M/S Sikder Pharma

M/S Sikder Pharma honesty is the best policy,
Our organization will move
forward honestly with your prayers,,

08/05/2024
13/06/2023

জন্মগতভাবে হার্টের ছিদ্রজনিত চিকিৎসায় আজ‌ই আসুন এভারকেয়ার পেডিয়াট্রিক কার্ডিওলজি ডিপার্টমেন্টে।

অ্যাপয়েন্টমেন্টের জন্য কল করুন ০১৭১৩০৬৪৫৫১ অথবা ১০৬৭৮ নাম্বারে বা ভিজিট evercarebd.com/dhaka/specialities/paediatric-cardiology/

ডাঃ তাহেরা নাজরিন
এমবিবিএস (এসএসএমসি), ডিসিএইচ (বিআইসিএইচ),
এফসিপিএস (পেডিয়াট্রিকস), ফেলোশীপ ইন পেডিয়াট্রিক কার্ডিওলজি
(ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতাল-সিঙ্গাপুর অ্যান্ড
নারায়াণা হৃদয়ালয়া হাসপাতাল-ভারত)
সিনিয়র কনসালটেন্ট এন্ড কো-অর্ডিনেটর
ক্লিনিকাল এন্ড ইন্টারভেনশনাল পেডিয়াট্রিক কার্ডিওলজি - এভারকেয়ার হসপিটাল ঢাকা

13/06/2023

অভিজ্ঞ কার্ডিওলজিস্টের তত্ত্বাবধানে এনজিওপ্লাস্টি করুন এভারকেয়ার হার্ট সেন্টারে।
বিশ্বমানের হার্টের চিকিৎসা করতে বা অ্যাপয়েন্টমেন্ট নিতে কল ১০৬৭৮ বা ক্লিক https://www.evercarebd.com/dhaka/specialities/cardiology/


13/06/2023

উচ্চ রক্তচাপ স্ট্রোকের প্রধান কারণ এবং ডায়াবেটিস রোগীদের মধ্যে স্ট্রোকের ঝুঁকি সবচেয়ে বেশি।

স্ট্রোকের ফলে সবচেয়ে সাধারণ যে ঘটনাটি ঘটে তা হল পক্ষাঘাত বা প্যারালাইসিস। এ অবস্থায় রোগী পেশী নড়াচড়া করতে পারে না। কারণ স্ট্রোকের পর মস্তিষ্কে রক্ত ​​প্রবাহ বাধাগ্রস্ত হয়। ফলে মস্তিষ্ক থেকে যে সিগন্যালগুলো পেশী নড়াচড়ার ব্যাপারটি ট্রিগার করে সেটা ঠিক মত কাজ করে না।

বেশিরভাগ ক্ষেত্রে, স্ট্রোকের কারণে মস্তিষ্কের যে অংশ ক্ষতিগ্রস্ত হয়, তার বিপরীত দিকের শরীরের কোনো অংশ এটি দ্বারা প্রভাবিত হয়ে থাকে।

স্ট্রোক-আক্রান্ত ৯০% মানুষ তাৎক্ষণিকভাবে কিছু মাত্রায় হলেও পক্ষাঘাতগ্রস্থ হন বা প্যারালাইজড হয়ে যান।

সৌভাগ্যবশত, স্ট্রোক প্যারালাইসিস ফিজিওথেরাপি, ওষুধ এবং স্ট্রোক পরবর্তী কিছু ব্যায়ামের মাধ্যমে শরীরের নড়াচড়া আগের মত স্বাভাবিক করা সম্ভব।

স্ট্রোক প্রতিরোধে ডাক্তারের নির্দেশাবলি মেনে চলুন, স্বাস্থ্যকর এবং সক্রিয় জীবনধারা নিশ্চিত করুন। তাছাড়া রক্তচাপ নিয়ন্ত্রণ ও ওজন নিয়ন্ত্রণে রাখা ও খাবারে কোলেস্টেরলের পরিমাণ কম রাখলে আমরা সহজেই স্ট্রোকের মত গুরুতর সমস্যাগুলো এড়িয়ে চলতে পারি।

কীভাবে বুঝবেন আপনি বা আপনার আশেপাশে কেউ স্ট্রোক করছেন?
🔸আকস্মিক মাথাব্যথা।
🔸মাথা ঘোরা।
🔸বমি হওয়া
🔸মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাওয়া।
🔸হঠাৎ করে কথা বলা ও বুঝতে সমস্যা।
🔸উচ্চারণে অস্পষ্টতা।
🔸শরীরের অঙ্গ-প্রত্যঙ্গে বিশেষ করে বাহু, পা বা মুখে দুর্বলতা বা অসাড়তা‌।

এগুলোর যেকোনো উপসর্গ লক্ষ করলে দ্রুত বাংলাদেশ স্পেশালাইজ্ড হসপিটালে চলে আসুন। ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স সেবা পেতে 01313777999 নম্বরে কল করুন।

বাংলাদেশ স্পেশালাইজ্ড হসপিটালে আমরা যেকোনো বয়সের মানুষের স্ট্রোক বা প্যারালাইসিসের ঝুঁকি কমাতে রুটিন চেকআপ এবং স্ক্রিনিং করে গুরুতর কোনও জটিলতা সৃষ্টির আগেই পদক্ষেপ নিয়ে থাকি এবং প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকি।

এছাড়া, আমাদের ফিজিওথেরাপিস্টরা স্ট্রোক প্যারালাইসিসের রোগীর সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে সম্পূর্ণ কাস্টমাইজভাবে স্ট্রোক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করে থাকেন।

আর যদি হেমোরেজিক স্ট্রোক হয় যেখানে মস্তিষ্কের ভিতরে রক্তনালী ফেটে যায় এবং মস্তিষ্কের টিস্যুতে রক্ত ছড়িয়ে পড়ে তাহলে আমাদের বিশেষজ্ঞ নিউরোসার্জনরা যতদ্রুত সম্ভব প্রয়োজনীয় অপারেশন করে রোগীর সুস্বাস্থ্য নিশ্চিত করবেন।

👉 তাই, অনাকাঙ্ক্ষিত মুহূর্তগুলোতে আপনার স্বজনের স্বাস্থ্যগত নিরাপত্তা ভাগ্যের আশায় ছেড়ে দিবেন না! নির্ভরযোগ্য জরুরি সেবা ও দ্রুত সঠিক চিকিৎসা পেতে বাংলাদেশ স্পেশালাইজ্ড হসপিটালের নিউরো বিভাগের শরণাপন্ন হোন। উন্নতমানের অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন মেশিন দিয়ে সজ্জিত আমাদের প্রতিটি বিভাগ বিশেষজ্ঞ চিকিৎসকদের টিম নিয়ে আপনার সেবায় সর্বদা প্রস্তুত রয়েছে।

নিজে সচেতন হউন, পরিবারকে সচেতন করুন।

➡️ এপয়েন্টমেন্ট বুকিং দিতে কল করুন 10633

🏥 অথবা চলে আসুন এই ঠিকানায়ঃ
বাংলাদেশ স্পেশালাইজ্ড হসপিটাল লিঃ
২১ শ্যামলী, মিরপুর রোড, ঢাকা - ১২০৭

☎️ বিস্তারিত জানতেঃ ১০৬৩৩

#নিউরো #নিউরোসার্জন #ব্রেইনস্ট্রোক #স্ট্রোক #ইমার্জেন্সি #ডাক্তার #হাসপাতাল #বিশেষজ্ঞ #মেডিসিন #সার্জারি

13/06/2023

বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা নিয়ে পাশে আছে এভারকেয়ার রেডিয়েশন অ্যান্ড ক্লিনিক্যাল অনকোলজি বিভাগ।
এই বিভাগে রয়েছে LINAC HD-VERSA মেশিনের মাধ্যমে উচ্চ পর্যায়ের রেডিওথেরাপি, অত্যাধুনিক এইচডিয়ার ব্র‍্যাকিথেরাপি এবং সর্বাধুনিক PET-CT মেশিনে সব ধরনের টিউমার পর্যবেক্ষণ সুবিধা।
আরও বিস্তারিত জানতে অথবা অ্যাপয়েন্টমেন্টের জন্য কল করুন ১০৬৭৮ নম্বরে বা ভিজিট https://www.evercarebd.com/dhaka/specialities/cancer-care-centre/


13/06/2023

হার্ট অ্যাটাকে প্রথম ১ঘণ্টা সবচেয়ে ঝুঁকিপূর্ণ। তাই দেরি না করে সঠিক চিকিৎসার জন্য আসুন এভারকেয়ার ইমার্জেন্সি বিভাগে।
বিশ্বমানের চিকিৎসাসেবা বা অ্যাপয়েন্টমেন্ট নিতে কল ১০৬৭৮ বা ক্লিক https://www.evercarebd.com/dhaka/specialities/accident-emergency/


13/06/2023

প্রয়াত পপুলার গ্রুপের চেয়ারম্যান মিসেস তাহেরা আক্তার এর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড এর পক্ষ থেকে গভীর শ্রদ্ধাঞ্জলি।

আমরা উনার আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করছি।



.

.

13/06/2023

ডায়াবেটিস ও থাইরয়েড সম্পর্কে সচেতন হোন। আর এর সুচিকিৎসা ও পরামর্শ দিতে আছেন এভারকেয়ার হসপিটাল ঢাকা-র এন্ডোক্রাইনোলজি অ্যান্ড ডায়াবেটলজি ডিপার্টমেন্টের সিনিয়র কনসালটেন্ট ও কোঅর্ডিনেটর প্রফেসর ডা. আব্দুল মান্নান সরকার।
বিস্তারিত জানতে অথবা অ্যাপয়েন্টমেন্টের জন্য কল করুন ১০৬৭৮ নম্বরে বা ভিজিট https://www.evercarebd.com/dhaka/appointment/


Address

House No-263, Word No-01, , Patharghata Pourashova, , Post Code No, Patharghata Barguna
Patharghata
8720

Alerts

Be the first to know and let us send you an email when M/S Sikder Pharma posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram