24/04/2023
আমার স্বল্প সময়ের অভিজ্ঞতায় Carp culture/fattening সম্পর্কে যা দেখেছি তার একটি সংক্ষিপ্ত বিবরন তুলে ধরলাম:
১. খামার মালিকগন পানির প্যারামিটার মেপে ব্যাবস্হা নেন না। অ্যামোনিয়া(NH3) গ্যাস ও পানির Ph ভারসাম্য মাছ চাষের বড় সমস্যা।
২. খামারীগণ বেশীর ভাগ ক্ষেত্রে সঠিকভাবে মাছের রোগ Diagnosis/ সনাক্ত করতে পারেন না। যেহতু সঠিক রোগ diagnosis হয় না বিধায় ঔষধ প্রয়োগের ক্ষেত্রেও সঠিক ঔষধ প্রয়োগ হয়না।
৩. ঔষধ প্রয়োগ এবং সঠিক মাত্রা নির্ধারনেও খামারীদের সমস্যা রয়েছে।
৪. মাছের খাবার ব্যাবস্হাপনায় যথেষ্ট ভুল ধারনা খামারিদের মাঝে লক্ষ করেছি। যেমন- অত্যাধিক খাবার এবং অব্যবস্হাপনায় খাবার প্রয়োগ, লুস খাবার তৈরীর সময় ভিটামিন, মিনারেল এবং ফ্যাট এর প্রতি তুলনামুলক ভাবে কম গুরুত্ব দেওয়া ইত্যাদি।
৫. হাজারও কোম্পানির হাজারও অ্যাকুয়া মেডিসিনে বাজার ছয়লাপ এবং মেডিসিন কোম্পানির প্রতিনিধির তৎপরতায় খামার মালিকগন দিশেহারা।
৬. খামারী, জমির মালিক, ফিডমিলের মালিক, মেডিসিন কোম্পানি, আড়ৎদার এই Supply Chain এর অন্যদের চাইতে মৎস্য চাষিরা সব সময় ক্ষতির ঝুঁকিতে থাকে।
AQUA FRIENDS BD এর লক্ষ ও উদ্দেশ্য-
১.খামারিদের আধুনিক মাছচাষ /modern fish farming বিষয়ক প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান।
২. মাছের সঠিক রোগ identification ও তার প্রতিকার বিষয়ক পরামর্শ প্রদান।
৩. অ্যান্টিবায়োটিক ও কীটনাশক মুক্ত পরিবেশ বান্ধব পদ্ধতিতে সাশ্রয়ী খরচে স্বাস্থ্য সন্মত উপায়ে অধিক মাছ উৎপাদনে সহায়তা করা।
৪. খামারিদের গুড অ্যাকুয়াকালচার ও হ্যাসাপ নীতি সম্পর্কে অবগত করা যাতে করে চাষিরা ভবিষ্যৎ এ বিদেশে সহজে মাছ রপ্তানি করতে পারে।
সকলকেই ধন্যবাদ
মো: ফরহাদ হোসেন
ডাইরেক্টর একুয়া ফ্রেন্ডস বিডি