02/11/2025
২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, নোয়াখালীতে ৭ম ব্যাচ ইন্টার্নিশিপ কোর্সে অংশগ্রহণকারীর নিম্নোক্ত প্রয়োজনীয় কাগজপত্র ৩ নভেম্বর সকাল ১০টা এর মধ্যে সরাসরি Institute অথব WhatsApp গ্রুপ আইডিতে পাঠানোর জন্য অনুরোধ রইলো।
Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/K2J3R7Imwrh2VXNk62lBIH?mode=wwt
1.Biodata-1
2. National Identity Card
or Birth certificate - 1 (Duplicate copy)
3. SSC pass or equivalent certificate (Duplicate copy)
4. Health Technology Certificate (Duplicate copy)
5. Passport size photo
১। রোস্টার অনুযায়ী সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ১ম শিফট
২। দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত ২য় শিফট
৩। রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত ৩য় শিফট এইভাবে আউটডোর, ইনডোর, ইমার্জেন্সি সহ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে যাচ্ছে ইনশাআল্লাহ।
FTC রোল এবং রেজিষ্ট্রেশন সহ আইডি কার্ড, Apron, mask ব্যতীত ইন্টার্নিতে অংশগ্রহণের সুযোগ নাই।
সকলের সাফল্য কামনা করছি।
01813-817167 , 01973817167 নাম্বারে সরাসরি বিস্তারিত জানতে সহায়ক হবে।