06/03/2025
1.ছয়টি এ্যান্টিসোরিক ওষুধের নাম
★ সালফার, সোরিনাম,গ্রাফাইটিস,কস্টিকাম, ব্যারাইটা কার্ব , নেট্রাম মিউর, ইত্যাদি।
2.ছয়টি অ্যান্টিসাইকোটিক ওষুধের নাম
★থুজা, মেডোরিনাম,নেট্রাম সালফ, আর্জেন্টাম নাইট্রিকাম,কেলিসালফ,স্টাফিসাগ্রিয়া, ইত্যাদি।
3. সাতটি এ্যান্টিসিফিলিটিক ঔষধের নাম
-★মার্কুরিয়াস সলুবিলিস, নাইট্রিক অ্যাসিড, অরাম মেট, সিফিলিনাম, মেজেরিয়াম, অরাম মিউর নেট, ক্যালকেরিয়া ফ্লোর ইত্যাদি l
4.একাধিক মায়াজম আছে ওষুধের নাম
★ক্যালকেরিয়া কার্ব , লাইকোপোডিয়াম , কস্টিকাম, হিপার সালফার, ইত্যাদি
5.দশটি শীতকাতর ঔষধের নাম
★-হিপার সালফার, সোরিনাম , সাইলিসিয়া, আর্সেনিক, ক্যালকেরিয়া কার্ব, কেলি কার্ব, কস্টিকাম, সিপিয়া, কোনিয়াম, চায়না ইত্যাদি
6.দশটা গরমকাতর ঔষধের নাম
★অ্যাসিড ফ্লোর, সালফার, ল্যাকেসিস , নেট্রাম মিউর, এপিস মেল, মেডোরিনাম, আর্জেন্টনাইট, কেলি সালফ, ক্যালকেরিয়া সালফ, লেকেসিস ইত্যাদি
7.ছয়টি উভয়কাতর ঔষধে নাম
★মার্কসল, লাইকোপোডিয়াম, পালসেটিলা, সালফার, এন্টিম ক্রুড, এন্টিম টার্ট ইত্যাদি
8.সাতটি টক খাবার প্রিয় ঔষধের নাম
★এন্টিমক্রুড,এন্টিমটার্ট, এপিস, আর্সেনিক,সালফার,পালসেটিলা, আর্নিকা ইত্যাদি
9.দশটা বামদিকের ওষুধের নাম
★ল্যাকেসিস, থুজা, বারবেরিস ভালগারিস, কলোসিন্থ, স্পাইজেলিয়া, এন্টিমক্রুড,এন্টিমটার্ট, চায়না,সাইলেসিয়া(ডান,বামে )আর্নিকা, ইত্যাদি।
10.সাতটা ডানদিকের ঔষধের নাম
★লাইকোপোডিয়াম, এপিস মেল, ক্যালকেরিয়া কার্ব, ব্রায়োনিয়া, ক্যালি কার্ব, কষ্টিকাম, অরামমেট,ইত্যাদি।
বি: দ্রঃ ★★ ডাক্তারের পরামর্শ ছাড়া হোমিওপ্যাথিক কোনো ঔষধ খাবেন না।সঠিক ঔষধ নির্বাচন করে নিয়মিত সঠিক মাত্রায় প্রয়োগ করিলে সহজেই যেকোনো রোগ হতে রক্ষা পাওয়া যায়।কোন রোগী নিজে ঔষধ ক্রয় করে চিকিৎসা করবেন না । কারণ হোমিওপ্যাথি ঔষধ সেবনের জন্য মেটেরিয়া মেডিকা,অর্গানন অব মেডিসিন,রোগীলিপি, রেপার্টরি,প্যাথলজি, ঔষধের শক্তি,মাত্রা ইত্যাদি সম্পর্কে সঠিক জ্ঞান থাকতে হবে।হোমিওপ্যাথি একটি লক্ষণ ভিত্তিক চিকিৎসা তাই লক্ষণ বিবেচনায় ভিন্ন ভিন্ন ঔষধ প্রয়োজন হতে পারে (সংগৃহিত )