Bangladesh Homeopathic Medical

  • Home
  • Bangladesh Homeopathic Medical

Bangladesh Homeopathic Medical বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল অনলাইন এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা গোপন রোগসহ যাবতীয় রোগের শতভাগ নিশ্চয়তার সহিত চিকিৎসা দেওয়া হয়।

হোমিও চিকিৎসায় পিত্ত ও কিডনি পাথরকে গলিয়ে (প্র,+স্রা,+ব) (পায়,+খানার) সাথে বের করে দেওয়া হয়। তাই কোন অপারেশনের প্রয়োজন ন...
05/06/2023

হোমিও চিকিৎসায় পিত্ত ও কিডনি পাথরকে গলিয়ে (প্র,+স্রা,+ব) (পায়,+খানার) সাথে বের করে দেওয়া হয়। তাই কোন অপারেশনের প্রয়োজন নেই এবং অপারেশনের ব্যয়বহুল খরচও লাগবেনা। বিস্তারিত 01770034567 ইমু, হোয়াটসআপ চালু আছে।

ছেলেদের (অন্ড,+কোষ) ভেরিকোসিল শিরা,একশিরা রোগের চিকিৎসা করা হয় অপারেশন বিহীন । বিস্তারিত জানতে কল :01770034567 ইমু হোয়াট...
03/06/2023

ছেলেদের (অন্ড,+কোষ) ভেরিকোসিল শিরা,একশিরা রোগের চিকিৎসা করা হয় অপারেশন বিহীন । বিস্তারিত জানতে কল :01770034567 ইমু হোয়াটসআপ চালু আছে

অপারেশন ছাড়া চিকিৎসা দেওয়া হয়।
03/06/2023

অপারেশন ছাড়া চিকিৎসা দেওয়া হয়।

14/09/2021

পুরু,+ষত্ব,+হীনতা __

(যো_,ন সমস্যার সহজ সমাধান)

পুরু,+ষত্ব,+হীনতা যা পুরু,+ষের শারী,+রিক অক্ষ,+মতা বা দুর্ব,+লতাকে বুঝায়। যা সমাজে প্রকট আকার ধারন করেছে। এতে উঠিতি বয়সের যুবকরা হতাশ। এ সমস্যা যে কোন বয়সেই হতে পারে, সে ক্ষেত্রে লজ্জা, অবহেলা, আর আজ-কাল না করে জটিল হওয়ার পূর্বেই দ্রুত চিকিৎসা নেয়া আবশ্যক।
——পুরু,+ষত্ব,+হীনতা কি?
ইহা পুরুষের যো_,ন কার্যে অক্ষ,+মতাকে বুঝায়।
শ্রেণীবিভাগঃ পুরু,+ষত্ব,+হীনতাকে তিন ভাগে ভাগ করা যায়। ১| ইরেকশন ফেইলিউরঃ পুরুষের লি_,ঙ্গের উথ্বানে ব্যার্থতা। ২| পোনিট্রেশন ফেলিউরঃ লি_,ঙ্গের যো_,নিদ্বার ছেদনে ব্যার্থতা বা অক্ষমতা। ৩| প্রি-ম্যাচুর ইজাকুলেশনঃ সহবাসে দ্রুত বী_,র্যপাত তথা স্বায়ীত্বের অভাব। — কারণঃ অতিরিক্ত কু-অভ্যাস, হস্ত মৈ_,থুন, প_,র্ণছবি, যো_,নবাহিত রোগ, সিফিলিস, গনোরিয়া রক্তে সে_,ক্স হরমোনের ভারসাম্যহীনতা, ডায়াবেটিস, দুশ্চিন্তা,টেনশন, অভসাদ, ও অ-পুষ্টি, যো_,নরোগ বা এইডস ভীতি, সে_,ক্স এডুকেশের অভাব, বয়সের পার্থক্য, পার্টনারকে অপছন্দ দেহ-সৌষ্ঠব, ত্বক, মূখশ্রী,আচরন, ব্যক্তিত্ব, নারীর ত্রুটিপূর্ণ যো_,নাসন, * মানসিক ও শারীরিক সম্যসা। অনেকই হাতুড়ে ডাক্তার, ক্যান্ভাচারের নিকট থেকে হরমোন ইন্জেকশন, টেবলেট অনুমোদনহীন ক্ষতিকর ঔষধ সেবন করে, এর পার্শ্ব-প্রতিক্রিয়ায় পুরুষত্বহীনর আশঙ্খা অনেক বেশী যা থেকে আরোগ্য কঠিন। যো_,ন সমস্যার মধ্যে আরো রয়েছে স্বপ্ন দোষ সমস্যা, লি_,ঙ্গ অকেজো,ক্ষুদ্রাকৃতি, লি_,ঙ্গের অসারতা, ইচ্ছা লোপ, বিবাহ ভীতি, এসব সমস্যায় ❝হোমিওপ্যাথি❞বেশ কার্যকরভাবে কাজ করে। এর কোনো বিরূপ পার্শ্ব প্রতিক্রিয়াও নেই। লজ্জা ও জড়তা ঝেড়ে ফেলে খোলা মনে ডাঃ এর সাথে আলাপ করুন। এ সমস্যা খুবই সাধারণ এবং এর সফল চিকিৎসাও রয়েছে।

