Elite Health Lab

Elite Health Lab our products 100% Organic & pure, so no side affect

অনেকেই পাইলস,ফিস্টুলা, এনাল ফিসার রোগ কে অবহেলা করে, তা বাড়িয়ে ক্যান্সার আক্রান্ত হচ্ছে, তাই দ্রুত সময় থাকতে চিকিৎসা নিয়...
31/10/2023

অনেকেই পাইলস,ফিস্টুলা, এনাল ফিসার রোগ কে অবহেলা করে, তা বাড়িয়ে ক্যান্সার আক্রান্ত হচ্ছে, তাই দ্রুত সময় থাকতে চিকিৎসা নিয়ে এই রোগ থেকে মুক্তি নিন।
আমরা ফেইসবুক স্ক্রল করলে এই রকম অসংখ্য রোগী দেখি, এই রোগ থেকে মুক্তি পেতে এখনি নক দিন আমাদের পেইজে,

23/10/2023

আসসালামু আলাইকুম।
আপনি কি পাইলস, ফিস্টুলা এবং এনাল ফিসার নিয়ে চিন্তিত!
আর নয় চিন্তা! আপনাদের জন্য নিয়ে এলাম আমেরিকান ফর্মুলায় তৈরিকৃত "পাইলস কেয়ার" সাপ্লিমেন্ট এটি আপনার পাইলস ভেতর থেকে নির্মুল করবে স্হা/য়ী ভাবে।
আলহামদুলিল্লাহ সবাই ভালো হয়ে যাচ্ছে।ইনশাআল্লাহ আপনিও ভালো হয়ে যাবেন।
বিস্তারিত জানতে মেসেজ করুন....

23/10/2023

আপনি কি পাইলস,এনাল ফিসার এবং ফিস্টুলা নিয়ে চিন্তিত! আর নয় চিন্তা!
নিয়ে এলাম আমেরিকান ফর্মুলায় তৈরিকৃত "পাইলস কেয়ার" সাপ্লিমেন্ট এটি পাইলস এর সমস্যা ভেতর থেকে নির্মুল করে আপনাকে দিয়ে স্হা/য়ী স'মা'ধা'ন।
আলহামদুলিল্লা সবাই ভালো হয়ে যাচ্ছে।
ইনশাআল্লাহ আপনি ও সুস্থ হয়ে উঠবেন।

আপনি কি পাইলস,এনাল ফিসার এবং ফিস্টুলার সমস্যা নিয়ে চিন্তিত!  আর নয় চিন্তা প্রাকৃতিক উপায়ে তৈরিকৃত নেচারাল ফুড সাপ্লিমেন্...
19/10/2023

আপনি কি পাইলস,এনাল ফিসার এবং ফিস্টুলার সমস্যা নিয়ে চিন্তিত!
আর নয় চিন্তা প্রাকৃতিক উপায়ে তৈরিকৃত নেচারাল ফুড সাপ্লিমেন্ট এর মাধ্যমে স মা ধা ন নিন স্হা/য়ী ভাবে।
এটি বাংলাদেশ সাইন্স ল্যাব পরীক্ষক এবং বি এস টি আই অনু-মোদিত।
সম্পূর্ণ পা'র্শ্ব'প্র'তি'ক্রি'য়া মুক্ত।
বিস্তারিত ইনবক্সে....

গ্যাস্ট্রিক সমস্যা, যা পেটের সমস্যা বা হজমের ব্যাঘাত নামেও পরিচিত, অস্বস্তি সৃষ্টি করতে পারে এবং দৈনন্দিন জীবনকে প্রভাবি...
19/10/2023

গ্যাস্ট্রিক সমস্যা, যা পেটের সমস্যা বা হজমের ব্যাঘাত নামেও পরিচিত, অস্বস্তি সৃষ্টি করতে পারে এবং দৈনন্দিন জীবনকে প্রভাবিত করতে পারে। এই ব্লগে, আমরা গ্যাস্ট্রিক সমস্যা কি, তাদের কারণ, উপসর্গ এবং কার্যকরী চিকিৎসা নিয়ে আলোচনা করব। উপরন্তু, আমরা খাদ্য পরিবর্তন, প্রতিরোধমূলক ব্যবস্থা, ঘরোয়া প্রতিকার এবং ডাক্তারের সাথে পরামর্শ করার সঠিক সময় অন্বেষণ করব।

গ্যাস্ট্রিক সমস্যা কি?
গ্যাস্ট্রিক সমস্যাগুলি পাকস্থলী এবং পাচনতন্ত্রকে প্রভাবিত করে এমন বিভিন্ন সমস্যাকে অন্তর্ভুক্ত করে। এর মধ্যে ফোলাভাব, গ্যাস, বদহজম, অ্যাসিডিটি এবং আরও অনেক কিছু অন্তর্ভুক্ত থাকতে পারে। প্রায়ই গুরুতর না হলেও, ক্রমাগত গ্যাস্ট্রিক সমস্যা সামগ্রিক স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে।

গ্যাস্ট্রিক সমস্যার কারণ কি?
খাদ্যের পছন্দ, মানসিক চাপ, অনিয়মিত খাদ্যাভ্যাস এবং কিছু চিকিৎসা শর্ত সহ গ্যাস্ট্রিক সমস্যায় বিভিন্ন কারণ অবদান রাখে।
অন্যান্য কারণগুলি যা এই অবস্থাকে আরও বাড়িয়ে তুলতে পারে তা হল উচ্চ চর্বিযুক্ত খাবার, মশলাদার খাবার এবং কার্বনেটেড পানীয় এই সমস্যাগুলিকে আরও বাড়িয়ে তুলতে পারে।
গ্যাস্ট্রিক সমস্যার লক্ষণ
গ্যাস্ট্রিক সমস্যার সাধারণ লক্ষণগুলির মধ্যে রয়েছে:

স্ফীত হত্তয়া
Belching
অম্বল
বমি বমি ভাব
পেটের অস্বস্তি
অনিয়মিত অন্ত্রের গতিবিধি

গ্যাস্ট্রিক সমস্যার চিকিৎসা
চিকিত্সার বিকল্পগুলি নির্দিষ্ট সমস্যার উপর নির্ভর করে। ওভার-দ্য-কাউন্টার অ্যান্টাসিড, জীবনযাত্রার পরিবর্তন এবং প্রেসক্রিপশনের ওষুধগুলি উপসর্গগুলি কমাতে সাহায্য করতে পারে। সঠিক নির্ণয় এবং উপযোগী চিকিত্সার জন্য একজন স্বাস্থ্যসেবা পেশাদারের সাথে পরামর্শ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জ্বর কোনো রোগ নয়, বরং অন্য রোগের লক্ষণ। ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদির দ্বারা আক্রান্ত হলে শরীরের তাপমাত্রা বেড়...
19/10/2023

জ্বর কোনো রোগ নয়, বরং অন্য রোগের লক্ষণ। ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদির দ্বারা আক্রান্ত হলে শরীরের তাপমাত্রা বেড়ে যায়। জীবাণুর হাত থেকে শরীরকে রক্ষা করার জন্য শরীরে প্রকৃতিপ্রদত্ত এটি একটি প্রতিরোধক দেয়াল। জ্বর হলে অনেক নিয়ম মানা হয়, যা পুরোপুরি ঠিক নয়।

গোসল ও গা মুছে দেওয়া
অনেকের ধারণা, জ্বর হলে গোসল করা যাবে না। এটি ভুল ধারণা। জ্বর হলে কুসুম গরম পানি দিয়ে গোসল করলে তাপমাত্রা কমার পাশাপাশি শরীর চনমনে হয়। ২৭ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি দিয়ে গোসল করা ভালো।

অতিরিক্ত ঠান্ডা পানি দিয়ে গোসল করা ঠিক হবে না। এতে ত্বকের নিচে রক্তজালিকা সংকুচিত হয়ে যায়। কাঁপুনি শুরু হয়ে যেতে পারে। অতিরিক্ত গরম পানি দিয়ে গোসল করাও জ্বরের সময় অনুচিত।

