Abdullah Homoeo CARE

Abdullah Homoeo CARE Touch of natural cure. Homoeopathy the is most popular alternative treatment system all over the world.

Abdullah homoeo CARE provides world class Homoeopathy, natural and herbal healthcare.

25/04/2024
জীবনটা সহজ, সরল ও পজিটিভ ভাবে কাঁটিয়ে দেয়া যায় - ইহা শুধু একটি ইচ্ছা !কখনো কখনো হয়তো ঠকবেন কিন্তু ঠকেও জেতা যায়। কেউ আপন...
04/04/2024

জীবনটা সহজ, সরল ও পজিটিভ ভাবে কাঁটিয়ে দেয়া যায় - ইহা শুধু একটি ইচ্ছা !
কখনো কখনো হয়তো ঠকবেন কিন্তু ঠকেও জেতা যায়। কেউ আপনার বিশাল পৃথিবীকে হয়তো একটু খানি ঠকাতে পারবে কিন্তু সে পুরাটাই ঠকে যাবে তার ছোট্ট পৃথিবী নিয়ে।
আমিও জীবনে অনেক ঠকেছি কিন্তু নিজের প্রতি ও মানুষের প্রতি বিশ্বাস হারাইনি। তবে যে ঠকিয়েছে তার প্রতি করুণা হয়েছে। আমার কখনো মনে হয়নি আমি এতটুকু হেরে গেছি।
তাৎক্ষনিক হেরে যাওয়া বা জিতে যাওয়া নয়, দেখতে হবে দুরের জিত – যেটা টিকে থাকবে। না হেরে কখনো জেতার আনন্দ পাবেন না ! আমরা প্রতিটি কথার পিঠে কথায় জিততে চাই, এটা ভুল চিন্তা!
রাস্তা ঘাটে বা যে কোন জায়গায় আপনি যে এক মুহূর্তের জন্য জিততে চাচ্ছেন – ঐটা আপনার সবচেয়ে বড় হার। চিৎকার করে জেতা যায় না, বরং নিজের কুৎসিত চেহারাটা বের হয়ে আসে। কখনো কখনো চুপ থেকেও অসাধারণ হওয়া যায়!
কাউকে জবাব দেবার আগে ১ মিনিট সময় নিন, দেখবেন হয় জবাবটা বদলে গেছে অথবা আর জবাব দিতে ইচ্ছে করবে না। অনেক সময় জবাব দেয়ার চেয়ে জবাব না দেয়াটা অনেক বেশী শক্তিশালী!
তারপর ৩-৪ বছর সময় নিন, জবাবটা দিন মুখ দিয়ে নয়, আপনার কাজ দিয়ে ও নিজেকে বদলে দিয়ে এবং নিজেকে তার থেকে একটু এগিয়ে গিয়ে আপনার সফলতা, ভালোবাসা ও বিনয় দিয়ে।

#নিজের_বলার_মতো_একটা_গল্প_ফাউন্ডেশন
থেকে সংগৃহীতঃ ৩১ মার্চ ২০২৪

আর তুমি ভরসা কর এমন চিরঞ্জীব সত্তার উপর যিনি মরবেন না। তাঁর প্রশংসায় তাসবীহ পাঠ কর। তাঁর বান্দাদের পাপ সম্পর্কে খবর রাখা...
11/10/2023

আর তুমি ভরসা কর এমন চিরঞ্জীব সত্তার উপর যিনি মরবেন না। তাঁর প্রশংসায় তাসবীহ পাঠ কর। তাঁর বান্দাদের পাপ সম্পর্কে খবর রাখার ব্যাপারে তিনি যথেষ্ট। সূরা ফুরকান 25:58

শাড়ি ও চুরিদার পরা এনারা ISRO মহাকাশ বিজ্ঞানী। নিজেদের মডার্ন ও অতি শিক্ষিত দেখানোর জন্য উচ্ছৃঙ্খল পোশাকের কোন প্রয়োজন...
25/08/2023

শাড়ি ও চুরিদার পরা এনারা ISRO মহাকাশ বিজ্ঞানী। নিজেদের মডার্ন ও অতি শিক্ষিত দেখানোর জন্য উচ্ছৃঙ্খল পোশাকের কোন প্রয়োজন হয় না।

গতকাল হাঁসিটা দেখে আমার কলিজাটা ভরে গিয়েছিল কিন্তু আজ মৃত্যুর খবর শুনে কলিজাটা কষ্টে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আল্লাহ্ আ...
14/08/2023

গতকাল হাঁসিটা দেখে আমার কলিজাটা ভরে গিয়েছিল কিন্তু আজ মৃত্যুর খবর শুনে কলিজাটা কষ্টে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আল্লাহ্ আপনাকে জান্নাত দান করুন।

আমাদের সন্মানিত সাবেক প্রধান শিক্ষক মিঃ ননী গোপাল সাহা, নিশ্চয়ই আমরা ভুলে যাই নাই । মনে রাখবো শ্রদ্ধা ও ভালবাসায়   আজীবন...
11/08/2023

আমাদের সন্মানিত সাবেক প্রধান শিক্ষক মিঃ ননী গোপাল সাহা, নিশ্চয়ই আমরা ভুলে যাই নাই । মনে রাখবো শ্রদ্ধা ও ভালবাসায় আজীবন........

11/08/2023

নারী কিসে আটকায়?
অশ্লীল এক প্রশ্ন নিয়ে সারাবাংলায় মাতামাতি!! আমরা শ্লীল আর অশ্লীলের পার্থক্য বুঝবেl কবে?

🔵🟢 ড. মুহাম্মদ খানী বলেন, একদা আমি আমার গাড়িতে বসা ছিলাম,  হঠাৎ প্রায় ষোল বছর বয়সী এক বালক এসে আমাকে বলল, স্যার আমি কি ...
06/07/2022

🔵🟢 ড. মুহাম্মদ খানী বলেন, একদা আমি আমার গাড়িতে বসা ছিলাম, হঠাৎ প্রায় ষোল বছর বয়সী এক বালক এসে আমাকে বলল, স্যার আমি কি আপনার গাড়ির সামনের গ্লাসগুলো পরিস্কার করে দিতে পারি?
আমি বললাম হ্যা।
সে অত্যন্ত সুন্দর করে গ্লাস পরিস্কার করে দিলে আমি তার হাতে ২০ডলার গুজে দিলাম।
ছেলেটি কিছুটা অবাক হয়ে বলল, আপনি কি আমেরিকায় থাকেন?
আমি বললাম হ্যা। কেন?
সে বলল, আমি কি এই ২০ ডলারের পরিবর্তে সেখানকার বিশ্ববিদ্যালয়গুলো সম্পর্কে কিছু কথা জানতে পারি?
আমি তার বিনয় ও লেখাপড়ার প্রতি আগ্রহ দেখে তাকে কাছে ডেকে নিয়ে আলাপ শুরু করে দিলাম।
আলাপের শেষ দিকে তাকে জিজ্ঞাসা করলাম তুমি এভাবে রাস্তায় গাড়ি পরিস্কারের কাজ করে বেড়াচ্ছ কেন তুমি তো একজন মেধাবী ছাত্র?
উত্তরে সে বলল,
আমার দু বছর বয়সেই আমার আব্বু মারা যান। আমার মা মানুষের বাড়িতে বুয়ার কাজ করে। আমি এবং আমার ছোট বোন বাইরে টুকটাক কাজ করে বেড়াই বাড়তি কিছু রোজগারের আশায় যা দিয়ে আমাদের লেখাপড়ার খরচ চলে। আমি শুনেছি আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলো নাকি মেধাবী ছাত্রদের উচ্চতর লেখাপড়ার জন্য স্কলারশিপ দেয়। আমার খুব ইচ্ছা সেখানে পড়ার।
কিন্তু সেখানে আমাকে সাহায্য করার মত তো কেউ নেই।

আমি বললাম চল আগে আমরা একসাথে ডিনার করি।
সে বলল একটি শর্তে কবুল করতে পারি। আর তা হল বিনিময়ে আমি আপনার গাড়ির পেছনের গ্লাসগুলোও পরিস্কার করে দেব।

আমি কথা না বাড়িয়ে তা মেনে নিয়ে হোটেলে ঢুকলাম।খাবার অর্ডার করলে সে ওয়েটারকে বলল তারগুলো পার্সেল করে দিতে। সে বাসায় গিয়ে তার মা আর বোনকে নিয়ে খাবে। খেয়াল করলাম তার ইংরেজি ভাষায় দক্ষতা অসামান্য।

বিদায় বেলায় সিদ্ধান্ত হল সে তার কাগজপত্রগুলো আমাকে দিবে, আমি সাধ্যমতো চেষ্টা করব।
এভাবে দীর্ঘ ছয়মাস পর আমি তাকে আমেরিকা এনে ভালো একটি প্রতিষ্ঠানে ভর্তি করতে সক্ষম হলাম।
সে তার তার মেধা ও অধ্যাবসায়ের জোরে কয়েক বছরের মধ্যেই আধুনিক টেকনোলজির কনিষ্ঠ টেক ইঞ্জিনিয়ার হিসেবে পরিচিতি লাভ করে। নিউইয়র্ক টাইমসের পাতায় তাকে নিয়ে লিড নিউজ হলে সারা বিশ্বে হইচই পড়ে যায়।

তার ঈর্ষনীয় সফলতায় আমি ও আমার পরিবার যারপরনাই আনন্দিত হই।
এদিকে তাকে না জানিয়ে তার মা ও বোনের ভিসা ব্যবস্থা করে আচমকা তার সামনে আমেরিকায় নিয়ে এসে তাকে বড়সড় সারপ্রাইজ দিয়ে চমকে দেই। তাদের দেখে সে বোবা বনে যায়। এমনকি কাদতে পর্যন্ত ভুলে যায়।

এখন সে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সেরা শিক্ষকদের একজন।

তারও কিছুদিন পর আমি একদিন বাসা থেকে রাস্তার দিকে তাকিয়ে বিস্ময়ে হতবাক হয়ে যাই। দেখি সে বাইরে দাঁড়িয়ে আমার গাড়ির গ্লাসগুলো পরিস্কার করছে!
চটজলদি দৌড় গিয়ে তাকে বাধা দিয়ে বলি এগুলো কি করছো?
সে অশ্রুসজল চোখে বলল, ছাড়ুন স্যার! আমাকে আমার কাজ করতে দিন। যেন আমি আমার পরিচয় ভুলে না যাই। আমি মনে রাখতে চাই আমি কি ছিলাম আর আজ কি হলাম। এবং আপনি আমার জন্য কী করেছেন।

এই সেই ফিলিস্তিনি যুবক ফরিদ আব্দুল আলী। যিনি বর্তমানে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রসিদ্ধ তরুণ প্রফেসর।

(সংগৃহীত)

Address

J L Roy Road. Satmatha Railgate
Rangpur
5400

Opening Hours

Monday 17:00 - 21:00
Tuesday 17:00 - 21:00
Wednesday 17:00 - 21:00
Thursday 17:00 - 21:00
Friday 17:00 - 21:59
Saturday 17:00 - 21:00
Sunday 17:00 - 21:00

Telephone

+8801863690001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abdullah Homoeo CARE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Abdullah Homoeo CARE:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram