20/10/2025
আলহামদুলিল্লাহ, ৯ বছর পর ২টি Fallopian Tube Block এর চিকিৎসা নিয়ে আজ ফাইনালি কনসিভ করেছেন। ৯টি বছর ২টি ফেলোপিয়ান টিউব ব্লক ও ওভারিতে সিস্ট এর সমস্যা নিয়ে একটি সন্তানের জন্য চেষ্টা করে যাচ্ছিল কিন্তু সফল হয়নি, হতাশার চরম পর্যায়ে আমার চেম্বারে আসেন তাকে Panchakarma with IUUB treatment suggest করি অবশেষে আল্লাহর অশেষ রহমতে সঠিক চিকিৎসার ৬ষ্ঠ মাসে চিকিৎসা চলাকালীন সময়ে ফাইনালি কনসিভ করেছেন এই বোনটি, স্বামী মালেশিয়া থাকে তাই চিকিৎসা নিয়ে স্বামীর কাছে মালেশিয়া যায় এই বোনটি এই মূহুর্তে সে মালেশিয়া অবস্থান করছেন এবং আল্লাহর তাদের মনের আশা পূর্ণ করে টিউব ওপেন হয়ে কনসিভ করেছেন এবং দীর্ঘ ৯ বছরের হতাশার অবসান হলো। দোয়া করবেন তাদের অনাগত সন্তানের জন্য, ৩মাস পার করে দেশে আসবেন যেন আল্লাহ তাদের অনাগত সন্তানকে সুস্থ রাখেন।
Mehedi’s Fertility Care