Doctor Bari Homeo Hall

Doctor Bari Homeo Hall সঠিক নিয়মের হোমিওপ্যাথি চিকিৎসকের কাছে চিকিৎসা নিন।
সুস্থ জীবন পরিচালনা করুন।
"Best healthcare for your family"

27/11/2025
22/10/2025

ধ্বজভঙ্গের কারণ? বীর্য পাতলা?
লক্ষণ সদৃশ্যে হোমিও চিকিৎসা!

লক্ষণ সমূহঃ
১. মেরুদন্ডে আঘাত লাগার জন্য ধ্বজভঙ্গ।

২. অল্প বয়সে অধিক সঙ্গমে ধ্বজভঙ্গ।

৩. কোষ্ঠবদ্ধতা বা অগ্নিমান্দের জন্য ধ্বজভঙ্গ।

৪. বালকেরা বেশ্যালয়ে যাতায়াত ক'রে ধ্বজভঙ্গে বিয়ে করতে চায় না।

৫. গনোরিয়ায় আক্রান্ত হয়ে অপচিকিৎসা করে ধ্বজভঙ্গে।

৬. চর্মরোগ চিকিৎসা করে চাপা দেয়ায় ধ্বজভঙ্গ।

৭. হস্তমৈথুনের কারণে ধ্বজভঙ্গ, পেনিস বরফের মত শীতল ও ফোলা, স্ত্রীর নিকট গেলেই বীর্যপাত হয়।

৮. হস্তমৈথুনজনিত ধ্বজভঙ্গে অদম্য সেক্স করার ইচ্ছা।

৯. অতিরিক্ত হস্তমৈথুনে ধ্বজভঙ্গ।

১০. অনেক দিন ধরে সহবাস দমনপূর্বক ধ্বজভঙ্গ।

১১. ডায়াবেটিস রোগীর সঙ্গমেচ্ছা লোপ, থাকলেও সহবাসে অক্ষম।

১২. অধিক সেক্স করার কারনে ইচ্ছা থাকা সত্ত্বেও সহবাসে অক্ষম।

১৩. নতুন বিবাহিতদের সঙ্গমেচ্ছা থাকা সত্ত্বেও সহবাসে দুর্বল।

১৪. হস্তমৈথুন, স্বপ্নদোষ বা অত্যধিক শুক্রক্ষয়জনিত কারণে ধ্বজভঙ্গ।

১৫. বহুদিনের শুক্রতারল্য জনিত ধ্বজভঙ্গ।

১৬. অধিক স্বপ্নদোষের কারণে ধ্বজভঙ্গে লিঙ্গ ছোট হয়ে যায় ও সঙ্গমে অনিচ্ছা।

১৭. অতিরিক্ত যৌনসেবায় লিঙ্গ শীতল, নিদ্রাবস্থায় স্বপ্নদোষসহ ধ্বজভঙ্গ।

১৮ স্বপ্নদোষ/হস্তমৈথুনে জননেন্দ্রিয় শিথিল হয়ে পড়ে কিন্তু লিঙ্গোদ্রেক হয়।

১৯. অতিরিক্ত যৌন সম্ভোগে ইন্দ্রিয় শিথিল ও বীর্য তরল হয়।

২০. অতিরিক্ত সঙ্গম বা স্বপ্নদোষ বা হস্তমৈথুনের কারণে ধ্বজভঙ্গ, ইচ্ছা প্রবল কিন্তু যৌন শক্তিহীন, লিঙ্গ শক্ত হয় না, কোন কারণে শক্ত হলেও সঙ্গমের ইচ্ছা থাকে না, সঙ্গমে শীঘ্র গন্ধহীন পাতলা বীর্যপাত হয়, মলত্যাগকালে কোঁথ দিলে বীর্য বের হয়।

২১. জ্ঞাত-অজ্ঞাতসারে ক্রমাগত বীর্যপাত হয়ে স্নায়ুবিক দুর্বলতা আসে।

২২. বহুমূত্রের সাথে ধ্বজভঙ্গ।

২৩. অত্যন্ত বীর্য ক্ষয়হেতু ধ্বজভঙ্গে।

২৪. হস্তমৈথুন জনিত ধ্বজভঙ্গে মলত্যাগকালে শুক্র নির্গমন হয়।

২৫. যৌন ইচ্ছা সম্পূর্ণ লোপ।

উপরোক্ত লক্ষণ গুলো পরিলক্ষিত হলে হোমিওপ্যাথিক চিকিৎসা নিন ভালো থাকুন সুস্থ থাকুন ।
ধন্যবাদ!

ডাক্তার বাড়ী হোমিও হল
দক্ষিণ বনশ্রী.ঢাকা
০১৭৩৮-৯০৯০০৯

ডাক্তার লেখার পক্ষে, বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা ও শিক্ষা কাউন্সিলের বিজ্ঞপ্তি পত্র। সংসদীয় প্রস্তাবে পাশ করা একটি আইন...
22/08/2025

ডাক্তার লেখার পক্ষে, বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা ও শিক্ষা কাউন্সিলের বিজ্ঞপ্তি পত্র। সংসদীয় প্রস্তাবে পাশ করা একটি আইনী প্রক্রিয়ার বৈধ ব্যবস্থা।

সুতারাং এ্যালোপ্যাথি বন্ধুরা বিস্তারিত না জেনে কুচকাওয়াজ না করার অনুরোধ রইলো!

এই আইনী ব্যবস্থার বিরূদ্ধে যেতে হলে সেই কুচক্রী মহলকে আবার সংসদীয় প্রক্রিয়ার মাধ্যমেই অগ্রসর হতে হবে। একটি বাস্তবায়িত সংসদীয় আইনকে অবজ্ঞা করলে, সেটা রাষ্ট্রীয় আইন অমান্য করার শামীল!

৩ দিন জ্বর, তারপর হঠাৎ মৃত্যু — সতর্ক হোন, সচেতন হোন!ছবির বাচ্চাটি,  যে মাত্র ৩ দিন ধরে জ্বরে ভুগছিল — আর আজ হঠাৎ মারা গ...
18/07/2025

৩ দিন জ্বর, তারপর হঠাৎ মৃত্যু —
সতর্ক হোন, সচেতন হোন!

ছবির বাচ্চাটি, যে মাত্র ৩ দিন ধরে জ্বরে ভুগছিল — আর আজ হঠাৎ মারা গেলো। মায়ের কোলে নিথর শিশুটির মুখ দেখেই বুকটা কেঁপে উঠল। কীভাবে, কেন এমন হলো?

একজন শিশুর হঠাৎ মৃত্যুর পেছনে অনেক কারণ থাকতে পারে, কিন্তু সবচেয়ে সাধারণ ও ভয়ানক কারণগুলোর মধ্যে অন্যতম হলো:

• (সেপ্টিসেমিয়া): সংক্রমণ রক্তে ছড়িয়ে পড়ে পুরো শরীরকে অকেজো করে দেয়।
•নিউমোনিয়া বা শ্বাসকষ্টজনিত সমস্যা
•ডিহাইড্রেশন বা পানিশূন্যতা
•মেনিনজাইটিস (মস্তিষ্কের ঝিল্লিতে সংক্রমণ)

•জন্মগত হৃদরোগ

•SIDS (হঠাৎ শিশুমৃত্যু)

★কি করা উচিত ছিল? যদি কোনো শিশুর ২ দিনের বেশি সময় ধরে জ্বর থাকে, খেতে না চায়, অতিরিক্ত নিস্তেজ বা অস্বাভাবিক শান্ত হয়ে পড়ে — তাহলে দেরি না করে দ্রুত চিকিৎসকের কাছে নিতে হবে। সময়মতো চিকিৎসা হলে অনেক জীবন রক্ষা করা সম্ভব।

অনুরোধ: শিশুদের ছোট জ্বরকেও হালকা করে দেখবেন না। প্রতিটি মুহূর্ত মূল্যবান।

এই পোস্টটা শেয়ার করুন — একজন অভিভাবকও যদি সচেতন হন, তবেই এই পোস্ট সার্থক।

চিকেন পক্স (বসন্ত রোগ)বনশ্রী-খিলগাঁও এলাকায় বাড়ছে চিকেন পক্স (বসন্ত রোগ)। বহু মানুষ আক্রান্ত। একমাত্র হোমিওপ্যাথিক প্রত...
27/03/2025

চিকেন পক্স (বসন্ত রোগ)

বনশ্রী-খিলগাঁও এলাকায় বাড়ছে চিকেন পক্স (বসন্ত রোগ)। বহু মানুষ আক্রান্ত। একমাত্র হোমিওপ্যাথিক প্রতিষেধক ওষুধেই নিরাময় ও প্রতিরোধ করা যাবে চিকেন পক্স (বসন্ত রোগ), ইনশাআল্লাহ।

মানুষের সেবায় অল্প খরচে সকল রোগের চিকিৎসা করে থাকি। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারাদেশে ঔষধ পাঠানো হয়।

প্রয়োজনে : WhatsApp: 01738-909009

চেম্বার - ডাক্তার বাড়ী হোমিও হল
(১০ তলা মার্কেটের পিছনে)
দক্ষিণ বনশ্রী. ঢাকা

Address

Banasree
Meradia
1219

Telephone

+8801738909009

Website

Alerts

Be the first to know and let us send you an email when Doctor Bari Homeo Hall posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Doctor Bari Homeo Hall:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram