13/06/2023
উচ্চ রক্তচাপ স্ট্রোকের প্রধান কারণ এবং ডায়াবেটিস রোগীদের মধ্যে স্ট্রোকের ঝুঁকি সবচেয়ে বেশি।
স্ট্রোকের ফলে সবচেয়ে সাধারণ যে ঘটনাটি ঘটে তা হল পক্ষাঘাত বা প্যারালাইসিস। এ অবস্থায় রোগী পেশী নড়াচড়া করতে পারে না। কারণ স্ট্রোকের পর মস্তিষ্কে রক্ত প্রবাহ বাধাগ্রস্ত হয়। ফলে মস্তিষ্ক থেকে যে সিগন্যালগুলো পেশী নড়াচড়ার ব্যাপারটি ট্রিগার করে সেটা ঠিক মত কাজ করে না।
বেশিরভাগ ক্ষেত্রে, স্ট্রোকের কারণে মস্তিষ্কের যে অংশ ক্ষতিগ্রস্ত হয়, তার বিপরীত দিকের শরীরের কোনো অংশ এটি দ্বারা প্রভাবিত হয়ে থাকে।
স্ট্রোক-আক্রান্ত ৯০% মানুষ তাৎক্ষণিকভাবে কিছু মাত্রায় হলেও পক্ষাঘাতগ্রস্থ হন বা প্যারালাইজড হয়ে যান।
সৌভাগ্যবশত, স্ট্রোক প্যারালাইসিস ফিজিওথেরাপি, ওষুধ এবং স্ট্রোক পরবর্তী কিছু ব্যায়ামের মাধ্যমে শরীরের নড়াচড়া আগের মত স্বাভাবিক করা সম্ভব।
স্ট্রোক প্রতিরোধে ডাক্তারের নির্দেশাবলি মেনে চলুন, স্বাস্থ্যকর এবং সক্রিয় জীবনধারা নিশ্চিত করুন। তাছাড়া রক্তচাপ নিয়ন্ত্রণ ও ওজন নিয়ন্ত্রণে রাখা ও খাবারে কোলেস্টেরলের পরিমাণ কম রাখলে আমরা সহজেই স্ট্রোকের মত গুরুতর সমস্যাগুলো এড়িয়ে চলতে পারি।
কীভাবে বুঝবেন আপনি বা আপনার আশেপাশে কেউ স্ট্রোক করছেন?
🔸আকস্মিক মাথাব্যথা।
🔸মাথা ঘোরা।
🔸বমি হওয়া
🔸মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাওয়া।
🔸হঠাৎ করে কথা বলা ও বুঝতে সমস্যা।
🔸উচ্চারণে অস্পষ্টতা।
🔸শরীরের অঙ্গ-প্রত্যঙ্গে বিশেষ করে বাহু, পা বা মুখে দুর্বলতা বা অসাড়তা।
এগুলোর যেকোনো উপসর্গ লক্ষ করলে দ্রুত বাংলাদেশ স্পেশালাইজ্ড হসপিটালে চলে আসুন। ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স সেবা পেতে 01313777999 নম্বরে কল করুন।
বাংলাদেশ স্পেশালাইজ্ড হসপিটালে আমরা যেকোনো বয়সের মানুষের স্ট্রোক বা প্যারালাইসিসের ঝুঁকি কমাতে রুটিন চেকআপ এবং স্ক্রিনিং করে গুরুতর কোনও জটিলতা সৃষ্টির আগেই পদক্ষেপ নিয়ে থাকি এবং প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকি।
এছাড়া, আমাদের ফিজিওথেরাপিস্টরা স্ট্রোক প্যারালাইসিসের রোগীর সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে সম্পূর্ণ কাস্টমাইজভাবে স্ট্রোক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করে থাকেন।
আর যদি হেমোরেজিক স্ট্রোক হয় যেখানে মস্তিষ্কের ভিতরে রক্তনালী ফেটে যায় এবং মস্তিষ্কের টিস্যুতে রক্ত ছড়িয়ে পড়ে তাহলে আমাদের বিশেষজ্ঞ নিউরোসার্জনরা যতদ্রুত সম্ভব প্রয়োজনীয় অপারেশন করে রোগীর সুস্বাস্থ্য নিশ্চিত করবেন।
👉 তাই, অনাকাঙ্ক্ষিত মুহূর্তগুলোতে আপনার স্বজনের স্বাস্থ্যগত নিরাপত্তা ভাগ্যের আশায় ছেড়ে দিবেন না! নির্ভরযোগ্য জরুরি সেবা ও দ্রুত সঠিক চিকিৎসা পেতে বাংলাদেশ স্পেশালাইজ্ড হসপিটালের নিউরো বিভাগের শরণাপন্ন হোন। উন্নতমানের অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন মেশিন দিয়ে সজ্জিত আমাদের প্রতিটি বিভাগ বিশেষজ্ঞ চিকিৎসকদের টিম নিয়ে আপনার সেবায় সর্বদা প্রস্তুত রয়েছে।
নিজে সচেতন হউন, পরিবারকে সচেতন করুন।
➡️ এপয়েন্টমেন্ট বুকিং দিতে কল করুন 10633
🏥 অথবা চলে আসুন এই ঠিকানায়ঃ
বাংলাদেশ স্পেশালাইজ্ড হসপিটাল লিঃ
২১ শ্যামলী, মিরপুর রোড, ঢাকা - ১২০৭
☎️ বিস্তারিত জানতেঃ ১০৬৩৩
#নিউরো #নিউরোসার্জন #ব্রেইনস্ট্রোক #স্ট্রোক #ইমার্জেন্সি #ডাক্তার #হাসপাতাল #বিশেষজ্ঞ #মেডিসিন #সার্জারি