24/08/2022
নাকে পলিপাস হয়েছে, এমনটি ধারণা করে সচরাচর আমরা চিকিৎসকের শরণাপন্ন হই। কেউ কেউ মনে করেন, পলিপাসে অস্ত্রোপচার লাগে নয়তো ক্যান্সার হয়ে যেতে পারে। সত্যিকার অর্থে পলিপাস কি, কেন হয়? আসুন জেনে নিই।
পলিপাস
ঘনঘন ঠাণ্ডা, সর্দি বা ইনফেকশনের কারণে নাকের ভেতরে এক ধরনের স্বচ্ছ, আঙুরের থোকার মতো অংশ বেরিয়ে আসতে দেখা যায়। সচরাচর আমরা যেটিকে পলিপাস বা পলিপ বলি।
পলিপাস কেন হয়
অতিরিক্ত বা ঘনঘন ঠাণ্ডা, সর্দি বা এলার্জির কারণে কখনো বা ইনফেকশনের কারণে দীর্ঘদিন রোগী নিয়মিত ও নিয়ন্ত্রিত চিকিৎসায় না থাকে, তাহলে পলিপাস হতে পারে। তবে এতে ক্যান্সারের কোনো সম্ভাবনা নেই।
উপসর্গসমূহ
> নাক দিয়ে সর্দি ঝরে
> নাক বন্ধ হয় যায়
> মুখ হা করে শ্বাস নেওয়া
> নাকিয়ে কথা বলা
> নাক-মুখ ভার হয়ে থাকা, মাথাব্যথা ইত্যাদি।
পলিপাসের চিকিৎসা
কোন অস্রপাচার ছাড়াই পাকৃতিক এসিড মুক্ত ঔষধের মাধ্যমে মাত্র ৩ থেকে ৭ দিনে মধ্যে বিরক্তকর হাঁচি, নাক দিয়ে পানি পড়া, নাক বন্ধ হয়ে থাকা ভালো হবে ইনশাআল্লাহ।
বিঃদ্রঃ ঔষধ গ্রহনের সময় কোন জ্বলা পোড়া বা ব্যাথা অনুভব করতে হবে না।
যোগাযোগঃ পলিপাস চিকিৎসক
এইচ এম এম আশিকুর রহমান
01902640565