Rokto

Rokto একটি ফ্রি সেবা যা রক্তসন্ধানকারী ও রক্তদাতাকে এসএমএসের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সংযুক্ত করে।

রক্ত যে কোন সময় প্রয়োজন হতে পারে কারণ দূর্ঘটনা সবসময় অনিশ্চিত। রক্ত প্রয়োজন হলে আমরা পাগলপ্রায় হয়ে যায় কারণ আমাদের দেশে ব্লাড ব্যাংক নেই বললেই চলে। বন্ধু - আত্মীয়স্বজনকে ফোন দেই, ফেইসবুকে পোস্ট করি কিন্তু তাও নিশ্চিত হতে পারি না। আবার হাজারো রক্তদাতা অপেক্ষা করছেন কখন রক্তদান করে কারো জীবন বাঁচাতে পারবে।

শুধুমাত্র যোগাযোগের অভাবের কারণে অনেক রোগী মারা যাচ্ছে বা আমরা চরম দুশ্চিন্তায় পরে যায় রক্ত ব্যবস্থা করার জন্য।

B4ALL স্বয়ংক্রিয় এসএমএসের মাধ্যমে যোগাযোগের এই সমস্যা দূর করে।

রক্ত দরকার? এসএমএসে রক্তের জন্য অনুরোধ করুন।
রক্তদাতা? আমাদের সাথে যুক্ত হোন।

আপনার এসএমএসের উপর ভিত্তি করে B4ALL সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে
=> প্রয়োজনীয় এলাকার ( থানা ও জেলা অনুযায়ি )
=> প্রয়োজনীয় রক্তগ্রুপের
=> নির্দিষ্ট তারিখে রক্তদানে সক্ষম রক্তদাতাদেরকে
এসএমএসে আপনার রক্তের অনুরোধ ও ফোন নাম্বার জানিয়ে দেয়। আবার, ঐসব রক্তদাতাদের ফোন নাম্বার আপনাকে এসএমএসে জানিয়ে দেয়।

এসএমএসের পাশাপাশি অনলাইন থেকেও রক্তের জন্য অনুরোধ বা রক্তদাতা হিসেবে যোগদান করা যায়। তবে এক্ষেত্রে আপনার মোবাইলে ভেরিফিকেশন কোড যাবে। অর্থাৎ ভেরিফাইড মোবাইল নাম্বার ছাড়া কেউ রক্তের জন্য অনুরোধ বা রক্তদাতা হিসেবে যোগদান করতে পারবেনা।

মোবাইল নাম্বার বাধ্যতামূলক হবার কারণে আমরা প্রতিটি রিকোয়েস্ট যাচাই করতে পারি এবং প্রয়োজন হলে যে কোন নাম্বার ব্লাকলিস্টেড করে দিতে পারি। আর ব্লাকলিস্টেড কোন নাম্বার আমাদের কোন সেবা গ্রহণ করতে পারবেনা।

হ্যাঁ, আমাদের সেবা সবসময় ফ্রি। তবে আমরা সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সাহায্যের হাত বাড়ানোর অনুরোধ জানাচ্ছি। আর্থিকভাবে সম্ভভ না হলে অন্তত সবাইকে রক্তদানে ও আমাদের সেবা ব্যবহারের জন্য অনুপ্রাণিত করুন।

ওয়েবসাইটঃ www.b4all.co
ইমেইলঃ info@b4all.co

25/07/2017

স্বেচ্ছাসেবীর জন্য আহবান!

আমরা শীঘ্রই চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্বেচ্ছায় রক্তদান উৎসাহিত করতে এবং রক্তদাতার তথ্য সংগ্রহের জন্য ক্যাম্পেইন পরিচলনা করবো। এর জন্য আমাদের কিছু স্বেচ্ছাসেবী প্রয়োজন।

যারা স্বেচ্ছাসেবার মাধ্যমে মানবসেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান তারা অনুগ্রহ করে এই লিংকে ক্লিক করুনঃ https://goo.gl/HP3nE6

300 ml blood can save 1 precious lifeDonate Blood, Save Life
25/10/2015

300 ml blood can save 1 precious life

Donate Blood, Save Life

ক্যাম্পেইনঃ আমাদের চট্টগ্রাম, রক্তের অভাবে ঝরবে না কোণ প্রাণলক্ষ্যঃ ১ লক্ষ রক্তদাতার তথ্য সংগ্রহক্যাম্পেইন এলাকাঃ চট্টগ্...
14/10/2015

ক্যাম্পেইনঃ আমাদের চট্টগ্রাম, রক্তের অভাবে ঝরবে না কোণ প্রাণ
লক্ষ্যঃ ১ লক্ষ রক্তদাতার তথ্য সংগ্রহ

ক্যাম্পেইন এলাকাঃ চট্টগ্রাম জেলা
ক্যম্পেইন স্পটঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চুয়েট, ইসলামিক ইউনিভার্সিটি, প্রিমিয়ার ইউনিভার্সিটি, চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ, কমার্স কলেজ, সিটি কলেজ, ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানসমূহ

স্বেচ্ছাসেবী প্রয়োজনঃ ২০০ জন
স্বেচ্ছাসেবী হিসেবে আবেদনের লিংকঃ www.b4all.co/v
আবেদনের শেষ তারিখঃ ২৫ অক্টোবর, ২০১৫

'আমরা নবীন, আমরা স্বাধীন, আমরা সাহসী প্রাণ
পিছু হয় না কভু করিতে স্বেচ্ছায় শ্রমদান'

রক্ত আপনারও যেকোন সময় প্রয়োজন হতে পারে। সবাইকে রক্তদানে উৎসাহিত করুন ও দয়া করে আমাদের পোস্টটি শেয়ার করুন।

ভালো কাজের মিছিলে চলুন একসাথে হাঁটিরঙ্গিন করে সাজাই আমার মায়ের মাটি। স্বেচ্ছাসেবী মাদার তেরেসা - একজন সাধারন মানুষ যিনি ...
07/10/2015

ভালো কাজের মিছিলে চলুন একসাথে হাঁটি
রঙ্গিন করে সাজাই আমার মায়ের মাটি।

স্বেচ্ছাসেবী মাদার তেরেসা - একজন সাধারন মানুষ যিনি অসাধারন হয়েছিলেন বিশ্বমানুষের কাছে শুধুমাত্র আর্তমানবতার সেবার কারণে, যিনি সারাজীবন অতিবাহিত করেছেন স্বেচ্ছাসেবী হিসেবে।

আমাদের জীবন কখনো সুন্দর হতে পারেনা যদি আমাদের সমাজ সুন্দর না হয়, আর সমাজ কখনো হাজারো সমস্যা নিয়ে সুন্দর হতে পারেনা। ঐসব অনেক সমস্যা আমরা নিজেরাই সমাধান করতে পারি, দরকার শুধু ইচ্ছার ও একটু চেষ্টার।

B4ALL কাজ করছে চিকিৎসার খুব মৌলিক সমস্যা 'রক্তের অভাব' দূর করতে। আমরা মানুষকে রক্তদানে অনুপ্রাণিত করি, এবং প্রযুক্তির মাধ্যমে রক্তসন্ধানকারী ও রক্তদাতার মধ্যে মুহুর্তেই সম্পর্ক স্থাপন করি যাতে রক্তের অভাবে ঝরে না পরে একটি জীবন।

B4ALL স্বেচ্ছাসেবীর জন্য আবেদন করতে ভিজিট করুন - www.b4all.co/v

মোরা তরুণ, মোরা স্বাধীন, মোরা সাহসী প্রাণ
পিছু হয়না কভু করিতে স্বেচ্ছায় শ্রমদান।

||| B4ALL স্বেচ্ছাসেবী সংগ্রহ চলছে |||স্বেচ্ছাসেবী মাদার তেরেসা - একজন সাধারন মানুষ যিনি অসাধারন হয়েছিলেন বিশ্বমানুষের ক...
06/10/2015

||| B4ALL স্বেচ্ছাসেবী সংগ্রহ চলছে |||

স্বেচ্ছাসেবী মাদার তেরেসা - একজন সাধারন মানুষ যিনি অসাধারন হয়েছিলেন বিশ্বমানুষের কাছে শুধুমাত্র আর্তমানবতার সেবার কারণে, যিনি সারাজীবন অতিবাহিত করেছেন স্বেচ্ছাসেবী হিসেবে।

আমাদের জীবন কখনো সুন্দর হতে পারেনা যদি আমাদের সমাজ সুন্দর না হয়, আর সমাজ কখনো হাজারো সমস্যা নিয়ে সুন্দর হতে পারেনা। ঐসব অনেক সমস্যা আমরা নিজেরাই সমাধান করতে পারি, দরকার শুধু ইচ্ছার ও একটু চেষ্টার।

B4ALL কাজ করছে চিকিৎসার খুব মৌলিক সমস্যা 'রক্তের অভাব' দূর করতে। আমরা মানুষকে রক্তদানে অনুপ্রাণিত করি, এবং প্রযুক্তির মাধ্যমে রক্তসন্ধানকারী ও রক্তদাতার মধ্যে মুহুর্তেই সম্পর্ক স্থাপন করি যাতে রক্তের অভাবে ঝরে না পরে একটি জীবন।

B4ALL স্বেচ্ছাসেবীর জন্য আবেদন করতে ভিজিট করুন - www.b4all.co/v

মোরা তরুণ, মোরা স্বাধীন, মোরা সাহসী প্রাণ
পিছু হয়না কভু করিতে স্বেচ্ছায় শ্রমদান।

||| B4ALL স্বেচ্ছাসেবী সংগ্রহ চলছে ||| স্বেচ্ছাসেবী মাদার তেরেসা - একজন সাধারন মানুষ যিনি অসাধারন হয়েছিলেন বিশ্বমানুষের ...
05/10/2015

||| B4ALL স্বেচ্ছাসেবী সংগ্রহ চলছে |||

স্বেচ্ছাসেবী মাদার তেরেসা - একজন সাধারন মানুষ যিনি অসাধারন হয়েছিলেন বিশ্বমানুষের কাছে শুধুমাত্র আর্তমানবতার সেবার কারণে, যিনি সারাজীবন অতিবাহিত করেছেন স্বেচ্ছাসেবী হিসেবে।

আমাদের জীবন কখনো সুন্দর হতে পারেনা যদি আমাদের সমাজ সুন্দর না হয়, আর সমাজ কখনো হাজারো সমস্যা নিয়ে সুন্দর হতে পারেনা। ঐসব অনেক সমস্যা আমরা নিজেরাই সমাধান করতে পারি, দরকার শুধু ইচ্ছার ও একটু চেষ্টার।

B4ALL কাজ করছে চিকিৎসার খুব মৌলিক সমস্যা 'রক্তের অভাব' দূর করতে। আমরা মানুষকে রক্তদানে অনুপ্রাণিত করি, এবং প্রযুক্তির মাধ্যমে রক্তসন্ধানকারী ও রক্তদাতার মধ্যে মুহুর্তেই সম্পর্ক স্থাপন করি যাতে রক্তের অভাবে ঝরে না পরে একটি জীবন।

B4ALL স্বেচ্ছাসেবীর জন্য আবেদন করতে ভিজিট করুন - www.b4all.co/v

মোরা তরুণ, মোরা স্বাধীন, মোরা সাহসী প্রাণ
পিছু হয়না কভু করিতে স্বেচ্ছায় শ্রমদান।

Every life is invaluable & every blood donation is priceless | Donate Blood, Save LifeFree blood help by SMS on www.b4al...
04/10/2015

Every life is invaluable & every blood donation is priceless | Donate Blood, Save Life

Free blood help by SMS on www.b4all.co

রক্ত প্রয়োজন হলে আমরা পাগলপ্রায় হয়ে যায়, অনেক রোগী শুধুমাত্র রক্তের জন্য মারা যান। আর B4ALL কাজ করছে কয়েক মিনিটেই রকসন্ধ...
03/10/2015

রক্ত প্রয়োজন হলে আমরা পাগলপ্রায় হয়ে যায়, অনেক রোগী শুধুমাত্র রক্তের জন্য মারা যান। আর B4ALL কাজ করছে কয়েক মিনিটেই রকসন্ধানকারী ও রক্তদাতাদের মধ্যে সম্পর্ক স্থাপন করতে, আর এই সেবাটি সম্পূর্ণ ফ্রি, সবসময়।

আমাদের পক্ষে এত বিশাল কাজ করা সম্ভব না আপনাদের সাহায্য ছাড়া। পরিচিত রক্তদাতাদেরক অনুরোধ করুন আমাদের সেবায় যুক্ত হতে। ফেইসবুক পোস্ট শেয়ারে বা ম্যসেজে আপনার কয়েক মিনিট খরচ হতে পারে কিন্তু তা হতে পারে একটি বা হাজারো জীবন বাঁচানোর কারণ।

এসএমএসে আমাদের সেবা পাওয়ার জন্য যেসব কীওয়ার্ড ব্যবহার করতে হয় তার তালিকা নিচের ছবিতে দেয়া আছে। নিজে সেইভ করে রাখুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, কে জানে কার কখন রক্ত লাগবে। ধন্যবাদ!

02/10/2015

পৃথিবীটা অনেক সুন্দর, ঠিক না? নীল আকাশ, বিশাল সমুদ্র, সবুজ বন, উড়ন্ত পাখি, চাঁদের জোছনা, রংধনুর সাত রং - আরো কত কিছু! কিন্তু যে মানুষগুলো জীবনে এসব কিছুই দেখার সুযোগ পায়নি তাদের কাছে পৃথিবীটা কেমন?

শুধুই অন্ধকার। তাদের কাছে চাঁদ যা, সূর্যও তা। তারা কখনো দেখেনি আকাশে পাখিরা কীভাবে উড়ে কিংবা ফানুসগুলো কীভাবে আঁধারে আলোকিত করে রাতের আকাশকে। তারা জানেনা লাল-সবুজের ঐ পতাকা দেখতে কেমন। তারা পারেনা তাদের গর্ভধারিণী মায়ের হাঁসিমুখ দেখতে।

আমরা চাইলেই কিন্তু পারি এ মানুষগুলোকে পৃথিবী দেখার সুযোগ করে দিতে।

হ্যাঁ, মরণোত্তর চক্ষুদান হতে পারে আপনার ঐ দুটো চোখের আরো কিছু স্বপ্ন দেখার সুযোগ। ইসলামসহ কোন ধর্মেই মরণোত্তর চক্ষুদানে কোন বাঁধা নেই।

আসুন, মরণোত্তর চক্ষুদান করি। নিজের চোখের আলোতে আলোকিত হোক আরো একটি জীবন, কিংবা আরো একটি নতুন সভ্যতা।

নিচের ভিডিওটি মরণোত্তর চক্ষুদানকে অনুপ্রাণিত করতে শ্রীলংকার আই ডোনেশন সোসাইটির একটি অসাধারন ভিডিও।

Address

Bongkhira, Khidirpara, Louhajang
Munshiganj
1530

Telephone

0162524255

Alerts

Be the first to know and let us send you an email when Rokto posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Rokto:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category