Nabawi Life care - সুন্নাহভিত্তিক সাস্থ্যসেবা

  • Home
  • Bangladesh
  • Mirpur
  • Nabawi Life care - সুন্নাহভিত্তিক সাস্থ্যসেবা

Nabawi Life care - সুন্নাহভিত্তিক সাস্থ্যসেবা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nabawi Life care - সুন্নাহভিত্তিক সাস্থ্যসেবা, Addiction Treatment Center, Mirpur, Dhaka, Mirpur.
(2)

জ্বীন,জাদু ও বদনজর,হাসাদ,বিয়ে বন্ধ, বাচ্চা কনসিভ না হওয়া, মিসকারেজ,অনিয়মিত পিরিয়ড সহ যাবতীয় রোগব্যাধির শরঈ সমাধান হলো রুকইয়া ট্রিটমেন্ট করা

রুকইয়া সংক্রান্ত ট্রিটমেন্ট পেতে কিংবা পরামর্শ পেতে যোগাযোগ করুন-
01775503070 (imo+WhatsApp)

22/11/2025
রুকিয়াহ কি?“রুকিয়াহ্” (رُقْيَة) এর শাব্দিক অর্থ হলো —পাঠ করা, ঝাড়ফুঁক করা, বা দোয়া ও কুরআনের আয়াত দ্বারা আরোগ্য কাম...
08/11/2025

রুকিয়াহ কি?
“রুকিয়াহ্” (رُقْيَة) এর শাব্দিক অর্থ হলো —
পাঠ করা, ঝাড়ফুঁক করা, বা দোয়া ও কুরআনের আয়াত দ্বারা আরোগ্য কামনা করা।

পরিভাষায় রুকইয়াহ (Ruqyah) একটি ইসলামি চিকিৎসা পদ্ধতির নাম। যেখানে আল্লাহ্ সুবহানাহু তায়ালার কাছে কুরআনের আয়াত ও রাসূলুল্লাহ ﷺ শেখানো দোয়া পাঠ করে মানুষের শারীরিক, মানসিক বা আত্মিক সমস্যার সমাধান চাওয়া হয়।

রুকইয়াহর মাধ্যমে আল্লাহর কাছে — জিন, শয়তান, নজর লাগা (evil eye), জাদু বা অন্য যেকোনো অদৃশ্য ক্ষতির হাত থেকে বাঁচতে আশ্রয় চাওয়া হয়।

রাসূলুল্লাহ ﷺ নিজে রুকইয়াহ করেছেন এবং সাহাবীদেরও তা শিখিয়েছেন।

> عَنْ عَوْفِ بْنِ مَالِكٍ، قَالَ: كُنَّا نَرْقِي فِي الْجَاهِلِيَّةِ، فَقُلْنَا: يَا رَسُولَ اللَّهِ كَيْفَ تَرَى فِي ذَلِكَ؟ فَقَالَ: اعْرِضُوا عَلَيَّ رُقَاكُمْ، لَا بَأْسَ بِالرُّقَى مَا لَمْ يَكُنْ فِيهِ شِرْكٌ
— (সহিহ মুসলিম, হাদীস নং 2200)
অর্থ:
আউফ ইবন মালিক (রাঃ) বলেন, আমরা জাহিলিয়াত যুগে ঝাড়ফুঁক করতাম। আমরা বললাম, “হে আল্লাহর রাসূল ﷺ, এ ব্যাপারে আপনার কী মত?”
তিনি বললেন — “তোমরা তোমাদের রুকইয়াহ (ঝাড়ফুঁক) আমার সামনে উপস্থাপন করো। এতে কোনো সমস্যা নেই, যতক্ষণ না তাতে শিরকের কিছু থাকে।”

সংক্ষেপে বলা যায়:
রুকইয়াহ মানে — কুরআন ও হাদীসের দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে শিফা ও সুরক্ষা প্রার্থনা করা।
যা শারীরিক, মানসিক বা আত্মিক সব ধরণের সমস্যার জন্যই কার্যকর হতে পারে।

রুকইয়াহ সম্পর্কিত নানা তথ্য জানতে আমাদের পেজটি ফলো করুন ও শেয়ার করে ছড়িয়ে দিন, যাতে সবাই উপকৃত হতে পারে।

02/11/2025

রিজিকে ও ব্যবসা বাধা সৃষ্টিকারী যাদুর লক্ষণসমূহ -

◼️ কাজের প্রতি প্রবল বিরক্তি, এবং কোনো কারণ ছাড়াই কাজে বা কর্মস্থলে যেতে না চাওয়া।
◼️ কর্মস্থলে অস্বস্তি ও মানসিক চাপ অনুভব করা, কিন্তু কর্মস্থল থেকে দূরে থাকলে স্বস্তি পাওয়া।
◼️ চাকরি বা কাজের জন্য চেষ্টা করলে সব ঠিক থাকার পরও তা বারবার ব্যর্থ হয়ে যাওয়া বা বাধাগ্রস্ত হওয়া।
◼️ চেষ্টা ও পরিশ্রম করলেও তার কোনো ফল না পাওয়া, কাজের সফলতা না আসা।
◼️ উচ্চ যোগ্যতা ও অভিজ্ঞতা থাকা সত্ত্বেও অকারণে কাজ বা চাকরি ছেরে চলে আসা।
◼️ ব্যবসায়িক লেনদেনে ব্যর্থতা আসা, এবং ব্যবসায়ীরা তার সঙ্গে কাজ করতে অনিচ্ছুক হওয়া।
◼️ অর্থের বরকত উঠে যাওয়া; অনেক উপার্জন করলেও অর্থ কোথায় ব্যয় হয় বোঝা না যাওয়া।
◼️ যত রোজগারই হোক না কেন, মনে কখনো আনন্দিত বা তৃপ্ত না পাওয়া সর্বদা চিন্তিত ও বিষণ্ন থাকা।


#রুকইয়াহ

01/11/2025

কীসের জন্য কোন সূরা?

১. সূরা হজ্ব পড়লে বিয়ে সহজ হয়।
২. সূরা আম্বিয়া পড়লে যাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না তাদের বাচ্চা হবে।
৩. সূরা মারইয়াম পড়লে গর্ভধারণ সহজ হবে।
৪. সূরা ইনশিক্বাক পড়লে ডেলিভারি সহজ হয়।
৫. নিউবর্ন বাচ্চাকে ঘুম পাড়াতে সূরা গাশিয়াহ পড়ে শুনাবেন।

- উস্তাদ আম্মারুল হক হাফি.

এগুলো আপনি অন্যের জন্য রুকিয়া বা দোয়া করতে ব্যবহার করতে পারেন, বিশেষ করে যখন কেউ বদ নজর বা হিংসার শিকার বলে সন্দেহ করছ...
01/11/2025

এগুলো আপনি অন্যের জন্য রুকিয়া বা দোয়া করতে ব্যবহার করতে পারেন, বিশেষ করে যখন কেউ বদ নজর বা হিংসার শিকার বলে সন্দেহ করছেন।
---
🌿 বদ নজর ও হিংসার নজর ধ্বংস করার জন্য ১০টি দোয়া
(আরবি ও বাংলা অর্থসহ)
---
🔹 ১.
اللَّهُمَّ أَبْطِلْ كُلَّ شَرٍّ وَكُلَّ سِحْرٍ وَكُلَّ نَظْرَةٍ سَاقَتْ ضَرًّا، وَاجْعَلْهَا بَاطِلَةً لاَ تُؤَثِّرُ فِيهِ
বাংলা অর্থ:
হে আল্লাহ! আপনি সমস্ত অনিষ্ট, জাদু এবং ক্ষতিকর বদনজরকে বাতিল করে দিন এবং এমন করুন যেন সেগুলোর কোনো প্রভাবই তার উপর না পড়ে।
---
🔹 ২.
اللَّهُمَّ احْرِقْ أَسْبَابَ الْحَسَدِ وَأَعْمَالَ الْحَاسِدِينَ وَبَطِّلْهَا كُلَّهَا
বাংলা অর্থ:
হে আল্লাহ! হিংসার সকল কারণ ও হিংসুকদের সমস্ত কাজ পুড়িয়ে দিন ও সম্পূর্ণরূপে ধ্বংস করে দিন।
---
🔹 ৩.
اللَّهُمَّ إِنِّي أُسْأَلُكَ أَنْ تُبِيدَ أَثَرَ العَيْنِ وَالْحِقْدِ وَتَجْعَلَهُ لَهُمْ عَضْوًا فِيهِمْ
বাংলা অর্থ:
হে আল্লাহ! আমি আপনার কাছে প্রার্থনা করি আপনি যেন বদনজর ও হিংসার প্রভাব মুছে ফেলেন এবং তা হিংসুকদের দিকেই ফিরিয়ে দেন।
---
🔹 ৪.
اللَّهُمَّ صْرِفْ عَنْهُ كُلَّ نَفَثٍ وَكُلَّ نِيَّةٍ سَوْئٍ، وَاجْعَلْ نُورَكَ حِجَابًا بَيْنَهُ وَبَيْنَ كُلِّ عَيْنٍ
বাংলা অর্থ:
হে আল্লাহ! তার কাছ থেকে সমস্ত জাদুমন্ত্র ও খারাপ উদ্দেশ্য সরিয়ে দিন এবং আপনার নূরকে একটি ঢাল বানিয়ে দিন তার ও সমস্ত বদ নজরের মাঝখানে।
---
🔹 ৫.
اللَّهُمَّ أَبْطِلْ كُلَّ مَكْرٍ وَكُلَّ فِتْنَةٍ جَاءَتْهُ بِحَقِيقَةِ الحَسَدِ، وَحَوِّلْهَا إِلَى خَيْرٍ لَهُ
বাংলা অর্থ:
হে আল্লাহ! হিংসা থেকে আগত প্রতারণা ও ফিতনা ধ্বংস করে দিন এবং সেগুলোকে তার জন্য কল্যাণে পরিণত করে দিন।
---
🔹 ৬.
اللَّهُمَّ اجْعَلْ كُلَّ مَا وُجِّهَ إِلَيْهِ مِنْ سُوءٍ سَبَبًا لِرَفْعَتِهِ وَنُمُوهِهِ، وَأَهْلِكْ أَعْمَالَ مَنْ أَرَادَ بِهِ السُّوءَ
বাংলা অর্থ:
হে আল্লাহ! তার প্রতি যা কিছু খারাপ উদ্দেশ্যে চালানো হয়েছে, তা যেন তার উন্নতি ও বৃদ্ধি পাওয়ার মাধ্যম হয়ে যায়, এবং যারা তার

01/11/2025

১/অলিভ অয়েল ৫০০ গ্রাম
২/কালো জিরা ১০০ গ্রাম
৩/পিং সল্ট ৫০০ গ্রাম
৪/মধু ৫০০ গ্রাম
৫/সোনা পাতা ৫০ টাকা
৬/গোলাপজল ৬ পিস
৭/কালো জিরার তৈল ১০০ গ্রাম
৮/মেথি ২৫০ গ্রাম
৯/ভিনেগার ২ পিস
১০/ঘি ২৫০ গ্রাম

01/11/2025

ইস্তেফ রাগ করার নিয়ম

৫ লিটার পানি পড়া
২ চামচ মধু
২ চামচ আদা বাটা
২ চামচ বড়ই পাতা বাটা
২ চামচ কালোজিরা বাটা
৫ চামচ গোলাপ জল

সবগুলো উপকরণ এক সাথ করে
তারপরে খেতে থাকবেন পেট ভরে একটানা খেতে থাকবেন।
সামনে বমি করার জন্য বালতি বা কোন কিছু রাখবেন খাবেন আর বমি করবেন খাবেন আর বমি করবেন এভাবে পাঁচ লিটার পানি শেষ করবেন বমি আসতে না চাইলে মুখে হাত দিয়ে জোর করে বমি করবেন।
নিয়ত করে নিবেন হে আল্লাহ আমার অসুস্থতার সাথে সম্পৃক্ত পেটে থাকা সকল বদনজর জাদু ও শয়তানের গিঁট গুলকে ধ্বংস করে বের করে দেন।

সাপ্তাহে ২ বার করবেন ইনশাআল্লাহ

ইসহাল বা লুজ মোশন কিভাবে করবেন।

২ চামচ মেথি
২ চামচ সোনা পাতা
২ চামচ কালোজিরা
২ চামচ বরই পাতা বাটা
সব গুলো একসাথে করে ১ পোয়া পানিতে জ্বাল দিন ভালো করে বলক আসলে নামিয়ে কুসুম গরম থাকতে ছেকে নিন তারপর ৩ চামচ ঘি মিশিয়ে খেয়ে নিন, সাপ্তাহে ২ বার করবেন ইনশাআল্লাহ।
খাওয়ার পর কয়েক বার পাতলা পায়খানা হতে পারে এর মাধ্যমে আপনার পেটের যাদু নষ্ট হয়ে বের হয়ে যাবে ইনশাল্লাহ।

01/11/2025

স্বপ্নে জাদুর জিনিস খাওয়া বন্ধের পরীক্ষিত রুকইয়াহ

আপনি কি প্রায়ই স্বপ্নে খেতে দেখেন? অদ্ভুত খাবার, অচেনা লোকের খাওয়ানো, কিংবা জোর করে খাবার মুখে ঢুকিয়ে দেওয়া?
এই স্বপ্নগুলো শুধু স্বপ্ন নয়—এগুলো হতে পারে জাদুর মারাত্মক ফাঁদ।

স্বপ্নে খাওয়ানো মানে আপনার পেটকে জাদুর কারাগার বানানো হয়েছে। যতদিন এই জাদু থাকবে, ততদিন আপনি ক্লান্ত, অসুস্থ, এবং বাধাবিঘ্নে বা জাদুর নির্দিষ্ট উদ্দেশ্য সমস্যায় জর্জরিত থাকবেন।

এই ভয়াবহতা থেকে মুক্তির জন্য দীর্ঘ গবেষণায় পরীক্ষিত একটি রুকইয়াহ পদ্ধতি এখানে তুলে ধরা হলো—
যা আলহামদুলিল্লাহ বহু মানুষের জীবনে পরিবর্তন এনেছে।

"শুরু করুন আজই, ইনশা’আল্লাহ আপনি পরিবর্তন টের পাবেন প্রথম থেকেই।"

ধাপে ধাপে করণীয়:

ক)
১. কুরআনিক আয়াতসমূহ পাঠ ও ফুঁ দেয়া:

নিচের আয়াতগুলো ৩/৫/৭ বার করে পড়ুন এবং এরপর পানি, অলিভ অয়েল ও কালোজিরার উপর তিনবার করে ফুঁ দিন।

প্রধান আয়াতসমূহ:

সূরা আন’আম: ১১৭-১২১
সূরা মায়িদাহ: ৩ ও ৬৪
সূরা দুখান: ৪৩-৫০
সূরা ইব্রাহিম: ১৫-১৭
সূরা ওয়াকিয়াহ: ৫১-৫৪
সূরা বনী ইসরাইল: ৪৫
সূরা ইয়াসিন: ৯
সূরা হুমাযাহ ও সূরা তাকভীর

অতিরিক্তভাবে পড়তে পারেন (ঐচ্ছিক, তবে জরুরী):

সূরা বাকারা: ১০২
সূরা আরাফ: ১১৭-১২২
সূরা ইউনুস: ৮১-৮২
সূরা ফুরকান: ২৩
সূরা যুখরুফ: ৭৯
আযাব ও শাস্তির কিছু আয়াত

নিচের তিনটি দুআ এড করে নিবেন

بِسْمِ اللّٰه ِالَّذِيْ لَا يَضُرُّ مَعَ اسْمِهٖ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيْعُ العَلِيْمُ

بسمِ اللهِ وضعتُ جنبي اللَّهمَّ اغفر لي ذنبي وأخسئ شيطاني ، وفُكَّ رِهاني وثقِّل ميزاني واجعَلني في النَّديِّ الأعلَى

بِاسْمِكَ رَبِّ وَضَعْتُ جَنْبِيْ، وَبِكَ أَرْفَعُهٗ، إِنْ أَمْسَكْتَ نَفْسِيْ فَارْحَمْهَا، وَإِنْ أَرْسَلْتَهَا فَاحْفَظْهَا بِمَا تَحْفَظُ بِهٖ عِبَادَكَ الصَّالِحِيْنَ

---

২. ব্যবহারের নিয়ম (রাতে ও সকালে):

রাতের বেলায়:

এক গ্লাস রুকইয়াহ পড়া পানি পান করুন

ঠোঁটে সামান্য অলিভ অয়েল লাগান (লিপজেল/মেরিলের মতো)

সামান্য কালোজিরা মুখে নিয়ে চিবাতে চিবাতে ঘুমিয়ে পড়ুন
(পানি দিয়ে খেয়ে ফেলবেন না—মুখে রেখে ঘুমান)

সকালে ঘুম থেকে উঠে:

এক গ্লাস রুকইয়াহ পানি পান করুন

সারাদিনে অল্প অল্প কালোজিরা মুখে নিয়ে চিবাতে থাকুন
(যতটা সম্ভব মুখে কালোজিরা রাখার চেষ্টা করুন)

খ)
অনেকেই এভাবে রুকইয়াহ করে ঘুমানোর পর রাতে স্বপ্নে খেতে না দেখলেও ফজরের ঘুমাতে চাইলে তখনও স্বপ্নে খেতে দেখেন। তাদের জন্য পরামর্শ হচ্ছে—

— সম্ভব হলে ফজরের পর সকালে ঘুমাবেন না।
— ঘুমাতে হলে সূর্যোদয়ের কিছুক্ষণ পর ঘুমাবেন।
— উপরোক্ত নিয়মে স্বপ্নে খাওয়া বন্ধের আমল করে নিবেন।
---

গ)
পেটের জাদু নষ্ট করাও অপরিহার্য:

স্বপ্নে খাওয়া বন্ধ করতে হলে পেটে থাকা জাদু সম্পূর্ণরূপে নষ্ট করতে হবে।
পেটের জাদু নষ্টের জন্য বিশেষ রুকইয়াহ পদ্ধতি অনুসরণ করুন।

পদ্ধতিটি দেখতে আমাদের অ্যাপ ডাউনলোড করুন:
→ প্লেস্টোরে যান ও সার্চ করুন: "Ruqyah & Ayat-রুকইয়াহ ও আয়াত"
অথবা কমেন্টে দেয়া লিংকটি ভিজিট করুন।

---

বিঃদ্রঃ
এই পদ্ধতিটি বহু রাকির পরীক্ষিত এবং বহু রোগীর মাঝে কার্যকর প্রমাণিত হয়েছে, আলহামদুলিল্লা
&Ayat #রুকইয়াহ #স্বপ্নে_খাওয়া #কালোজাদু #পেটের_জাদু #ইসলামিক_চিকিৎসা #আল্লাহই_শিফাদাতা

যাদু নষ্টের কিছু আরবি দোয়াযাদু নষ্টের নিয়তে প্রতিদিন ৩০ মিনিট তিলাওয়াত করুন তারপর পানিতে ফু দিয়ে পান করুন।আয়াতুস সিহ...
01/11/2025

যাদু নষ্টের কিছু আরবি দোয়া
যাদু নষ্টের নিয়তে প্রতিদিন ৩০ মিনিট তিলাওয়াত করুন তারপর পানিতে ফু দিয়ে পান করুন।

আয়াতুস সিহর — জাদু নষ্টকারী আয়াতসমূহ

📖 কুরআনে এমন কিছু আয়াত আছে যেগুলো জাদু (সিহর) নষ্ট ও প্রতিরোধের জন্য বিশেষভাবে কার্যকর। রুকইয়াহ চিকিৎসায় এগুলোকে আয়াতুস সিহর বা জাদুর আয়াত বলা হয়।

সূরা ফাতিহা, সূরা বাকারাহ ১০২ নং আয়াত

সূরা আরাফ:১১৭১২২
وَ اَوۡحَیۡنَاۤ اِلٰی مُوۡسٰۤی اَنۡ اَلۡقِ عَصَاكَ ۚ فَاِذَا هِیَ تَلۡقَفُ مَا یَاۡفِكُوۡنَ ﴿۱۱۷﴾ۚ فَوَقَعَ الۡحَقُّ وَ بَطَلَ مَا كَانُوۡا یَعۡمَلُوۡنَ ﴿۱۱۸﴾ۚ فَغُلِبُوۡا هُنَالِكَ وَ انۡقَلَبُوۡا صٰغِرِیۡنَ ﴿۱۱۹﴾ۚ وَ اُلۡقِیَ السَّحَرَۃُ سٰجِدِیۡنَ ﴿۱۲۰﴾ۚۖو القی السحرۃ سجدین ﴿۱۲۰﴾ قَالُوۡۤا اٰمَنَّا بِرَبِّ الۡعٰلَمِیۡنَ ﴿۱۲۱﴾ۙ رَبِّ مُوۡسٰی وَ هٰرُوۡنَ ﴿۱۲۲﴾

সূরা ইউনুস: ৮১-৮২
فَلَمَّاۤ اَلۡقَوۡا قَالَ مُوۡسٰی مَا جِئۡتُمۡ بِهِ ۙ السِّحۡرُ ؕ اِنَّ اللّٰهَ سَیُبۡطِلُهٗ ؕ اِنَّ اللّٰهَ لَا یُصۡلِحُ عَمَلَ الۡمُفۡسِدِیۡنَ ﴿۸۱﴾ وَ یُحِقُّ اللّٰهُ الۡحَقَّ بِكَلِمٰتِهٖ وَ لَوۡ كَرِهَ الۡمُجۡرِمُوۡنَ ﴿۸۲﴾

সূরা ত্বা-হা: ৬৫-৭০

قَالُوۡا یٰمُوۡسٰۤی اِمَّاۤ اَنۡ تُلۡقِیَ وَ اِمَّاۤ اَنۡ نَّكُوۡنَ اَوَّلَ مَنۡ اَلۡقٰی ﴿۶۵﴾ قَالَ بَلۡ اَلۡقُوۡا ۚ فَاِذَا حِبَالُهُمۡ وَ عِصِیُّهُمۡ یُخَیَّلُ اِلَیۡهِ مِنۡ سِحۡرِهِمۡ اَنَّهَا تَسۡعٰی ﴿۶۶﴾ فَاَوۡجَسَ فِیۡ نَفۡسِهٖ خِیۡفَۃً مُّوۡسٰی ﴿۶۷﴾ قُلۡنَا لَا تَخَفۡ اِنَّكَ اَنۡتَ الۡاَعۡلٰی ﴿۶۸﴾ وَ اَلۡقِ مَا فِیۡ یَمِیۡنِكَ تَلۡقَفۡ مَا صَنَعُوۡا ؕ اِنَّمَا صَنَعُوۡا كَیۡدُ سٰحِرٍ ؕ وَ لَا یُفۡلِحُ السَّاحِرُ حَیۡثُ اَتٰی ﴿۶۹﴾ فَاُلۡقِیَ السَّحَرَۃُ سُجَّدًا قَالُوۡۤا اٰمَنَّا بِرَبِّ هٰرُوۡنَ وَ مُوۡسٰی ﴿۷۰﴾

সূরা ইখলাস, ফালাক ও সূরা নাস।

সিহর বা জাদু নষ্টের নিয়তে বারবার প্রতিদিন ৩০-৪৫ মিনিট পাঠ করুন।

তিলাওয়াত করার পর শরীর, বুক, মাথা ও আক্রান্ত জায়গায় ফুঁ দিন।

অলিভ অয়েলে ফুঁ দিয়ে আক্রান্ত স্থানে মালিশ করুন, পানিতে ফুঁ দিয়ে পান করুন।

الهم فك كل سحر
আল্লাহুম্মা ফুক্কা কুল্লা সিহর
হে আল্লাহ তুমি প্রত্যেক যাদু থেকে মুক্তি দান করো।
بسم الله يبطل كل سحر
বিসমিল্লাহ ইয়ুবতিল কুল্লা সিহর
আল্লাহর নামে শুরু করছি তিনি প্রত্যেকটি জাদুকে ধ্বংস করে দিবেন।

بسم الله يبطل كل سحر مأكول
বিসমিল্লাহ ইয়ুবতিল কুল্লা সিহরিম মাআকূল
আল্লাহর নামে শুরু করছি তিনি প্রত্যেক আহারকৃত জাদুকে ধ্বংস করে দিবেন।

