Rangpur Health Club

Rangpur Health Club রংপুর হেলথ ক্লাবের নিবন্ধনধারী সদস্যরা সকল টেষ্ট এবং অপরাশনে সর্ব্বোচ ছাড় পাবে-বিস্তারিত ০১৭৫৭৫৫০৭০৭.

অভিনন্দন ও শুভকামনা স্যার,ডাক্তার মাযহারুল ইসলাম (ইএনটি)-রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল, সহযোগী অধ্যাপক থেকে পদোন্নতি পেয়...
24/11/2025

অভিনন্দন ও শুভকামনা স্যার,
ডাক্তার মাযহারুল ইসলাম (ইএনটি)-রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল, সহযোগী অধ্যাপক থেকে পদোন্নতি পেয়ে অধ্যাপক হয়েছেন।
Rangpur Health Club এর পক্ষ থেকে স্যারের জন্য শুভেচ্ছা ও দোয়া রইলো।
Health Club Rangpur-(স্বাস্থ্য পরামর্শ-রংপুর)।

22/11/2025
♦ একজন মা… মৃ-ত্যুর মাঝেও যার ভালোবাসা বেঁচে থাকে।”♦ একটি অপা'রেশন— যেটি শেষ হতে ডাক্তারদের লেগেছিল পুরো ৭ ঘণ্টা।♦ অ'স্ত...
20/11/2025

♦ একজন মা… মৃ-ত্যুর মাঝেও যার ভালোবাসা বেঁচে থাকে।”
♦ একটি অপা'রেশন— যেটি শেষ হতে ডাক্তারদের লেগেছিল পুরো ৭ ঘণ্টা।
♦ অ'স্ত্রোপচারের টেবিলে শুয়ে থাকা মা… তার পাশে সদ্য জন্মানো একটি ছোট্ট প্রা'ণ— আর অপারেশন শেষে ডাক্তার নিজে দাঁড়িয়ে কাঁ'দছেন।
♦ এই মা ছিলেন একটি ভ'য়ঙ্কর রোগের রোগী। ১১ বছর ধরে ডাক্তাররা বলেছেন— আপনি মা হতে পারবেন না, আপনার জন্য এটা ঝুঁকিপূর্ণ।”
♦ কিন্তু তিনি চেয়েছিলেন— একবার হলেও ‘মা’ বলে কেউ তাকে ডাকুক। হয়তো বাঁচবেন সন্তান, হয়তো বাঁচবেন তিনি , একসাথে দুজনকে বাঁচানোর সম্ভবনা ছিল না একটুও।
♦ ৭ ঘণ্টার লড়াই শেষে ডাক্তার বললেন— আমরা দু’জনকে বাঁচাতে পারবো না… আপনি সিদ্ধান্ত নিন , আপনার জীবন, নাকি আপনার সন্তানের জীবন?”
♦ মা কোনো চিন্তা ছাড়াই বললেন— আমার জীবন নিভে যাক, কিন্তু আমার সন্তান আলো দেখে যাক।”
♦ অপারেশন শেষ হলো। বাচ্চাটি তার মৃ'ত মায়ের হাতের ওপর রাখা হলো। মা একবার—শেষবার— তার শিশুটির গালে চুমু খেলেন, আলতো করে বুকে জড়িয়ে নিলেন।
♦ মাত্র দুই মিনিট… দুই মিনিট পর— মা হাসিমুখে চোখ বন্ধ করে বিদায় নিলেন। চলে গেলেন সেই আলোতে, যেখানে ভালোবাসা কখনো ম'রে না।
♦ এই পৃথিবীতে প্রতি বছর হাজার হাজার মা মা'রা যান সন্তান জন্ম দিতে গিয়ে।
♦ কিন্তু তবুও সন্তান বড় হয়ে ভুলে যায় এই ত্যাগ। মায়েরা পড়ে থাকে বৃদ্ধাশ্রমে, অনেক মা’র লা'শ বেওয়ারিশ হয়ে যায়, অচেনা গো'রস্থানে সমাহিত হয়, কোনো চোখের পানি পর্যন্ত পড়ে না তাদের ওপর।
♦ মায়ের ভালোবাসা কোনো গল্প নয়— এটা পৃথিবীর সবচেয়ে সত্যি বিসর্জন।**
♦ প্রভু প্রত্যেক সন্তানকে সেই বোধ দান করুন— যাতে সে বুঝতে পারে, মায়ের মতো মহাশক্তি, মায়ের মতো ত্যাগ—
এই পৃথিবীতে আর নেই।
🤍 মা—তুমি আলো, তুমি জীবন, তুমি চিরন্তন।

CopyPost


#মা

মিঠাপুকুরে ধানক্ষেতে ফেলে যাওয়া রংপুর মেডিকেলে ভর্তি হওয়া বাচ্চাটা আর বেঁচে নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন...
18/11/2025

মিঠাপুকুরে ধানক্ষেতে ফেলে যাওয়া রংপুর মেডিকেলে ভর্তি হওয়া বাচ্চাটা আর বেঁচে নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
কারো বাচ্চা হয়না আবার কেউ ধানক্ষেতে বাচ্চা ফালায় রেখে যায়।
হায়রে মানুষ! আহারে জীবন!

13/11/2025
🩸 Anemia (রক্তাল্পতা)সংজ্ঞা (Definition):Anemia হলো এমন একটি অবস্থা, যেখানে রক্তে হিমোগ্লোবিন (Hemoglobin) এর পরিমাণ স্ব...
12/11/2025

🩸 Anemia (রক্তাল্পতা)

সংজ্ঞা (Definition):

Anemia হলো এমন একটি অবস্থা, যেখানে রক্তে হিমোগ্লোবিন (Hemoglobin) এর পরিমাণ স্বাভাবিকের তুলনায় কমে যায়।
👉 এর ফলে শরীরের টিস্যু ও অঙ্গ-প্রত্যঙ্গ যথেষ্ট পরিমাণ অক্সিজেন পায় না।

---

কারণ (Causes):

1. রক্তক্ষরণ (Blood loss):

অতিরিক্ত মাসিক রক্তপাত

দুর্ঘটনা বা অস্ত্রোপচার

পেটের আলসার বা পাইলস থেকে রক্তপাত

2. রক্ত তৈরির সমস্যা (Decreased RBC production):

আয়রনের অভাব

ভিটামিন B₁₂ বা ফোলেটের অভাব

Bone marrow রোগ

3. রক্তের অস্বাভাবিক ক্ষয় (Increased RBC destruction):

হিমোলাইটিক অ্যানিমিয়া

বংশগত রোগ (যেমন— সিকেল সেল অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া)

---

লক্ষণ (Symptoms):

দুর্বলতা ও অবসন্নতা

মাথা ঘোরা বা অজ্ঞানভাব

শ্বাসকষ্ট

মুখ ও চোখের নিচে ফ্যাকাশে ভাব

বুক ধড়ফড় করা (palpitation)

হাত-পা ঠান্ডা

মনোযোগে ঘাটতি

---

প্রকারভেদ (Types):

1. Iron deficiency anemia — আয়রনের অভাবে

2. Megaloblastic anemia — ভিটামিন B₁₂ বা ফোলেটের অভাবে

3. Hemolytic anemia — RBC ভেঙে গেলে

4. Aplastic anemia — Bone marrow কাজ না করলে

5. Sickle cell anemia / Thalassemia — বংশগত

---

নির্ণয় (Diagnosis):

Complete blood count (CBC)

Hemoglobin level পরীক্ষা

Peripheral blood smear

Serum iron, ferritin, vitamin B₁₂ level

---

চিকিৎসা (Treatment):

1. আয়রন ঘাটতি থাকলে:

Iron tablet বা syrup

আয়রনসমৃদ্ধ খাবার (যেমন— গরুর কলিজা, পালং শাক, মসুর ডাল)

2. ভিটামিন ঘাটতি থাকলে:

Vitamin B₁₂ ও ফোলিক অ্যাসিড দেওয়া হয়

3. রক্তক্ষরণে:

রক্তপাতের উৎস বন্ধ করা

প্রয়োজনে রক্ত দেওয়া (blood transfusion)

4. Bone marrow সমস্যা থাকলে:

বিশেষ চিকিৎসা বা bone marrow transplant প্রয়োজন হতে পারে

---

প্রতিরোধ (Prevention):

আয়রন, ভিটামিন B₁₂ ও ফোলেটসমৃদ্ধ খাবার খাওয়া

গর্ভবতী নারীদের নিয়মিত আয়রন ও ফলিক অ্যাসিড ট্যাবলেট খাওয়া
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা।
Health Club Rangpur - স্বাস্থ্য সংস্থা রংপুর।

07/11/2025

রোগী যখন ডাক্তারকে গান শোনায়-
ডাক্তার তাপস বোস স্যার,
চেম্বার -আপডেট ডায়াগনস্টিক -রংপুর।

ডাক্তাররা কেন নিদিষ্ট জায়গায় টেস্ট করতে বলে??কয়েকদিন থেকে শরীরটা ভালো যাচ্ছে না। ভাবলাম টেস্ট করি। রুটিন পরীক্ষা, সাথে থ...
28/10/2025

ডাক্তাররা কেন নিদিষ্ট জায়গায় টেস্ট করতে বলে??

কয়েকদিন থেকে শরীরটা ভালো যাচ্ছে না। ভাবলাম টেস্ট করি। রুটিন পরীক্ষা, সাথে থাইরয়েড এবং ডায়াবেটিসের পরীক্ষা করলাম। সবগুলো রিপোর্ট ভালো আসলো। কিন্তু থাইরয়ডের রিপোর্ট দেখে আমার সহকারীকে বললাম- দেখতো আমি বেঁচে আছি কিনা? সে হাসল, জিজ্ঞাসা করলো স্যার রিপোর্টে কোন সমস্যা। আমার থাইরয়েড এর রিপোর্ট এমন আসছে যা একজন চিকিৎসকের জীবনেও দেখার সৌভাগ্য বা দুর্ভাগ্য হয় না। আমি আবার অন্য এক জায়গায় টেস্ট করতে দিলাম। এরমধ্যে যেখানে টেস্ট করেছি সেখানে জানানো হলো- এই রিপোর্ট কি আসলেই ঠিক আছে? ৩-৪ ঘন্টা পর উনারা আবার রিপোর্ট দিলো- এবার নরমাল। অন্য জায়গায় করতে দিয়েছিলাম সেটাও নরমাল। উনারা টাইপ করতে ভুল করেছিল। কিন্তু যারা রিপোর্ট সাইন করেছিল তারা কি রিপোর্ট এ একবারও চোখ না বুলিয়ে সাইন করেছিল?

অন্য একদিনের ঘটনা আমি থাইরয়েড এর রোগী তাই মাঝে মাঝে চেক করি যে রোগটা আবারও ফিরে আসছে কিনা? রিপোর্ট আসলো ভালো ও খারাপের মাঝামাঝি। যেটা দিয়ে না আমি বলতে পারবো আমার রোগটি ফিরে আসছে বা আমি রোগটি মুক্ত আছি। এই সময়টা রোগীর জন্য কতটা খারাপ তা একমাত্র রোগীই বুঝে। আমি এবার ঢাকায় গেলাম সব কিছু টেস্ট করলাম- আমার রোগটি ফিরে এসেছে। পূর্বের রিপোর্ট ভুল ছিল। আমি রংপুরে ফিরে ওই ল্যাবকে জানালাম, তারা বললেন স্যার দেখতেছি। কয়েকদিন চলে গেলো কিছু জানালো না। আমি আবারও ফোন দিলাম, তখন তারা বললো স্যার গত মাসে আমাদের প্রায় এক হাজার থাইরয়েড টেস্ট হয়েছে, আমরা মেশিনটি মেইনটেইনন্স বা ক্যালিব্রেশেন করতে পারি নাই, তাই এমন হয়েছে। তাদের কথাবার্তায় কোন অনুশোচনা, দুঃখ প্রকাশ করা কিছুই ছিল না।

গতকালও আমার একটা ডায়াবেটিস টেস্ট নিয়ে এক ল্যাব ঝামেলা করলো, পরে অন্য জায়গায় করে দেখলাম রিপোর্ট নরমাল। আমি এই সবগুলো টেস্ট টাকা দিয়ে করি, কেউ ফ্রি দেয় না, অন্য রোগীদের যতটুকু ডিসকাউন্ট দেয় ততটুকু। তাই কেউ যদি ভাবেন ফ্রি করে দেয় তাই হয়ত রিপোর্ট খারাপ, তা কিন্তু নয়।

রংপুরে আমি যে সব জায়গায় টেস্ট করেছি সেগুলো রংপুরে নামকরা ল্যাব। আমরা সবাই সে ল্যাবগুলোওকে ট্রস্ট করি। তাদের যদি এই অবস্থা হয়, তাহলে বুঝেন। আমি এই জন্য আমার রোগীরা কোথায় কোন টেস্ট করবে সেটা বলে দেই, কারন রিপোর্ট আমার কাছে এলোমেলো মনে হলে আমি কথা বলি, রিপিট করি। এতে করে রোগীরা যদি মনে করে আমি পারসেন্টেজ খাই, তাহলে মনে করুক, এতে আমার কোন সমস্যা নাই। তবে আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আমি খুবই হতাশ। এই স্বাস্থ্য ব্যবস্থা দিয়ে ভালো, গুনগত, মানসম্পন্ন চিকিৎসা দেয়া বর্তমানে ও নিকট ভবিষ্যতে অসম্ভব।

কপি পোস্ট -স্যারের ফেসবুক পোস্ট থেকে নেয়া;
ডাঃ রতীন্দ্র নাথ মন্ডল
মেডিসিন বিশেষজ্ঞ
রংপুর স্পেশালাইজড হাসপাতাল।

রোগীর বৈবাহিক জীবন প্রায় ২৪বছর....🙂স্বামী পেশায় একজন রঙ মিস্ত্রী।Infertility এর চিকিৎসা যথেষ্ট ব্যয়বহুল হওয়া সত্ত্বে...
20/10/2025

রোগীর বৈবাহিক জীবন প্রায় ২৪বছর....🙂
স্বামী পেশায় একজন রঙ মিস্ত্রী।
Infertility এর চিকিৎসা যথেষ্ট ব্যয়বহুল হওয়া সত্ত্বেও তারা একটা সন্তানের জন্য নানান ভাবে চিকিৎসা চালিয়ে গেছেন।
Allopathy, Homeopathy, কবিরাজী, গাছ-গাছড়া,ঝাড়-ফুঁক কোন কিছুই বাদ নায়।
কিন্তু এতো চেষ্টার পরও তাদের ঘরে কোন সন্তান হয়নি..🥺
ব্যর্থ হয়ে তারা ২বছর কোন প্রকার চিকিৎসা নেওয়া থেকে বিরত আছেন।
এখন তিন মাস মাসিক বন্ধ থাকায় আজ একটা ultrasound করতে আসছেন এই দম্পতি।
মহান আল্লাহ খুশি হয়ে ওনাদের একটা না, দুইটা না, তিন তিনটা সন্তান দান করেছেন ....❤️ আলহামদুলিল্লাহ ...😊
11+ weeks triplet viable pregnancy...
💙🤲
Health Club Rangpur - স্বাস্থ্য সংস্থা রংপুর।

💊নরমাল ডেলিভারিতে সাইড কাটা ভালো না সিজার?💉💉💉💉💉💉💉🩺💊নরমাল ডেলিভারিতে সাইড কাটা নিয়ে অনেকের অনেক ভীতি কাজ করে, অনেকে বলে ...
07/10/2025

💊নরমাল ডেলিভারিতে সাইড কাটা ভালো না সিজার?💉💉💉💉💉💉💉🩺
💊নরমাল ডেলিভারিতে সাইড কাটা নিয়ে অনেকের অনেক ভীতি কাজ করে, অনেকে বলে থাকেন সাইড কাটার চেয়ে সিজার ভালো। সাইড কাটার প্রতি এমন আতঙ্ক থাকার কারণ এই সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকা। আজকে সাইড কাটা নিয়ে বুঝিয়ে বলতে চেষ্টা করবো সহজভাবে।
সাইড কাটা বা এপিসিওটমি (Episiotomoy)
বিষয়সূচী
সাইড কাটা বা এপিসিওটমি কি?
সিজার আর সাইড কাটা কি সেইম?
বাসায় নরমাল ডেলিভারিতে কি সাইড কাটতে হতো?
সাইড কাটা কখন দরকার হয়?
সাইড কাটার পর যত্ন ও করনীয়ঃ
সাইড কাটার সেলাই কাটা
সাইড কাটা বা এপিসিওটমি কি?
স্বাভাবিক প্রসবের সময় যখন মায়ের পেরিনিয়াম (যোনিপথ ও পায়ুপথের মধ্যবর্তী জায়গা) ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তখন ডাক্তার ডান বা পাশ থেকে যোনিপথ কিছুটা কেটে বড় করতে হয় এটিকেই বলে এপিসিওটমি বা সাইড কাটা।

এখন চলুন, কিছু অনুমান/ধারণা দূর করি আগে। কিছু প্রশ্নের উত্তর দিয়ে।

সিজার আর সাইড কাটা কি সেইম?
প্রথমেই বুঝতে হবে সিজার একটা মেজর অপারেশন আর সাইড কাটা একটা নরমাল ইনসিশন। সিজারে পেটের চামড়া, নিচের লেয়ার, জরায়ু কাটতে হয়, এনেস্থিসিয়া দিয়ে অজ্ঞান করতে হয়, পরবর্তী তে নানা ধরনের জটিলতা হয় কিন্ত সাইড কাটাতে এমন কিছুই নেই - সন্তান প্রসবের সময় পেরিনিয়াম ছিড়ে যাওয়ার চান্স থাকলে তখন সেখানে একটা লোকাল এনেস্থিসিয়া দিয়ে ডান বা বাম সাইড থেকে একটা প্ল্যান ওয়েতে কাটা হয়, যেটা তখন মা বুঝতেই পারে না কারণ তখন তিনি জায়গাটা অনেক পাতলা থাকে এবং অনেক পেইনে থাকে। সন্তান প্রসবের পর সেই কাটা জায়গাটা সুন্দর করে সেলাই করে দেয়া হয় যেটার সুন্দর যত্ন নিলে দুই সপ্তাহের মধ্যেই সেরে যায়। অথচ সিজারে পুরো পেট কা-ট-তে হচ্ছে, সিজার পরবর্তী সময়েও নানা সমস্যা হয়। তাহলে কি করে সিজার আর সাইড কাটা এক হয়, রান্নাঘরে কাজ করার সময় হাত কেটে গেলে যেমন পরে ঠিক হয়ে গেলে বুঝা যায় না সাইড কাটাও সেইম।

বাসায় নরমাল ডেলিভারিতে কি সাইড কাটতে হতো?
আগেকার যুগে বা বাসায় নরমাল ডেলিভারি তে তো সাইড কাটতে হয় না তাদের কিভাবে প্রসব হয়?

খুব কমন একটা প্রশ্ন। এটা বুঝিয়ে বলছি -

আগের দিনে বা এখনো যারা বাড়িতে প্রসব করান যেখানে কোনো প্রশিক্ষিত বা বিশেষজ্ঞ ডাক্তার নেই তারা সাইড কাটা বা সেলাই করা বলতে কিছুই জানতেন না। ফলে সেসময় বেশীরভাগ বাচ্চা যোনিপথ মারাত্মক ভাবে ক্ষত হয়ে ছিঁড়ে বের হতো। এই মায়েরা পরবর্তীতে বিভিন্ন ধরনের স্বাস্থ্য ঝুকির মুখোমুখি হতেন। প্রসাব পায়খানা করতে গিয়ে সমস্যায় পরতেন, স্বামীর সঙ্গে মেলামেশা করতেও সমস্যা হতো।

কিন্ত হসপিটালে ডেলিভারী করালে এই সমস্যা হওয়ার সুযোগ নেই। সন্তান প্রসব অবশ্যই হাসপাতালে করাতে হবে। হাসপাতালে সন্তান প্রসব এজন্যই নিরাপদ, যখনই দেখা যায় মায়ের যোনিপথ ছোট বা বাচ্চার মাথা জোর করতে গেলে ক্ষতি হবে তখনই একটুখানি যোনিপথের সাইড কেটে দিতে হয়। তখন বাচ্চার মাথা সহ বাচ্চার শরীর সহজে চলে আসে। সন্তান প্রসবের পরপরই যোনিপথের কাটা সাইডটা সেলাই দেওয়া হয়, যেটা ১৫ দিনের মধ্যেই খুব সুন্দর সেরে যায়, ভয়ের কিছুই নেই।

সাইড কাটা কখন দরকার হয়?
অনেকে ভাবেন নরমাল ডেলিভারি মানেই সাইড কাটে। অথচ নরমাল ডেলিভারি তে যে সবসময়ই সাইড কাটা বা যোনিপথ কাটাতে হয় তা কিন্তু সঠিক নয়। ডেলিভারির সময় বাচ্চার ও মায়ের অবস্থা বুঝে সিদ্ধান্ত নেয়া হয়। সাইড কাটার কখন দরকার হয় অবস্থা গুলো বুঝিয়ে বলি -

প্রসবকালীন সময়ে যখন বাচ্চার মাথা আসতে থাকে তখন আমরা দেখি মায়ের যোনিপথের প্রশস্ততার তুলনায় বাচ্চার মাথা বড় সেক্ষেত্রে মাথা বের করে নিয়ে আসতে গেলে আশপাশের সব ছিