আল শেফা হিজামা সেন্টার

আল শেফা হিজামা সেন্টার এখানে সারটিফাইড হিজামা স্পেশালিষ্ট দ্বারা রাসুল (সা) এর ঘোষিত সুন্নাহ চিকিৎসা হিজামা করানো হয়।

হিজামার উপকারিতা সম্পর্কে সম্যক ধারণা পেলে যে কেউ এই চিকিৎসা নিতে চাইবে। হিজামাতে অসংখ্য বৈজ্ঞানিক থিওরি, ফিজিওলজি, এনাট...
17/05/2023

হিজামার উপকারিতা সম্পর্কে সম্যক ধারণা পেলে যে কেউ এই চিকিৎসা নিতে চাইবে। হিজামাতে অসংখ্য বৈজ্ঞানিক থিওরি, ফিজিওলজি, এনাটমি রয়েছে।
সেই সাথে মানসিক ও আধ্যাত্মিক উপশম রয়েছে। হিজামা কে অনেকে শিঙ্গা বলে থাকেন কিন্তু আধুনিক মেশিনের সাহায্যে শরীরের সামগ্রিক জ্ঞান লাভের পর যে চিকিৎসা দেয়া হচ্ছে তা আরো বেশি ফলপ্রসূ।

হিজামা নিয়ে অনেক বিতর্ক আছে। এটি কি আসলে উপকারী কোন চিকিৎসা। এতে কি মানুষের ক্ষতি হতে পারে কিনা। যথেষ্ট তত্ত্ব ও উপাত্ত্ব অনুসারে আমরা আজ এটি বলতে পারি দক্ষ হিজামা থেরাপিস্ট সহকারে কারো হিজামা করা হলে তার কোন ক্ষতি হবার আশংকা নেই। কাপিং মূলত দুই ধরনের । dry cuppingএবং ওয়েট কাপিং। Wet cupping কে মূলত হিজামা বলা হয়। উপকারিতার দিক থেকে হিজামা সর্বোত্তম। এটি শুধু ইসলামিক চিকিৎসা বলে উত্তম তা নয়। গবেষণা দ্বারা এটাই প্রমাণিত। আমাদের শরীরের প্রথম বৃহত্তম অঙ্গ ত্বক। দ্বিতীয় লিভার। শরীরের আরেক গুরুত্বপূর্ণ অঙ্গ কিডনি।

আমাদের শরীরকে সুস্থ রাখার পিছনে এই লিভার ও কিডনি প্রধান ভূমিকা পালন করে। গবেষণা থেকে জানা গেছে হিজামাতে ত্বককে যে নেগেটিভ প্রেশার দেয়া হয় তা ৩৫ গুণ বেশি এই একই কাজ করে। অর্থাৎ ত্বকে নেগেটিভ প্রেশার দেয়া হলে যে পদার্থ টেনে নিয়ে আসে তাতেই থাকে সেসব বর্জ্য যা লিভার ও কিডনি ডায়ালাইসিস করে। আর এটিই হিজামা। আরেক ধরনের কাপিং আছে যাতে কাটা হয় না এটিও ব্যথার জন্য অত্যন্ত উপকারী।

বিশেষ করে যারা খেলাধুলা করেন তাদের মাংসপেশির স্টিফনেস দূর করতে এটি বিশ্বজুড়ে ব্যবহৃত হয়। এছাড়াও মুখের ত্বক, সেলুলিয়েটের (ত্বকে ভাঁজ পড়া) সমস্যা, মুখের লোমকূপ বড় হয়ে যাওয়া যাকে পোরস বলে, পেটের দাগ ইত্যাদির জন্য কাপিং ম্যাসাজ (ড্রাই কাপিং) কার্যকরী ভূমিকা রাখে।

হিজামা চিকিৎসাতে ত্বকে খুব ই সামান্য কাটতে হয় এবং নেগেটিভ প্রেশার দিয়ে বদ-রক্ত বের করা হয়। আমাদের ত্বক একটা রক্ষা কবচ হিসেবে কাজ করে। হিজামাতে ত্বকের তিনটি স্তরের কেবল উপরের স্তরটি কাটা হয় যার ফলে নিচের ত্বক ছাকনী হিসেবে কাজ করে।