بسم الله يبطل كل سحر مشروب
বিসমিল্লাহ ইয়ুবতিল কুল্লা সিহরিম মাশরুব
আল্লাহর নামে শুরু করছি তিনি প্রত্যেক পানকৃত জাদুকে ধ্বংস করে দিবেন।

بإسمك اللهم أبطل كل سحر مأكول مشروب
বিসমিকা আল্লাহুম্মা আবতিল কুল্লা সিহরিম মাআকূল মাশরুব
আল্লাহর নামে শুরু করছি তিনি প্রত্যেক আহারকৃত এবং পানকৃত জাদুকে ধ্বংস করে দিবেন।

بسم الله يبطل كل سحر معقود
বিসমিল্লাহ ইয়ুবতিল কুল্লা সিহরিম মা'কূদ
আল্লাহর নামে শুরু করছি তিনি প্রত্যেক গিট দেওয়া জাদুকে ধ্বংস করে দিবেন।

بسم الله يبطل كل سحر مرشوش
বিসমিল্লাহ ইয়ুবতিল কুল্লা সিহরিম মারশুশ।
আল্লাহর নামে শুরু করছি তিনি প্রত্যেক ছিটানো বস্তুর জাদুকে ধ্বংস করে দিবেন।

بسم الله يبطل كل سحر مدفون
বিসমিল্লাহ ইয়ুবতিল কুল্লা সিহরিম মাদফুন
আল্লাহর নামে শুরু করছি তিনি প্রত্যেক দাফনকৃত জাদুকে ধ্বংস করে দিবেন।

بسم الله يبطل كل سحر محروس
বিসমিল্লাহ ইয়ুবতিল কুল্লা সিহরিম মাহরুছ
আল্লাহর নামে শুরু করছি তিনি প্রত্যেক সুরক্ষিত জাদুকে ধ্বংস করে দিবেন।

اللهم ابطل كل سحر مدفون عند البيوت
উচ্চারণ :- আল্লাহুম্মাবতিল কুল্লা সিহরিম মাদফুন ইনদাল বয়ূত।
অর্থঃ- হে আল্লাহ তুমি এমন প্রত্যেক জাদুকে ধ্বংস করে দিবেন যা বাড়িতে পুঁতে রাখা হয়েছে।

اللهم ابطل كل سحر مدفون في القبور
উচ্চারণ :- আল্লাহুম্মাবতিল কুল্লা সিহরিম মাদফুন ফিল ক্বুবুর।
অর্থঃ - হে আল্লাহ তুমি এমন প্রত্যেক জাদুকে ধ্বংস করে দিবেন যা কবরে পুঁতে রাখা হয়েছে।

اللهم ابطل كل سحر في قبر
উচ্চারণ :- আল্লাহুম্মাবতিল কুল্লা সিহরিন ফিল ক্বুবুর।
অর্থঃ - হে আল্লাহ তুমি এমন প্রত্যেক জাদুকে ধ্বংস করে দিবেন যা কবরে রয়েছে।

اللهم ابطل كل سحر منثور
উচ্চারণ - আল্লাহুম্মাবতিল কুল্লা সিহরিম মানছুর
অর্থঃ - হে আল্লাহ তুমি এমন প্রত্যেক জাদুকে ধ্বংস করে দিবেন যা বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে।

