স্বাস্থ্য কথা

স্বাস্থ্য কথা Health care

31/07/2017
23/02/2017

১. অত্যাধুনিক কম্পিউটারের দ্রুত অগ্রগতির মূলে রয়েছে- ইন্টিগ্রেটেড সার্কিট (আইসি);
২. কম্পিউটারের ব্রেইন হলো- Microprocessor
৩. আধুনিক কম্পিউটারের জনক বলা হয়- চার্লস ব্যাবেজ কে;
৪. কম্পিউটারের আবিস্কারক- হাওয়ার্ড অ্যইকেন;
৫. আধুনিক মুদ্রণ ব্যবস্থায় ধাতু নির্মিত অক্ষরের প্রয়োজনীয়তা শেষ হওয়ার কারণ- ফটো লিথোগ্রাফী;
৬. কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে- সেন্ট্রাল প্রসেসিং ইউনিট;
৭. কম্পিউটারের কেন্দ্রীয় পক্রিয়াকরণ অংশ গঠিত অভ্যন্তরীন স্মৃতি, গাণিতিক যুক্তি অংশ ও নিয়ন্ত্রণ অংশের সমন্বয়ে;
৮. কম্পিউটারের যন্ত্রাংশ বা যন্ত্রকে বলা হয়- হার্ডওয়্যার;
৯. কম্পিউটার পদ্ধতির দু’টি প্রধান অঙ্গ- হার্ডওয়্যার ও সফটওয়্যার।
১০. কম্পিউটারের সমস্যা সমাধানের উদ্দেশ্যে সম্পাদনের অনুক্রমে সাজানো নির্দেশাবলীকে বলা হয়- প্রোগ্রাম;
১১. কম্পিউটার ভাইরাস হলো একটি ক্ষতিকারক প্রোগ্রাম বা সফটওয়্যার।
১২. ইন্টারনেটের মাধ্যমে উনড়বত চিকিৎসা পদ্ধতিকে বলা হয়- টেলিমেডিসিন;
১৩. নাফিস বিন সাত্তার- বাংলাদেশী সফটওয়্যার ইঞ্জিনিয়ার ২০০৭ সালে অস্কার পুরস্কার অর্জন করেন;
১৪. কম্পিউটারের সফটওয়্যার বলতে বুঝায় এর প্রোগ্রাম বা কর্মপরিকল্পনা কৌশল;
১৫. মেশিনের ভাষায় লিখিত প্রোগ্রামকে বলা হয়- এসেম্বলি;
১৬. প্রোগ্রাম রচনা সবচেয়ে কঠিন মেশিনের ভাষায়;
১৭. বিশ্বব্যাপী বিপর্যয় সৃষ্টিকারী সিআইএইচ (চেং-ইয়ং-হো) ভাইরাস ২৬ এপ্রিল ১৯৯৯ তারিখে আμমণ করে।
১৮. তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী- ওয়াইম্যাক্স;
১৯. ঠঝঅঞ প্রযুক্তি ভূ-পৃষ্ঠ হতে স্যাটেলাইটে যোগাযোগ করার জন্য ব্যবহার করা হয়;
২০. প্রম ল্যাপটপ কম্পিউটার- এপসন, ১৯৮২;
২১. পুনরাবৃত্তিমূলক কাজে কম্পিউটার বেশি সুবিধাজনক;
২২. কম্পিউটারের ক্ষেত্রে তথ্য পরিবহনের জন্য পরিবাহী পথকে বলা হয়- বাস;
২৩. উপাত্ত গ্রহণ ও নির্গমণ বাসের নাম ডেটাবেস;
২৪. ওরাকল- একটি ডেটাবেস সফটওয়্যার;
২৫. ডেটাবেস সফটওয়্যার এর জন্মতারিখ হলো একটি ফিল্ড;
২৬. শিক্ষার্থীরা সহজে আয়ত্ত করতে পারে ইঅঝওঈ প্রোগ্রাম;
২৭. System softwareথাকে Startup disc G
২৮. পাওয়ার অপেন- একটি অপারেটিং সিস্টেম;
২৯. প্রম সফল কম্পিউটার বাজারে আসে ১৯৭৬ সালে।
৩০. কম্পিউটারের কোন বুদ্ধি বিবেচনা নেই;
৩১. কম্পিউটার ভাইরাস হলো একটি ক্ষতিকারক প্রোগ্রাম বা সফটওয়্যার।
৩২. মেকিনটোশ কম্পিউটারের সাহায্যে পৃথিবীর সব ভাষা ব্যবহারের প্র ম সুযোগ আসে;
৩৩. কমপ্লেক্স কম্পিউটারের নক্সা তৈরী করেন- ড. স্টিবিজ;
৩৪. ইউনিক্স অপারেটিং সিস্টেমে দুইশ’র অধিক কমান্ড ব্যবহার করতে হয়;
৩৫. মেশিন ল্যাঙ্গুয়েজ দুইটি সংকেত সমন্বয়ে গঠিত;
৩৬. প্রাচীন ব্যাবিলনে গণনার পদ্ধতি ছিল ২ ধরনের;
৩৭. হেক্সাডেসিমেল গণনার মৌলিক অংশ ১৬টি;
৩৮. বিশ্বের প্রম ওয়েব ব্রাউজার- মোজাইক;
৩৯. প্র ম কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ- ফরট্রান;
৪০. লিনাক্স অপারেটিং সিস্টেমের জনক- ট্যাভেলড লিনাক্স;
৪১. পৃথিবীর প্র ম স্বয়ংμিয় গণনার যন্ত্র- মার্ক ১; যন্ত্রটি লম্বায় ছিল ৫১ ফুট দৈর্ঘ্য:
৪২. সবচেয়ে দ্রুতগতিসম্পনড়ব টেপ- ম্যাগনেটিক টেপ;
৪৩. ইন্টারপ্রেটার- অনুবাদক প্রোগ্রাম;
৪৪. কম্পিউটার নেটওয়ার্ক তিন ধরনের- খঅঘ, গঅঘ, ডঅঘ;
৪৫. কম্পিউটারে দেয়া অপ্রয়োজনীয় ইনফরমেশনকে বলা হয়- এরননবৎরংয;
৪৬. ঋষধংয সড়ারব তে তিন ধরনের ংুসনড়ষ ব্যবহার করা হয়।
৪৭. চযড়ঃড়ংযড়ঢ় এ এ্যাংকর পয়েন্ট ৫ প্রকার;
৪৮. তথ্য প্রযুক্তি একটি সমন্বিত প্রযুক্তি;
৪৯. বাংলাদেশে অনলাইন ইন্টারনেট সেবা চালু হয়- ৪ জুন, ১৯৯৬ তারিখে;
৫০. বিশ্বের প্রম কম্পিউটার নেটওয়ার্ক আরপানেট চালু হয় ১৯৬৯ সালে;
৫১. কম্পিউটার নেটওয়ার্কের বর্তমান পরিচিতি ইন্টারনেট চালু হয় ১৯৯৪ সালে।
৫২. প্রম কম্পিউটার প্রোগ্রামার- লেডি অ্যডা অসাস্টা বায়রন (কবি লর্ড অ্যডা বায়রনের কন্যা);
৫৩. ম্যাক্সেমিডিয়া ফ্লাশ- একটি এনিমেশন সফটওয়্যার;
৫৪. স্কোটিয়া- রাশিয়ার অ্যবাকাস;
৫৫. সরোবর্ণ- জাপানের অ্যবাকাস;
৫৬. ক্যলকুলেটরের সর্বেচ্চ ক্ষমতা প্রোগ্রামিং করা;
৫৭. কী বোর্ডে ফাংশনাল কী ১২টি;
৫৮. কম্পিউটারের সুইচ অন করার সাথে সাথে RAM এর জায়গার পরিমাণ পরীক্ষা করে operating system
৫৯. Ok এবং Cancel অথবা Close বোতাম থাকে Dialogue Boxএ;
৬০. বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম DOS, UNIX
৬১. Visual Basicএ দুই ধরনের ধ্রুবক থাকে;
৬২. Visual Basic এর Project এ ব্যবহৃত Object- Procedure
৬৩. E-mail ঠিকানার ডোমেন নামের সর্বশেষ অংশকে বলা হয় Top Level Domain (TLD)
64. LAN Ges LAN Topology- BUS, STAR, RING;
৬৫. Flash প্রোগ্রামের ভিত্তি Timeline;
৬৬. সুইজারল্যান্ডের বিজ্ঞানীগণ www ব্যবস্থাটি উদ্ভাবন করেন ১৯৯১ সালে;
৬৭. ১৯৯৩ সালে প্রথম আবিস্কৃত ব্রাউজারের নাম মোজাইক, আবিস্কারক- মার্ক এড্রিসন;
৬৮. ইন্টারনেট লিংক থেকে লিংকে গমণ করাকে বলা হয় লগ ইন;
৬৯. Dial up internet connectionএ টেলিফোন লাইন প্রয়োজন;
৭০. টেলিফোন আবিস্কৃত হয় আলেকজান্ডার গ্রাহাম বেল কর্তৃক ১৭৮৬ সালে।
৭১. Zoom out—image ছোট করা;
৭২. Gray scale ইমেজকে সাদা-কালোতে রূপান্তরিত করা যায় Threshold কমান্ড;
৭৩. বাংলাদেশে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান- প্রশিকানেট, গ্রামীণ সাইবার নেট, বাংলাদেশ অনলাইন;
৭৪. সর্বপ্রম ফটোশপ ব্যবহার হয় Apple Macintosh কম্পিউটারে;
75. The mechanism of digital is- Symbol of number;
76. The task of operating system for hardware and software is- Make bridge;
77. The first calculation machine in the history of computer- Abacus;
78. The storage capacity of RAM cannot be increased;
79. The instruction for starting the computer are housed on- Read Only Memory chip;
80. A destination for data going outside the system is called- Sink;
81. In a computer system there are 4 parts;
82. Unwanted e mail- Spam;
83. The word ‘Computer’ came from Geek;
84. The process of starting of resting a computer is – Boot;
85. The ability to have a number of applications running at the same time is called – Integrated;
86. In general, “My Document” is located at- C drive;
87. In general, letter D is considered [except A, B & C] for Hard Disk Drive;
88. Hard disk is a auxiliary drive;
89. Keyboard is used to store data;
90. Register is a part of CPU;
91. The printers usually used in office work- Dot matrix, Inkjet, LASER;
92. A dot matrix printer prints with “pin and ribbobn”.
93. The term “Hard copy” means- Printed copy;
94. The best chart for showing parts of a whole- Pie;
95. A separate file sent as part of an email message is called a/an- attachment;
96. Computer memory is normally measured in Gigabytes;
97. Time to spin the needed data under head- Latency time;
98. Time to position the head over proper track- Seek time;
99. Access time is Seek time + Latency time;
100. The smallest power interruption that can cause memory errors or cause the computer to lock up- 1/200 seconds;
101. Properly arranged data is called- Information;
102. Another word for a Daisy Wheel Printer- Golf ball printer.
103. The wheel of mouse can make it easier scroll through documents;
104. First program of Microsoft- DOS;
105. MS-DOS is operating system for IBM PCs;
106. DOS is not a multi user multi taking operating system;
107. ‘DOS’ floppy disc does not have virtual memory;
108. Text based operating system- DOS, UNIX (for mainframe computer);
109. Mac Operating System is compatible for Macintosh computer;
110. The disk contains operating system is called- start up disk;
111. Cache- related to memory of a computer;
112. Cache memory have the shortest access time;
113. The computer that has no hard disc storage but sends input and receives output from the server is knows as- Host;
114. Binary system is used to store data in a computer;
115. Example of optical storage device (auxiliary

