16/10/2025
রিজিক অনেক সময় যাদুর প্রভাবে বন্ধ হয়ে যেতে পারে।
ইনকাম বাড়ে না, অথচ নিজের ভেতর অনেক সম্ভাবনা অনুভব করেন।
জমি বিক্রি হয় না, কাজ মেলে না, আয়-সংক্রান্ত সব উদ্যোগেই হতাশা এসে যায়।
এমন অবস্থায় নিচের সহজ ও কার্যকর রুকইয়াহ আমলটি করতে পারেন—
৫ লিটার পানি একটি বড় বোতলে নিন।
প্রথমে কয়েকবার দরূদ পরে এই নিয়ত করে নিন যে, আল্লাহ তোমার পবিত্র কালামের উসিলায়, অমুক নিয়তে রুকইয়ার পানি রেডি করছি। তুমি নিজ ক্ষমতাগুণে নিয়ত সফল করো।
তারপর নিচের আয়াতগুলো তিনবার করে পড়ে পানির দিকে ফুঁ দিনঃ
১) সূরা আল-বাকারা – আয়াত ১০২
২) সূরা আল-আরাফ – আয়াত ১১৭-১২২
৩) সূরা ইউনুস – আয়াত ৮১-৮২
৪) সূরা ত্বাহা – আয়াত ৬৯
৫) সূরা ইখলাস, ফালাক ও নাস
৬) আয়াতুল কুরসি
এরপর এই পানি প্রতিদিন সকাল-বিকেলে দুই গ্লাস করে পান করুন।
এক গ্লাস পানি গোসলের পানিতে মিশিয়ে প্রতিদিন গোসল করুন।
সাথে প্রতিদিন অন্তত একবার এক ঘণ্টা “যাদুর রুকইয়াহ” অডিও শুনুন।
আল্লাহর উপর ভরসা রাখুন — তিনিই শিফা দেন, তিনিই রিজিক উন্মুক্ত করেন।
ইনশাআল্লাহ যাদুর সমস্যা কেটে যাবে।
Send a message to learn more