اللهم ابطل كل سحر في تمثال صنعوه
উচ্চারণঃ আল্লাহুম্মাবতিল কুল্লা সিহরিন ফি তিমসালিন সনাউহ্
অর্থঃ হে আল্লাহ তুমি তাদের মুর্তিতে তৈরি সমস্ত যাদু নষ্ট করে দাও
اللهم أبطل كل سحر في تمثال و تصاوير
উচ্চারণঃ আল্লাহুম্মাবতিল কুল্লা সিহরিন ফি তিমসালিন ওয়া তাসা-উইয়ির
অর্থঃ হে আল্লাহ মুর্তি ও ছবির মধ্যে কৃত সমস্ত যাদু নষ্ট করে দাও
اللهم أبطل كل سحر في تمثال صنعوه و ربطوهو عقدوه و دفنوه
উচ্চারণঃ আললাহুমমাবতিল কুল্লা সিহরিন ফি তিমসালিন সনাউহু ওয়া রাবাতু ওয়া আক্বাদু ওয়া দাফানুহ্
অর্থঃ হে আল্লাহ! মুর্তিতে তাদের তৈরি করা এবং বেঁধে দেওয়া, গিঁট দেওয়া এবং কবর দেওয়া সমস্ত যাদু নষ্ট করে দিন।
اللهم أبطل كل سحر في خيط عقدوه
উচ্চারণঃ আল্লাহুম্মাবতিল কুল্লা সিহরিন ফি খাইতিন আক্বাদু
অর্থঃ হে আল্লাহ ! সুতায় গিঁট দেওয়া যাদু নষ্ট করে দাও
اللهم أبطل كل سحر معقود مربوط
উচ্চারণঃ আল্লাহুম্মাবতিল কুল্লা সিহরিন মা'ক্বুদ মারবুত।
অর্থঃ হে আল্লাহ সমস্ত গিঁট যাদু ও বাঁধন যাদু নষ্ট করে দাও
اللهم أبطل كل سحر في شعر عقدوه
উচ্চারণঃ আল্লাহুম্মাবতিল কুল্লা সিহরিন ফি শা'রিন আক্বাদু
অর্থঃ চুলের মধ্যে গিঁট দেওয়া সমস্ত যাদু নষ্ট করে দাও
اللهم ابطل كل سحر في الرأس وحل كل عقد
উচ্চারণঃ আল্লাহুম্মাবতিল কুল্লা সিহরিন ফির্ রা'ছি ওয়া হুল্লা কুল্লা উক্বাদ
অর্থঃ হে আল্লাহ মাথায় থাকা সমস্ত যাদু নষ্ট করে দাও এবং সমস্ত গিঁট খুলে দাও
اللهم ابطل كل سحر في الدماغ و حل كل عقد
উচ্চারণঃ আল্লাহুম্মাবতিল কুল্লা সিহরিন ফিদ্ দিমাগি ওয়া হুল্লা কুল্লা উক্বাদ
অর্থঃ হে আল্লাহ ব্রেইনে থাকা সমস্ত যাদু নষ্ট করে দাও এবং সমস্ত গিঁট খুলে দাও
اللهم ابطل كل سحر في الحلق وحل كل عقد
উচ্চারণঃ আল্লাহুম্মাবতিল কুল্লা সিহরিন ফিল্ হালক্বি ওয়া হুল্লা কুল্লা উক্বাদ
অর্থঃ হে আল্লাহ গলায় থাকা সমস্ত যাদু নষ্ট করে দাও এবং সমস্ত গিট খুলে দাও
اللهم ابطل كل سحر في العنق و حل كل عقد
উচ্চারণঃ আল্লাহুম্মাবতিল কুল্লা সিহরিন ফিল্ উনুক্বি ওয়া হুল্লা কুল্লা উক্বাদ
অর্থঃ হে আল্লাহ ঘরের সমস্ত যাদু নষ্ট করে দাও এবং সমস্ত গিট খুলে দাও
اللهم ابطل كل سحر في الصدر و حل كل عقد
উচ্চারণঃ আল্লাহুম্মাবতিল কুল্লা সিহরিন ফিছ্ ছাদরি ওয়া হুল্লা কুল্লা উক্বাদ
অর্থঃ হে আল্লাহ বুকের সমস্ত যাদু নষ্ট করে দাও এবং সমস্ত গিট খুলে দাও
اللهم ابطل كل سحر في القلب و حل كل عقد
উচ্চারণঃ আল্লাহুম্মাবতিল কল্লা সিহরিন ফিল্ ক্বালবি ওয়া হুল্লা কুল্লা উক্বাদ
অর্থঃ হে আল্লাহ অন্তরে সমস্ত জাদু নষ্ট করে দেওয়া এবং সমস্ত গিঁট খুলে দাও
اللهم ابطل كل سحر في الكتفين و حل كل عقد
উচ্চারণঃ আল্লাহুম্মাবতিল কুল্লা সিহরিন ফিল্ কাতিফাইনি ওয়া হুল্লা কুল্লা উক্বাদ
অর্থঃ হে আল্লাহ বাহুর সমস্ত যাদু নষ্ট করে দাও এবং সমস্ত গিঁট খুলে দাও
اللهم ابطل كل سحر في الظهر و حل كل عقد
উচ্চারণঃ আল্লাহুম্মাবতিল কুল্লা সিহরিন ফিঝ্ ঝাহরি ওয়া হুল্লা কুল্লা উক্বাদ
অর্থঃ হে আল্লাহ পিঠের সমস্ত যাদু নষ্ট করে দাও এবং সমস্ত গিট খুলে দাও
اللهم بطل كل سحر في عظام عمود الفقر و حل كل عقد
উচ্চারণঃ আল্লাহুম্বমাবতিল্ কুল্লা সিহরিন্ ফি ইজামি আমুদিল্ ফাক্বরি ওয়া হুল্লা কুল্লা উক্বাদ
অর্থঃ হে আল্লাহ মেরুদণ্ডের হাড়ের সমস্ত যাদু নষ্ট করে দেওয়া এবং সমস্ত গিট খুলে দাও
اللهم ابطل كل سحر في البطن و حل كل عقد
উচ্চারণঃ আল্লাহুম্মাবতিল কুল্লা সিহরিন ফিল্ বাতনি ওয়া হুল্লা কুল্লা উক্বাদ
অর্থঃ ইয়াল্লাহ পেটের সমস্ত যাদু নষ্ট করে দাও এবং সমস্ত গিট খুলে দাও
اللهم ابطل كل سحر في الكبد و حل كل عقد
উচ্চারণঃ আল্লাহুম্মাবতিল কুল্লা সিহরিন ফিল কাবিদি ওয়া হুল্লা কুল্লা উক্বাদ
অর্থঃ হে আল্লাহ লিভারের সমস্ত যাদু আপনি নষ্ট করে দিন এবং সমস্ত গিঁট খুলে দিন।
اللهم ابطل كل سحر في السرة و حل كل عقد
উচ্চারণঃ আল্লাহুম্মাবতিল কুল্লা সিহরিন ফিছ্ ছুর্রাতি ওয়া হুল্লা কুল্লা উক্বাদ
অর্থঃ হে আল্লাহ নাভির সমস্ত যাদু আপনি নষ্ট করে দিন এবং সমস্ত গিঁট খুলে দিন
اللهم ابطل كل سحر في اليدين و حل كل عقد
উচ্চারণঃ আল্লাহুম্মাবতি কুল্লা সিহরিন ফিল ইয়াদাইনি ওয়া হুল্লা কুল্লা উক্বাদ
অর্থঃ হে আল্লাহ উভয় হাতের সমস্ত যাদু আপনি নষ্ট করে দিন এবং সমস্ত গিঁট খুলে দিন
اللهم ابطل كل سحر في المرقين و حل كل عقد
উচ্চারণঃ আল্লাহুম্মাবতিল কুল্লা সিহরিন ফিল্ মিরফাক্বাইনি ওয়া হুল্লা কুল্লা উক্বাদ
অর্থঃ হে আল্লাহ কনুইয়ের সমস্ত যাদু আপনি নষ্ট করে দিন এবং সমস্ত গিঁট খুলে দিন
اللهم ابطل كل سحر في المفصل و حل كل عقد
উচ্চারণঃ আল্লাহুম্মাবতিল কুল্লা সিহরিন ফিল মাফছালি ওয়া হুল্লা কুল্লা উক্বাদ
অর্থঃ হে আল্লাহ আপনি জয়েন্টের সমস্ত যাদু নষ্ট করে দিন এবং সমস্ত গিঁট খুলে দিন
اللهم ابطل كل سحر في أسفل الظهر و حل كل عقد
উচ্চারণঃ আল্লাহুম্মাবতিল কুল্লা সিহরিন ফিল আওছাতি ওয়া হুল্লা কুল্লা উক্বাদ
অর্থঃ হে আল্লাহ কোমরের সমস্ত যাদু নষ্ট করে দিন এবং সমস্ত গিঁট খুলে দিন।
اللهم ابطل كل سحر في العوراة و حل كل عقد
উচ্চারণঃ আল্লাহুম্মাবতিল কুল্লা সিহরিন ফিল আওরাতি ওয়া হুল্লা কুল্লা উক্বাদ
অর্থঃ হে আল্লাহ আউরাতে থাকা সমস্ত যাদু আপনি নষ্ট করে দিন এবং সমস্ত গিঁট খুলে দিন
اللهم ابطل كل سحر في القدمين و حل كل عقد
উচ্চারণঃ আল্লাহুম্মাবতিল কুল্লা সিহরিন ফিল ক্বাদামাইনি ওয়া হুল্লা কুল্লা উক্বাদ
অর্থঃ হে আল্লাহ উভয় পায়ের সমস্ত যাদু আপনি নষ্ট করে দিন এবং সমস্ত গিঁট খুলে দিন
اللهم ابطل كل سحر في الركبة و حل كل عقد
উচ্চারণঃ আল্লাহুম্মাবতিল কুল্লা সিহরিন ফিল রুকবাতি ওয়া হুল্লা কুল্লা উক্বাদ
অর্থঃ হে আল্লাহ হাঁটুর সমস্ত যাদু আপনি নষ্ট করে দিন এবং সমস্ত গিঁট খুলে দিন
اللهم ابطل كل سحر تعطيل الزواج
উচ্চারণঃ আল্লাহুম্মাবতিল কুল্লা সিহরি তা'লি-ল যাওয়া-জ
অর্থঃ
اللهم ابطل كل سحر الازواج
উচ্চারণঃ আল্লাহুম্মাবতিল কুল্লা সিহরিল আযওয়াজ।
অর্থঃ হে আল্লাহ! তুমি স্বামীর সমস্ত যাদু নষ্ট করে দাও
اللهم أبطل سحر صرف الأزواج
উচ্চারণঃ আল্লাহুম্মাবতিল সিহরা ছরফিল আযওয়াজ
অর্থঃ হে আল্লাহ! তুমি পাত্র/পাত্রপক্ষ ফিরে যাওয়ার যাদু নষ্ট করে দাও।
اللهم أبطل سحر ربط الأزواج
উচ্চারণঃ আল্লাহুম্মাবতিল সিহরা রাবতিল আযওয়াজ
অর্থঃ হে আল্লাহ! তুমি স্বামীর/পাতার/পাত্রপক্ষের বাঁধনের যাদু নষ্ট করে দাও।

اللهم ابطل سحر التفريق بين المرء وزوجه
উচ্চারণঃ আল্লাহুম্মাবতুল সিহরাত তাফরি-ক্কি বাইনাল মারয়ি ওয়া যাওজিহ।
অর্থঃ হে আল্লাহ স্বামী-স্ত্রীর মধ্যে বিবাহ বিচ্ছেদের যাদু নষ্ট করাও
শ্চিতভাবে — নিচে আমি ১২টি আরবি দোয়া সাজিয়ে দিলাম যেগুলো আপনি রুকিয়া বা অন্যের জন্য পাঠ করে জাদু (السِّحْر), জাদুর বাঁধন, জাদুবিদ্যার যুক্তি ও প্রভাবকে বাতিল/ধ্বংস/বিস্মৃত করার উদ্দেশ্যে ব্যবহার করতে পারবেন। প্রতিটির নিচে ট্রান্সলিটারেশন (আরবি উচ্চারণ) এবং বাংলা অর্থ দিলাম যাতে পাঠ করা সহজ হয় ও অর্থও স্পষ্ট থাকে।
প্রার্থনা করার সময় কপালে/দেহে হাত রেখে বা ফুঁ দিয়ে দিন; সাথে আয়াতুল কুরসী, সূরা ফালাক ও সূরা নাস পাঠ করা খুবই ভালো। ইমান ও ভক্তি রাখুন — আল্লাহই সব ব্যবস্থা ও শক্তির মালিক।
---

اللَّهُمَّ أَبْطِلْ سِحْرَهُ وَبَطِّلْ كُلَّ سِحْرٍ مُوجَهٍ إِلَيْهِ
Transliteration: Allāhumma abṭil siḥrahu wa baṭṭil kulla siḥrin muwajjahin ilayhi
বাংলা অর্থ: হে আল্লাহ! তার সবার ধরনের জাদু বাতিল করে দিন; তাকে লক্ষ্য করে প্রেরিত প্রতিটি জাদুকে নস্যাৎ করে দিন।
---

اللَّهُمَّ أَهْلِكْ أَسْطُرَ السِّحْرِ وَأَسْرَارَهُ وَاجْعَلْهَا كَالصَّفْرِةِ لاَ تَأْثِرُ
Transliteration: Allāhumma ahlik asṭura as-siḥri wa asrārahu wa jaʿalhā kaṣ-ṣafra la tāthir
বাংলা অর্থ: হে আল্লাহ! জাদুর সব পরিকল্পনা ও গোপনীকে ধ্বংস করে দিন এবং সেগুলো এমন করুন যেন কোনো প্রভাবই না রাখে।
---

اللَّهُمَّ فَكَّ رِبَاطَ السِّحْرِ وَأَفْتِحْ لَهُ بَـأْسَابِيبَ الْحُرِّيَّةِ
Transliteration: Allāhumma fakka ribāta as-siḥri wa aftiḥ lahu ba’sābība al-ḥurriyah
বাংলা অর্থ: হে আল্লাহ! জাদুর বাঁধন ছিন্ন করে দিন এবং তাকে মুক্তির সকল পথ খুলে দিন।
---

اللَّهُمَّ أَبِدْ أَسْلِكَةَ السِّحْرِ وَأَحْرِقْ أَوْقِدَتَهُ وَاجْعَلْهَا رَمَادًا
Transliteration: Allāhumma abid aslikata as-siḥri wa aḥriq awqidatahu wa jaʿalhā ramādā
বাংলা অর্থ: হে আল্লাহ! জাদুর সব জালের সূত্রীকগুলো ধ্বংস করে দিন, সেগুলোকে পুড়িয়ে ছাই বানিয়ে দিন।
---

اللَّهُمَّ أَبْطِلْ أَثَرَ كُلِّ نَفْثٍ وَكُلِّ رِقْيَةٍ سُلِّطَتْ عَلَيْهِ
Transliteration: Allāhumma abṭil athara kulli nafthin wa kulli riq'yatin sullitat ʿalayhi
বাংলা অর্থ: হে আল্লাহ! তার উপর নিক্ষিপ্ত প্রতিটি ফুঁ/রুকিয়া/আধ্‌য়াত্মিক প্রভাবকে শূন্য করে দিন।
---

اللَّهُمَّ أَذْهَبْ مِنْ جَسَدِهِ وَقَلْبِهِ كُلَّ مَرَضٍ بِسَبَبِ السِّحْرِ وَاجْمَعْ لَهُ شِفَاءً تَامًّا

“নববী লাইফ কেয়ার” এর পরিচিতিঃ(Arabic: النبوي لايف كير) এই নামটি দুটি অংশে গঠিত —1. নববী (Nabawi / النبوي) 👉 অর্থ “নবী সম...
12/10/2025

“নববী লাইফ কেয়ার” এর পরিচিতিঃ

(Arabic: النبوي لايف كير) এই নামটি দুটি অংশে গঠিত —

1. নববী (Nabawi / النبوي) 👉 অর্থ “নবী সম্পর্কিত”, বা “নবীর পদ্ধতি অনুযায়ী”।
অর্থাৎ, যা নবী মুহাম্মদ ﷺ -এর নির্দেশনা, শিক্ষা ও সুন্নাহ অনুসারে পরিচালিত।

2. লাইফ কেয়ার (Life Care) 👉 অর্থ “জীবন যত্ন” বা “স্বাস্থ্যসেবা”।

🔹
👉 “নববী লাইফ কেয়ার” মানে দাঁড়ায় —
“নবীর (সুন্নাহভিত্তিক) জীবন ও স্বাস্থ্যসেবা কেন্দ্র”
অর্থাৎ, এমন একটি সেন্টার বা প্রতিষ্ঠান যা নবী করিম ﷺ -এর শিক্ষার আলোকে স্বাস্থ্য, চিকিৎসা ও জীবনধারা সংশ্লিষ্ট সেবা প্রদান করে।

---

🕌 নববী লাইফ কেয়ার রুকইয়া সেন্টার---

🕋 আমাদের উদ্দেশ্য

আল্লাহর কিতাব ও রাসূল ﷺ এর সুন্নাহর আলোকে মানুষের আত্মিক, মানসিক ও শারীরিক রোগের চিকিৎসা করা।
আমরা বিশ্বাস করি — আসল শিফা একমাত্র আল্লাহর কাছ থেকেই।
আমাদের কাজ শুধু কুরআনের আলোয় রোগ নির্ণয় ও চিকিৎসা সহায়তা দেওয়া।

---

আমাদের সেবাসমূহ

✅ রুকইয়া চিকিৎসা (Ruqyah Therapy):
জ্বিন, যাদু, নজর, মানসিক চাপ, ভয়ভীতি ও দুঃস্বপ্নজনিত সমস্যার কুরআনভিত্তিক চিকিৎসা।

✅ হিজামা (Cupping Therapy):
নবী ﷺ এর সুন্নাহভিত্তিক রক্ত পরিশোধন ও শারীরিক চিকিৎসা।

✅ হার্বাল ও নববী চিকিৎসা পরামর্শ:
কালোজিরা, মধু, জমজম পানি, সিদর পাতা ইত্যাদি দ্বারা হালাল ও নিরাপদ চিকিৎসা।

✅ আত্মিক কাউন্সেলিং:
মানসিক শান্তি, পারিবারিক সমস্যা ও আত্মিক দুর্বলতা কাটাতে কুরআনিক দিকনির্দেশনা।

---

🌙 আমাদের বৈশিষ্ট্য

🔹 ১০০% কুরআন ও সহিহ সুন্নাহভিত্তিক চিকিৎসা
🔹 কোনো তাবিজ, মন্ত্র, বা শিরকী পদ্ধতির ব্যবহার নেই
🔹 হালাল ও নিরাপদ চিকিৎসা পরিবেশ
🔹 অভিজ্ঞ ও প্রশিক্ষিত রাকী (পুরুষ ও মহিলা)
🔹 রোগীর গোপনীয়তা ও মানসিক প্রশান্তি রক্ষা

🕋 রুকইয়া সেন্টারের বৈশিষ্ট্য

1️⃣ কুরআনভিত্তিক চিকিৎসা পদ্ধতি

চিকিৎসা সম্পূর্ণ আল্লাহর কালাম — কুরআনের আয়াত ও সহিহ দু’আ দ্বারা করা হয়।

কোনো তাবিজ, ঝাড়ফুঁক, মন্ত্র বা শিরকী পদ্ধতি ব্যবহার করা হয় না।

2️⃣ সুন্নাহ অনুযায়ী আমল

নবী ﷺ এর শেখানো রুকইয়া পদ্ধতি (যেমন সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা ইখলাস, ফালাক, নাস) অনুসারে চিকিৎসা।

রাকী (চিকিৎসক) ব্যক্তি সহিহ আকীদার অধিকারী এবং সুন্নাহ অনুসারী।

3️⃣ আত্মিক ও মানসিক চিকিৎসা

জ্বিন, যাদু, নজর লাগা, ভয়ভীতি, উদ্বেগ, দুঃস্বপ্ন ইত্যাদি সমস্যার চিকিৎসা।

রোগীর আত্মিক শক্তি ও ঈমান বৃদ্ধিতে সহায়তা করা হয়।

4️⃣ হালাল ও নিরাপদ চিকিৎসা পরিবেশ

কোনো ধোঁকা, ভয় দেখানো বা অর্থের লোভ নেই।

রোগীর গোপনীয়তা ও সম্মান রক্ষা করা হয়।

5️⃣ শরীর ও আত্মার সমন্বিত যত্ন

রুকইয়ার পাশাপাশি সুন্নাহ অনুযায়ী হিজামা (কাপিং), কালোজিরা, মধু, জমজম পানি ইত্যাদি ব্যবহারের পরামর্শ।

