06/12/2025
🔰🔰 Pompholyx (পম্ফোলিক্স)
এটা একধরনের একজিমা, যা সাধারণত হাত ও পায়ের আঙুলে ছোট ছোট পানিভর্তি ফুসকুড়ি হিসেবে দেখা যায়।
দেখতে অনেক সময় স্ক্যাবিসের মত লাগলেও আসলে এটা স্ক্যাবিস নয়।
অনেকে একে পানিগোটা বলে থাকে। ফুসকুড়িগুলো চাপ দিলে পানি বের হতে পারে।
বারবার পানি, সাবান বা ডিটারজেন্টে কাজ করলে সমস্যাটি আরও বেড়ে যেতে পারে।
সাথে থাকে তীব্র চুলকানি এবং জ্বালাপোড়া।
চিকিৎসা নিলে সাধারণত ভালো হয়,
তবে সবার জন্য চিকিৎসা এক নয়—ত্বকের অবস্থা অনুযায়ী চিকিৎসা ভিন্ন হতে পারে।
ডা: মো: আরিফুল আলম