Alternate Healing : Hijama & Ruqyah Center

Alternate Healing : Hijama & Ruqyah Center Assalamu Alaikum. Hijama and Ruqyah is a traditional and Nawabi medical procedure. We are committed

09/01/2024

দ্রুত বিয়ের কিছু আমল:

১. বেশি বেশি ইস্তিগফার ও দরুদ পড়া। উঠতে বসতে আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকা।
২. সুরা ফুরকানের ৭৪ নং আয়াতটা পড়তে পারি। প্রতি ফরজ নামাজের পর তো বটেই, সুযোগ পেলেই দোয়াটি গভীর আবেগ নিয়ে পড়তে পারি।
رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا
৩. সুরা কাসাসের ২৪ আয়াতে বর্ণিত দোয়াটাও বেশি বেশি পড়তে পারি,
رَبِّ إِنِّي لِمَا أَنْزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ
এই দোয়ায় বিয়ে, বিবিবাচ্চা, চাকুরি, ঘরবাড়ি সবকিছুর ব্যবস্থা হয়ে যাবে। ইন শা আল্লাহ।
৪. বেশি বেশি দুয়া করা। বিশেষ করে দুয়া কবুল হওয়ার সময়গুলো একটাও দুয়াবিহীন না যায়।
৫. আমল-দোয়ার পাশাপাশি হালাল পন্থায় পাত্র/পাত্রীর খোঁজ করাও জরুরী।
৬. অনেক সময় জাদু-সিহর করে বিয়ে আটকে রাখা হয়। এজন্য রুকইয়াহ করা।( বিষয়য়টাকে সিরিয়াসলি নেওয়া উচিত)
৭. নিয়মিত সদকা করা।
৮. অন্য মুসলিম ভাইবোনের জন্য বিয়ের দুয়া করা।
৯. মা-বাবা, আত্মীয় স্বজনদের সাথে ভালো সম্পর্ক রাখাও জরুরি।

আল্লাহ সহজ করুন, আমিন।

28/12/2023

এ মাসের হিজামার সুন্নাহ ডেট
৩১ ডিসেম্বর রবিবার
০২ জানুয়ারি মঙ্গলবার
০৪ জানুয়ারি বৃহস্পতিবার

30/11/2023

ডিসেম্বর-২০২৩ এর হিজামার সুন্নাহ ডেট
২-ডিসেম্বর-শনিবার
৪-ডিসেম্বর-সোমবার
৬-ডিসেম্বর-বুধবার

আনাস রা. থেকে বর্ণিত, রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “কেউ হিজামা করতে চাইলে সে যেন আরবী মাসের ১৭, ১৯ কিংবা ২১ তম দিনকে নির্বাচিত করে। রক্তচাপের কারণে যেন তোমাদের কারো মৃত্যু না হয়, সেদিকে লক্ষ্য রাখবে। [সুনানে ইবনে মাজাহ-৩৪৮৬]

হিজামা (CUPPING) এর মাধ্যমে যে সব রোগের চিকিৎসা করা হয়ে থাকেঃ

🔹মাইগ্রেন জনিত দীর্ঘমেয়াদী মাথাব্যথা। 🔹রক্তদূষণ
🔹উচ্চরক্তচাপ
🔹ঘুমের ব্যাঘাত (insomnia)
🔹স্মৃতিভ্রষ্টতা (perkinson’s disease)
🔹 অস্থি সন্ধির ব্যাথা/ গেটে বাত
🔹ব্যাক পেইন
🔹হাঁটু ব্যাথা
🔹দীর্ঘমেয়াদী সাধারন মাথা ব্যাথা
🔹ঘাড়ে ব্যাথা
🔹কোমর ব্যাথা
🔹পায়ে ব্যাথা
🔹মাংসপেশীর ব্যাথা (muscle strain)
🔹দীর্ঘমেয়াদী পেট ব্যথা
🔹হাড়ের স্থানচ্যুতি জনিত ব্যাথা
🔹থাইরয়েড গ্রন্থির সমস্যা
🔹সাইনোসাইটিস
🔹হাঁপানি (asthma)
🔹হৃদরোগ (Cardiac Disease)
🔹রক্তসংবহন তন্ত্রের সংক্রমন
🔹দীর্ঘমেয়াদী চর্মরোগ (Chronic Skin Diseses)
🔹ত্বকের নিম্নস্থিত বর্জ্য নিষ্কাশন
🔹ফোঁড়া-পাঁচড়া সহ আরো অনেক রোগ।
🔹অনিয়ন্ত্রিত ডায়াবেটিস (Diabetes)
🔹ভার্টিব্রাল ডিস্ক প্রোল্যাপ্স/ হারনিয়েশান
🔹চুল পড়া (Hair fall)
🔹মানসিক সমস্যা (Psycological disorder)...সহ আরও অনেক রোগ।

শিডিউল নিতে ইনবক্স করুন m.me/alternatehealingcenter
অথবা সরাসরি কল করুন :- 01729-27 46 59

Assalamu Alaikum.
Hijama and Ruqyah is a traditional and Nawabi medical procedure.
We are committed

Hijama for pain & for detox
09/11/2023

Hijama for pain & for detox

Hijama for body detox
05/11/2023

Hijama for body detox

এই মাসের হিজামার দ্বিতীয় সুন্নাহ ডেট আগামীকাল সুর্যাস্ত হতে শনিবার সূর্যাস্ত পর্যন্ত।৪ নভেম্বর শনিবার।
02/11/2023

এই মাসের হিজামার দ্বিতীয় সুন্নাহ ডেট আগামীকাল সুর্যাস্ত হতে শনিবার সূর্যাস্ত পর্যন্ত।

৪ নভেম্বর শনিবার।

Hijama for back pain & body detox
02/11/2023

Hijama for back pain & body detox

শিডিউল নিতে কল করুন - 01729-274659
31/10/2023

শিডিউল নিতে কল করুন - 01729-274659

Hijama for detox & back pain
24/10/2023

Hijama for detox & back pain

হিজামা হতে পারে বিষ্ময়কর সমাধান!!!আপনি কি ব্য-থার ঔষধ খেতে খেতে বিরক্ত? ব্য-থার যন্ত্রণা আর সহ্য করতে পারছেননা? তাহলে আল...
10/10/2023

হিজামা হতে পারে বিষ্ময়কর সমাধান!!!

আপনি কি ব্য-থার ঔষধ খেতে খেতে বিরক্ত? ব্য-থার যন্ত্রণা আর সহ্য করতে পারছেননা? তাহলে আল্লাহ তায়ালার উপর তাওয়াক্কুল করে অন্তত একবার নববী চিকিৎসা "হিজামা" বা কাপিং থেরাপি ট্রাই করে দেখুন।

ইনশাআল্লাহ হিজামার মাধ্যমে পেতে পারেন ব্য-থার চিকিৎ-সায় বিষ্ময়কর ফলাফল।

🔅 হিজামা (حِجَامَة ) একটি নববী চিকি-ৎসা ব্যবস্থা।

এটি আরবী শব্দ ‘আল-হাজম’ থেকে এসেছে। যার অর্থ চোষা বা টেনে নেওয়া। আধুনিক পরিভাষায় Cupping (কাপিং) বলা হয়।

হিজামার মাধ্যমে দূষিত র-ক্ত (Toxin) বের করা হয়। এতে শরীরের মাংসপেশী সমূহের র-ক্ত প্রবাহ দ্রুততর হয়। পেশী, চামড়া, ত্বক ও শরীরের ভিতরের অরগান সমূহের কার্যকারিতা বৃদ্ধি পায়। ফলে শরীর সতেজ ও শক্তিশালী হয়।

হিজামা বা Wet Cupping অতি প্রাচীন চিকি-ৎসা পদ্ধতি হিসেবে আরব বিশ্বে জনপ্রিয়। নির্দিষ্ট স্থান থেকে ধারা-লো ব্লে-ড বা সূঁচের মাধ্যমে নেগেটিভ প্রেশার দিয়ে (টেনে/চুষে) নিস্তেজ প্রবাহহীন দূষিত র-ক্ত বের করে আনা হয়।

এ হিজামা থেরাপী ৩০০০ বৎসরেরও পুরাতন চিকিৎ-সা পদ্ধতি। মধ্যপ্রাচ্য থেকে উৎপত্তি হলেও চিকিৎসা পদ্ধতি হিসাবে চীন, ভারত ও আমেরিকায় বহু পূর্বে থেকেই এটি প্রচলিত ছিল। ১৮ শতক থেকে ইউরোপেও এর প্রচলন রয়েছে।

মহানবী (সা.) ইরশাদ করেছেন, ‘জিব্রাইল (আ.) আমাকে জানিয়েছেন যে মানুষ চিকিৎ-সার জন্য যত উপায় অবলম্বন করে, তার মধ্যে হিজামাই হলো সর্বোত্তম।’ (মুস্তাদরাকে হাকিম, হাদিস : ৭৪৭০)

মহানবী (সা.) আরো বলেছেন, ‘আমি মেরাজের রাতে যাদের মাঝখান দিয়ে অতিক্রম করেছি, তাদের সবাই আমাকে বলেছে, ‘হে মুহাম্মদ, আপনি আপনার উম্মতকে হিজামার আদেশ করবেন’।’’
(তিরমিজী, হাদিস : ২০৫৩)

মহানবী (সা.) বলেছেন, ‘হিজামা গ্রহণকারী কতই উত্তম লোক। সে দূষিত র-ক্ত বের করে মেরুদণ্ড শক্ত করে এবং দৃষ্টিশক্তি প্রখর করে।’
(তিরমিজি, হাদিস : ২০৫৩)
--------------------------------------------

হিজামা (CUPPING) এর মাধ্যমে যে সব রোগের চিকিৎসা করা হয়ে থাকেঃ

🔹মাইগ্রেন জনিত দীর্ঘমেয়াদী মাথা ব্য-থা 🔹র-ক্তদূষণ
🔹উচ্চ র-ক্তচাপ
🔹ঘুমের ব্যাঘাত (insomnia)
🔹স্মৃতিভ্রষ্টতা (perkinson’s disease)
🔹 অস্থি সন্ধির ব্যাথা/ গেটে বাত
🔹ব্যাক পেইন
🔹হাঁটু ব্য-থা
🔹দীর্ঘমেয়াদী সাধারন মাথা ব্য-থা
🔹ঘাড়ে ব্য-থা
🔹কোমর ব্য-থা
🔹পায়ে ব্য-থা
🔹মাংসপেশীর ব্য-থা (muscle strain)
🔹দীর্ঘমেয়াদী পেট ব্য-থা
🔹হাড়ের স্থানচ্যুতি জনিত ব্য-থা
🔹থাইরয়েড গ্রন্থির সমস্যা
🔹সাইনোসাইটিস
🔹হাঁপানি (asthma)
🔹হৃদ-রোগ (Cardiac Disease)
🔹র-ক্ত সংবহন তন্ত্রের সংক্রমন
🔹দীর্ঘমেয়াদী চর্ম-রোগ (Chronic Skin Diseses)
🔹ত্বকের নিম্নস্থিত বর্জ্য নিষ্কাশন
🔹ফোঁড়া-পাঁচড়া সহ আরো অনেক রোগ।
🔹অনিয়ন্ত্রিত ডায়া-বেটিস (Diabetes)
🔹ভার্টিব্রাল ডিস্ক প্রোল্যাপ্স/ হারনিয়েশান
🔹চুল পড়া (Hair fall)
🔹মানসিক সমস্যা (Psycological disorder)...সহ আরও অনেক রোগ।
------------------------------

আমাদের ক্লিনিকের বৈশিষ্টসমূহঃ
-----------------------
- নারী ও পুরুষ উভয় ডাক্তার এবং থেরাপিস্ট আছেন।
- অভিজ্ঞ বিশেষজ্ঞ মেডিক্যাল চিকিৎসক ও থেরাপিস্ট, যারা দীর্ঘদিন সফলতার সাথে হিজামা চিকিৎসা দিয়ে আসছেন৷
- চিকিৎসার সকল উপকরণ ডিসপোজেবল, অর্থাৎ একবার ব্যাবহারের পর ফেলে দেয়া হয়।
- নারীদের জন্য সম্পূর্ণ শারঈ পর্দা নিশ্চিত করে হিজামা করানো হয়।

☎️ প্রয়োজনে ফোন করুনঃ- 01729-274659

09/10/2023

দৃষ্টি আকর্ষণ
প্রিয় গ্রাহক ও সকল শুভাকাঙ্ক্ষী আমাদের সেন্টার এখন "মুরাদপুরে"।
এখন হিজামা ও রুকইয়াহর নিয়মিত শিডিউল নেওয়া হচ্ছে।

Address

Ayesha Bhavan, 147/291 C. D. A Avenue, CTC Technical College, Muradpur, Chattogram
Chittagong

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Friday 09:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Telephone

+8801729274659

Website

Alerts

Be the first to know and let us send you an email when Alternate Healing : Hijama & Ruqyah Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Alternate Healing : Hijama & Ruqyah Center:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram