20/07/2025
⭕যৌ-ন আসক্তি :-
যৌ-ন চাহিদা না থাকা যেমন একটি রোগ, তেমনি মাত্রাতিরিক্ত যৌ-ন চাহিদা বা আকাঙ্খাও একটি রোগ।
মাত্রাতিরিক্ত যৌ-ন চাহিদা বলতে যা বুঝায়- অনিয়ন্ত্রিত যৌ-ন চিন্তা, কল্পনা, আচরণ যা দৈনন্দিন জীবনে বিরূপ প্রভাব ফেলে, মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটায়।
যৌ-ন আসক্তির লক্ষণ সমূহ:-
- অতিরিক্ত প-র্ণ- গ্রাফি ও হস্ত-মৈথুনের আসক্ত হওয়া।
- একাধিক যৌ-ন সঙ্গীর প্রতি আকর্ষণ বা ঝোঁক।
- সারাক্ষণ যৌ-ন বিষয় নিয়ে চিন্তা করা বা কল্পনা করতে থাকা।
- নিজের প্রতি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা।বারবার যৌ-ন আচরণ নিয়ন্ত্রণ করতে চাইলেও ব্যর্থ হওয়া।
- যৌ-ন বিষয়ে না কার্যকলাপে সময় অপচয় করা।
- ব্যক্তিগত সম্পর্ক, কাজ ও সমাজ জীবনে এর কারনে সমস্যার সৃষ্টি হওয়া।
- নিজের আচরণ লুকানোর চেষ্টা করা এবং কার্যকলাপ লুকাতে একাকিত্ব জীবন বেঁচে নেওয়া।
- নিজের প্রতি অপরাধ বোধ কাজ করা।
আপনার মধ্যে এমন লক্ষণ থাকলে ভয়ের কিছু নেই।উপযুক্ত চিকিৎসা ও কাউন্সিলিং এর মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব। তাই বিলম্ব না করে অতি দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করুন।
★ যৌ-ন রোগে লজ্জা ও গোপনীয়তা পরিহার করি,মানসিক স্বাস্থ্য সুস্থ রাখি।