Dhaka Homoeopathic Hall

Dhaka Homoeopathic Hall হোমিও ওষুধের দ্বারা ডায়াবেটিস সহ সকল ?

এখানে ডায়াবেটিস, ব্লাড প্রেশার, জ্বর, কাশি, গ্যাস্টিক, মৃগী, কামোত্তেজনা জনিত পীড়া, জরায়ু পীড়া, জল বসন্ত, দন্তপাটি পীড়া, ব্রন, অরুচি, দুস্টক্ষুধা, ধুমপান/নেশা, যৌন ও গোপনীয়সহ সকল জটিল, কঠিন, নতুন-পুরাতন রোগের চিকিৎসা করা হয়।

09/04/2025

আমার নতুন ফলোয়ারদের স্বাগত জানাই! আপনাদের ফলোয়ার হিসাবে পেয়ে আমি খুবই খুশি! Dr-Abu Razin Razib, Patitpabon Hazra, Jinia Sajjad, Raja Sk Sk, Sathi Sk, Jannat Fatema, DrMihir Roy, ইনায়েত হুসাইন, Ikball Hosen, Fk Mahdi Rejaul, Josimnipa Josimnipa, DrGolam Mostofa, Suzit Kumar, Kawsaria Lucky, Md Tahamid, তাফসিরুল কোরআন মাদ্রাসা ঢাকা, Habibi Llah, Omol Roton, একলা জীবন, হোমিও সেবা কেন্দ্র, Kamrul Islam

▪️▫️▪️▫️▪️▫️▪️▫️▪️
27/10/2021

▪️▫️▪️▫️▪️▫️▪️▫️▪️

👥 বৃষ্টি সময় 👥বলতে বলতে স্বরভঙ্গঅনেক সময় আবার দেখা যায়,  যাঁদের কাজের প্রয়োজনে অতিরিক্ত কথা বলতে হয়, বিশেষ করে শিক্ষক শ...
08/07/2021

👥 বৃষ্টি সময় 👥

বলতে বলতে স্বরভঙ্গ

অনেক সময় আবার দেখা যায়, যাঁদের কাজের প্রয়োজনে অতিরিক্ত কথা বলতে হয়, বিশেষ করে শিক্ষক শিক্ষিকা, রাজনৈতিক নেতা, সংগীত শিল্পী, এঁদের কথা বলতে বলতে হঠাৎ গলার স্বর আটকে যায় বা স্বর ভেঙে যায়। সঙ্গে সঙ্গে খেয়ে নিন Coca অথবা Sel. ম্যাজিকের মতো নিমেষে ঠিক হয়ে যায়। যাঁদের খুব কথা বলতে হয় তাঁদের সঙ্গে সবসময়ই এই ওষুধ রাখা উচিত।

গলায় ঘা

অনেক সময় অ্যালার্জির কারণে গলায় ঘা হতে পারে। বিশেষ করে কোনও নির্দিষ্ট খাবার থেকে গলায় অ্যালার্জি হলে তা দীর্ঘ দিন থাকতে থাকতে গলায় ঘা হয়ে যায়। বিশেষ করে ফুড অ্যালার্জি থেকে এমন সমস্যা হয়। অনেক সময় খুব গরম খাবার, চা, কফি খেলে তা থেকে গলা পুড়ে গিয়ে ঘায়ের আকার নেয়। ফলে খাবার গিলতে, কথা বলতে কষ্ট হয়। খুব ঠান্ডা খাবার খেলেও তা থেকে গলা ফুলে ঘা হতে পারে। এছাড়া ভিটামিনের অভাব ও অতিরিক্ত ধূমপান এমন সমস্যার একটি অন্যতম কারণ। এমন সমস্যায় অব্যর্থ হোমিওপ্যাথি ওষুধ Merc s, Ars alb

01/07/2021
অধ্যাপক ডা. মীরজাদী সেব্রীনা ফ্লোরা লিখেছেন...লকডাউন উঠে যাবে হয়ত কয়েকদিন পরই । কেন উঠবে সেটাও পরিষ্কার । হাজার হাজার মা...
28/06/2021

অধ্যাপক ডা. মীরজাদী সেব্রীনা ফ্লোরা লিখেছেন...
লকডাউন উঠে যাবে হয়ত কয়েকদিন পরই । কেন উঠবে সেটাও পরিষ্কার । হাজার হাজার মানুষ না খেয়ে মরবে। লকডাউন রাখা হয়েছিল ভাইরাসটা যেন ধীরে ছড়ায়, ততদিনে যেন ভ্যাক্সিন আবিষ্কার হয়ে যায় । কিন্তু দুঃখের কথা হলো, পুরো পৃথিবীর ৭০০ কোটির সবার হাতে হাতে এই ভ্যাক্সিন পৌঁছাতে, কম করে হলেও ৩-৪ বছর লাগবে। তাই এমন অনন্তকাল লকডাউন রাখা সম্ভব না, সে যত উন্নত রাষ্ট্রই হোক না কেন । চীন, ইতালিতেও উঠিয়ে নেওয়া হচ্ছে লকডাউন ।
তবে আমরা কি এভাবেই মরব ?
সহজ ভাষায় বলতে গেলে, হ্যাঁ এবং এটা একদমই প্রাকৃতিক ব্যাপার । প্রতিটা যুগে যুগে এমন Evolution হয়েছে । এক যুগে 'ডাইনোসর' ছিল, কিন্তু প্রকৃতিতে টিকে থাকতে পারেনি বলে তারা আজ নেই । অথচ সেই জুরাসিক যুগের 'তেলাপোকা' এখনো টিকে আছে । কারণ সে নিজেকে Evolve করে, নিজেকে চেঞ্জ করে প্রকৃতিতে টিকে থাকতে পেরেছে । ম্যামথও ছিল তখন, হয়ত 'ম্যামথ' তার রূপ চেঞ্জ করেই বর্তমানের হাতি হয়েছে। এগুলাই Evolution.
তো এগুলো বলার মানে কী ? এগুলো জেনে কী করব ?
আমাদেরও প্রকৃতির উপাদানের সাথে Evolve হতে হবে । লড়াই করে টিকে থাকতে হবে । আমাদের নিজেদেরও চেঞ্জ হতে হবে । কিছু নিয়ম মেনে চললেই এই টিকে থাকা সম্ভব ।
১) অভ্যাসঃ-
বাজে অভ্যাসগুলা ত্যাগ করতে হবে । কথায় কথায় মুখে আঙুল দেয়া, কলমের মুখ কামড়ানো, আঙুল জিহ্বায় লাগিয়ে কাগজ উল্টানো, থুতু দিয়ে টাকা গোনা ইত্যাদি যুগ যুগ ধরে চলে আসা বাজে অভ্যাস ত্যাগ করতে হবে । সাথে মাস্ক পড়তে হবে এবং সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে । ২০০৩ এ জাপানে সার্স ভাইরাসের মহামারির পর তাদের মধ্যে এই অভ্যাসগুলো গড়ে উঠেছিল, যা আজ খুব ভাল কাজ করছে ইমিউনিটি বৃদ্ধি করতে । ধূমপান যথাসম্ভব পরিহার করা ।
২) এনভায়রনমেন্টঃ
আমরা খুব ভাগ্যবান যে আমরা এমন পরিবেশে আছি । নয়ত এই ঘনবসতিপূর্ণ দেশ কবেই শেষ হয়ে যেত। আর্দ্রতা এবং তাপমাত্রা খুব ভালো কাজ করছে । আর্দ্রতা বেশি থাকা মানে বাতাসে ধুলাবালি কম উড়বে । শীতে আর্দ্রতা কম থাকে, চারিদিক শুষ্ক থাকে বলে বেশি ধুলা ওড়ে । এজন্য শীতপ্রধান দেশে এই ভাইরাস হানা দিচ্ছে বেশি । তাই ঠান্ডা/এসি এভোয়েড করতে হবে, এসি রুমের আর্দ্রতা কমিয়ে দেয়।
৩) ইমিউনিটিঃ
এটাই মোস্ট ইম্পোর্টেন্ট । এই পুরো পোস্ট লিখার পেছনে এই পয়েন্টটাই দায়ী । হার্ড ইমিউনিটির বিকল্প নাই । আমাদের ইমিউনিটি বুস্ট করতেই হবে ।

🔎🔎🔎ওরস্যালাইন এর ইতিহাস 📓📓📓কিংবদন্তি ডা. রফিকুল ইসলাম স্যার (ICDDR,B) এর একটা যুগান্তকারী আবিষ্কার ওরস্যালাইন। কিন্তু ব্...
28/06/2021

🔎🔎🔎ওরস্যালাইন এর ইতিহাস 📓📓📓
কিংবদন্তি ডা. রফিকুল ইসলাম স্যার (ICDDR,B) এর একটা যুগান্তকারী আবিষ্কার ওরস্যালাইন। কিন্তু ব্যবহার বিধি না জানার কারণে এটাই মাঝে মাঝে মৃত্যুর কারণ হয় 🏴‍☠️🏴‍☠️🏴‍☠️
ওরস্যালাইন গুলানোর আগে প্যাকেটের গায়ের লেখা পড়ে নিন। কোনটা ১ লিটার, কোনটা ৫০০ মিলি আবার কোনটা ২৫০ মিলি তে গুলাতে হয়। একমাত্র প্যাকেটের গায়ে লেখা পড়লেই বুঝতে পারবেন কতটুকু পানি লাগবে। তাই গুলানোর আগে অবশ্যই প্যাকেটের গায়ে লেখাটা পড়ে নিতে হবে।
৫০০ মিলি পানি মাপতে ৫০০ মিলি পানির বোতল ব্যবহার করুন। পানির পরিমাণ কম বেশি হলে মারাত্মক সমস্যা হয়। রোগির লবনাধিক্য বা লবনস্বল্পতা দেখা যায় যার চিকিৎসা খুব কঠিন।
গরম পানিতে স্যালাইন কখনই গুলানো যাবে না। পানি সিদ্ধ করে ঠান্ডা করে নিন। স্যালাইন খেলে ঠাণ্ডা লাগে না। ঠাণ্ডা লাগার ভয়ে অনেকে স্যালাইন খাওয়ায় না।
পুরো প্যাকেট একসাথে গুলিয়ে নিতে হবে প্যাকেটের গায়ের লেখার সম পরিমান পানি দিয়ে। অল্প স্যালাইন অল্প পানি এভাবে গুলানো যাবে না। আধা প্যাকেট স্যালাইন রেখে দিয়ে আধা প্যাকেট গুলানো যাবে না । অনেকে মনে করেন বাচ্চা ছোট এত স্যালাইন খেতে পারবে না, তাই তারা আধা প্যাকেট গুলিয়ে খাওয়ান।
পুরো প্যাকেট একসাথেই গুলাতে হবে। ১২ ঘন্টা পর যা থাকবে ফেলে দিন । লাগলে আবার নতুন প্যাকেট গুলান। ওরস্যালাইন এর দাম ৫ টাকা । বাচ্চার দাম কি টাকা দিয়ে পরিমাপ করলে হবে?
ডাবের পানি দিয়ে স্যালাইন গুলানো যাবে না। বেশী ডায়রিয়া হলে ২ প্যাকেট দিয়ে ৫০০মিলি পানিতেও গুলানো যাবে না । এটা মারাত্মক ক্ষতিকর।
বেশীর ভাগ ডায়রিয়াতে ওষুধ লাগে না। পানি স্বল্পতা
পূরণের জন্য ওরস্যালাইন দিলেই চলে। কিন্তু ওরস্যালাইন এক সাথে বেশি বেশি খাওয়ানো যাবে না। কারণ ডায়রিয়ার সময় অন্ত্রের পানি শোষণ ক্ষমতা কমে যায় । তাই একসাথে বেশী স্যালাইন দিলে তা সাথে সাথে পায়খানার সাথে বেরিয়ে যায়।
অতএব অল্প অল্প করে বারবার স্যালাইন খাওয়ান । সবচাইতে ভাল মিনিটে ১ চামচ করে । বমি থাকলে ২ থেকে ৩ মিনিটে ১ চামচ দিবেন।🥛🥄

22/06/2021
গলার স্বর ভার হয়ে গেলে ঘরোয়া টিপস 👩‍🔬
09/06/2021

গলার স্বর ভার হয়ে গেলে ঘরোয়া টিপস 👩‍🔬

মনোরোগ চিকিৎসা 👨‍⚕️
24/05/2021

মনোরোগ চিকিৎসা 👨‍⚕️

প্রস্রাবের জ্বালা পোড়ায় ঘরোয়া টিপসঃ
29/04/2021

প্রস্রাবের জ্বালা পোড়ায় ঘরোয়া টিপসঃ

Address

বীরপুর পাঁকার মসজিদ, বীরপুর, নরNarসিংদী
Narsingdi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dhaka Homoeopathic Hall posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category