হোমিওপ্যাথি চিকিৎসা+ Counselling
হোমিও ঔষধ পাশাপাশি কাউনসিলিং এর সাহায্যে, পুরুষত্বহীনতা বা যো_,নরোগের সহজ এবং স্বল্প খরচে কোন রকম পার্শ্ব প্রতিক্রিয়াহীন পাকৃতিক ভাবে শতভাগ আরোগ্য করে, অন্যদিকে মহিলাদেরও যো_,ন দুরবলতা, যো_,নকর্মে ‍অনীহা ইত্যাদি থাকতে পারে এবং হোমিওপ্যাথিতে তারও চমৎকার চিকিৎসা আছে।

Lycopodium clavatum:
লাইকোপোডিয়াম ধ্বজভঙ্গের একটি উৎকৃষ্ট ঔষধ। মাত্রাতিরিক্ত ধূমপানের কারণে ধ্বজভঙ্গ হলে এটি খেতে পারেন। লাইকোপোডিয়ামের প্রধান প্রধান লক্ষণ হলো এদের পেটে প্রচুর গ্যাস হয়, এদের ব্রেন খুব ভালো কিন্তু স্বাস্থ্য খুব খারাপ, এদের প্রস্রাব অথবা পাকস্থলী সংক্রান্ত কোন না কোন সমস্যা থাকবেই, অকাল বার্ধক্য, সকাল বেলা দুর্বলতা ইত্যাদি।

Selenium:
যো_,ন শক্তির দুর্বলতা, দ্রুত বী_,র্য নির্গত হওয়া, স্বপ্ন_দোষ, মাথার চুল পড়ে যাওয়া ইত্যাদি সমস্যায় সেলিনিয়াম একটি প্রথম শ্রেণীর ঔষধ। বিশেষত যাদের কোষ্টকাঠিন্যের সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এটি ভালো কাজ করে।

Agnus Castus:
রণত গনোরিয়া রোগের পরে যো_,ন দুর্বলতা দেখা দিলে এটি ভালো কাজ করে। পুরু_ষাঙ্গ ছোট এবং নরম হয়ে যায়, পায়খানা এবং প্রস্রাবের আগে-পরে আঠালো পদার্থ নির্গত হয়, ঘনঘন স্বপ্ন_দোষ হয়।

Caladium seguinum:
যারা যো_,ন মিলনে কোন আনন্দ পান না বা যো_,ন মিলনের পর বী_,র্য নির্গত হয় না বা যাদের বী_,র্য তাড়াতাড়ি নির্গত হয়ে যায় বা যারা মাত্রাতিরিক্ত হস্ত মৈ_,থুন করে দুবর্ল হয়ে পড়েছেন, তাদের জন্য কার্যকরী।

Origanum marjorana:
ওরিগ্যানাম ঔষধটি পুরুষ এবং নারীদের যো_,ন উত্তেজনা বৃদ্ধিতে একটি শ্রেষ্ট ঔষধ। তবে এটি নিম্নশক্তিতে খাওয়া উচিত কেননা উচ্চশক্তিতে কোন ফল পাওয়া যায় না।

Moschus Moschiferus:
ডায়াবেটিস রোগীদের ধ্বজভঙ্গে এটি ভালো কাজ করে। এটি ক্ষুদ্রাকৃতি হয়ে যাওয়া পুরুষা_ঙ্গকে পূর্বের আকৃতিতে ফিরিয়ে নিয়ে যেতে পারে।

Staphisagria:
পুরুষদের যো_,ন দুর্বলতা দূর করার ক্ষেত্রে স্টেফিসেগ্রিয়া একটি শ্রেষ্ট ঔষধ। বিশেষত অতিরিক্ত যো_,ন কর্ম করার কারণে বা মাত্রাতিরিক্ত হস্ত_মৈ_,থুনের ফলে যাদের ধ্বজভঙ্গ হয়ে গেছে, তাদের ক্ষেত্রে বেশী প্রযোজ্য। বিয়ের প্রথম কিছুদিনে মেয়েদের প্রস্রাব সম্পর্কিত অথবা যো_,নাঙ্গ সম্পর্কিত কোন সমস্যা হলে নিশ্চিন্তে স্টেফিসেগ্রিয়া নামক ঔষধটি খেতে পারেন। কারণ স্টেফিসেগ্রিয়া একই সাথে যো_,নাঙ্গ সম্পর্কিত রোগে এবং আঘাতজনিত রোগে সমান কাযর্কর।

Salix nigra:
মাত্রাতিরিক্ত যো_,নকর্ম, হস্ত মৈ_,থুন, স্বপ্ন_দোষ প্রভৃতি কারণে সৃষ্ট পুরুষদের যো_,নকর্মে দুর্বলতা বা অক্ষমতার একটি শ্রেষ্ট ঔষধ হলো স্যালিক্স নাইগ্রা। এসব কারণে যাদের ওজন কমে গেছে, এই ঔষধ একই সাথে তাদের ওজনও বাড়িয়ে দিয়ে থাকে যথেষ্ট পরিমাণে। পাশাপাশি অবিবাহিত যুবক-যুবতী বা যাদের স্বামী-স্ত্রী বিদেশে আছেন অথবা মারা গেছেন, এই ঔষধ তাদের মাত্রাতিরিক্ত উত্তেজনা কমিয়ে দিয়ে স্বাভাবিক জীবনযাপনে সাহায্য করে।

Sabal serrulata:
সেবাল সেরুলেটা পুরুষদের যো_,নশক্তি বৃদ্ধি করে এবং পাশাপাশি হজমশক্তি, ঘুম, শারীরিক শক্তি, ওজন (কম থাকলে) ইত্যাদিও বৃদ্ধি পায়। এটি মেয়েদেরও যো_,ন উত্তেজনা বৃদ্ধি করে থাকে এবং ক্ষুদ্রাকৃতির স্তনবিশিষ্ট মেয়েদের স্তনের আকৃতি বৃদ্ধি করে থাকে। বয়_,ষ্ক পুরুষদের প্রোস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধিজনিত যে-কোন সমস্যা এবং ব্রঙ্কাইটিস নির্মূল করতে পারে।

Conium:
স্ত্রী সহবাসের ইচ্ছা অধিক কিন্তু অক্ষম। সহবাস কালে সোহাগ আলিঙ্গনের সময় লি_,ঙ্গ শিথিল হইয়া পড়ে।

Calcarea Carb:
ক্যালকেরিয়া কার্ব যো_,নশক্তি বৃদ্ধির ক্ষেত্রে একটি উৎকৃষ্ট ঔষধ। বিশেষত মোটা, থলথলে স্বাস্থ্যের অধিকারী লোকদের বেলায় এটি ভালো কাজ করে।

Natrum carbonicum:
যে-সব নারীদের পুরুষরা আলিঙ্গন করলেই বী_,যর্পাত হয়ে যায় (সহবাস ছাড়াই) অর্থাৎ অল্পতেই তাদের তৃপ্তি ঘটে যায় এবং পরে আর সঙ্গমে আগ্রহ থাকে না, তাদের জন্য উৎকৃষ্ট ঔষধ হলো নেট্রাম কার্ব। এই কারণে যদি তাদের সন্তানাদি না হয় (অর্থাৎ বন্ধ্যাত্ব দেখা দেয়), তবে নেট্রাম কার্বে সেই বন্ধ্যাত্বও সেরে যাবে।

Nux Vomica:
নাক্স ভমিকা ঔষধটি যো_,ন শক্তি বৃদ্ধিতে একটি শ্রেষ্ট ঔষধ বিশেষত যারা শীতকাতর, যাদের পেটের সমস্যা বেশী হয়, সারাক্ষণ শুয়ে-বসে থাকে, শারীরিক পরিশ্রম কম করে, মানসিক পরিশ্রম বেশী করে ইত্যাদি ইত্যাদি।

Titanium:
সঙ্গমে অতি শীঘ্রই বী_,র্যপাত ও বী_,র্যপাতলা
রতিশক্তির দর্ববলতায় উত্তম।

★ ডাক্তারের পরার্মশ ছাড়া ঔষধ খাবেন না।
ডাক্তারের পরার্মশ ছাড়া ঔষধ খেয়ে বিপদ ঢেকে আনবেন না । ডাক্তারের পরার্মশ নিন। সুস্হ্য হউন।

প্রয়োজনে যোগাযোগ✓✓ 01770034567

ডাবল এক্স এল ক্রিম (পে,~’নিস) বড় করার ক্রিমযেই সকল প°’রুষের (পে,~’নিস) তুলনামুলক ভাবে অনেক ছোট, তাদের জন্য সবছেয়ে কার্যক...
25/05/2020

ডাবল এক্স এল ক্রিম
(পে,~’নিস) বড় করার ক্রিম
যেই সকল প°’রুষের (পে,~’নিস) তুলনামুলক ভাবে অনেক ছোট, তাদের জন্য সবছেয়ে কার্যকরি ক্রিম হচ্ছে ডাবল এক্স এল ক্রিম। যাদের (পে,~’নিস) ছোট হয়ে যাওয়ার কারনে বি’য়ে করতে ভয় পাচ্ছেন, তদের ভয় এর কিছু নেই । কারন ডাবল এক্স এল ক্রিম দুই থেকে তিন মাস নিয়মিত ব্যাবহারে আপনার (পে,~’নিস) হবে ৫ থেকে ৬ ইঞ্চি লম্বা। → ডাবল এক্স এল ক্রিম এর সুবিধাঃ
১/ (পে,~’নিস) সাইজ বড় করবে।
২/ (সে,~’_ক্স) টাইম বাড়াবে।
৩/ (যো,~’_ন) জীবন সুস্থ রাখে।
→ ব্যবহারের নিয়মঃ
১/গোসল করার পর পুরো (পে,~’নিস) এ মালিস করতে হবে। ২/ পে~’নিসের গোড়া থেকে আগা পর্যন্ত ভাল ভাবে ৪ থেকে ৫ মিনিট মালিস করতে হবে।
অর্ডার করতে আপনার ফোন নাম্বার ইনবক্সে দিন অথবা ফোন করুন ☎ 01970034567
(**অর্ডার করার ২৪ ঘন্টার মধ্যে পন্য পৌঁছে যাবে আপনার কাছে**)
------------------------------------------------------------
♦ ঘরে বসে অর্ডার দিন ঘরেই পণ্য বুঝে নিন।
♦ ঢাকার মধ্যেঃ ৫০ টাকা (Home or Office Delivery, Cash on Delivery)
♦ ঢাকার বাহিরেঃ ১০০ টাকা (কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে ডেলিভারি দেয়া হয়)
♦ ফেইসবুকে সরাসরি অর্ডার করতে মেসেজ দিন ☛

সিফিলিস  শুধু পুরুষেরই হয় তা কিন্তু নয় একজন সিফিলিস  আক্রান্ত রোগী যদি তার সঙ্গীনির সাথে  (যো,ন) সঙ্গম অর্থাৎ শারীরিক মি...
17/03/2020

সিফিলিস শুধু পুরুষেরই হয় তা কিন্তু নয় একজন সিফিলিস আক্রান্ত রোগী যদি তার সঙ্গীনির সাথে (যো,ন) সঙ্গম অর্থাৎ শারীরিক মিলন করে তাহলে সে নারীরও হবে।

বর্তমান বিশ্বে হোমিওপ্যাথি চিকিৎসা( homeopathy treatment) খুবই জনপ্রিয় হয়ে উঠেছে কারন হোমিওপ্যাথিক ঔষধ অন্যান্য ওষধের তু...
17/03/2020

বর্তমান বিশ্বে হোমিওপ্যাথি চিকিৎসা( homeopathy treatment) খুবই জনপ্রিয় হয়ে উঠেছে কারন হোমিওপ্যাথিক ঔষধ অন্যান্য ওষধের তুলনায় পার্শ্বপ্রতিক্রিয়া কম বা নাই বললেও চলে।
ভারত ও বাংলাদেশে বহুকাল থেকেই হোমিওপ্যাথি চিকিৎসা চলছে। মার্কিন যুক্তরাষ্ট্রে উদ্ভিজ্জ বা সাধারণ রাসায়নিক পদার্থ থেকে কনসেনট্রেট হিসেবে এই হোমিওপ্যাথি ওষুধ প্রথম তৈরি করা হয় এবং চিকিৎসকরা গাইড বুকের নির্দেশ অনুযায়ী সেগুলি প্রয়োজন মতো লঘুকৃত করেন। বাংলা ভাষায় হোমিওপ্যাথি চিকিৎসার( homeopathy free books in Bengali) প্রচুর বইপত্র আছে এবং এগুলির ভিত্তিতে দেশে এই চিকিৎসা চলছে। এখন বাংলাদেশ ও ভারতের বিভিন্ন যায়গায় আনুষ্ঠানিক শিক্ষাদানের জন্য কয়েকটি হোমিওপ্যাথি কলেজ প্রতিষ্ঠিত হয়েছে ।
আগের যুগে মানুষের মাঝে বিভিন্ন হারবাল চিকিৎসার প্রচলন ছিল। তারপর আসলো এ্লোপ্যাথি চিকিৎসা। কিন্তু বর্তমানে হোমিওপ্যাথি চিকিৎসার জনপ্রিয়তা বেশি। হোমিওপ্যাথি চিকিৎসার পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে।বর্তমানে চিকিৎসা শাস্ত্রের অন্যতম একটি ক্ষেত্র হোমিও চিকিৎসা।
জার্মান চিকিৎসক স্যামুয়েল হ্যানিমেন উদ্ভাবিত (১৭৯৬) এক চিকিৎসা পদ্ধতি। এই চিকিৎসা পদ্ধতির অন্তর্নিহিত মূলনীতি হচ্ছে- কোনো একজন সুস্থ্ ব্যক্তির উপর যে ওষুধ প্রয়োগ করলে তার মধ্যে অসুখের লক্ষণ দেখা দেয়, ওই একই ওষুধ সেই অসুখে আক্রান্ত ব্যক্তির উপরে প্রয়োগ করলে তা অসুস্থ্ ব্যক্তির জন্য অসুখের লক্ষণ নিরাময়ের কাজ করে। হ্যানিম্যানের প্রস্তাবিত এই তত্ত্বের উপর ভিত্তি করেই গড়ে উঠেছে হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থা। কিন্তু বৈজ্ঞানিক পর্যালোচনায় দেখা গিয়েছে যে হোমিওপ্যাথিক ওষুধ প্রয়োগের ফলে কোনপ্রকার শারীরিক পরিবর্তন হয় না, যদিও কিছু ক্ষেত্রে হোমিওপ্যাথিক ওষুধ গ্রহনের কারণে হয়ত রোগী মানসিক প্রশান্তি লাভ করে থাকতে পারেন। এইজন্য হোমিওপ্যাথিক ওষুধকে "প্লেসবো" হিসেবে গণ্য করা হয় এবং হোমিওপ্যাথিক চিকিত্সা পদ্ধতিকে বিজ্ঞানীরা ছদ্মবিজ্ঞান হিসেবে অভিহিত করে থাকেন।
-উইকিপিডিইয়া
বর্তমানে হোমিওপ্যাথি চিকিৎসার মান ও হোমিওপ্যাথিক ঔষধের ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ্লোপ্যাথি চিকিৎসার তুলনায় হোমিওপ্যাথি চিকিৎসায় মানুষের জ্ঞান কম কারন মানুষের জানার সুযোগ কম।

ওষুধেই আয়ু বাড়বে ১৫০ বছর! মানুষ দীর্ঘ দিন বাঁচতে চায়। মৃত্যুকে ঠেকানো সম্ভব না হলেও বেঁচে থাকার বাসনা কারও কম নয়। এক বিজ...
16/03/2020

ওষুধেই আয়ু বাড়বে ১৫০ বছর!
মানুষ দীর্ঘ দিন বাঁচতে চায়। মৃত্যুকে ঠেকানো সম্ভব না হলেও বেঁচে থাকার বাসনা কারও কম নয়। এক বিজ্ঞানী বিষয়টি নিয়ে নানা গবেষণা করে যাচ্ছেন।
হার্ভার্ড মেডিক্যাল স্কুলের সম্প্রতি এমন এক গবেষণা করছে যা সফল হলে, তাহলে সেই স্বপ্ন খুব শিগগিরই বাস্তবে রূপ নিতে পারে। গবেষকরা দাবি করছেন, এই বার্ধক্য প্রতিরোধী গবেষণা সফল হলে মানুষ দেড়শো বছর পর্যন্ত বাঁচতে পারে। শরীরের বুড়িয়ে যাওয়া অ-ঙ্গ-প্রত্যঙ্গের সেল বা কো-ষ ব্যবহার করে একেবারে নতুন অঙ্গ-প্রত্যঙ্গও তৈরি করা যাবে।
বলা হয়েছিল ২০২০ সালের মধ্যেই হয়তো এই চিকিৎসা মানুষের ওপর প্রয়োগ করা যাবে।

রোজ এক কোয়া রসুন খেলে ৭ উপকার।সুস্থ থাকতে রোজ খান এক কোয়া কাঁচা রসুন। সকালে খালি পেটে খেতে হবে এমন নয়৷ বিকেল–দুপুর বা রা...
09/03/2020

রোজ এক কোয়া রসুন খেলে ৭ উপকার।
সুস্থ থাকতে রোজ খান এক কোয়া কাঁচা রসুন। সকালে খালি পেটে খেতে হবে এমন নয়৷ বিকেল–দুপুর বা রাতে খেতে পারেন৷ তবে খেতে হবে কাঁচা৷ সাধারণ রসুনেরই একটা কোয়া খেতে পারেন৷ তবে হাই প্রেশার বা কোলেস্টেরল থাকলে খান ৩–৪টি করে৷ এক্ষেত্রে প্রেশার বা কোলেস্টেরলের ওষুধ বন্ধ করবেন না৷ সঠিক খাবার, ব্যায়াম ও চেকআপ চালিয়ে যাবেন৷ খ্রিস্টপূর্ব ১৫০০ শতকে চিন ও ভারতে রক্ত পাতলা রাখার জন্য এর প্রচলন ছিল৷ আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক হিপোক্রেটিস একে ব্যবহার করেছিলেন সারভাইকাল ক্যান্সারের চিকিৎসায়৷ লুই পাস্তুর এর অ্যান্টিফাংগাল ও অ্যান্টিব্যাক্টেরিয়াল গুণের খবর জানান৷ সময়ের সঙ্গে আরও উপকারের কথা জানা গেছে৷ আর আধুনিক বিজ্ঞানীরা জানালেন, হৃদরোগ প্রতিরোধে এর ভূমিকার কথা৷ ইউনিভার্সিটি অব কানেক্টিকাট স্কুল অব মেডিসিন–এর কার্ডিওভাসকুলার রিসার্চ টিমের মতে, কাঁচা রসুন খেলে হার্ট অনেক বেশি সুস্থ থাকে৷ চলুন জেনে নেওয়া যাক কাঁচা রসুন খেলে আরও কী কী উপকার মিলবে-
১. রক্তচাপ কমায়৷ চার কোয়া করে খেলে সে রক্তচাপ কমানোর ওষুধের সঙ্গেও পাল্লা দিতে পারে কিছু ক্ষেত্রে৷ ২. টোটাল এবং এলডিএল কোলেস্টেরল প্রায় ১০–১৫ শতাংশ কমে যায়৷ তবে উপকারি কোলেস্টেরল বা এইচডিএল বাড়াতে ও ট্রাইগ্লিসারাইড কমাতে এর কোনও ভূমিকা নেই৷
৩. বিপাকীয় ক্রিয়া ও পরিবেশ দূষণের ফলে যে ফ্রি র‌্যাডিক্যালস তৈরি হয় তা হার্ট তথা সমস্ত শরীরের জন্য ক্ষতিকর৷ রসুনের অ্যান্টিঅক্সিডেন্ট সেই ক্ষতি খুব ভাল ভাবে ঠেকাতে পারে৷
৪. যে সমস্ত হৃদরোগী নিয়মিত রসুন খান, তারা অনেক বেশি অ্যাকটিভ থাকেন৷
৫. অ্যান্টিঅক্সিডেন্টের দৌলতে কমে অ্যালঝাইমার ও ডিমেনসিয়ার প্রকোপ৷ সংক্রমণজনিত অসুখবিসুখ কম হয়, বাড়ে আয়ু৷
৬. ইস্ট্রোজেন লেভেল বেড়ে হাড়ের স্বাস্থ্য ভাল হয় মেয়েদের৷ তবে এ নিয়ে শেষ কথা বলার সময় এখনও আসেনি৷
৭. লেড টক্সিসিটি কমাতে কাজে লাগে৷
জার্নাল অফ এগ্রিকালচারাল অ্যান্ড ফুড কেমিস্ট্রিতে প্রকাশিত প্রবন্ধে কাঁচা ও শুকনো রসুনের প্রভাব বিচার করেছেন বিজ্ঞানীরা৷ ল্যবরেটরিতে বড় হওয়া দু’দল ইঁদুরের মধ্যে এক দলকে বেশ কিছু দিন ধরে খাওয়ানো হয় টাটকা কাঁচা রসুন, আর এক দলকে শুকনো রসুন৷ এর পর তাদের মধ্যে হালকা হার্ট অ্যাটাক সৃষ্টি করিয়ে বিজ্ঞানীরা দেখেন, কোন গ্রুপের ইঁদুর কী ভাবে সামলাচ্ছে এর ধাক্কা৷ দেখা যায়, হার্ট অ্যাটাকের ফলে অক্সিজেনের অভাবে হার্টের পেশির যে ক্ষতি হয়েছে, দু’দল ইঁদুরই তা সামলেছে প্রায় একই রকম দক্ষতায়৷ তবে যারা কাঁচা রসুন খেয়েছিল, এই বিপর্যয়ের পরেও তাদের হার্টের মূল ধমণী দিয়ে রক্ত সঞ্চালন বেশি ভাল ভাবে হয়েছে ও হার্টের মধ্যে এমন কিছু পরিবর্তন হয়েছে যাতে চট করে রোগের ধকল সামলে উঠেছে তারা৷ এ ব্যাপারে মানুষের ওপর পরীক্ষা এখনও না হলেও মোটামুটি নিশ্চিত করে বলা যায়, কাঁচা রসুনের যত উপকার, প্রক্রিয়াকরণের পরে আর তত থাকে না৷

Homeopathic treatment is better than all treatments
08/03/2020

Homeopathic treatment is better than all treatments

Address

রায়পুরা, নরসিংদী, বাংলাদেশ

1630

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Homeopathic Medical posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Bangladesh Homeopathic Medical:

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram