26/06/2024
চন্দ্রবোড়া বা উলুবোড়া বা রাসেলস ভাইপারসহ যে কোন
বিষাক্ত সাপ থেকে বাঁচতে ফেনল বা কার্বলিক এসিড ব্যবহার করুন : আমাদের দেশে গ্রাম অঞ্চল গুলোতে বর্ষাকালে সাপের উপদ্রব বেড়ে যায়, সেই সাথে বাড়ে ঝুঁকিও। আর এই সাপের উপদ্রব থেকে রক্ষা পেতে বাসা-বাড়ির চারপাশে ফেনল বা কার্বলিক এসিড ছিটিয়ে দিলে সাপ ও বিষাক্ত পোকামাকড় থেকে রক্ষা পাওয়া যায়। এ ছাড়াও কার্বলিক এসিড জীবাণুনাশক ও ডেটল তৈরিতেও ব্যবহৃত হয়।
ফেনল (কারবলিক অ্যাসিড, ফেনোলিক অ্যাসিড বা বেনজেনল নামেও পরিচিত) আণবিক সূত্র সহ একটি সুগন্ধযুক্ত জৈব যৌগ। C 6 H 5 OH . এটি একটি সাদা স্ফটিক কঠিন যা উদ্বায়ী । অণুটি একটি ফিনাইল গ্রুপ নিয়ে গঠিত (−C 6 H 5) একটি হাইড্রক্সি গ্রুপের সাথে আবদ্ধ (-ওহ )।
আপনারা আমাদের কাছ থেকেও ফেনল সংগ্রহ করতে পারেন।