Dr. Nurjahan Begum

Dr. Nurjahan Begum Prof. Phone : 01999984343
01757584343
www.drnurjahan.com
(2)

Dr. Nurjahan Begum
Professor, Department of Reproductive Endocrinology & Infertility
Bangabandhu Sheikh Mujib Medical University (BSMMU)
Chamber: Labaid, Narayanganj Branch,
Chasara, Narayanganj.

 #নবজাতকটির_মায়ের_জরায়ুতে_টিউমার_০5×04Cm_ছিল  I সৌভাগ্যবসত: টিউমার জরায়ুর ভিতরের দেয়ালকে দাবে নাই I কাজেই , জরায়ুতে ভ্রূ...
07/12/2025

#নবজাতকটির_মায়ের_জরায়ুতে_টিউমার_০5×04Cm_ছিল I
সৌভাগ্যবসত: টিউমার জরায়ুর ভিতরের দেয়ালকে দাবে নাই I কাজেই , জরায়ুতে ভ্রূণের গ্রথিত + বৃদ্ধিতে কোনোই সমস্যা হয়নি সিজারের সময় ফাইব্রযেড ফেলা হয়েছে I ব্লাড লাগে নাই I বেবিটি বেশ বড়োসড়ো I

06/12/2025

#ওভারির রিজার্ভ কমে গেছে hormone suppliment + সুষ্ঠু জীবনযাপন করতে হবে #
ভদ্র মহিলার রিজার্ভ কমে যাওয়ায় মাসিক অনেক মাস পর পর অল্প অল্প করে হয় বা পিরিয়ড বন্ধ হয়ে যায় I হঠাৎ হট ফ্ল্যাশ বা গরম লাগা এবং ঘেমে যাওয়া , বুক ধড়পড় করা এবং অস্বস্তি লাগা লক্ষণ গুলো দূরীকরণের জন্য হরমোন সাপ্প্লিমেন্ট এর
প্রয়োজন হয় I Tab Calcium খাওয়া বাঞ্চনীয় I

06/12/2025

# সম্মানিত ব্যক্তিবর্গ এবং গর্ভাবস্থায়_Hepatitis_B_সংক্রমণ_জটিলতা_ও_করণীয়: #

Hepatis B virus দ্বারা কেউ আক্রান্ত হইলে Hbsag পজিটিভ হয় I Hbsag পজিটিভ person দের কোনো কারণে শরীরের রোগ - প্রতিরোধ ক্ষমতা কমে গেলে লিভারের প্রদাহ বেড়ে যায় এবং Cirrhosis of liver ও লিভার ক্যান্সারের ঝুঁকি থাকে I Hepatologis এর ত্বত্তাবধানে Interferon দিয়া চিকিৎসা নিতে হতে পারে I Hbsag পজিটিভ গর্ভবতীর ও গর্ভস্থ্য শিশুর অনেক জটিলতা হতে পারে I
গর্ভাবস্থার প্রথম ট্রাইমাস্টার এ অতিরিক্ত বমি হয় I গর্ভাবস্থার মাঝামাঝি দিকে গর্ভবতীর রক্তচাপ বেড়ে যায়
এবং শরীরে Itching সহ জন্ডিস হতে পারে I
গর্ভস্থ্য সন্তানের growth রোহিত হয় এবং মা থেকে Hepatis B virus দ্বারা সংক্রমিত হয় যা পরবর্তীতে
লিভারের বিভিন্ন সমস্যার সৃষ্টি করে I Hepatis Bnvirus সংক্রমণ প্রতিরোধের জন্য নবজাতকের জন্মের 12 ঘন্টার মধ্যে Hepatitis B Vaccin এবং হেপাটাইটিস B Immunoglobulin 02 টিই দিতে হবে I পরবর্তীতে
নবজাতক বিশেষজ্ঞের পরামর্শে শিশুকে vaccin দিতে হবে I

 # গর্ভাবস্থায়  পেতে গর্ভস্থ্য মৃত্যুর  বহু কারণ থাকলেও কারণ  শনাক্তপূর্বক  চিকিৎসায় সুস্থ্য সন্তান পাওয়া সম্ভব  #হঠাৎ ম...
06/12/2025

# গর্ভাবস্থায় পেতে গর্ভস্থ্য মৃত্যুর বহু কারণ থাকলেও কারণ শনাক্তপূর্বক চিকিৎসায় সুস্থ্য সন্তান পাওয়া সম্ভব #
হঠাৎ মায়ের পানিশূন্যতা , অতিরিক্ত জ্বর উচ্চ রক্তচাপ এবং গর্ভফুলের মাধ্যমে শিশু মা থেকে পুষ্টি ও অক্সিজেন না পাওয়া
i ভদ্র মহলের আগে 02 টি বেবি পেতে মারা গেছে গর্ভফুলের মাধ্যমে মা থেকে পুষ্টি না পেয়ে I

06/12/2025

#নারী_বন্ধ্যাত্ব_বলতে_কি_বুঝায়

নারী বন্ধ্যাত্ব এর কারণ সহজে নির্ণয়ের জন্য ইতিহাস খুবই জরুরী , কারণ শনাক্ত হলেই সঠিক চিকিৎসা দেয়া সম্ভব I কারণ নির্ণয়ের জন্য শারীরিক এবং ল্যাব পরীক্ষার বিশেষ
প্রয়োজন রয়েছে l যাঁরা পরামর্শ ও চিকিৎসার জন্য SMS দেন তাঁরা ইতিহাস দিলেই পরবর্তী করণীয় সম্বন্ধে ধারণা ফিতে পারবো ইনশাআল্লাহ #

নারী বন্ধ্যাত্ব হচ্ছে,৩৫ বছর বয়সের নিচে বা ৩৫ বছর বয়সের কম , এবং ৩৫ বছর বা তার বেশি বয়সের

একজন নারী নিয়মিত এবং অসুরক্ষিত (unprotected s*x )সহবাসের পরও যথাক্রমে 12 মাস (১ বছর) এবং ৬

মাসে যাবত গর্ভধারণে অসমর্থতা বা অক্ষমতা।

যাঁরা (নারীরা )বন্ধ্যাত্বে ভুগছেন তাঁদের জন্য প্রযোজ্য ইতিহাস সম্বন্ধে কিছু গাইডলাইন :

নারী বন্ধ্যাত্ব (ইনফার্টিলিটি ) কারণ সহজে নির্ণয়ের জন্য বন্ধ্যা নারীর ইতিহাস পুঙ্খানুপুঙ্খভাবে

নেওয়া+ দেয়া গুরুত্বপূর্ণ I

* সাধারণ ইতিহাস -

বন্ধ্যা নারীর ও তাঁর স্বামীর বয়স

বিবাহের সময়কাল

Unprotected s*x এর সময়কাল

উচ্চতা, ওজন, BMI

বন্ধ্যাত্বের সময়কাল

দম্পতির রক্তগরূপ

* পিরিয়ড সংক্রান্ত ইতিহাস -

*সহবাস সংক্রান্ত ইতিহাস:

*অতীত গর্ভধারণ ইতিহাস (Obstetric history):পূর্বের গর্ভধারণের ইতিহাস -

*পূর্বের গর্ভধারণের ইতিহাস

*স্বামী ইতিহাস

*অতীত অস্ত্রোপচারের ইতিহাস

*অতীত চিকিৎসা ইতিহাস

*পারিবারিক ইতিহাস

*সাধারণ ও মেডিকেল ইতিহাস(Thyroid, Diabetes, TB, রক্তরোগ PCOS, endometriosis

আছে কিনা?)

*লাইফস্টাইল ও মানসিক স্বাস্থ্য:

06/12/2025

#নারীদেরAMH_Anti_Müllerian_Hormone

✡️ AMH কী?

AMH (Anti-Müllerian Hormone) হলো একটি হরমোন যা নারীদের ডিম্বাশয়ে থাকা অপরিণত ডিম্বাণুর (antral follicles) কোষ থেকে তৈরি হয়।
এটি মূলত নারীর ডিম্বাণুর মজুত (Ovarian reserve) সম্পর্কে ধারণা দেয়।

✡️AMH পরীক্ষার উদ্দেশ্য

AMH পরীক্ষা সাধারণত করা হয়—

✡️নারীর ডিম্বাণুর মজুত কেমন তা জানার জন্য

✡️নিম্ন AMH = কম ডিম্বাণুর মজুত
✡️উচ্চ AMH = তুলনামূলকভাবে বেশি মজুত

✡️ ভবিষ্যতে মা হওয়ার সম্ভাবনা সম্পর্কে ধারণা

✡️এটি গর্ভধারণের নিশ্চয়তা দেয় না, কিন্তু বয়স অনুযায়ী অবস্থান বোঝায়।

✡️AMH কম হলে ওভারি কম প্রতিক্রিয়া দেয়, বেশি হলে hyper-stimulation এর ঝুঁকি থাকে।
✡️PCOS-এ সাধারণত AMH অনেক বেশি থাকে।

✡️AMH খুব কম হলে অকাল মেনোপজের সম্ভাবনা থাকে।
✡️ল্যাব ভেদে রেফারেন্স রেঞ্জ কিছুটা আলাদা হতে পারে,

✡️ AMH কম হলে কি সমস্যা?
✡️ সম্ভাব্য কারণ:

✡️বয়স বেড়ে যাওয়া

✡️জেনেটিক

✡️গর্ভাশয়ের সার্জারি/এন্ডোমেট্রিওসিস

✡️কেমোথেরাপি/রেডিয়েশন

✡️অতিরিক্ত ধূমপান

✡️অটোইমিউন সমস্যা

✡️এর প্রভাব:
✡️ডিম্বাণু কম পাওয়া যায়
✡️IVF-এ প্রতিক্রিয়া কম
✡️মেনোপজ দ্রুত আসতে পারে

✡️ তবে AMH কম মানেই আপনি গর্ভধারণ করতে পারবেন না—এমন নয়। অনেক নারী কম AMH থাকা সত্ত্বেও স্বাভাবিকভাবেই গর্ভবতী হন।

✡️ AMH বেশি হলে কি বোঝায়?

উচ্চ AMH সাধারণত উপস্থিত হয়—✡️PCOS

✡️বেশি সংখ্যক ছোট ফোলিকল

✡️ওভারি hyper-response হওয়ার ঝুঁকি (IVF-এ OHSS)

✡️ AMH বাড়ানো কি সম্ভব?

AMH প্রকৃত অর্থে "বাড়ানো" সাধারণত সম্ভব নয়, কারণ এটি ডিম্বাণুর মজুতের প্রতিফলন। তবে ডিম্বাণুর গুণগত মান (quality) কিছুটা উন্নত করা যায়—

✔ সম্ভাব্য উপকারী জিনিস

✡️ভিটামিন D

✡️কোএনজাইম Q10 (CoQ10)

✡️অ্যান্টিঅক্সিডেন্ট

✡️স্বাস্থ্যকর খাদ্য

✡️ধূমপান বন্ধ

✡️স্ট্রেস কমানো
✡️নিয়মিত ব্যায়াম
✡️এগুলো AMH বাড়াবে না, তবে প্রেগ্নেন্সির সম্ভাবনা বাড়াতে পারে।

⭐ AMH কি গর্ভধারণ নির্ধারণ করে?

না।
✡️এটি কেবল কতগুলো ডিম্বাণু থাকতে পারে তার ধারণা দেয়। গর্ভধারণ প্রধানত নির্ভর করে—

✡️ডিম্বাণুর গুণমান
✡️স্পার্মের গুণমান
✡️ফ্যালোপিয়ান টিউব খোলা কিনা
✡️হরমোন সঠিক আছে কিনা
✡️কম বা বেশি AMH থাকা মানেই গর্ভধারণ হবে বা হবে না—এমন নয়।

 #আলহামদুলিল্লাহ, হরমোন , PCOS নিয়ন্ত্রণে, ওজন নিয়ন্ত্র ডিম্বাণু   বড়ো   হওয়ার  মেডিসিন সেবন, এবং ফোটার  ইনজেকশন  + সুষ্...
06/12/2025

#আলহামদুলিল্লাহ,
হরমোন , PCOS নিয়ন্ত্রণে, ওজন নিয়ন্ত্র ডিম্বাণু বড়ো হওয়ার মেডিসিন সেবন, এবং ফোটার ইনজেকশন + সুষ্ঠু জীবনযাপনের বিভিন্ন পরামর্শ।
৬ বছর পর সফলতা পেলেন।

 #আলহামদুলিল্লাহ,  ল্যাপারোস্কপির  মাধ্যমে দুটি বন্ধ টিউব খোলার পর সফলতা। ৪ বছরের বন্ধ্যাত্বের  অবসান   #
05/12/2025

#আলহামদুলিল্লাহ, ল্যাপারোস্কপির মাধ্যমে দুটি বন্ধ টিউব খোলার পর সফলতা।
৪ বছরের বন্ধ্যাত্বের অবসান #

 ি_গর্ভপাতের_পর_দম্পতি_পেলন_সুস্থ্য_নবজাতক 06 টি গর্ভপাতের মধ্যে 02 টি   Blighted O**m  এবং 04 টি spontanrous  গর্ভপাতের...
05/12/2025

ি_গর্ভপাতের_পর_দম্পতি_পেলন_সুস্থ্য_নবজাতক

06 টি গর্ভপাতের মধ্যে 02 টি Blighted O**m এবং 04 টি spontanrous গর্ভপাতের পর নবজাতকের মা কনসিভ এর 03 মাস আগে থেকেই ট্যাবলেট ফলিক এসিড + ট্যাবলেট জিঙ্ক সেবন সম্পন্ন হলেই গর্ভাশয় উদ্দীপ্তকরণের মেডিসিন প্রয়োগের 02 মাসের মধ্যে কনসিভ করেন ~ নিয়মিত গর্ভকালীন যত্ন - হঠাৎ গর্ভফুলের আংশিক জরায়ুর দেয়াল থেকে আলগা ~ পুরো বিশ্রাম + hydration balance + সুষম ও পুষ্টিকর খাদ্য গ্রহণ ~ গর্ভস্থ্য শিশুর Biophysical Profile ~ SCORE ~02 কম পেলে জরুরি সিজার, সুস্থ্য নবজাতক I
দম্পতির মনের আশা পূরণের সাথে সাথে আমারও আশা আল্লাহ পূরণ করেছেন I আমিন I #

 #অব্যাখায়িত_বন্ধ্যত্ব_বা_unexplained_Infertility  মিসেস নুসরাত  তাবাসসুম বয়স ২৯ বছর বিবাহের বয়স ১১বছর।  ৮ মাস ধরে  একটা...
05/12/2025

#অব্যাখায়িত_বন্ধ্যত্ব_বা_unexplained_Infertility

মিসেস নুসরাত তাবাসসুম বয়স ২৯ বছর বিবাহের বয়স ১১বছর। ৮ মাস ধরে একটানা মেডিসিন খেয়ে গর্ভবতী হলেন #

বন্ধ্যাত্বের কারন পরীক্ষায় - নিরীক্ষায় ধরা না পড়লে চিকিৎসা বিজ্ঞানে বলে unexplained infertility / অব্যাখায়িত বন্ধ্যত্ব
মিসেস নুসরাত তাবাসসুম এ ধরনের বন্ধ্যত্ব নিয়া স্বামীর সংসারে অবহেলিত ছিলো । আল্লাহর অশেষ রহমতে তিনি ঔষধ সেবনেই গর্ভধারণ করলেন । আলহামদুলি্লাহ ।

উচ্চ  রক্তচাপ  ও  ডায়াবেটিস .হাইপো থাইরোয়েড   রোগীর  ৯ বছর  বন্ধ্যাত্বের  পর  চিকিৎসায়  সুস্থ্য  সন্তান প্রসব : ভদ্র মহি...
04/12/2025

উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস .হাইপো থাইরোয়েড রোগীর ৯ বছর বন্ধ্যাত্বের পর চিকিৎসায় সুস্থ্য সন্তান প্রসব :

ভদ্র মহিলার বয়স ৩৬ বছর .বিবাহের বয়স ৯ বছর .বেশি বয়সে বিয়ে হওয়ায় তিনি ৯ বছর ধরেই একটি সন্তান নেওয়ার চেস্টা চালিয়ে যাচ্ছিলেন ।
৯ বছর ধরে ১ টি সুস্থ্য বাচ্চার জন্য বিভিন্ন ভাবে চিকিৎসা করেছেন কিন্তু বিশেষজ্ঞ ডাক্তারের দেওয়া ব্যয়বহুল পরীক্ষা তিনি করতে না পেরে এবং সন্তান ধারনে ব্যর্থ হয়ে তিনি মনোবল হারিয়ে ফেলেছিলেন ।

আমাকে দেখানোর পর তাঁর পরিচিতা এক মেয়ে গর্ভধারণ করার খবর পেয়ে আমার কাছে ছুটে আসেন চিকিৎসা নিতে ।
ল্যাব এইড এ. তাঁর ও তাঁর স্বামীর বেসিক কিছু পরীক্ষা করিয়ে চিকিৎসা দিতে শুরু করলাম ।

ডায়াবেটোলোজিস্ট সকালে ১৪ এবং রাতে ২০ ইউনিট ইনসুলিন নিতে বলেন । আমি তাঁকে সব মেডিসিন নিয়মমাফিক গ্রহন করতে বললাম ।

তিনি আমার ঠিকমতো চিকিৎসা নেন এবং গর্ভধারন করেন । চেক -আপও আমার কাছে করান ।

বাচ্চার নড়াচড়া কমে ও বাচ্চার থলের পানি কমে যাওয়াই আমি সিজার করি

আল্লাহর অশেষ কৃপায় তিনি সুস্থ্য সন্তান বুকে পেয়ে মাতৃত্বের সাধ মিটালেন ।
এখন মা - বাচ্চা দুজনেই সুস্থ্য । তিনি সবার কাছে দোয়া প্রাথী । আমিন ।

04/12/2025

#আগের সিজারের কাটা স্থানে ব্যথা হলে কঠোর নজরদারীতে তাৎক্ষণিক সিজার করতে হয় নইলে জরায়ু ফেটে গিয়া মা ও বেবির অবস্থা মরণাপন্ন হওয়ার আশংকা অনেক অনেক বেশি I #

নবজাতকটির মায়ের আগের 02 টি সিজার হয়েছিল , scar tenderness শুরু হইলে 03 no সিজার দ্রুত করেছি I মা ও বেবি আল্লাহর রহমতে সুস্থ্য I

Address

Lab Aid Diagnostic Limited
Narayanganj

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Nurjahan Begum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category

Dr. Nurjahan Begum

I am doctor Nurjahan Begum, associate professor at BSSMU (Dept of Obs & gynaecology).

I give priority to the treatment first over the money. I use to give treatment to those people who are not able to afford their treatments cost. I also serve to infertile couple through modern technology. I also look after to those patients who stays remort area.

All of you are welcome if you have any complications regarding the issues of obs & gynae, sub-fertility, gynaecologic oncology and any other medical problems.