আস্থা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র,বগুড়া।

  • Home
  • Bangladesh
  • Puran Bogra
  • আস্থা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র,বগুড়া।

আস্থা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র,বগুড়া। Here you'll find treatment,counseling,inspirational stories & practical tips for overcoming addiction Has psychotherapy available

মাদকবিরোধী সচেতনতা ও প্রতিরোধে গণশুনানি ২০২৫আজ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, জেলা কার্যালয়, বগুড়ার আওতাধীন সেবাগ্রহীতাগণ...
26/11/2025

মাদকবিরোধী সচেতনতা ও প্রতিরোধে গণশুনানি ২০২৫

আজ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, জেলা কার্যালয়, বগুড়ার আওতাধীন সেবাগ্রহীতাগণের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ন গণশুনানি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: মাহবুব আলম, উপসচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাজহারুল ইসলাম, পরিচালক (নিরোধ শিক্ষা), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং জনাব হুসাইন মোহাম্মদ রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ), বগুড়া।

সভাপতিত্ব করেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো: মাসুদ হোসেন।
অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন জনাব মোহাঃ জিললুর রহমান , উপপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া।

গণশুনানিতে মাদক অপব্যবহার রোধ, শিক্ষার্থী ও সাধারণ জনগণকে সচেতন করার কৌশল, এওয়ারনেস প্রোগ্রামের ভূমিকা এবং মাদক ব্যবসা প্রতিরোধের বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

#ডিএনসি_বগুড়া
#মাদকমুক্ত_বাংলাদেশ_গড়াই_আমাদের_লক্ষ্য

25/11/2025

নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো: বগুড়া জেলার বেসরকারি...

অত্যন্ত আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে যে, আজ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সম্মানিত পরিচালক (নিরোধ শিক্ষা) জনাব মাজহারু...
25/11/2025

অত্যন্ত আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে যে, আজ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সম্মানিত পরিচালক (নিরোধ শিক্ষা) জনাব মাজহারুল ইসলাম মহোদয় ও উপপরিচালক, বগুড়া জনাব মোহাঃ জিললুর রহমান আস্থা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র পরিদর্শন করেন।

পরিদর্শনকালে মহোদয়গণ আমাদের সেবাগ্রহীতা রোগীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং তাঁদের সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য মূল্যবান পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।

তাঁরা আস্থা মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের সার্বিক কার্যক্রম, চিকিৎসা পদ্ধতি এবং ব্যবস্থাপনা দেখে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও কার্যকরভাবে কাজ করার জন্য উৎসাহ প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের মেডিকেল অফিসার Sajjad Rumon , যিনি রোগীদের চিকিৎসা ও পুনর্বাসনে নিয়মিত দায়িত্ব পালন করছেন।

আস্থা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র,বগুড়া। পরিবার আজকের এ অনুপ্রেরণামূলক উপস্থিতি ও মূল্যবান পরামর্শের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছে।

#আস্থা_মাদকাসক্তি_নিরাময়_কেন্দ্র


⚽ মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর  ফাইনাল খেলা ! 🏆  চলুন আমরা সুস্থ্যতার  প্রেরণা ছড়াই, এবং তরুণদের পাশে থাকি মাদক...
05/11/2025

⚽ মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা ! 🏆
চলুন আমরা সুস্থ্যতার প্রেরণা ছড়াই, এবং তরুণদের পাশে থাকি মাদকমুক্ত ভবিষ্যতের জন্য।

#ডিএনসি_বগুড়া
#মাদকাসক্তি_মুক্ত_বাংলাদেশ_গড়াই_আমাদের_লক্ষ্য

05/11/2025

🎉⚽ মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট ২০২৫ – এর ফাইনাল খেলা ⚽🎉

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া ও জেলা প্রশাসনের আয়োজনে "তারুণ্যের উৎসব" মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল ম্যাচ। যেখানে ক্রীড়া ও মাদকবিরোধী সচেতনতার মাধ্যমে তরুণ প্রজন্মকে সুস্থ ও সচেতন রাখার বার্তা দেওয়া হয়।

আমরা বিশ্বাস করি—খেলাধুলা ও সঠিক দিকনির্দেশনার মাধ্যমে যুবসমাজকে মাদকমুক্ত রাখতে সম্ভব।

#আস্থা #ডিএনসি_বগুড়া #মাদকাসক্তি_মুক্ত_বাংলাদেশ_গড়াই_আমাদের_লক্ষ্য

১৩ বছরের একটা মেয়ে আছে!"স্যার আর জীবনে এসব খাবনা,মেয়েকে বিয়ে দিতে হবে,মেয়েটা স্যার ১৭ পারা কুরআনের হাফেজা,আমার জন্য দোয়া...
02/11/2025

১৩ বছরের একটা মেয়ে আছে!

"স্যার আর জীবনে এসব খাবনা,মেয়েকে বিয়ে দিতে হবে,মেয়েটা স্যার ১৭ পারা কুরআনের হাফেজা,আমার জন্য দোয়া করেন,আল্লাহ যেন আমাকে এই জঘন্য পথ থেকে উদ্ধার করে।"

বলতে বলতেই চোখে জল।😔
এটাই বাস্তবতা-মাদকাসক্তি জীবনের পথে মানুষকে ভুল পথে টেনে নিয়ে যায়।এই পথে পা দেয়ার কিছুদিন পর থেকেই সবাই অনুশোচনায় ভোগে,বের হয়ে চায় কিন্তু পারিপার্শ্বিকতার কারনে পারেনা।
🩺কিন্তু একটি প্রফেশনাল সুরক্ষিত ও মানবিক পরিবেশ পেলে রোগীরা আবার সুস্থ্য ও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে।
🙏আপনারা সবাই এই রোগীর জন্য দোয়া করুন-আল্লাহ যেন তাকে তওবা করার এবং নতুন জীবন শুরু করার শক্তি দান করেন।

আস্থা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র,বগুড়া। আপনার পাশে, প্রতিটি ধাপে।

আজ বিকেলে আস্থা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র,বগুড়া।  পরিদর্শন করেন জনাব মো: আলী আসলাম হোসেন, অতিরিক্ত পরিচালক, মাদকদ্রব্য ন...
19/10/2025

আজ বিকেলে আস্থা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র,বগুড়া। পরিদর্শন করেন জনাব মো: আলী আসলাম হোসেন, অতিরিক্ত পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, রাজশাহী এবং মোহাঃ জিললুর রহমান উপপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া।

🔥 পরিদর্শনকালে তাঁরা রোগীদের সাথে কথা বলেন এবং মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করেন।

✅ কেন্দ্রের পরিবেশ, সেবার মান ও কার্যক্রম দেখে তাঁরা সন্তোষ প্রকাশ করেন এবং এক সাথে কাজ করে ভবিষ্যতে আরও উন্নত ও টেকসই সেবা প্রদানের লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

#আস্থা #মাদকমুক্ত_ভবিষ্যৎ #বগুড়া

13/10/2025

ভালোবাসার সম্পর্ক, স্বপ্নের ভবিষ্যৎ, সুস্থ জীবন—সবকিছু ধ্বংস হয়ে যায় নেশার ছোবলে।

🤝 আসুন, ভয় নয়—সচেতনতা ও সাহসকে বেছে নিই।

✋ মাদককে না বলি, সহানুভূতির হাত বাড়িয়ে দিই।

একসাথে গড়ি মাদকমুক্ত, নিরাপদ ও সুন্দর একটি আগামী।


#মাদকমুক্ত_ভবিষ্যৎ
#আস্থা_নিরাময়_কেন্দ্র

👨‍⚕️ DR.Sajjad Rumon রোগীদের শারীরিক ও মানসিক সমস্যা নিরসনে নিরলসভাবে কাজ করছেন। তিনি প্রতিটি রোগীর সাথে পৃথকভাবে কাউন্স...
12/10/2025

👨‍⚕️ DR.Sajjad Rumon রোগীদের শারীরিক ও মানসিক সমস্যা নিরসনে নিরলসভাবে কাজ করছেন। তিনি প্রতিটি রোগীর সাথে পৃথকভাবে কাউন্সেলিং করেন যাতে তারা আরও সুস্থ, স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন।

💬 তার সহানুভূতিশীল মনোভাব ও পেশাগত দক্ষতা আমাদের প্রত্যেক রোগীর মনে নতুন আশার আলো জাগিয়ে তোলে।

🌟 আস্থা শুধু একটি নিরাময় কেন্দ্র নয়, এটি একটি পরিবার—যেখানে প্রতিটি প্রাণের সুস্থতা আমাদের দায়িত্ব।

#আস্থা_নিরাময়_কেন্দ্র
#মাদকমুক্ত_জীবন




11/10/2025

মাদকের ভয়াবহতা শুধু ব্যবহারে সীমাবদ্ধ নয়, এর পরিণতি আরও ভয়ংকর হয়ে ওঠে উইথড্রল বা বাধ্যতামূলক বিরতির সময়।
DR. Sajjad Rumon এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করেছেন।

উইথড্রল ইফেক্ট কী? কীভাবে তা একজন মাদকাসক্ত ব্যক্তির মানসিক ও শারীরিক অবস্থাকে প্রভাবিত করে?—জানতে চাইলে ভিডিওটি অবশ্যই দেখুন।

আস্থা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র সবসময় চেষ্টা করছে সচেতনতা ও চিকিৎসাসেবা দুটোই মানুষের কাছে পৌঁছে দিতে।

#আস্থা_নিরাময়_কেন্দ্র
#মাদকমুক্ত_ভবিষ্যৎ

#ডা_সাজ্জাদুর_রহমান_রুমন
#ডিএনসি_বগুড়া

We are pleased to welcome Dr. Ramzan Sarkar Sajjad, Consultant, who is now available for patient consultations at Aastha...
09/10/2025

We are pleased to welcome Dr. Ramzan Sarkar Sajjad, Consultant, who is now available for patient consultations at Aastha Drug Addiction Treatment & Rehabilitation Center. His dedication and clinical expertise bring added strength to our mission of helping individuals reclaim a drug-free, healthy life.

05/10/2025

আস্থা মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চিকিৎসা শুধু ওষুধ বা থেরাপিতে নয়—এখানে সম্পর্ক, অনুভূতি, সম্মান ও মানবিকতার মেলবন্ধন ঘটে।

একজন রোগী আজ তাঁর সুস্থতার আনন্দে, কৃতজ্ঞতায় পূর্ণ হৃদয় নিয়ে আবদার করলেন—ডাক্তারের সামনে একটি গান গাইবেন। আর আমাদের সম্মানিত চিকিৎসক মনোযোগ দিয়ে সেই গান শুনলেন, যেন একজন মানুষের ফিরে আসার গল্প শ্রবণ করছেন।

এই মুহূর্তটি আমাদের জন্য শুধুই একটি দৃশ্য নয়—এটা একটি বার্তা:
যেখানে সম্মান আছে, সেখানে সুস্থতার পথ আরও উন্মুক্ত হয়।

আস্থা বিশ্বাস করে—সেবার মান কেবল চিকিৎসায় নয়, হৃদয়ের বন্ধনেও।

#আস্থা #মাদকমুক্ত_জীবন #মানবিকচিকিৎসা #সুস্থতারগান #আস্থা_বগুড়া
#ডিএনসি_বগুড়া

Address

Puran Bogra
5800

Alerts

Be the first to know and let us send you an email when আস্থা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র,বগুড়া। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to আস্থা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র,বগুড়া।:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

We Fight Today For a Better Tomorrow

"Astha" is a de-addiction center that helps those people who are affected by Heroin,Yaba,Alcohol & Cannabis or related mental illness.

ASTHA offers a full spectrum of substance abuse treatment services for adult men, based upon individual needs as assessed through comprehensive evaluations at admission and throughout participation in our program.

All Clients are Unique Your individualized addiction plan is customized according to the addiction severity, presence of a co-occurring mental health disorder, and your unique needs.