25/01/2025
পা থেকে একটা ফিবুলা (পায়ের একটি হাড়) নিয়ে ৬ টা টুকরা করে স্ক্রু লাগিয়ে একটা ম্যান্ডিবল (মুখের নিচের চোয়াল) বানিয়ে দিয়েছেন একজন OMS সার্জন।
হ্যা...এটা একজন ডেন্টাল সার্জনের হাতে করা সার্জারি। এখন আপনি ভাবতে পারেন,,হয়তো পৃথিবীর অনেক উন্নত কোনো দেশে যেখানে চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত সেখানে এই সার্জারি করা হয়েছে।
কিন্তু না,,,,মুখের চোয়াল হারিয়ে ফেলা এই মানুষটিকে এভাবে তার চোয়াল ফিরিয়ে দেয়ার সার্জারি হয়েছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে, যার নেতৃত্ব দিয়েছেন ডেন্টাল ইউনিটের প্রিয় শিক্ষক Dr.Nitish Krishna Das স্যার এবং তার টিম।❤️
This called Aura.
©