কিন্তু কেউ যদি এর নিচের ত্বক কেটে দেয় তবে ভাল রক্ত বের হয়ে যাবে। এতে যথেষ্ট ক্ষতি ও ইনফেকশনের আশংকা থাকে।

ইন্টারন্যাশনাল কাপিং থেরাপি এসোসিয়েশন বলেছে কাপিং একই সাথে একজন মানুষের একাধিক শারীরিক ও মানসিক স্বাস্থ্য সমস্যার উপশম করতে পারে।
আমরা একটা ওষুধ একটা মাত্র সমস্যার জন্য খেয়ে থাকি।কিন্তু হিজামাতে যে দূষিত প্লাজমা বেরিয়ে আসে তাতে থাকে একাধিক রোগের জীবাণু যেমন ঠাণ্ডা, কাশি, বিষন্নতা, আরথ্রাইটিস, কোমরের সায়াটিকার ব্যথা,চিন্তা, ঘুমের সমস্যা, মাংসপেশির ব্যথা এবং অন্যান্য সকল রোগের তীব্রতাও কমে আসে।

কাপিং থেরাপীর আন্তর্জাতিক সংস্থা ICTA থেকে হিজামার কিছু উপকারিতাছিঃ

১. হিজামা শরীরের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে
হিজামা কাপিং থেরাপী একটি অতি প্রাচীন চিকিৎসা। মিশরীয় এবং সৌদি আরব গবেষকরা বলেছেন এই থেরাপি
১। মানুষের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে
২। আমরা যে ওষুধ খাই তার প্রভাবকে আরো কার্যকরী করে
৩। অনেক রোগ সৃষ্টিকারী এবং শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর পদার্থ রক্ত থেকে নিঃসৃত করে।
তারা তাদের গবেষণায় দেখিয়েছেন প্রচলিত ওষুধ এর ১৫শতাংশ কম সময়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। হিজামা যখন ওষুধের সাথে নেয়া হয় তখন তা ১৫৬ শতাংশ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আর ওষুধ ছাড়া একক ভাবে হিজামা কাজ কড়ে ১৩৩ শতাংশ হারে।

২. দীর্ঘকালীন রোগ কমায়
গবেষণায় আরো পাওয়া গেছে যে, হিজামা থেরাপি ব্যবহারে দীর্ঘমেয়াদী ব্যথার তীব্রতা হ্রাস পায়।
টেস্টের রিপোর্ট থেকে পাওয়া গেছে এক মাস পর ৩৪%, দুই মাস পর ৪০% এবং তিন মাস পর প্রায় ৬০% শতাংশ ব্যথা কমেছে।
রিউমাটয়েড আর্থ্রাইটিস বা গেঁটে ব্যথা, বাতের ব্যথা,পিঠের ব্যথা ও মেরুদন্ডের ব্যথা, ফিব্রোমায়ালজিয়া, হাটুর অস্ট্রিওআর্থারাইটিস অর্থাৎ হাটু ক্ষয়, হার্ণিয়ার সমস্যা, ঘাড় ও কাঁধের ব্যথা, দীর্ঘকালীন পিঠের ব্যথা, মাংশপেশীর ব্যথা, মচকে যাওয়া , পায়ে পানি আসা, ফুলে যাওয়া কিংবা আঘাতের কারণে ফেটে যাওয়ার ব্যথায় হিজামা খুব ভালো কাজ করে।

৩. ভাইরাল এবং ইনফেকশাস রোগ কমায় ও প্রতিরোধ বাড়ায়
হারপিস, ইনফ্লুয়েঞ্জা, ভাইরাল হেপাটাইটিস, ব্রণ, ডার্মাটাইটিস, এবং সেলুলাইটিস এসব স্বাস্থ্য সমস্যা যা হিজামা কাপিং থেরাপি দ্বারা চিকিৎসা করা যায়।
একযোগে একাধিক শারীরিক উপশমে ভূমিকা রাখে স্নায়ুতন্ত্রের সিস্টেমে সেরোটোনিন, ডোপামাইন, এন্ডোরিফিনের মতো নিউরোট্রান্সমিটার এর মাধ্যমে।
এছাড়াও হিজামাতে তে যে সাময়িক সংকুচন-প্রসারণ ও কাটা হয় তা প্রতিরোধ সিস্টেমকে সক্রিয় করে রোগ প্রতিরোধ সক্ষমতাকে বাড়িয়ে তোলে।

28/11/2021
 #হিজামা_সম্পর্কিত_হাদিসঃআবূ হুরায়রাহ থেকে বর্ণিত,নবী (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) বলেন তোমরা যে সকল জিনিস দ্বার...
28/11/2021

#হিজামা_সম্পর্কিত_হাদিসঃ

আবূ হুরায়রাহ থেকে বর্ণিত,

নবী (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) বলেন তোমরা যে সকল জিনিস দ্বারা চিকিৎসা করো তার কোনটির মধ্যে উপকার থাকলে তা রক্তমোক্ষণের মধ্যে আছে। ( সুনানে ইবনে মাজাহ ৩৪৭৬)

আবূ কাবশাহ আল-আনমারী বর্ণনা করেন:

নবী (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) তাঁর মাথার মাঝখানে এবং দু’কাঁধের মাঝ বরাবর রক্তমোক্ষণ করাতেন এবং বলতেন: যে ব্যক্তি নিজ দেহের এ অংশ থেকে রক্তমোক্ষণ করাবে, সে তার কোন রোগের চিকিৎসা না করালেও তার কোন ক্ষতি হবে না। (সুনানে ইবনে মাজাহ ৩৪৮৪)

ইবনু উমার বলেন:

আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) কে বলতে শুনেছি: বাসি মুখে রক্তমোক্ষণ করানো উত্তম, তা জ্ঞান বৃদ্ধি করে, স্মৃতিশক্তি বৃদ্ধি করে এবং হাফেজের মুখস্থ শক্তি বৃদ্ধি করে। কেউ রক্তমোক্ষণ করাতে চাইলে যেন আল্লাহর নামে বৃহস্পতিবারে তা করায়। তোমরা শুক্র, শনি ও রবিবার রক্তমোক্ষণ করানো পরিহার করো এবং সোমবার ও মঙ্গলবার রক্তমোক্ষণ করাও, কিন্তু বুধবার তা করাবে না। কারণ এইদিনই আইউব (আলাইহিস সালাম) বিপদে পতিত হন। আর কুষ্ঠরোগ ও শ্বেতরোগ বুধবার দিনে বা রাতেই শুরু হয়। (সুনানে ইবনে মাজাহ ৩৪৮৮)

হিজামা (শিঙ্গা/CUPPING) এর মাধ্যমে যে সব রোগের চিকিৎসা করা হয়ে থাকেঃ১। মাইগ্রেন জনিত দীর্ঘমেয়াদী মাথাব্যথা২। রক্তদূষণ৩...
14/11/2021

হিজামা (শিঙ্গা/CUPPING) এর মাধ্যমে যে সব রোগের চিকিৎসা করা হয়ে থাকেঃ
১। মাইগ্রেন জনিত দীর্ঘমেয়াদী মাথাব্যথা
২। রক্তদূষণ
৩। উচ্চরক্তচাপ
৪। ঘুমের ব্যাঘাত (insomnia)
৫। স্মৃতিভ্রষ্টতা (perkinson’s disease)
৬। অস্থি সন্ধির ব্যাথা/ গেটে বাত
৭। ব্যাক পেইন
৮। হাঁটু ব্যাথা
৯। দীর্ঘমেয়াদী সাধারন মাথা ব্যাথা
১০। ঘাড়ে ব্যাথা
১১। কোমর ব্যাথা
১২। পায়ে ব্যাথা
১৩। মাংসপেশীর ব্যাথা (muscle strain)
১৪। দীর্ঘমেয়াদী পেট ব্যথা
১৫। হাড়ের স্থানচ্যুতি জনিত ব্যাথা
১৬। থাইরয়েড গ্রন্থির সমস্যা
১৭। সাইনোসাইটিস
১৮। হাঁপানি (asthma)
১৯। হৃদরোগ (Cardiac Disease)
২০। রক্তসংবহন তন্ত্রের সংক্রমন
২১। টনসিল
২২। দাঁত/মুখের/জিহ্বার সংক্রমন
২৩। গ্যাস্ট্রিক পেইন
২৪। মুটিয়ে যাওয়া (obesity)
২৫। দীর্ঘমেয়াদী চর্মরোগ (Chronic Skin Diseses)
২৬। ত্বকের নিম্নস্থিত বর্জ্য নিষ্কাশন
২৭। ফোঁড়া-পাঁচড়া সহ আরো অনেক রোগ।
২৮। ডায়াবেটিস (Diabetes)
২৯। ভার্টিব্রাল ডিস্ক প্রোল্যাপ্স/ হারনিয়েশান
৩০। চুল পড়া (Hair fall)
৩১। মানসিক সমস্যা (Psycological disorder)…সহ আরও অনেক রোগ।

হিজামা ফর ডিটক্সিফিকেশন।শরীরের অতিরিক্ত টক্সিন নিষ্কাশনের জন্য হিজামা একটি উত্তম পদ্ধতি।
12/11/2021

হিজামা ফর ডিটক্সিফিকেশন।
শরীরের অতিরিক্ত টক্সিন নিষ্কাশনের জন্য হিজামা একটি উত্তম পদ্ধতি।

লজ্জা নয়, জানতে হবে-ছেলেরা তিনটি জিনিস বাড়িয়ে বলে। পেনিস সাইজ, শারীরিক উচ্চতা এবং বেতন। মেয়েরা কমায় - বয়স, কোমরের সাইজ এ...
20/09/2021

লজ্জা নয়, জানতে হবে-

ছেলেরা তিনটি জিনিস বাড়িয়ে বলে। পেনিস সাইজ, শারীরিক উচ্চতা এবং বেতন। মেয়েরা কমায় - বয়স, কোমরের সাইজ এবং ওজন।

পুরুষের পেনিস একটি গুরুপ্তপূর্ণ অঙ্গ। অশ্লীল ভাবার কিছু নেই, হাসিরও কিছু নেই। একটি পুরুষকে যদি বলা হয় - এক হাতে একশো বিলিয়ন ডলার দেবো, আরেক হাতে আপনার বাবুটি কেটে নেবো, কোনো পুরুষ রাজি হবে না।

যাইহোক, পুরুষের এই সাত রাজার মানিকের গড় সাইজ কত। বিখ্যাত Science জার্নালের এক গবেষণার হিসাব অনুযায়ী পৃথিবীব্যাপী পুরুষের এই অঙ্গের দুটো সাইজ। একটি যখন শুয়ে থাকে, আরেকটি যখন উঠে দাঁড়ায়। শুয়ে থাকলে গড় সাইজ লম্বায় ৩.৬ ইঞ্চি। মজার হলো শুয়ে থাকার সময় এটি গুটলু পাকিয়ে থাকে বলে এটির ঘের প্রায় ৩.৭ ইঞ্চি! আর যখন উঠে দাঁড়ায়, লম্বায় ৫.২ ইঞ্চি, ঘের তখন ৪.৫ ইঞ্চি।

গবেষণায় দেখা গেছে, প্রতি ১০০ জন পুরুষের ৫ জনের জিনিসপত্র উঠে দাঁড়ালেও চার ইঞ্চির চেয়ে ছোট হয়। তবে পৃথিবী ব্যাপী আশি ভাগ পুরুষের পেনিস উঠে দাঁড়ালে সাড়ে পাঁচ থেকে ছয় ইঞ্চি থাকে। মাত্র ৫% পুরুষের পেনিস সাত ইঞ্চির উপরে যায়। উঠে দাঁড়ালেও লম্বায় আড়াই ইঞ্চির বেশি নয় পেনিসকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় মাইক্রো পেনিস বলে। এটি কখনো হরমোনাল কিছু ত্রুটি, কখনো জন্মগত হয়। চিকিৎসা আছে।

প্রাপ্তবয়স্ক হওয়ার পর গড়ে প্রতি রাতে ঘুমের মধ্যে তিন থেকে পাঁচ বার পেনিস উঠে দাঁড়ায়। তবে এটি স্বপ্ন দেখার সময় বেশি হয় বলে তেমন টের পায় না। এটি স্বাভাবিক। এটি পেনিসের সাইজকে ঠিক রাখে। বরং রাতে ঘুমের মধ্যে এমন উঠে না দাঁড়ালে বুঝতে হবে লিঙ্গ উত্থান জটিলতায় ভুগছেন তিনি। যে সব দম্পতি পার্টনারের এই সমস্যায় ভুগছেন, চিকিৎসকের কাছে যাওয়ার আগে নিজেদের মধ্যে এটা নিশ্চিত হন ঘুমের মধ্যে তিনি এমন উঠে দাঁড়ানো মাঝে মাঝে ফিল করে কিনা।

গবেষণায় আরেকটি মজার জিনিস হলো পুরুষের জুতার সাইজ বড়ো হলেই পেনিস সাইজ বড়ো হবে কথা নেই। শরীরের সাইজের সাথে জিনিসের সাইজের কোনো সম্পর্ক নেই। ছয় ফুট উচ্চতার পুরুষের জিনিসপত্র কলমের ক্যাপের চেয়েও ছোট হতে পারে, পেন্সিলের মতো সরুও হতে পারে।

পেনিসে কোনো হাড় নেই! তারপরেও ব্রোকেন পেনিস বলে চিকিৎসা বিজ্ঞানে একটি সমস্যা আছে। পুরুষ তার পেনিস ভেঙে ফেলে। বিশেষ করে পুরুষ যদি করতে গিয়ে বেড থেকে পড়ে যায় যখন!
এক গবেষণায় দেখা গেছে দীর্ঘদিন নিয়মিত ধূমপায়ীদের পেনিস আধা ইঞ্চির মতো কমে যায় ধূমপানের আগের চেয়ে।

গবেষণার আরেকটি অংশের মন্তব্য হলো: অর্ধেকের বেশি পুরুষরা তাদের পেনিস সাইজ নিয়ে সারা জীবন আফসোসে থাকে, কেন আরেট্টু বড়ো হলো না! ইংল্যান্ডের স্বাস্থ্য ডিপার্টমেন্ট NHS এর এক গবেষণায় দেখা গেছে ৫০% পুরুষ তাদের পেনিস সাইজ নিয়ে অসন্তুষ্ট হলেও ৭৫% নারী তাদের পার্টনারের পেনিস সাইজে সন্তুষ্ট। এটার কারণ জানতে গিয়ে দেখা গেলো মেয়েরা সেক্স উপভোগে ছেলেদের সাইজকে যতটা প্রায়োরিটি দেয়, তার চেয়ে পুরুষটি তাকে কতটা আকর্ষণ করছে এবং উদ্দীপ্ত করতে পারছে, সেটাকে আরো বেশি গুরুপ্ত দেয়। ফলে পুরুষ ছোট ব্যাট নিয়ে খেলতে নামলেও ঠিক মতো ছক্কা মারতে পারলেই খুশি হয় নারী। মেয়েরা সেক্সের সময় পুরুষ পেনিসের সাইজের চেয়ে রোমান্টিকতা, ডেলিকেট হ্যান্ডলিং, ডিপ ফিলিংস, সেনসিটিভিটি, পরিবেশ, ট্রাস্ট এন্ড সিকিউরিটি এবং পুরুষটির পার্সোনালিটিতে উদ্দীপ্ত হয়।

তবে আরেক জরিপে দেখা গেছে মেয়েরা দৈর্ঘ্যের চেয়ে ঘের বেশি পছন্দ করে। কিন্তু আশি ভাগ পুরুষ তার দৈর্ঘ্য নিয়ে চিন্তিত থাকে। ফিট এবং হেলদি হলে ঘের ভালো থাকে।

এখানে একটি মজার টুইস্ট আছে। মেয়েরা লম্বা ছেলে পছন্দ করে লম্বা জিনিসের আশায়, যদিও সেটা অবচেতন মনে হয়। বাস্তবে শরীরের দৈঘ্যের সাথে পেনিসের দৈঘ্যের কোনো কানেকশন নেই। বিছানায় পিনারট্রেটিভ ফিলিংসের চেয়ে ক্লিটোরাল ফিলিংসে সন্তুষ্ট থাকে। তখন দৈঘ্যের চেয়ে প্রস্থ কাজ দেয় বেশি।

জন্মের সময় বাচ্চাদের পেনিস শোয়া এক ইঞ্চির মতো থাকে। পাঁচ বছর বয়সের মধ্যে দুই ইঞ্চি হয়। তেরো থেকে পনেরো বছর বয়সে এটি উঠে দাঁড়ায় এবং বড় হয়ে উঠে, তখন চার ইঞ্চির মতো হয়। আঠারো বছর পর আর তেমন বড় হয় না। তবে ষাট বছর বয়সের পর তুলনামূলক খানিক সঙ্কুচিত হয়।

অনেক পুরুষ জন্মের সময় দুটো পেনিস নিয়ে জন্মে! এটি জন্মগত ত্রুটির কারণে হয়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় সমস্যাটিকে বলে diphallus। প্রতি পাঁচ মিলিয়ন পুরুষের একজনের হয় এই সমস্যাটি। একটি অপারেশন করে কেটে ফেলতে হয়। Priprism বলে একটি সমস্যায় অনেক পুরুষের পেনিস একবার উঠলে পাঁচ ছয় ঘন্টা আর নাম না, সাথে বেশ পেইন হয় তখন।

পেনিসের উপর পুরুষের একটি কন্ট্রোল আছে, আরেকটি নেই। মস্তিষ্কের মধ্যে দিয়ে উঠে দাঁড়ানোকে পুরুষ কন্ট্রোল করতে পারে এবং পেনিসের উঠে দাঁড়ানোর একটা অংশ মস্তিষ্কের উপর নির্ভর করে। কিন্তু এজাকুলেশনের উপর পুরুষের মস্তিষ্ক কিংবা অন্য অংশের কোনো নিয়ন্ত্রণ থাকে না। এটি যখন শুরু হয় তখন আর থামাতে পারেন না। অনেকে অভিজ্ঞতা থেকে আর্ট টি রপ্ত করে শুরুর আগে ডাইভার্ট করে সময় দীর্ঘায়িত করতে পারে।

বাজারে পেনিস সাইজ বড়ো করার হাজারো পিল, জেল, টনিকের বিজ্ঞাপন আছে। সব কয়টাই ভুয়া, কোনটিই আসলে কাজ দেয় না। এগুলো দেখে প্রতারিত হবেন না।

চিকিৎসা বিজ্ঞানে এটি বড় করার দুটো পদ্ধতি আছে।

ī. ফিজিক্যাল মেথড।
¡². সার্জিক্যল মেথড।

ফিজিক্যাল মেথডে দুইটি ডিভাইস এবং একটি ব্যায়াম দিয়ে ইঞ্চি খানেক বাড়ানো যায়। ভেকুয়াম ডিভাইস এবং পেনিস ট্রাকশন ডিভাইস। আর জেলকিং এক্সারসাইজ। ডিভাইসে যতটা বাড়ে, এক্সারসাইজে ততটা নয়।

লম্বায় এবং ঘের বাড়ানোর দুটো সার্জিক্যাল মেথড আছে। এই দিয়ে ইঞ্চি দেড়েক লম্বা এবং হাফ ইঞ্চি মোটা করা যায়। তবে অপারেশনের অনেক রিস্ক আছে।

