18/09/2025
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং ওয়ার্ল্ড হার্ট ফেডারেশনের তথ্যানুযায়ী, বাংলাদেশে প্রতি বছর আনুমানিক ৩,৭৭,২০০ মানুষ হৃদ্রোগজনিত রোগে (CVD) মারা যান। এর মধ্যে উল্লেখযোগ্য অংশের মৃত্যু ঘটে স্ট্রোক এবং ইসকেমিক হার্ট ডিজিজে (IHD)। ২০১৯ সালে স্ট্রোকে প্রায় ১,৩৪,১৬৬ জন এবং IHD-তে প্রায় ১,০৮,৫২৮ জন মারা যান।
বাংলাদেশে CVD হলো প্রধান মৃত্যুর কারণ, যা দেশের মোট মৃত্যুর প্রায় ২১% এর জন্য দায়ী (শুধুমাত্র ২০২০ সালে কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যু প্রায় ১,৮০,০০০ জন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুসারে)। প্রতি ১ লক্ষ জনসংখ্যায় মৃত্যুহার প্রায় ২২৯ জন, বয়স-মানানসই হার ৩১৩ জন।
২০২২ সালের তথ্য অনুযায়ী, বাংলাদেশে মোট মৃত্যুর ১৭.৪৫% হৃদ্রোগে আক্রান্ত হয়ে ঘটে। IHD-তে প্রায় সব মৃত্যুই ঘটে মায়োকার্ডিয়াল ইনফার্কশন (হার্ট অ্যাটাক) এর কারণে।
প্রতি বছর বাংলাদেশে নতুনভাবে হাজার হাজার মানুষ স্ট্রোক, এনজাইনা ও হার্ট ফেলিউরে আক্রান্ত হচ্ছেন। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, স্থূলতা, ধূমপান ও স্থবির জীবনযাত্রা এ রোগগুলোর ঝুঁকি আরও বাড়াচ্ছে।
গত দুই দশকে, উন্নত দেশের মতো বাংলাদেশে হৃদ্রোগজনিত মৃত্যুহার উল্লেখযোগ্য হারে কমেনি, বরং এটি রয়ে গেছে অকালমৃত্যুর প্রধান কারণ।
------
According to the World Health Organization (WHO) and the World Heart Federation, an estimated 377,200 people die of cardiovascular disease (CVD) every year in Bangladesh, of whom a large proportion die of stroke and ischaemic heart disease (IHD). In 2019, stroke caused around 134,166 deaths and IHD caused about 108,528 deaths in Bangladesh.
CVD is the number one cause of death in the country, responsible for nearly 21% of all deaths (about 180,000 deaths in 2020 from cardiac arrest alone, according to BBS). The crude CVD mortality rate is 229 per 100,000 population, while the age-standardized rate is 313 per 100,000 population.
According to 2022 data, heart attacks account for 17.45% of all deaths in Bangladesh. Nearly all deaths from IHD are a result of myocardial infarction (MI, heart attack).
Every year in Bangladesh, thousands of new cases of stroke, angina, and heart failure are reported, and the burden of CVD continues to rise due to risk factors such as hypertension, diabetes, obesity, to***co use, and sedentary lifestyle.
Over the last two decades, unlike some high-income countries, Bangladesh has not seen a significant decline in CVD mortality, and the disease remains the leading cause of premature death.
____________
Collected by
Md Masum Parvag
Clinical Physiotherapist
BPT (India)