Thx
28/05/2015

Thx

27/05/2015

7 more like we reach 500
Thanks to all who like our page.
Its our page not my so keep visit.
Active person inbox to be admin

26/02/2015

জাপানের একদল গবেষক বলেছেন,
‘রং-চা’ প্রবীণদের হাড়ের অসুখ
অস্টিওপোরোসিসের
চিকিৎসায় উপকার দিতে পারে।
তবে এ জন্য চা পান
করতে হবে প্রচুর পরিমাণে।
গবেষকেরা বলছেন, সাধারণ পানীয়
চায়ে এমন একটি অ্যান্টি-
অক্সিডেন্ট আছে, যা বৃদ্ধ
বয়সে দেখা দেওয়া হাড়ের ঘনত্ব
কমে যাওয়া ঠেকাতে পারে।
হাড়ের ঘনত্ব কমে গেলে বৃদ্ধ
ব্যক্তিদের হাড় ভাঙার
আশঙ্কা বেড়ে যায়।
ওসাকা বিশ্ববিদ্যালয়ের
কেইজো নিশিকাওয়ার
নেতৃত্বাধীন
গবেষকেরা দেখেছেন, টিএফ-৩
নামে অ্যান্টি-
অক্সিডেন্টটি একটি বিশেষ
এনজাইমের কাজ ঠেকানোর
মাধ্যমে হাড়ের
ক্ষয়রোধে সাহায্য করে। ডিএনএ
মিথাইলট্র্যান্সফেরেজ
নামে ওই এনজাইম হাড়ের
টিস্যুকে ধ্বংস করে। মার্কিন
সাময়িকী নেচার মেডিসিন-এর
অনলাইন সংস্করণে সোমবার
এটি প্রকাশিত হয়েছে। এএফপি

05/02/2015

If the numbers 1 to 10 are all
multiplied together, how
many zeros are at the end of
the answer?

21/01/2015

its feel great, we r close to 400. thanks guys for like this page.

19/01/2015

১০ হতে ৬০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক ৯ ,তাদের সমষ্টি কত ?
ক। ১৪৬
খ। ৯৯
গ। ১০৫
ঘ। ১০৭

Address

Pabna

Website

Alerts

Be the first to know and let us send you an email when স্বাস্থ্য কথা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to স্বাস্থ্য কথা:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram