09/08/2021
Bhringa oil(ভৃঙ্গরাজ তেল)
অকালে চুল ঝরে যাওয়া আজকাল আমাদের জীবনের একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। চুল আঁচড়াতে গেলে চুল পড়ছে, ঘুম থেকে উঠে বালিশে দেখছেন চুল ভেঙে পড়ে আছে অথবা স্নানের পর মাথা মোছার সময়ে গামছা বা তোয়ালেতে গোছা-গোছা চুল উঠে যাচ্ছে – এরকম সমস্যার মুখোমুখি যদি আপনিও হন, তা হলে ভৃঙ্গরাজ তেল মাসাজ করতে পারেন। এই আয়ুর্বেদিক ওষধি চুলের গভীরে গিয়ে হেয়ার কিউটিক্যাল মজবুত করে এবং চুল পড়া রোধ করে।
👉100ml 290 tk
✅চুল পড়া রোধ করে
অকালে চুল ঝরে যাওয়া আজকাল আমাদের জীবনের একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। চুল আঁচড়াতে গেলে চুল পড়ছে, ঘুম থেকে উঠে বালিশে দেখছেন চুল ভেঙে পড়ে আছে অথবা স্নানের পর মাথা মোছার সময়ে গামছা বা তোয়ালেতে গোছা-গোছা চুল উঠে যাচ্ছে – এরকম সমস্যার মুখোমুখি যদি আপনিও হন, তা হলে ভৃঙ্গরাজ তেল মাসাজ করতে পারেন। এই আয়ুর্বেদিক ওষধি চুলের গভীরে গিয়ে হেয়ার কিউটিক্যাল মজবুত করে এবং চুল পড়া রোধ করে।
✅মাথার তালুর চুলকানি দূর করে
অনেকেই দেখবেন ঘন-ঘন মাথা চুলকোন। দেখতে যে শুধু খারাপ লাগে তা নয়, মাথার তালুতেও নানা ইনফেকশন হতে পারে বারবার মাথা চুলকোলে। আসলে মাথার তালু বা স্ক্যাল্প যখন ঠিকভাবে পরিষ্কার হয় না এবং যথেষ্ট ময়শ্চার পায় না, তখনই চুলকানি হয়। এক্ষেত্রে এই আয়ুর্বেদিক তেল দিয়ে ভাল করে ‘চাম্পি’ করতে পারেন। ভৃঙ্গরাজ তেলে অ্যান্টি-ইমফ্লেমেটরি এবং অ্যান্টি-ফাঙ্গাল প্রপারটিস রয়েছে যা চুলকানি দূর করতে সাহায্য করে।
✅খুশকি নাশ করে
স্ক্যাল্পে যথেষ্ট ময়শ্চারের অভাব হলে স্ক্যাল্প শুষ্ক হবেই এবং তার ফলে খুশকি হওয়া অবধারিত। আগেই যেমন বললাম ভৃঙ্গরাজ তেলে অ্যান্টি-ইমফ্লেমেটরি এবং অ্যান্টি-ফাঙ্গাল প্রপারটিস রয়েছে, এগুলি স্ক্যাল্প মেরামত করে এবং খুশকি দূর করতে সাহায্য করে।
✅টাক পড়ার সমস্যার সমাধান করে
ভৃঙ্গরাজ তেল কিন্তু ন্যাচারাল কন্ডিশনারের কাজও করে এবং তার সঙ্গেই এই তেল মাসাজ করলে রক্তসঞ্চালনও সঠিক পদ্ধতিতে শুরু হয়, ফলে চুল ভেতর থেকে মজবুত হয় এবং অকালে টাক পড়ে না।
♻️ম্যাক্সিম আয়ুর্বেদিক
বিশ্বস্ততার প্রতীক ♻️
মোবাইল নম্বরঃ- 01774247924