30/11/2025
যদি বুকে ব্যথা বা চাপ/ ভারী অনুভব হয় যেটা আপনার কাছে স্বাভাবিক মনে হচ্ছে না তাহলে যা করবেন না: -
* প্যানিক বা বিচলিত হবেন না
* দ্রুত হাঁটবেন না বা পরিশ্রম করবেন না
* গ্যাস্ট্রিকের ব্যথা মনে করে সময় নষ্ট করবেন না।
যা করবেন:
* যথা সম্ভব কম হেঁটে বা পরিশ্রম করে দ্রুত নিকটবর্তী হাসপাতালে যাবেন। সম্ভব হলে হুইল চেয়ার বা এম্বুলেন্স ব্যবহার করুন।
* দ্রুত ইসিজি করতে হবে।
* যদি কোন কারণে বিলম্ব হয় তাহলে ৪ (চার) টি ক্লোপিডিগ্রেল এবং এসপিরিনের সমন্বিত বড়ি ( Aspirin 75mg + Clopidogrel 75mg একসঙ্গে পাওয়া যায়) খেতে পারেন উপকার হবে এই প্রত্যাশায়।
প্রয়োজনে গ্যাস্ট্রিকের জন্য Pantoprazole ৪০ মিলিগ্রাম খেতে পারেন যাদের সমস্যা আছে।
ওষুধ খাবার ব্যপারে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো।
আসুন সচেতন হই। হৃদ রোগের ঝুঁকি কমাই।
ডাঃ মোঃ মেহেদী হাসান
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এমডি (কার্ডিওলজি), বিএসএমএমইউ
সহকারী অধ্যাপক (কার্ডিওলজি )
ক্লিনিকাল এন্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট
আদর্শ জেনারেল হাসপাতাল
পশ্চিম কান্দাপাড়া, সিএন্ডবি রোড, পায়রা চত্বর, নরসিংদী
সোমবার ব্যতীত প্রতিদিন দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭ টা
শুক্রবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা
সিরিয়ালের জন্য বা যেকোন তথ্যের জন্য -০১৬৭২-৩০৫৩৯৬
জরুরি প্রয়োজনে- ০১৭১৮২৭১৫৮০ ( Whatsapp )