ব্রেন ও মনোরোগ এবং চিকিৎসা

ব্রেন ও মনোরোগ এবং চিকিৎসা To develop awareness about mental health

05/04/2025

জীবন প্রবাহমান স্রোতের মত। সেখানে সাফল্য আছে, ব্যর্থতাও আছে। কোনকিছুই স্থায়ী নয়। কচুরীপানার মতো দুঃখ ভেসে চলে যায় একদিন...

15/12/2024

ভালোবাসা হলো সুইমিং পুলের মতো
সাঁতার জানুক আর না জানুক নামতে মন চায় সবার

21/09/2024

অন্যের পরিচয়ে নয়, নিজের যোগ্যতায় বড় হোন। প্রচুর পড়ালেখা করা দরকার যা এখন কেউ করতে চায় না। ডিভাইসে আগ্রহ বেশি

23/08/2024

উদ্ধার, খাদ্য-পানি, বস্ত্র, ওষুধ খুব বেশি দরকার। বিভিন্ন সংস্থা কাজ করছে। কিছু অর্থ পাঠালাম। যে যেভাবে পারেন ওদের পাশে দাঁড়ান

19/04/2024
09/04/2024

সততা ও পরিশ্রম অবশ্যই তোমাকে সাফল্য দেবে আর তোমার সাফল্য অনেকের গায়ে সইবে না। নিরাশ হবে না, কারণ ব্যর্থরা সমালোচনায় পারদর্শী হয়

30/03/2024

কিছু সার্থান্বেষী লোকের কারনে নিরবে কাজ করা ভাল মানুষগুলো ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেয়। ওরা নিজেরটা ষোলআনা বুঝে, অন্যেরটা বুঝেনা

20/01/2024

স্বামী স্ত্রী বশীকরন:
(একটি ফানি পোস্ট)

হুম! কথায় বলে ভালোমতো যত্ন নিলে বনের হিংস্র বাঘও নাকি পোষ মানে। তাহলে মনুষ্যকুলে জন্ম নেওয়া স্বামী বা স্ত্রী নামক প্রানীকে বশীভুত করতে কেন বছরের পর বছর লেগে যায়? প্রশ্ন ঘুরেফিরে সবার মনে.....

একটি সাইনবোর্ডে দেখেছিলাম "এখানে অবাধ্য স্বামী ও স্ত্রীকে বাধ্য করা হয়"

বশীকরন নিয়ে ঝাড়ফুক, কবিরাজিও কম হয় না। বশে আনতে গোপনে পানি পড়ে স্বামী ও স্ত্রীকে খাওয়ানো, তাবিজ কবজ পড়ে হাতে বেধে দেওয়া, গুটি পড়া, বাটি চালান কত কিছু যে হয় তার ইয়ত্তা নেই। তারপরও বশ আর হয় না..

স্বামী স্ত্রীর ঝগড়াতে- স্ত্রীকে বলতে শোনা যায়, আমি বলে তোমার ভাত খেয়ে গেলাম, তোমার ঘর করে গেলাম... স্বামীও কম যায় না। সুন্দরবনের বাঘের মতো গর্জন করে বলে, থামস শা.... আমি না হলে তোর মত ডাইনীকে নিয়ে কে ঘর করত দেখতাম... ব্যস লেগে গেল মল্লযুদ্ধ..

বাঙালি রেগে গেলে ঝগড়ার সময় যেসব খেস্তি খেউড় বলে সেটা আর না বলি। মনে হয় মুখ তেজপাতা দিয়ে ভেঁজে এনেছে.. প্রণাম গুরু প্রণাম..

এরপর একসময় মাথা ঠান্ডা হয়। ক্লান্ত স্ত্রী-
হায়রে পতিধন কবে তোর মন পাব! জীবন যৌবন মাটি করে দিয়েও তোর মন পেলাম না..
এদিকে স্বামী-
হায়রে!! আমার বুকের পাজরের হাড়, নিজেকে শেষ করে দিয়েও কেন তোমার হতে পারলাম না! আফসোস..

এর চূড়ান্ত রুপ আমরা বিবাহবার্ষিকীর পোস্টেও দেখতে পাই, যেমন-
একসাথে উনিশ বছর পার করলাম বাবা.. দোয়া কর যেন বাকী জীবনটাও একসাথে কাটাতে পারি....

বাবুরে.. যেন হাঁপিয়ে উঠেছে। বাকী জীবন নিয়ে দোঁটানায় আছে। আচ্ছা বিয়ের সময় কি দশ বা বিশ বছরের চুক্তিতে বিয়ে হয়েছিল?? তাহলে কিসের এত হাঁপাহাঁপি? কিসের এত বছর গণনা?
.আচ্ছা এমন পোস্ট দেওয়া যায় না, সুখময় বিশ বছরের সমাপ্তিতে সকলের আশীর্বাদ চাই....

আবার অবিবাহিতদের উদ্দেশ্য করে বিবাহিতদের বলতে শোনা যায়-- বিয়ে তো করনি, করলে বুঝতে ঠেলা কাকে বলে...

মানে, ওরা ঠেলা সামলাতে সামলাতে যেন কাঞ্চনজঙ্ঘাতে এসে আটকে গেছে। দিল্লিকা লাড্ডুর মতো অবস্থা। বিয়ের আগেও আফসুস পরেও আফসুস....

যাহোক, স্বামী-স্ত্রীর সম্পর্ক মধুর হোক। সেজন্য পরস্পর পরস্পরকে বোঝার চেষ্টা করুন, যত্ন নিন, পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হউন ও একে অন্যের মতামতকে সন্মান করুন। আর ছাড় দেওয়ার মানসিকতা গ্রহন করুন। একে অপরের প্রতিদ্বন্ধী হওয়ার পরিবর্তে সহযোগী হউন।

বশীকরন করার কোনই দরকার নেই.....

আগামীকাল রাত নয়টায় গতপর্ব নেটওয়ার্ক সমস্যার জন্য একটু বিঘ্নিত হয়েছিল, সেজন্য দুঃখিত..
15/01/2024

আগামীকাল রাত নয়টায়
গতপর্ব নেটওয়ার্ক সমস্যার জন্য একটু বিঘ্নিত হয়েছিল, সেজন্য দুঃখিত..

চলে গেলেন শ্রদ্ধেয় শিক্ষক, অভিভাবক বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ আব্দুস সোবহান স্যার।বেশ কিছুদিন ধরেই স্যার রংপুরে...
05/01/2024

চলে গেলেন শ্রদ্ধেয় শিক্ষক, অভিভাবক বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ আব্দুস সোবহান স্যার।বেশ কিছুদিন ধরেই স্যার রংপুরে বেড়াতে আসবে বলে পরিকল্পনা করছিলেন। সেটা আর হলো না।
মহান সৃষ্টিকর্তা স্যারকে বেহেস্ত নসীব করুন, ফরিয়াদ জানাই।

02/01/2024

🦋 ওসিডি/চিন্তাবাতিক/শুচিবায় রোগ 🦋

🎈না চাইলেও কি একই চিন্তা বার বার মনে আসে?
🎈হাত, কাপড়-চোপড় অতিরিক্ত ধোয়াধুয়ি করেন?
🎈কেউ বিছানায় বসলে বা টাচ্ করলে ধুতে মন চায়?
🎈গোসল করতে কি অনেক বেশি সময় লাগে?
🎈কোন কিছু কি বার বার চেক করেন?
🎈সৃষ্টিকর্তা, পবিত্র স্থান, ব্যক্তি নিয়ে খারাপ চিন্তা হয়?
🎈কোন রোগ হয়েছে এমন চিন্তা অযথা মনে আসে?
🎈ধারালো অস্ত্র এড়িয়ে যান খারাপ কিছু ঘটার ভয়ে?
🎈বিব্রতকর যৌনচিন্তা মনে আসে ইচ্ছার বিরুদ্ধে?
🎈নির্দিষ্ট নিয়ম বা ছক অনুযায়ী সবকিছু করেন?
🎈গননার ক্ষেত্রে মঙ্গল/ অমঙ্গলসুচক সংখ্যা আছে?
🎈বেশি সময় লাগার জন্য কি অন্যকাজে দেরি হয়?
🎈এসব চিন্তা, কাজ অযথা জেনেও করতে থাকেন?
🎈ইচ্ছে করেও কি এসব চিন্তা বন্ধ করতে পারেন না?

🍁এগুলো সবই ওসিডির লক্ষন। মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন 🌺🌺

কফিতে মন সতেজ রাখ আকাম হতে দুরে থাক...
01/01/2024

কফিতে মন সতেজ রাখ
আকাম হতে দুরে থাক...

Address

Prescription Point, Can't Public Road, Dhap, Medical More
Rangpur
7300

Website

Alerts

Be the first to know and let us send you an email when ব্রেন ও মনোরোগ এবং চিকিৎসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram