ShifaTime - الشفاء

ShifaTime - الشفاء Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ShifaTime - الشفاء, Health & Wellness Website, Rajshahai, Rajshahi.

ShifaTime — আপনার শারীরিক, মানসিক ও রুহানী সুস্থতার ই-প্লাটফর্ম৷

দেশ–বিদেশের বরণ্য পেশাদার ও অভিজ্ঞ রাকী, নিউট্রিশনিস্ট, সাইকোলজিস্ট এবং আধুনিক চিকিৎসকদের প্রয়োজনমতো এপয়েন্টমেন্ট নিয়ে কনসাল্টেশন গ্রহণ করুন অনলাইনে — সহজে ঘরে বসেই, নিরাপদে।

03/11/2025

রুকইয়াহ সেবা নিতে চাইলে —
আপনার সমস্যা, অতীত ও বর্তমান পরিস্থিতির বিস্তারিত ইনবক্স করুন।

🔹 পুরুষ রোগীর ইনবক্স পুরুষ রুকইয়াহ বিশেষজ্ঞ দেখবেন
🔹 নারী রোগীর ইনবক্স নারী রুকইয়াহ বিশেষজ্ঞ দেখবেন

রুকইয়াহ কোনো কল্পনা নয়, এটি কুরআন ও সুন্নাহ নির্ভর একটি পরীক্ষিত আমল —
যা আল্লাহর অনুমতিতে শিফা নিয়ে আসে।

02/11/2025

🩺 আমাদের প্রয়োজন অভিজ্ঞ চিকিৎসক

আমরা নিচের বিভাগগুলোতে যোগ্য ও নিবেদিতপ্রাণ চিকিৎসক খুঁজছি —

মেডিসিন (Internal Medicine)

সার্জারি (General Surgery)

শিশু বিভাগ (Pediatrics)

স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগ (Gynecology & Obstetrics)

অর্থোপেডিক্স (Orthopedics)

নিউরোলজি (Neurology)

কার্ডিওলজি (Cardiology)

নেফ্রোলজি (Nephrology)

গ্যাস্ট্রোএন্টারোলজি (Gastroenterology)

নাক, কান ও গলা (ENT)

চক্ষু বিভাগ (Ophthalmology)

ত্বক ও যৌন রোগ (Dermatology)

মানসিক স্বাস্থ্য ও সাইকিয়াট্রি (Psychiatry)

ক্যান্সার চিকিৎসা (Oncology)

ইউরোলজি (Urology)

📩 আগ্রহী চিকিৎসকগণ তাঁদের তথ্য ও অভিজ্ঞতা আমাদের ইনবক্সে বা হোয়াটসঅ্যাপ এ শেয়ার করতে পারেন৷

🤝 অনলাইনেই ইসলামি মূল্যবোধসম্পন্ন, রোগীবান্ধব ও পেশাদার পরিবেশে কাজের সুযোগ রয়েছে ইনশাআল্লাহ।

02/11/2025

এখনকার কাশি গুলো সহজে ভালো হয় না৷
যতই মেডিসিন খান আর সিরাপ, দেখবেন অনেক বেশি সময় লাগছে নিরাময় হতে৷

কারণ কী বলে মনে করেন?

02/11/2025

একজন রোগীর ডাটা:

জ্বর ১০৫ ডিগ্রী৷
কাশি ভালো হয় না কয়েকটা সিরাপ শেষ করেও৷
ব্লাড সুগার অনেক হাই৷
কিছু খেতে পারে না৷
জ্বর ছাড়ে, আবার আসে৷
সর্দি, নাক বন্ধও আছে৷

অনেক গুলো টেস্ট করানো হলো৷

CBC, RBS, Urine C/S, Blood C/S, S. Creatinine, ADG, ECG

রিপোর্ট মোটামুটি ভালো সব গুলোই৷

এন্টিবায়োটিক দেওয়া হয়েছে৷

এসিডিটির ইঞ্জেকশন৷
বমির ইঞ্জেকশন৷
এন্টিবায়োটিক ইঞ্জেকশন৷

ধারণা করা হচ্ছে, DK.

আল্লাহ সবাইকে সুস্থ রাখুন৷

02/11/2025

কেউ যদি আপনাকে যাদু-টোনা বা হিংসাত্মক বদনজর দিয়ে অসুস্থ করে দেয়, সেটি অবশ্যই কষ্টের বিষয়—কিন্তু এটি অমীমাংসিত নয়। রুকইয়াহ হলো আল্লাহ প্রদত্ত এক অব্যর্থ আমল, যার মাধ্যমে ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে উঠবেন।

কিন্তু আসল বিপদ তখনই, যখন যাদুর প্রভাব এতটাই প্রবল হয় যে আপনি সালাত আদায় করতেও অক্ষম হয়ে পড়েন, রুকইয়াহ পড়ার শক্তিও হারিয়ে ফেলেন, এবং পুরোপুরি শয্যাশায়ী হয়ে যান।

আল্লাহ আমাদের সবাইকে এমন অবস্থার আগেই হেফাজতে রাখুন, এবং তাঁর জিকির ও কুরআনের মাধ্যমে সব শয়তানি প্রভাব থেকে সুরক্ষা দান করুন। 🤲

01/11/2025

আমরা আজ থেকে আধুনিক (এলোপ্যাথিক) চিকিৎসকদের ভিজিট শুরু করেছি।

ধাপে ধাপে বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ চিকিৎসকদের আমাদের প্ল্যাটফর্মে যুক্ত করা হচ্ছে,

যাতে আপনাদের জন্য সর্বোচ্চ মানের চিকিৎসা সেবা নিশ্চিত করা যায় ইনশাআল্লাহ।

শারীরিক ও মানসিক সুস্থতার থেকে উত্তম নেয়ামত নেই৷

16/10/2025

রিজিক অনেক সময় যাদুর প্রভাবে বন্ধ হয়ে যেতে পারে।
ইনকাম বাড়ে না, অথচ নিজের ভেতর অনেক সম্ভাবনা অনুভব করেন।
জমি বিক্রি হয় না, কাজ মেলে না, আয়-সংক্রান্ত সব উদ্যোগেই হতাশা এসে যায়।

এমন অবস্থায় নিচের সহজ ও কার্যকর রুকইয়াহ আমলটি করতে পারেন—

৫ লিটার পানি একটি বড় বোতলে নিন।

প্রথমে কয়েকবার দরূদ পরে এই নিয়ত করে নিন যে, আল্লাহ তোমার পবিত্র কালামের উসিলায়, অমুক নিয়তে রুকইয়ার পানি রেডি করছি। তুমি নিজ ক্ষমতাগুণে নিয়ত সফল করো।

তারপর নিচের আয়াতগুলো তিনবার করে পড়ে পানির দিকে ফুঁ দিনঃ

১) সূরা আল-বাকারা – আয়াত ১০২
২) সূরা আল-আরাফ – আয়াত ১১৭-১২২
৩) সূরা ইউনুস – আয়াত ৮১-৮২
৪) সূরা ত্বাহা – আয়াত ৬৯
৫) সূরা ইখলাস, ফালাক ও নাস
৬) আয়াতুল কুরসি

এরপর এই পানি প্রতিদিন সকাল-বিকেলে দুই গ্লাস করে পান করুন।
এক গ্লাস পানি গোসলের পানিতে মিশিয়ে প্রতিদিন গোসল করুন।

সাথে প্রতিদিন অন্তত একবার এক ঘণ্টা “যাদুর রুকইয়াহ” অডিও শুনুন।

আল্লাহর উপর ভরসা রাখুন — তিনিই শিফা দেন, তিনিই রিজিক উন্মুক্ত করেন।

ইনশাআল্লাহ যাদুর সমস্যা কেটে যাবে।

Send a message to learn more

13/10/2025

আসসালামু আলাইকুম

কিছু টেকনিক্যাল সমস্যার কারণে আমাদের সার্ভিস বেশ কিছুদিন বন্ধ ছিল। সেজন্য আমরা খুবই দু:খিত।

যাদের শিফাচেক ফর্ম এবং এপয়েন্টমেন্ট জমা হয়ে আছে, আজ তাদেরগুলো ক্লিয়ার করা হবে ইন শা আল্লাহ।

আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞ আমরা।

01/10/2025

আসসালামু আলাইকুম৷

ShifaTime অল্প সময়েই আপনাদের ভালোবাসা ও আস্থা অর্জন করেছে। আপাতত আমরা কিছুটা বিরতি নিয়েছি, একটু গুছিয়ে ফিরে আসছি ইনশাআল্লাহ।

এই বিরতিতে আমরা যে কাজ গুলো করছি:

🔹 একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট
🔹 গ্রামভিত্তিক টেলি সেন্টার, হিজামা সেন্টার
🔹 দেশি ও বিদেশি ডাক্তার, রুকইয়াহ বিশেষজ্ঞ, নিউট্রিশনিস্ট ও সাইকোলজিস্টদের সমন্বয়ে শক্তিশালী টিম

19/08/2025

নিয়মিত হাড় ও জয়েন্টের ব্যথা অবহেলা নয়, আজই অর্থোপেডিক বিশেষজ্ঞের পরামর্শ নিন

✅ পুষ্টিবিদ মোঃ ওয়ালিউল্লাহ🕕 প্রতিদিন সকাল ৬টা – দুপুর ১টা পর্যন্ত রোগী দেখছেন📌 শিফা টাইমের অভিজ্ঞ কনসালট্যান্টদের সিরিয়...
18/08/2025

✅ পুষ্টিবিদ মোঃ ওয়ালিউল্লাহ
🕕 প্রতিদিন সকাল ৬টা – দুপুর ১টা পর্যন্ত রোগী দেখছেন

📌 শিফা টাইমের অভিজ্ঞ কনসালট্যান্টদের সিরিয়াল পেতে যোগাযোগ করুন
📞 01958158548 (WhatsApp Available)

16/08/2025

🩺 স্বাস্থ্যই সম্পদ

আধুনিক রোগ-বালাই থেকে দূরে থাকতে চাইলে আজই শুরু করুন ছোট্ট এক পরিবর্তন—

আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় স্বল্প পরিমাণে রাখুনঃ

✅ লাল আটা
✅ লাল চাল, কালো চাল
✅ যব, তালবিনা
✅ কালোজিরা
✅ চিয়া সীড
✅ খাঁটি ঘি
✅ খাঁটি মধু
✅ খেজুর ইত্যাদি
✅ অর্গানিক মাদার যুক্ত আপেল সিডার ভিনেগার
✅ অল্প পরিমাণে দেশী ব্রাউন সুগার

👉 যেভাবে ইচ্ছে খান, যতটুকু ইচ্ছে খান।

তবে অভ্যাসটা শুরু করুন এখন থেকেই 🌿

Address

Rajshahai
Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when ShifaTime - الشفاء posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram