রোম। sickness হলো personal feeling অফ ভালো না লাগা, সেটা রোগ বা নিরোগ শরীরেও হতে পারে।।

৬. ভুল চিকিৎসার চেয়ে অজানা চিকিৎসার জন্য বেশী ভয়ে আছে চিকিৎসক সমাজ।। তাইতো মেডিকেল সাইন্সে কমনতম শব্দ হলো ...

৭. Leprosy বা কুষ্ঠ রোগকে পৃথিবীর সবচেয়ে পুরানো রোগ হিসেবে বিবেচনা করা হয়।।

৮. বিরল রোগ হলো তা যা প্রতি দুই লাখ বা তারচেয়েও বেশি মানুষের মধ্যে একজন রোগী পাওয়া যায়।। পৃথিবীতে বিরল রোগের সংখ্যা প্রায় ৭ হাজার।

৯. রোগে মৃত্যু কারন হিসেবে এক নাম্বারে আছে হার্ট এটাক, দুই নাম্বারে স্ট্রোক। হার্ট এটাকে প্রতি বছর সারা দুনিয়ায় প্রায় ১ কোটি এবং স্ট্রোকে ৫০ লাখ মানুষ মারা যায়।।

১০. Small Pox ১৯৭৬ সালে নির্মুল হয়ে যায়।। পক্স এর নামের আগে Small আসার কারন, হলো Syphillis কে Secondary Stage এর Rash কে বলা হতো Great Pox.. কিন্তু পরে জানা গেলো সিফিলিস Virus নয়, এটা ব্যাক্টেরিয়া দিয়ে হয় এবং এটা একটা পচা টাইপের STD.. তখনই এই রোগ নিয়ে ঠেলাঠেলি শুরু হয়।। ইংরেজরা সিফিলিসকে বলতো এটা ‘French disease’..ফ্রেঞ্চরা বলতো এটা ‘Spanish disease..জার্মানরা বলতো ‘French evil’, রাশিয়ানরা বলতো এটা ‘Polish disease’.. পোলিশরা বলতো- এটা ‘Turkish disease’, তুর্কিরা বলতো এটা ‘Christian disease’ and জাপানিরা বলতো এটা
‘Chinese pox.’

১১. পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে ম্যালেরিয়া রোগে।। গত ৫ হাজার বছরে শুধু ম্যালেরিয়াতেই মারা গেছে প্রায় ৫০০ কোটি মানুষ।। দ্বিতীয় অবস্থাতে Tuberculosis.. যার দ্বারা মৃতের সংখ্যা প্রায় ১০০ কোটি। তৃতীয় স্মল পক্স - যার দ্বারা মৃত্যুর সংখ্যা প্রায় ৫০ কোটি।। চতুর্থ অবস্থানে প্লেগ, যার ২৪ কোটি মানুষ মারা গিয়েছে।। এর পরের অবস্থান গুলো ইনফ্লুয়েঞ্জা, এইডস ও কলেরার।।

(সংগৃহীত)

13/06/2019

Test Interpretation (Most importent)
সবার জন্য জানা অনেক জরুরী।।।

Enteric fever suspect করলে 2nd week এ Widal Test(Agglutination Test) করতে হয়। Widal Test এ চারটি Term থাকে TO, TH, AH, BH. এর মধ্যে O এবং H হল . Enteric fever এ O এর against এ short lasting antibody তৈরি হয় এবং H এর against এ long lasting তৈরি হয়।

হল Salmonella typhi তে specifiq, একইভাবে হল Salmonella paratyphi A এবং হল Salmonella paratyphi B তে specifiq.
তিনটিতেই #বাড়ে মানে S. typhi,
S. paratyphi A, S. paratyphi B যেটিই হোক বাড়বে।

values:
TO-80, TH-40, AH-40, BH-40.
★TH, AH, BH যদি বেড়ে #দ্বিগুন হয় may be suggestive but not significant ধরা হয়
★TH, AH, BH যদি বেড়ে #চারগুন বা তার বেশি( #আটগুন) হয়, তবে Highly suggestive এবং ধরা হয়।

1
TO-320, TH-320, AH-40, BH-40
এখানে TH 8 গুণ বেড়েছে এবং TO 4 গুণ বেড়েছে। তাই S. typhi হবে।

2
TO-160, TH-40, AH- 320, BH-40
এখানে AH 8 গুণ বেড়েছে, TO দ্বিগুণ বেড়েছে। তাই S. paratyphi A

3
TO-160, TH-40, AH-40, BH-160
এখানে BH 4 গুণ, TO দ্বিগুন, তাই
S. paratyphi B

4
TO-80, TH-80, AH-160, BH-80
এখানে AH চারগুণ, TH,BH দ্বিগুণ, তবে TO বাড়েনি। এক্ষেত্রে S. parathphi A প্রাধান্য পাবে তবে TO যেহেতু বাড়েনি তাই (old) infection. তাই Past infection by S. paratyphi A
এটিকে reaction ও বলে।

5
TO-40, TH-320, AH-160, BH-640
এক্ষেত্রে TH আটগুণ, AH চারগুণ, BH ষোলগুণ বেড়েছে এবং TO কমে #অর্ধেক হয়েছে। সব যথেষ্ঠ পরিমানে বেড়েছে TO বাদে।

Address

Bamundi, Gangni
Meherpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when সবুজ মেডিকেল হল। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category