সবচেয়ে ভালো পদ্ধতি –

১. পেট কমানো। পুরুষের মেদ ভুঁড়ির এঙ্গেল তাদের জিনিসপত্রের দৈর্ঘ্য কমিয়ে দেয়। তলপেটের হিমালয় তখন মঞ্জিলে মকসুদে পৌঁছাতে পারে না।

২. একটিভ এবং ফিট থাকা।

৩. ভালো খাবার খাওয়া।

৪. নিয়মিত পিউবিক হেয়ার সেভ করা। আমাজনের ঘন ঝোপ বড় হয়ে গেলে জিনিস দেখতে ছোট লাগে।

সাইজ যেমন হোক, উপভোগের কোয়ালিটি নির্ভর করে আপনার উপর। যা আছে, তাতেই সন্তুষ্ট থাকুন। পার্টনারকে কেয়ার করুন, ভালোবাসুন এবং শরীরকে সুস্থ রাখুন। জীবন সুন্দর হয়ে উঠবে।

সূত্রঃ

1. Science Journal
2. NHS
3. Journal of Urology
4. British Journal of Urology International
5. Journal PLOS One

✒️অপূর্ব চৌধুরী।
চিকিৎসক ও কথাসাহিত্যিক,
ইংল্যান্ড।

গোদনাইল থেকে এসেছেন হিজামা করতে।সমস্যাঃ ব্যাক পেইন। যোগাযোগঃ 01647246305
23/06/2021

গোদনাইল থেকে এসেছেন হিজামা করতে।
সমস্যাঃ ব্যাক পেইন।

যোগাযোগঃ 01647246305



Hijama to reduce Toxin.
26/05/2021

Hijama to reduce Toxin.

হাফেজ মাওলানা নাঈমুর রহমান।ব্যথায় ফায়ার কাপিং + হিজামা।রোগীর অভিমত- থেরাপি শেষ করার সাথে সাথেই বললো শরীরটা অনেক হালকা লা...
23/03/2021

হাফেজ মাওলানা নাঈমুর রহমান।
ব্যথায় ফায়ার কাপিং + হিজামা।
রোগীর অভিমত- থেরাপি শেষ করার সাথে সাথেই বললো শরীরটা অনেক হালকা লাগছে।

হিজামা নিতে যোগাযোগ করুনঃ 01647246305
ঠিকানাঃ নারায়ণগঞ্জ


আজ নারায়ণগঞ্জ বন্দরে এক ভাইয়ের হিজামা করালাম।মহানবী (সা.) আরো বলেছেন, ‘আমি মেরাজের রাতে যাদের মাঝখান দিয়ে অতিক্রম করেছি,...
08/01/2021

আজ নারায়ণগঞ্জ বন্দরে এক ভাইয়ের হিজামা করালাম।

মহানবী (সা.) আরো বলেছেন, ‘আমি মেরাজের রাতে যাদের মাঝখান দিয়ে অতিক্রম করেছি, তাদের সবাই আমাকে বলেছে, ‘হে মুহাম্মদ, আপনি আপনার উম্মতকে হিজামার আদেশ করবেন’।’’ (তিরমিজি শরিফ, হাদিস : ২০৫৩)

যোগাযোগঃ 01647246305

আজ মশিউর রহমান হিজামা নিলো ব্যাথা নিরাময়ের জন্য। হিজামা নিন এবং ঔষধ ছাড়া রাসুল(সা) এর দেখানো চিকিৎসা পদ্ধতি গ্রহণ করে সু...
07/01/2021

আজ মশিউর রহমান হিজামা নিলো ব্যাথা নিরাময়ের জন্য।

হিজামা নিন এবং ঔষধ ছাড়া রাসুল(সা) এর দেখানো চিকিৎসা পদ্ধতি গ্রহণ করে সুস্থ থাকুন।

যোগাযোগঃ 01647246305

Address

Pagla, Rasulpur
Narayanganj
1421

Website

Alerts

Be the first to know and let us send you an email when আল শেফা হিজামা সেন্টার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to আল শেফা হিজামা সেন্টার:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram