04/12/2025
নাগরপুর থানা,ভারড়া ইউনিয়ন,ভারড়া বাজার, বর্তমান সময়ে দেলদুয়ার নাগরপুর এ এক আলোচিত নাম মানবিক ডাক্তার নামে পরিচিতি লাভ করেছে প্রফেসর ডা. আনিসুর রহমান খান (চক্ষু) বিশেষজ্ঞ, ছানি, গ্লুকোমা, লেজার ও ফ্যাকো সার্জন, ডা. আনিসুর রহমান খান, এমবিবিএস, এফসিপিএস (চক্ষু), সিসিডি (বারডেম), লংটার্ম ফেলো (গ্লুকোমা) প্রফেসর ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতাল, ফার্মগেট, ঢাকা। প্রফেসর ডা. আনিসুর রহমান খান। নাগরপুর প্রতিমাসের দ্বিতীয় শনিবার রোগী দেখেন ডা.আনিস খান আই কেয়ার নাগরপুর সামনে মাসের ১৩-১২-২০২৫ রোজ,শনিবার স্যার আসবেন,প্রতি সপ্তাহে বৃহস্পতিবার অপারেশন করেন, (চক্ষু) বিভাগ ও ফেকো সেন্টার,কালিয়াকুর সেন্ট্রাল হাসপাতাল,ডায়াগনস্টিক সেন্টার কালিয়াকুর,প্রতি শুক্রবার সারাদিন রোগী দেখেন,সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত, আল আরাফাহ্ ইসলামিয়া ব্যাংকের, তৃতীয় ও চতুর্থ তলায় কালিয়াকুর।
স্যার কে সবাই মন থেকে দোয়া করবেন মহান আল্লাহ তালা স্যার কে সবসময় সুস্থ রাখুক ভালো রাখুক।
ডাঃ জোবাইদা রহমান ব্যারিস্টার জাইমা রহমান BNP Media Cell Anis Khan Dr. Zubaida Rahman ব্যারিস্টার জাইমা রহমান Barester Jaima Rohman BNP BNP News Media BD-BNP-News