ইসলামী জীবনধারা ও খাদ্যাভ্যাস শেখানো হয়।

6️⃣ দ্বীনভিত্তিক পরামর্শ

রোগীদের নামায, কুরআন তেলাওয়াত, যিকির, তওবা ও দু’আয় অভ্যস্ত হতে উৎসাহিত করা হয়।

পরিবারের মধ্যে ইসলামী পরিবেশ তৈরির পরামর্শ দেওয়া হয়।

7️⃣ পেশাদার ও সহানুভূতিশীল রাকী টিম

প্রশিক্ষিত ও অভিজ্ঞ রাকী (পুরুষ/মহিলা)

সদাচরণ, ধৈর্য, ও রোগীর প্রতি সহানুভূতিশীল আচরণ।

🔸 সংক্ষিপ্তভাবে বলা যায়:

“রুকইয়া সেন্টার হলো এমন এক আত্মিক চিকিৎসালয়, যেখানে কুরআনের আলো ও নববী চিকিৎসা দ্বারা দেহ ও আত্মা উভয়ের চিকিৎসা করা হয়।

---

💫 আমাদের লক্ষ্য

> “কুরআনের আলোয় আল্লাহর ইলাজে আরোগ্য” 🌿
আমরা চাই— মানুষের আত্মা, মন ও শরীরের প্রকৃত প্রশান্তি কুরআন ও সুন্নাহর মাধ্যমে ফিরে আসুক।

---

📞 যোগাযোগ করুনঃ

📍 ঠিকানা: উত্তরা, আব্দুল্লাহ পুর বাসস্টান্ড হেড অফিস

প্রধান শাখা- খৈয়াসার,সদর,ব্রাহ্মণ বাড়িয়া।

📱 মোবাইল/হোয়াটসঅ্যাপ: 01775503070
🌐 ফেসবুক: Nabawi Life Care – সুন্নাহভিত্তিক স্যাস্থসেবা।

রুকইয়ার সংক্ষিপ্ত পরিচিত_______________________আভিধানিক অর্থ: ঝাড়ফুঁক করাপারিভাষিক অর্থ: সুস্থতা লাভের জন্য কোরআনের আয...
02/10/2025

রুকইয়ার সংক্ষিপ্ত পরিচিত
_______________________
আভিধানিক অর্থ: ঝাড়ফুঁক করা
পারিভাষিক অর্থ: সুস্থতা লাভের জন্য কোরআনের আয়াত, হাদীসে বর্ণিত দোয়া কিংবা অন্য যেকোন দোয়ার মাধ্যমে ঝাড়ফুঁক করা।
পাশাপাশি পেশেন্টের সুস্থতা লাভের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সালাফে সালেহীনদের ব্যবহৃত কিংবা তাদের থেকে বর্ণিত বিভিন্ন ভেষজ এবং পদ্ধতি অবলম্বন করা।

রুকইয়াহ করার হুকুম
-------------------------------
অসুস্থ হয়ে গেলে সুস্থতা লাভের জন্য ঝাড়ফুঁক করা সুন্নতে মুয়াক্কাদা। ঝাড়ফুঁক নিজে নিজেও করা যায় অথবা অন্যের মাধ্যমেও করানো যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম নিজের রুকইয়া নিজেও করেছেন, অন্যকেও করেছেন এবং সাহাবাদেরকে রুকইয়া করতে বলেছেন। সাহাবাদের রুকইয়া করাকে তিনি সমর্থনও করেছেন।

কী ধরনের সমস্যায় রুকইয়াহ করা যায়?
---------------------------------------------------------
বিশেষত জীন, যাদু, বদনজর, হাসাদ এবং এগুলোর কারণে সৃষ্ট যাবতীয় সমস্যা থেকে মুক্তি পেতে রুকিয়ার মাধ্যমে সুস্থতা বা সমাধান লাভ করা যায়।
মৌলিকভাবে কোরআন সমস্ত রোগের শিফা। চাই তা শারীরিক, মানসিক, আত্মিক কিংবা অন্য যেকোনো কিছু। কারণ, আল্লাহ সুবহানাহুওয়া তা'য়ালা বলেছেনঃ কোরআনে যা নাযিল করা হয়েছে তা মুমিনদের জন্য শিফা এবং রহমত।
(সূরা বনী ইসরাঈল ৮২)

জিন যাদু বদনজরের কারনে কি কি সমস্যা হতে পারে?
----------------------------------------------------------------------------
শারীরিক ও মানসিক পরিবর্তন, বিভিন্ন জটিল কঠিন রোগে আক্রান্ত হওয়া, অসুস্থ্য থাকা সত্তেও পরীক্ষা-নিরীক্ষায় কোন রোগ ধরা না পড়া এবং ওষুধ খেয়েও ভালো না হওয়া, হঠাৎ কোনো পরিবর্তন হওয়া: যেমন স্বামী-স্ত্রী একে অপরকে ভালো না লাগা, হঠাৎ কাউকে শত্রু বা বন্ধু মনে করা, বাহ্যিক কোন বাধা না থাকা সত্ত্বেও বিয়ে না হওয়া, বাচ্চা না হওয়া, চাকরি না হওয়া, সংসারে সর্বদা অশান্তি বিরাজ করা ইত্যাদি ইত্যাদি।

কি ধরনের সমস্যার জন্য রুকইয়া নয়?
-----------------------------------------------------
অসাধ্যকে সাধ্য করা, অসম্ভবকে সম্ভব করা, মনের মানুষকে কাছে পাওয়া, কারো মাঝে অমিল/ মিল বা শত্রুতা সৃষ্টি করা কিংবা শরীয়ত বিরোধী যে কোন উদ্দেশ্য পূরণের জন্য রুকইয়া নয়।

রুকইয়াহর মাধ্যমে উপকৃত হওয়ার শর্তাবলী
-------------------------------------------------------------
১/ নিয়ত করা (নির্দিষ্ট সমস্যার জন্য আল্লাহতালার
কাছে সুস্থতা লাভের নিয়ত করা।
২/ ইয়াকিন রাখা (এই বিশ্বাস রাখা যে কুরআনে
আল্লাহ তাআলা শিফা রেখেছেন)
৩/ ইস্তিকামাত (সুস্থতা লাভের জন্য
নিয়মতান্ত্রিকভাবে -যত কষ্টই হোক- রুকইয়াহ
চালিয়ে যাওয়া-অটল-অবিচল থাকা)

রুকইয়ার ব্যাপারে আকীদা
--------------------------------------
অবশ্যই এই বিশ্বাস রাখতে হবে যে, সুস্থতা দানকারী এবং সমাধানকারী একমাত্র আল্লাহ তাআলা। রুকইয়ার নিজস্ব কোন ক্ষমতা নেই।

রুকইয়ার শর্তাবলী
--------------------------
১/ সুস্থতা একমাত্র আল্লাহ তায়ালার হাতে- এই বিশ্বাস রাখা।
২/ কোরআনের আয়াত, হাদিসের দোয়া এবং সুন্দর অর্থবহ দোয়ার মাধ্যমে রুকইয়া করা।
৩/ রুকইয়াহর মধ্যে অস্পষ্ট কোন শব্দ বা কোন কথা উচ্চারণ না করা।
৪/ এ বিশ্বাস রাখা যে, রোগ নিরাময়ে রুকইয়াহ আল্লাহর সৃষ্ট বিভিন্ন উপকরণের একটি উপকরণ মাত্র।

রুকইয়া কে করতে পারে?
------------------------------------
যে কোন মুসলিমই করতে পারে। শর্ত হলো ঈমান আকিদা বিশুদ্ধ হওয়া, কোরআন তেলাওয়াত সহি হওয়া এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা।
নিজে নিজে রুকইয়া করাকে সেলফ রুকইয়া বলে এবং অন্যের মাধ্যমে করাকে লাইভ রুকইয়া বলে!

রুকিয়ার জন্য কি অন্য কারো শরণাপন্ন হতে হয়?
--------------------------------------------------------------------
সমস্যা যদি নরমাল হয় তাহলে সেলফ রুকইয়া দ্বারাই সাধারণত ঠিক হয়ে যায়। অন্যথায় কোন অভিজ্ঞ রাকীর কাছে রুকিয়া করতে হয়। আল্লাহ তাআলা চাইলে জটিল রোগও সেলফ রুকইয়া দ্বারা সুস্থ হওয়া সম্ভব।

আমি কোন রোগে আক্রান্ত তা কিভাবে বুঝব?
---------------------------------------------------------------
প্রাথমিকভাবে প্রতিটি রোগের লক্ষণ দ্বারা তা নির্ণয় করা যাবে। আমরা প্রতিটি রোগের লক্ষণ চিকিৎসাসহ বিস্তারিত পোস্ট করব ইনশা আল্লাহ তাআলা।

সুস্থ হতে কত সময় লাগবে?
--------------------------------------
প্যারানরমাল সমস্যাগুলো শারীরিক অন্যান্য রোগের মতনই একটি রোগ। রোগ ও রোগীর অবস্থা ভেদে সময়ের তারতম্য হয়ে থাকে। কেউ একবার রুকইয়াতেই সুস্থ হয়ে যায় আর কারো একটু বেশি সময় লাগে। পেশেন্টের সদিচ্ছা, যথার্থ ত্যাগ স্বীকার, আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়া এবং রাকীর অভিজ্ঞতার উপরও সুস্থতা অনেকটা ত্বরান্বিত হয় আল্লাহর ইচ্ছায়!

প্যারানরমাল সমস্যায় কি কবিরাজি চিকিৎসা নেওয়া যাবে?
-----------------------------------------------------------------------------------
যারা জিন দ্বারা কাজ করায়, তাবিজ দেয় তাদের কাছে চিকিৎসা নেওয়া যাবে না। কারণ, কুফরি করা ছাড়া জিন দ্বারা কাজ করানো সম্ভব না। এতে আপনি কেবল প্রতারণার শিকার হবেন। সাথে নিজের ঈমানটাও হারাবেন।

আপনারা কি তাবিজকে স্বীকৃতি দেন?
-----------------------------------------------------
না, কোন ধরনের তাবিজকেই আমরা স্বীকৃতি দেই না। কারণ, এগুলো অধিকাংশই শিরিক কিংবা শিরিকের পথকে উন্মুক্ত করে দেয় । অজান্তে মানুষের ঈমানকে ছিনিয়ে নেয়।

নোট:- রুক্বইয়্যাহ সম্পর্কে আর কোন প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করবেন, জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ

রুক্বইয়্যাহ চিকিৎসা ও পরামর্শ পেতে যোগাযোগ করুন

আমাদের সাথে থাকার জন্য জাযাকুমুল্লাহ

আজকে রুকইয়াহ করতে আসছিলেন দুই ভাই, বড় ভাইয়ের শরীরে সাপ জ্বীন, রিজিকে বাধার জাদুর খাদেম। আর ছোট ভাইয়ের শরীরে পাখি জ্ব...
02/10/2025

আজকে রুকইয়াহ করতে আসছিলেন দুই ভাই, বড় ভাইয়ের শরীরে সাপ জ্বীন, রিজিকে বাধার জাদুর খাদেম। আর ছোট ভাইয়ের শরীরে পাখি জ্বীন। আর দুইটাই শয়তানের অনুসারী।

তবে ছোট ভাইয়ের জ্বীন টা হিন্দু এবং দূর্গার পূজারী। বছরখানেক আগে একজন পেয়েছিলাম তার শরীরে ছিল কালিজ্বীন।

ছোট ভাইয়ের শরীরে থাকা জ্বীন কে জিজ্ঞাসা করলাম, কিভাবে আসছিল? জাদুর মাধ্যমে নাকি নিজেই? বলল নিজেই আসছি।

তোরা দুইটাই নিজেই আসছিস?
এর ব্যপারে জানি না
কেন আসছিস?
ওরে বিপথগামী ও পথভ্রষ্ট করার জন্য। কিন্তু ও যিকির, দুআ, রুকইয়াহ করে, এজন্য কিছু হচ্ছে না, আর না হয় ছাই হয়ে যেতো।

তুই কি হিন্দু
হ্যাঁ আমি হিন্দু, দূর্গার পূজারী। তবে এটা ভুয়া, এইগুলো সব মিথ্যা, পথভ্রষ্ট। হিন্দুরা পথভ্রষ্ট।
তাহলে সব জানিস তো মুসলমান হস নাই কেন?
কেউ বলে নাই মুসলমান হওয়ার জন্য।

এখন মুসলিম হবি?
হা হব, কিভাবে হবো?
বললাম কালিমা পড়্

কখন আসছিস তাহলে?
দেরী হয়েছে, ১৮ সালে, এর আগে আমার দাদা ছিল, ও এর আগে এক জায়গায় রুকইয়াহ করেছিল তখন উনি চলে যায়। তারপর আমার দাদী আমাকে পাঠায়।

তো এবার তাহলে যা
যেতে চাচ্ছি, পারছিনা

মাথায় পয়েন্টে চাপ দিয়ে বললাম যাবি কি না
যাবো , কিন্তু পারছি না।

কোন্ দিক দিয়ে যাবো ?
কান, নাক, মুখ তোর যেদিক দিয়ে সুবিধা সেদিক দিয়ে বের হ।

চাপ দিয়ে ধরে রুকইয়াহ করছি, তখন বলে সূরা, দুআ ফুঁ দে

সূরা পড়ে ফুঁ এবং বিভিন্ন পয়েন্টে প্রেশার দিতে থাকলাম।
চলে গেল।

রুকইয়াহ শুরু করলাম, বুঝলাম যায়নি। লুকিয়ে আছে শরীরে।

বিভিন্ন পয়েন্টে চাপ দিয়ে রুকইয়াহ করার কিছুক্ষণের মধ্যেই এক্টিভ হয়ে গেল।

যাস নাই
না, পারছিনা,

কোথায় লুকিয়ে ছিলে
মাথায়

তো এবার হ , না হয় আরো বেশি শাস্তি পেতে হবে। দিলাম মাথায় চাপ।
যাচ্ছি যাচ্ছি, সূরা পড়ে ফুঁ দে।

বিভিন্ন পয়েন্টে চাপ দিয়ে রুকইয়াহ করতে থাকলাম
একপর্যায়ে চলে গেল। এবার আর লুকিয়ে থাকার লক্ষণ বুঝা যায় নি। মনে হয় সত্যিই চলে গেছে। গিয়ে থাকলে তো আলহামদুলিল্লাহ। তবে এরা যেহেতু বাটপার এবং লুকিয়ে থাকতে পারে তাই পরবর্তীতে আবারও রুকইয়াহ করে চেক করতে হবে। তবে অবস্থা দেখে যা বুঝলাম উনি সহজেই সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ , কিন্তু উনার বড় সুস্থ হতে বেশ ভালোই সময় লাগতে পারে হয়তো। দোআ করি আল্লাহ তাআলা যেন সহজেই সুস্থতা দান করেন আমীন।

এর আগে একজন মেয়ে পেশেন্ট এসেছিলেন। তার সাথেও শয়তানের পূজারী আশিক জ্বীন ছিল। খবিছটা মেসেজ দিয়ে খুব জ্বালাত , যেন বিরক্ত হয়ে রোগীর রুকইয়াহ ছেড়ে দেই। কিন্তু আমি যেহেতু নাচুর বান্দা বিরক্ত হইনা, এজন্য রোগীকেই এখন আর যোগাযোগ করতে দিচ্ছে না।

তো ওইটা কে জিজ্ঞাসা করেছিলাম কেন আসছিস ।
উত্তর দিয়েছিল — আসছি কারণে হচ্ছে এ ভালো নামাজি মেয়ে, আর আমরা চাই না ভালো আল্লাহ ওয়ালা মহিলাদের গর্ভ থেকে সন্তান হোক, আমরা চাই শয়তানের অনুসরণী বৃদ্ধি পাক।

সম্মানিত ভাই ও বোনেরা বুঝতে পারছেন? জ্বীন শয়তান গুলো কত ষড়যন্ত্র নিয়ে ভয়ংকরভাবে মানুষের ক্ষতি করেছে?? তাই এখনই সতর্ক হোন। আল্লাহ তায়ালা সবাইকে হেফাজত করুন এবং নেককার হিসেবে কবুল করুন আমীন।

Address

Mirpur, Dhaka
Mirpur

Telephone

+8801975503070

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nabawi Life care - সুন্নাহভিত্তিক সাস্থ্যসেবা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram