Dr Shopon

Dr Shopon concern about your health

নারীর জন্য নিরাপদ ও সহযোগিতা পূর্ণ কর্মস্থল নিশ্চিত করা জরুরী।পুরুষ হিসেবে সেটা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। আজ শহীদ সোহ...
29/10/2025

নারীর জন্য নিরাপদ ও সহযোগিতা পূর্ণ কর্মস্থল নিশ্চিত করা জরুরী।পুরুষ হিসেবে সেটা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।
আজ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ইউনিট-৩ -র পক্ষ থেকে আমাদের কলিগ ডাঃ ফাতেমা আপু ও ডাঃ প্রমা আপুর জন্য স্বল্প পরিসরে "বেবি শাওয়ার" -এর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ এস এম কামরুল আখতার সঞ্জু স্যার সহ বিভিন্ন ইউনিট প্রধানগণ।

এছাড়াও উপস্থিত ছিলেন রেসিডেন্ট সার্জন ডাঃ মাহবুবুর রহমান স্যার, সহকারি রেজিস্টার ডাঃ তৌফিক -ই- ইলাহী ভাই ও সহকারি রেজিস্টার ডাঃ মুস্তাফিজুর রহমান রুপম ভাই এবং সার্জারি ইউনিট-৩-র ট্রেইনি ডাক্তার ও ইন্টার্ন ডাক্তারগণ।

বিশিষ্ট অর্থোপেডিক সার্জন,ডিরেক্টর প্রোগ্রাম অব জিয়াউর রহমান ফাউন্ডেশন, ডা: শাহ মুহাম্মাদ আমান উল্লাহ ভাই ডক্টরস্ অ্যাস...
28/10/2025

বিশিষ্ট অর্থোপেডিক সার্জন,ডিরেক্টর প্রোগ্রাম অব জিয়াউর রহমান ফাউন্ডেশন, ডা: শাহ মুহাম্মাদ আমান উল্লাহ ভাই ডক্টরস্ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ,ড্যাব -এর কেন্দ্রীয় কমিটির ১ নম্বর যুগ্ম মহাসচিব নির্বাচিত হওয়ায় নিরন্তর শুভেচ্ছা ও অভিনন্দন। ❤️

বাংলাদেশের চিকিৎসক সমাজ ও চিকিৎসা খাত আপনাদের হাত ধরে সমৃদ্ধি লাভ করুক।❤️

সরকারি হাসপাতালে একটি রোগীর চিকিৎসার দায়িত্ব কি শুধুই ডাক্তারের? চিকিৎসা সেবার সাথে শুধুই ডাক্তার জড়িত নাকি নার্স ,টেক...
28/10/2025

সরকারি হাসপাতালে একটি রোগীর চিকিৎসার দায়িত্ব কি শুধুই ডাক্তারের?
চিকিৎসা সেবার সাথে শুধুই ডাক্তার জড়িত নাকি নার্স ,টেকনিশিয়ান ,ওয়ার্ড বয় থেকে শুরু করে ক্লিনার পর্যন্ত জড়িত?

সবকিছুর দায় ডাক্তারদের উপর তবে আসে কেন?

সরকারি হাসপাতালগুলোতে রোগীদের যে পকেট কাটা হয়, সেটার সঙ্গে কারা জড়িত? ডাক্তার?

এসবের প্রতিকার কি?

Every incision tells a story of trust, skill and life renewed.
27/10/2025

Every incision tells a story of trust, skill and life renewed.

Scientific Symposium on recent advancement in colorectal surgery! Organized by department of colorectal surgery of Shahe...
26/10/2025

Scientific Symposium on recent advancement in colorectal surgery!

Organized by department of colorectal surgery of Shaheed Suhrawardy Medical College Hospital & Bangladesh Society of Colon and Re**al Surgeons(BSCRS).

25/10/2025

স্মৃতির গ্যালারি থেকে... 💦🌧️
লোকেশন: শহীদুল্লাহ হল, ঢাকা বিশ্ববিদ্যালয়।

প্রতিদিন হাসপাতালে আমরা ডাক্তাররা অসংখ্য ডায়াবেটিস রোগী দেখি — কেউ জানেন না যে তারা আক্রান্ত, আবার কেউ জানেন কিন্তু অবহ...
25/10/2025

প্রতিদিন হাসপাতালে আমরা ডাক্তাররা অসংখ্য ডায়াবেটিস রোগী দেখি — কেউ জানেন না যে তারা আক্রান্ত, আবার কেউ জানেন কিন্তু অবহেলা করেন।
ডায়াবেটিস কোনো সাধারণ “চিনির রোগ” নয়; এটি এক নীরব ঘাতক, যা ধীরে ধীরে শরীরের ভেতর থেকে ক্ষতি করে যায়।

---

⚠️ ডায়াবেটিসে যে জটিলতাগুলো হতে পারে:

❤️ হৃদরোগ ও স্ট্রোক
💧 কিডনি বিকলতা
👁️ চোখের দৃষ্টি নষ্ট হয়ে যাওয়া (ডায়াবেটিক রেটিনোপ্যাথি)
🦶 পায়ের ক্ষত ও গ্যাংগ্রিন
🧠 স্নায়ু ও মস্তিষ্কের ক্ষতি

অনেক রোগী এসব জটিলতা নিয়ে হাসপাতালে আসেন, যখন অনেক দেরি হয়ে যায়।

💬 তবে সুখবর হলো — ডায়াবেটিস নিয়ন্ত্রণযোগ্য।

✅ নিয়ম মেনে চললে আপনি সম্পূর্ণ স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন।

🔹 প্রতিদিন নির্দিষ্ট সময়ে খাবার খান
🔹 চিনি, মিষ্টি ও অতিরিক্ত কার্বোহাইড্রেট পরিহার করুন
🔹 নিয়মিত হাঁটুন বা হালকা ব্যায়াম করুন (৩০ মিনিট অন্তত)
🔹 ওজন নিয়ন্ত্রণে রাখুন
🔹 ধূমপান ও অ্যালকোহল থেকে দূরে থাকুন
🔹 নিয়মিত ব্লাড সুগার পরীক্ষা করুন
🔹 ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ বা ইনসুলিন ব্যবহার করুন

🎯 মনে রাখবেন:
ডায়াবেটিসকে অবহেলা করলে এটি জীবনকে ছোট করে দেয়,
আর নিয়ন্ত্রণে রাখলে আপনি দীর্ঘ ও কর্মক্ষম জীবন উপভোগ করতে পারবেন।

চলুন, আজ থেকেই আমরা নিজেদের ও পরিবারের সদস্যদের জন্য এক ধাপ সচেতন হই।
ডায়াবেটিসের সাথে নয়, নিয়ন্ত্রণের সাথেই বাঁচি।

#ডায়াবেটিস #সচেতনতা #স্বাস্থ্য

24/10/2025

আমি অনিরাপদ খাদ্যের ভয়াবহতা নিয়ে যা প্রকাশ করি বা বলি, তা কিন্তু ১০-২০%। বাকি ৮০% আমার ভিতর থাকে বা রেখে দেই। সেই পুরোটা নিয়েই আমার দিন যায়, রাত কাটে। টেবিলে বৌ-বাচ্চা সেই আকাশ পরিমাণ খাদ্য বিষ খায় আমার সামনেই।

আমি কিন্তু আপনাদের কখনোই বলিনি নদীর মাছে আন্তর্জাতিক সহনীয় মাত্রার চেয়ে প্রায় এক হাজার গুন বেশি কীটনাশক পাওয়া গেছে। আমি কিন্তু আপনাদের কখনোই বলিনি নদীর পানি পুরোটাই বিষে রুপান্তরিত হয়ে গেছে।

আমি এও বলিনি পুকুরের মাছেও আছে বিষ আর বিষ। আমি কিন্তু কখনো এই কথা বলিনি, সারা দেশের হাজার হাজার মুরগির খামারের প্রতিদিন হাজার হাজার মেট্রিক টন কাঁচা বিষ্ঠা যাচ্ছে কোথায়। যে গু-তে আছে মারাত্মক হেভিমেটাল এবং ক্ষতিকর ব্যাকটেরিয়া।

আমি কিন্তু আপনাদের জানাইনি, যে প্রাণী ও মৎস্য খাদ্য MBM (মিট এন্ড বোন মিল) আমরা কয়েকবছর আগে আমদানি নিষিদ্ধ করেছিলাম এনথ্রাক্সসহ মারাত্মক ক্ষতিকর রোগজীবাণু এবং শুয়োরের উপজাত থাকে বলে। জগতের সব দেশে এটা নিষিদ্ধ। অথচ সেটা আবার আমদানির অনুমতি দেয়ার চেষ্টা চলছে।

আমি তো কিছুই বলিনি আপনাদের।

তবে এটা বলার চেষ্টা করেছি, আপনি রাষ্ট্রপতি হন আর প্রধান উপদেষ্টা কিংবা প্রধানমন্ত্রী, বা উপদেষ্টা অথবা মন্ত্রী, কিংবা সিনিয়র সচিব, সচিব বা জুনিয়র আমলা, কিংবা ডিজি, চেয়ারম্যান অথবা ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী বা ব্যবসায়ী, বা কামলা।

আপনি, আপনার বৌ বাচ্চা, প্রতিটি খাবারে একই সাথে ইউরেনিয়াম, রেডিয়াম, থোরিয়াম, এন্টিমনি, হেভিমেটাল, কীটনাশক, PFAS, এবং অন্যান্য কেমিক্যাল খাচ্ছেন।

** দয়া করে শেয়ার বা কপি পেস্ট করবেন প্লিজ।

©Mahbub Kabir Milon স্যার

24/10/2025

বাংলার মুখ আমি দেখিয়াছি,
তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর।

অপারেশনের জন্য প্রয়োজনীয় কিছু যন্ত্রপাতি.....
23/10/2025

অপারেশনের জন্য প্রয়োজনীয় কিছু যন্ত্রপাতি.....

1️⃣পিত্তথলির পাথর কী?আমাদের শরীরে যকৃৎ (লিভার)-এর নিচে একটি ছোট থলি আছে, যেটিকে পিত্তথলি বলে।এটি পিত্তরস (bile) জমিয়ে র...
21/10/2025

1️⃣পিত্তথলির পাথর কী?

আমাদের শরীরে যকৃৎ (লিভার)-এর নিচে একটি ছোট থলি আছে, যেটিকে পিত্তথলি বলে।

এটি পিত্তরস (bile) জমিয়ে রাখে, যা খাবারের চর্বি হজমে সাহায্য করে।

এই পিত্তরসে চর্বি বা কোলেস্টেরল বেশি জমলে পাথর তৈরি হয়।

---

2️⃣ কারা বেশি ঝুঁকিতে

৪০ বছরের বেশি বয়সের নারী

অতিরিক্ত মোটা বা দ্রুত ওজন কমানো মানুষ

যারা তৈলাক্ত খাবার বেশি খান

গর্ভবতী নারী

পরিবারে আগে কারো পিত্তথলির পাথর থাকলে

---

3️⃣ কীভাবে বোঝা যায়

ডান দিকের উপরের পেটে ব্যথা, বিশেষ করে তৈলাক্ত খাবার খাওয়ার পর

বমি বমি ভাব বা বমি

জ্বর বা চোখ/ত্বক হলুদ হয়ে যাওয়া (জন্ডিস)

মাঝে মাঝে ব্যথা কাঁধে বা পিঠে ছড়িয়ে যায়

---

4️⃣ কী বিপদ হতে পারে

তীব্র ব্যথা ও জ্বর (পিত্তথলির প্রদাহ)

লিভার ও অগ্ন্যাশয়ের প্রদাহ

জন্ডিস বা পিত্তনালী বন্ধ হয়ে যাওয়া

---

5️⃣ কীভাবে প্রতিরোধ করা যায়

প্রতিদিন পর্যাপ্ত পানি পান করা

তৈলাক্ত ও ভাজাপোড়া খাবার কমানো

ওজন নিয়ন্ত্রণে রাখা

নিয়মিত হাঁটা-চলা ও ব্যায়াম করা

কোনো অস্বাভাবিক ব্যথা বা জন্ডিস হলে ডাক্তারের পরামর্শ নেওয়া

---

6️⃣ চিকিৎসা কী

ওষুধে সাধারণত পুরোপুরি সারে না

অধিকাংশ ক্ষেত্রে অপারেশন করে পিত্তথলি অপসারণ (cholecystectomy) করাই স্থায়ী সমাধান

অপারেশনের পর মানুষ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে

---

পেটের ডান পাশে বারবার ব্যথা হলে অবহেলা করবেন না।
সময়মতো পরীক্ষা করান — কারণ পিত্তথলির পাথর শুরুতেই ধরা পড়লে চিকিৎসা সহজ ও নিরাপদ।

Address

Pabna

Telephone

+8801521539092

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Shopon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr Shopon:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram