HOLY TOUCH Hospital

HOLY TOUCH Hospital Holy Touch Hospital provides specialty surgical services through honourable doctors with trained stf

প্রতি‌টি ফ্লো‌রের জন‌্য আলাদা আলাদা অ‌ভিজ্ঞ ডি‌প্লোমা নার্স। ও‌টির জন‌্য আলাদা স্টাফ ও সার্বক্ষ‌নিক ডাক্তার ও মে‌ডি‌কেল এসিসট‌্যান্ট। সার্বক্ষ‌নিক বিদ‌্যু‌তের ব‌্যবস্থা। বিলাস বহুল এসি নন এসি কে‌বিন। বিশুদ্ধ খাবার পা‌নির ব‌্যবস্থা সহ সততা ও সচ্ছতার সা‌থে রোগী ভর্তী রে‌খে অ‌ভিজ্ঞ ডাক্তার দ্বারা স্বল্প খর‌চে চি‌কিৎসা সেবা দেয়া।

06/09/2025

VVIP Cabin in Holy Touch Hospital. Per Day Rent With Service Charges BDT.3200/-

20/08/2025

বর্তমানে তরুণ প্রজন্মের জন্য একটি আকর্ষণীয় পেশা হতে পারে চিকিৎসা দালালী। প্রায় বিনা পুঁজিতে বেশুমার ইনকামের পাশাপাশি রয়েছে অগাধ সন্মান আর খাতিরের সুবর্ণ সুযোগ।

পেরিফেরির অধিকাংশ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার মূলত দালাল নির্ভর। এদের প্রত্যেকের রোগীর প্রধান ফিডার গ্রাম-গঞ্জের কোয়াক, বেকার ও ওষুধ দোকানদার ওরফে মহান দালালরা।

রোগী কোন হাসপাতালে ডাক্তার দেখাবে, ভর্তি হবে বা অপারেশন করাবে এটা নির্ভর করে এসব দালালের মতের উপর। এছাড়া ডাক্তারের জশ বা হাসপাতালের সার্ভিস এগুলো রোগীদের কাছে প্রায় মূল্যহীন।

দালাল সাহেব যেখানে বলবেন রোগী অন্ধবিশ্বাসে সেই ডাক্তার বা হাসপাতালের কাছে নিজেকে সঁপে দিবে। হাসপাতালগুলোর কাছে তাই রোগীর চেয়েও এসব দালালের কদর অনেক বেশি।

এরা হাসপাতালে পায় ভিআইপি মর্যাদা। হাসপাতালের টাকায় খাওয়া-দাওয়া আপ্যায়ন চলে টপ ক্লাস। এমডি-চেয়ারম্যানের সাথে এদের দহরম মহরম। এর সাথে রোগীর মোট চিকিৎসা বিলের প্রায় ৫০ ভাগ বা আরো বেশি চলে যায় এদের পকেটে। এটাকে ভদ্র ভাষায় বলে রেফারেল ফি বা আরএফ।

আগে ২৫-৩০% দিয়ে কাজ চালাতো হাসপাতালগুলো। এখন কম্পিটিশনের যুগে এটা বেড়ে হয়েছে ৫০-৬০%। বাকি ৪০-৫০% পায় হাসপাতাল; সার্জন, এসিস্ট্যান্ট, এনেস্থেটিস্ট, ফিজিশিয়ান সহ অন্যান্য ডাক্তারের বিল সহ।

আবার রোগীর লোকদের কাছে ভালো সেজে, তাদেরকে সময় দিয়ে তাদের কাছেও পায় প্রচুর সম্মান, আস্থা ও মোটা অংকের সম্মানী। শুধু লাভ আর লাভ।

কোনো কাজ না করে, ঘুরেফিরে খেয়ে দেয়ে, সবার কাছ থেকে ভালবাসা সন্মান পেয়ে অটোমেটিক পকেট পুরা করার মতো এমন নবাবী পেশা আর দ্বিতীয়টা নাই। মাসে গোটা পাঁচেক রোগী হাসপাতালে ভর্তি করাতে পারলে প্রথম শ্রেণীর সরকারি চাকরি এমনকি বহু লোভনীয় প্রাইভেট চাকরির চেয়ে বেশি ইনকা। করা কোনো ব্যপারই না।

সবচেয়ে বড় ব্যপার, রোগীদের চিকিৎসা খরচ বৃদ্ধি ও হয়রানির পিছনে সবচেয়ে বড় কারণ এই দালালী ফি হওয়ার পরেও এটা নিয়ে রোগীর লোকজন, সুশীল সমাজ বা সাংবাদিক সাহেবদের বিন্দুমাত্র মাথাব্যথা বা লেখালেখি নাই, তাই এ পেশা শতভাগ নিরাপদ ও রিস্ক ফ্রি।

শুধু শুধু পয়সা ও সময় নষ্ট করে পড়াশোনা না করে, বা পড়াশোনা শেষে চাকরির জন্য জুতার তলি ক্ষয় না করে, বিদেশে মোটা অংকের টাকা দিয়ে লাইন না দিয়ে তরুণ প্রজন্ম দলে দলে দালালী পেশায় আত্মনিয়োগ করে দেশ, দশ ও নিজের সেবা করার মাধ্যমে সঠিক পথ বেছে নিবে, এটাই কামনা!
@সংগৃহীত।

21/07/2025
একজন মামা (এ্যাড. মজিবুর রহমান টোটন) এবং আর একজন ভাই (মো: বশির আহম্মেদ মৃধা)।ব্যাক্তিত্বে দুজনের অনেক মিল যা আমাদের অনেক...
03/07/2025

একজন মামা (এ্যাড. মজিবুর রহমান টোটন) এবং আর একজন ভাই (মো: বশির আহম্মেদ মৃধা)।
ব্যাক্তিত্বে দুজনের অনেক মিল যা আমাদের অনেক কাছে থেকে দেখার সুযোগ হয়েছে। বৈশিষ্ঠ্যে উভয়েই সাবলীল ও উন্মুক্ত অভিব্যক্তির অধিকারী। হয়ত: বাস্তবতার প্রয়োজনে একটু আগে পিছে করা হয়েছে কিন্তু, আদর্শিকতায় ও মানবিকতায় আপনারা আজীবন আমাদের শ্রদ্ধার আসনে থাকবেন।
আল্লাহ আপনাদের দীর্ঘ জীবি করুন।

📌 কেন প্রেগন্যান্সি কনফার্ম হওয়ার পর শুরুতেই আল্ট্রাসনোগ্রাম করা অত্যন্ত জরুরি?গত ২ মাসে একাধিক মায়ের আল্ট্রাসনোগ্রাম রি...
10/04/2025

📌 কেন প্রেগন্যান্সি কনফার্ম হওয়ার পর শুরুতেই আল্ট্রাসনোগ্রাম করা অত্যন্ত জরুরি?

গত ২ মাসে একাধিক মায়ের আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট দেখে কিছু অত্যন্ত দুঃখজনক কেস দেখতে হচ্ছে।তাদের কাউন্সেলিং করা সত্যিই কষ্টসাধ্য—যতই বোঝানো হোক, তারা শুধু চোখের জল ফেলেন।

একটি বাস্তব চিত্র চিন্তা করুন—
একজন মা ৪-৫ বা ৬ মাসে প্রথম আল্ট্রাসনোগ্রাম করতে এসে শুনলেন,
শিশুর হাত-পা-হার্টবিট সব ঠিক আছে, বাচ্চাটি নড়াচড়া করছে।
কিন্তু... মাথার খুলির উপর অংশই গঠিত হয়নি, ব্রেইনই নেই!

সে মা তখন অসহায়ের মতো তাকিয়ে থাকেন, আর চোখ বেয়ে গড়িয়ে পড়ে অশ্রু…

#তাদের_প্রশ্ন_থাকে:

কেন এমনটা হলো?

আমি কি কোনো পাপ করেছি?

আমার ওপর আল্লাহ নারাজ?

এখন কী হবে?

এর কোনো চিকিৎসা আছে?

#চলুন_বিষয়টা_জানিঃ

এই সমস্যাটির নাম Anencephaly।
এটি একটি জন্মগত সমস্যা—Neural Tube Defect—এর একটি রূপ।
গর্ভধারণের ৪-৫ সপ্তাহের (মাত্র ২৮-৩২ দিন!) মধ্যে শরীরের নিউরাল টিউব তৈরি হয়ে বন্ধ হয়ে যায়।
যদি এই টিউব ঠিকভাবে বন্ধ না হয়, তখন শিশুর ব্রেইন ও স্ক্যাল্প ঠিকমতো তৈরি হয় না।

#কারণসমূহঃ

মা বা বাবার জেনেটিক সমস্যা

গর্ভাবস্থার শুরুতে ফলিক এসিডের ঘাটতি

কিছু সাইকিয়াট্রিক ওষুধ

ব্যথানাশক বা ওপিয়ড জাতীয় ওষুধ

#ডায়াগনোসিস_কীভাবে_হয়?

১২-১৪ সপ্তাহের মধ্যে একটি আল্ট্রাসনোগ্রামই যথেষ্ট।

এছাড়াও পরীক্ষা করা যায়:

Serum Alpha-Fetoprotein (increased)

MRI

Amniocentesis

#চিকিৎসা_আছে_কি?

না, দুঃখজনকভাবে Anencephaly-এর কোনো চিকিৎসা নেই।

#প্রতিরোধযোগ্য_কি?

হ্যাঁ! প্রতিরোধই একমাত্র উপায়।

গর্ভধারণের আগে ও পরে ফলিক অ্যাসিড নিয়মিত খেতে হবে (প্রতিদিন ৪০০-৮০০ মাইক্রোগ্রাম)।

প্রথম ২ মাস অপ্রয়োজনীয় ব্যথানাশক বা সাইকিয়াট্রিক ওষুধ এড়িয়ে চলতে হবে।

িশুর_ভবিষ্যৎ_কী?

অনেক সময় শিশুটি গর্ভেই নষ্ট হয়ে যায় বা মারা যায়।

জন্মের পর কিছুক্ষণের মধ্যেই (ঘণ্টা, দিন বা সপ্তাহ) মারা যায়।

যারা বেঁচে থাকে, তারা অন্ধ, বধির এবং অচেতন অবস্থায় থাকে।

রিপোর্ট অনুযায়ী, ১ বছরের মধ্যে ১০০% এই শিশুরা মারা যায়।

োস্ট_কেন_দিলাম?

সচেতনতা তৈরির জন্য।
অনেকের এখনো ধারণা—

“আগে তো মানুষ ডাক্তার দেখাত না।”

“আমার কোনো সমস্যা নেই, কেন যাবো ডাক্তার?”

“ওষুধ খেতে পারি না, বমি হয়।”

“৬ বা ৮ মাসে আল্ট্রা করবো।”

এইসব চিন্তাভাবনার পরিবর্তন আনতেই এই পোস্ট।
প্রথম ৩ মাসের চেকআপ, ফলিক অ্যাসিড আর একটি টাইমলি আল্ট্রাসনোগ্রাম
একটি শিশুর জীবন বাঁচাতে পারে। একটি মায়ের কান্না থামাতে পারে।

---

আল্লাহ আমাদের সবাইকে সচেতনতা, জ্ঞান ও সহানুভূতির আলোয় আলোকিত করুন।
আপনার একটি শেয়ার অন্য কাউকে এই দুঃখজনক পরিস্থিতি থেকে বাঁচাতে পারে।

বি দ্রঃ ডাক্তা‌রের চেম্বারে এমনও মা আসে যারা কোন ধরনের পরীক্ষা নিরীক্ষা কিচ্ছু করেনি, কোন ওষুধও খায় না, এমনকি নিজের রক্তের গ্রুপটাও জানে না। ছেলে না মেয়ে সেটা জানার জন্য একটা আল্টা করে ।

পটুয়াখালী মে‌ডি‌কেল ক‌লে‌জের সহকারী অধ‌্যাপক "ডাঃ জা‌কিয়া সুলতানা" ম‌্যাম, তারু‌ন্যের উৎসব - ২০২৫, "স্বাস্থ‌্য মেলায়" আগ...
21/02/2025

পটুয়াখালী মে‌ডি‌কেল ক‌লে‌জের সহকারী অধ‌্যাপক "ডাঃ জা‌কিয়া সুলতানা" ম‌্যাম, তারু‌ন্যের উৎসব - ২০২৫, "স্বাস্থ‌্য মেলায়" আগত দর্শনার্থী‌দের আজ ফ্রী চি‌কিৎসা পরামর্শ দেন।

Address

Power House Road
Patuakhali
8600

Alerts

Be the first to know and let us send you an email when HOLY TOUCH Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to HOLY TOUCH Hospital:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category