06/09/2025
উচ্চ শক্তির (২০০ শক্তির) হোমিওপ্যাথিক ওষুধে ক্যান্সার কোষে মৃত্যু: মাল্টিপল মাইলোমা নিয়ে নতুন গবেষণার ফলাফল
তুরস্কে পরিচালিত এক পরীক্ষামূলক গবেষণায় দেখা গেছে, অতি-উচ্চমাত্রায় মিশ্রিত চারটি হোমিওপ্যাথিক ওষুধ ল্যাবরেটরিতে মাল্টিপল মাইলোমা (Multiple Myeloma) ক্যান্সার কোষের কার্যক্ষমতা কমিয়ে দেয় এবং নিয়ন্ত্রিত কোষমৃত্যু (অ্যাপোপটোসিস) ঘটায়।
হেমাটোলজিক্যাল ক্যান্সারের মধ্যে মাল্টিপল মাইলোমা দ্বিতীয় সর্বাধিক প্রচলিত ও জটিল এক ধরণের ক্যান্সার, যা চিকিৎসা প্রতিরোধী হওয়ার কারণে বিশেষ চ্যালেঞ্জ তৈরি করে। সাম্প্রতিক সময়ে Homeopathy বৈজ্ঞানিক জার্নালে প্রকাশিত একটি গবেষণায় প্রমাণ মিলেছে যে, হোমিওপ্যাথিক ওষুধ Arsenicum album, Hecla lava, Carcinosinum এবং Carboneum sulphuratum (সবগুলো ২০০সি মাত্রায়) মাল্টিপল মাইলোমা কোষের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলে।
গবেষণায় ব্যবহৃত হয় মানব মাল্টিপল মাইলোমা কোষ-লাইন RPMI-8226, যাকে ৯৬ ঘণ্টা ধরে বিভিন্ন ওষুধে চিকিৎসা করা হয়। ফলাফলে দেখা যায়—
৭২ ও ৯৬ ঘণ্টার মধ্যে কোষের কার্যক্ষমতা অর্ধেকে নেমে আসে।
কোষে অ্যাপোপটোসিস বা নিয়ন্ত্রিত মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।
কোষচক্র বিশ্লেষণে প্রমাণিত হয় যে, Hecla lava ও Carboneum sulphuratum কোষকে sub-G0/G1 পর্যায়ে আটকে দেয়, যা DNA ভাঙনের মাধ্যমে কোষমৃত্যুর ইঙ্গিত বহন করে।
গবেষক দল জানিয়েছেন, এটি প্রথমবারের মতো প্রমাণ করল যে Carboneum sulphuratum ক্যান্সার কোষে সক্রিয় ভূমিকা রাখতে পারে। তাদের মতে, যদিও এই ফলাফল কেবলমাত্র in vitro—ল্যাবরেটরির কোষ সংস্কৃতিতে—দেখা গেছে, তবুও এটি ভবিষ্যতে মাল্টিপল মাইলোমার বিকল্প ও সম্পূরক চিকিৎসা উন্নয়নে নতুন পথ খুলে দিতে পারে।
গবেষণাটি চিকিৎসা বিজ্ঞানে এক সম্ভাবনাময় ইঙ্গিত দিলেও বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন যে, মানুষের উপর সরাসরি প্রয়োগের আগে আরও বিস্তৃত ও বহুমাত্রিক গবেষণা অপরিহার্য।
মুল গবেষণা পত্রটি পড়ুন নিচের লিংকে --
https://www.thieme-connect.com/products/ejournals/pdf/10.1055/s-0044-1786035.pdf