27/10/2025
ডাক্তাররা কেন নিদিষ্ট জায়গায় টেস্ট করতে বলে??
আস্থা রাখুন হলিকেয়ার ক্লিনিক এর উপর ইনশাআল্লাহ।।।
কয়েকদিন থেকে শরীরটা ভালো যাচ্ছে না। ভাবলাম টেস্ট করি। রুটিন পরীক্ষা, সাথে থাইরয়েড এবং ডায়াবেটিসের পরীক্ষা করলাম। সবগুলো রিপোর্ট ভালো আসলো। কিন্তু থাইরয়ডের রিপোর্ট দেখে আমার সহকারীকে বললাম- দেখতো আমি বেঁচে আছি কিনা? সে হাসল, জিজ্ঞাসা করলো স্যার রিপোর্টে কোন সমস্যা। আমার থাইরয়েড এর রিপোর্ট এমন আসছে যা একজন চিকিৎসকের জীবনেও দেখার সৌভাগ্য বা দুর্ভাগ্য হয় না। আমি আবার অন্য এক জায়গায় টেস্ট করতে দিলাম। এরমধ্যে যেখানে টেস্ট করেছি সেখানে জানানো হলো- এই রিপোর্ট কি আসলেই ঠিক আছে? ৩-৪ ঘন্টা পর উনারা আবার রিপোর্ট দিলো- এবার নরমাল। অন্য জায়গায় করতে দিয়েছিলাম সেটাও নরমাল। উনারা টাইপ করতে ভুল করেছিল। কিন্তু যারা রিপোর্ট সাইন করেছিল তারা কি রিপোর্ট এ একবারও চোখ না বুলিয়ে সাইন করেছিল?
অন্য একদিনের ঘটনা আমি থাইরয়েড এর রোগী তাই মাঝে মাঝে চেক করি যে রোগটা আবারও ফিরে আসছে কিনা? রিপোর্ট আসলো ভালো ও খারাপের মাঝামাঝি। যেটা দিয়ে না আমি বলতে পারবো আমার রোগটি ফিরে আসছে বা আমি রোগটি মুক্ত আছি। এই সময়টা রোগীর জন্য কতটা খারাপ তা একমাত্র রোগীই বুঝে। আমি এবার ঢাকায় গেলাম সব কিছু টেস্ট করলাম- আমার রোগটি ফিরে এসেছে। পূর্বের রিপোর্ট ভুল ছিল। আমি রংপুরে ফিরে ওই ল্যাবকে জানালাম, তারা বললেন স্যার দেখতেছি। কয়েকদিন চলে গেলো কিছু জানালো না। আমি আবারও ফোন দিলাম, তখন তারা বললো স্যার গত মাসে আমাদের প্রায় এক হাজার থাইরয়েড টেস্ট হয়েছে, আমরা মেশিনটি মেইনটেইনন্স বা ক্যালিব্রেশেন করতে পারি নাই, তাই এমন হয়েছে। তাদের কথাবার্তায় কোন অনুশোচনা, দুঃখ প্রকাশ করা কিছুই ছিল না।
গতকালও আমার একটা ডায়াবেটিস টেস্ট নিয়ে এক ল্যাব ঝামেলা করলো, পরে অন্য জায়গায় করে দেখলাম রিপোর্ট নরমাল। আমি এই সবগুলো টেস্ট টাকা দিয়ে করি, কেউ ফ্রি দেয় না, অন্য রোগীদের যতটুকু ডিসকাউন্ট দেয় ততটুকু। তাই কেউ যদি ভাবেন ফ্রি করে দেয় তাই হয়ত রিপোর্ট খারাপ, তা কিন্তু নয়।
রংপুরে আমি যে সব জায়গায় টেস্ট করেছি সেগুলো রংপুরে নামকরা ল্যাব। আমরা সবাই সে ল্যাবগুলোওকে ট্রস্ট করি। তাদের যদি এই অবস্থা হয়, তাহলে বুঝেন। আমি এই জন্য আমার রোগীরা কোথায় কোন টেস্ট করবে সেটা বলে দেই, কারন রিপোর্ট আমার কাছে এলোমেলো মনে হলে আমি কথা বলি, রিপিট করি। এতে করে রোগীরা যদি মনে করে আমি পারসেন্টেজ খাই, তাহলে মনে করুক, এতে আমার কোন সমস্যা নাই। তবে আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আমি খুবই হতাশ। এই স্বাস্থ্য ব্যবস্থা দিয়ে ভালো, গুনগত, মানসম্পন্ন চিকিৎসা দেয়া বর্তমানে ও নিকট ভবিষ্যতে অসম্ভব।
ডাঃ রতীন্দ্র নাথ মন্ডল
মেডিসিন বিশেষজ্ঞ
রংপুর স্পেশালাইজড হাসপাতাল।