গোসলের বিকল্প হতে পারে ভেজা গামছা বা তোয়ালে দিয়ে সারা শরীর মুছে দেওয়া। এ ক্ষেত্রেও ব্যবহার করতে হবে কুসুম গরম পানি।

সর্দি কাশির চিকিৎসায় অ্যান্টিবায়োটিকের ওপর নির্ভরতা থেকে সরে দাঁড়াতে শুরু করেছেন চিকিৎসকরা। খুঁজছেন প্রাকৃতিক সমাধান।...
19/10/2023

সর্দি কাশির চিকিৎসায় অ্যান্টিবায়োটিকের ওপর নির্ভরতা থেকে সরে দাঁড়াতে শুরু করেছেন চিকিৎসকরা। খুঁজছেন প্রাকৃতিক সমাধান।

সর্দি কাশি হলেই এখন আর ঘড়ির কাঁটা গুনে অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়া জরুরি নয়।

সেক্ষেত্রে সবচেয়ে বড় সহায়ক হতে পারে মধু। নতুন এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।

সেখান থেকে জানা যায় কাশির সমস্যায় ভুগছেন তাদের চিকিৎসায় অব্যর্থ ভূমিকা রাখতে পারে এই মধু। যেখানে অ্যান্টিবায়োটিক এতো ভাল কাজ করেনা।

মলদ্বারে ফিস্টুলা হলো একটি ছোট সুড়ঙ্গ বা নালি, যা মলদ্বারে সংক্রমিত গহ্বরকে মলদ্বারের চারপাশের ত্বকের সঙ্গে সংযুক্ত করে।...
19/10/2023

মলদ্বারে ফিস্টুলা হলো একটি ছোট সুড়ঙ্গ বা নালি, যা মলদ্বারে সংক্রমিত গহ্বরকে মলদ্বারের চারপাশের ত্বকের সঙ্গে সংযুক্ত করে। মলদ্বারের মাধ্যমে শরীর থেকে মল বের হয়ে থাকে। মলদ্বারের ঠিক ভেতরে অনেকগুলো ছোট গ্রন্থি রয়েছে, যা মিউকাস বা শ্লেষ্মা তৈরি করে। মাঝেমধ্যে এই গ্রন্থিগুলো আটকে যায় এবং সংক্রমিত হতে পারে, যার ফলে ফোড়া হয়ে থাকে। এই ফোড়াগুলোর প্রায় অর্ধেকই পরবর্তী সময়ে ফিস্টুলায় পরিণত হতে পারে।

মলদ্বার ফিস্টুলার কারণ কী

মলদ্বার ভগন্দরের প্রধান কারণ হলো মলদ্বার গ্রন্থি এবং মলদ্বার ফোড়া। এ ছাড়া নিচের অবস্থাগুলো, যা মলদ্বার ফিস্টুলার কারণ হতে পারে: ক্রোনস ডিজিজ (অন্ত্রের একটি প্রদাহজনিত রোগ), রেডিওথেরাপি, ট্রমা, যৌনরোগ, যক্ষ্মা, ডাইভার্টথাক্লাইটিস (একটি রোগ, যেখানে ছোট থলি বড় অন্ত্রে তৈরি হয় এবং স্ফীত হয়), ক্যানসার।

বিজ্ঞাপন

লক্ষণগুলো কী কী

১. ঘন ঘন মলদ্বারে ফোড়া হওয়া, মলদ্বারের চারপাশে ব্যথা এবং ফোলা ভাব, মলদ্বারের চারপাশে একটি মুখ থেকে রক্তাক্ত বা দুর্গন্ধযুক্ত পুঁজ নিঃসরণ। এ ক্ষেত্রে ফিস্টুলা নিষ্কাশনের পর ব্যথা কমে যেতে পারে।

২. মলদ্বারের চারপাশের ত্বকে জ্বালা।

৩. মলত্যাগের সঙ্গে ব্যথা।

৪. রক্তপাত।

৫. জ্বর।

কীভাবে মলদ্বার ফিস্টুলা নির্ণয় করা হয়

একজন চিকিৎসক সাধারণত মলদ্বারের চারপাশের এলাকা পরীক্ষা করে মলদ্বার ফিস্টুলা নির্ণয় করতে পারেন। তিনি সেখানকার ত্বকে একটি মুখ ও নালির (ফিস্টুলা ট্র্যাক্ট) সন্ধান করবেন। তারপর দেখতে হবে, ট্র্যাক্ট বা সুড়ঙ্গটি কতটা গভীর। এটি কোন দিকে যাচ্ছে, তা নির্ধারণ করা হয়। অনেক ক্ষেত্রে বাইরের মুখ থেকে পুঁজ বা রস নিষ্কাশিত হয়।

কিছু ফিস্টুলা ত্বকের পৃষ্ঠে দৃশ্যমান না–ও হতে পারে। এ ক্ষেত্রে চিকিৎসককে অতিরিক্ত পরীক্ষা করতে হতে পারে। যেমন অ্যানোস্কপি পরীক্ষা হলো একটি পদ্ধতি, যেখানে মলদ্বার এবং মলদ্বারের ভেতরে দেখতে একটি বিশেষ যন্ত্র ব্যবহার করা হয়।

পাইলসের কোনো সঠিক সংজ্ঞা এখনো পর্যন্ত চিকিৎসকদের জানা নেই। কারণ এ রোগটির আসল প্রকৃতি এখনো পর্যন্ত পুরোপুরি বোধগম্য নয়। প...
19/10/2023

পাইলসের কোনো সঠিক সংজ্ঞা এখনো পর্যন্ত চিকিৎসকদের জানা নেই। কারণ এ রোগটির আসল প্রকৃতি এখনো পর্যন্ত পুরোপুরি বোধগম্য নয়। পাইলস বলতে আমরা বুঝি মলদ্বারের ভেতরে ফুলে ওঠা রক্তের শিরার একটি মাংসপিণ্ড। এরূপ রক্তের শিরার মাংসপিণ্ড বা ‘কুশন’ সব মানুষেরই রয়েছে। তাই প্রকৃত অর্থে পাইলস বা ‘হেমোরয়েড’ আমরা তখনই বলি যখন এটি কোনোরূপ উপসর্গ সৃষ্টি করছে। যেমন মলদ্বারের বাইরে ঝুলে পড়া মাংসপিণ্ড অথবা রক্ত যাওয়া। প্রতিটি মানুষের তিনটি পাইলস বা ‘কুশন’ আছে। বড় পাইলসের মাঝখানে ছোট ছোট পাইলসও থাকতে পারে। মলত্যাগ করার সময় শিরাগুলো কিছুটা ঝুলে পড়ে এবং রক্ত ভর্তি হয়ে ফুলে ওঠে তারপর ফেটে গিয়ে রক্ত বের হয়।

পাইলস কখন হয় : ৩০ থেকে ৬০ বৎসর বয়সের ভেতর এ রোগের প্রকোপ সবচেয়ে বেশি। ২০ বছর বয়সের নিচে পাইলস খুব একটা দেখা যায় না। এ রোগ মহিলাদের চেয়ে পুরুষের কিছুটা বেশি হয়।

এনাল ফিসার এর ব্যথা কমানোর ঔষধ হিসেব প্যারাসিটামল খাওয়া যেতে পারে। প্যারাসিটামল সাধারণত ৫০০ মিলিগ্রামের ট্যাবলেট হিসেবে...
19/10/2023

এনাল ফিসার এর ব্যথা কমানোর ঔষধ হিসেব প্যারাসিটামল খাওয়া যেতে পারে। প্যারাসিটামল সাধারণত ৫০০ মিলিগ্রামের ট্যাবলেট হিসেবে পাওয়া যায়। ব্যথা হলে ২টি ট্যাবলেট, অর্থাৎ, ১০০০ মিলিগ্রাম প্যারাসিটামল একেবারে সেবন করতে পারেন। এভাবে ৪ থেকে ৬ ঘণ্টা পরপর ঔষধ খাওয়া যায়।

Address

Muradpur

Alerts

Be the first to know and let us send you an email when Elite Health Lab posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram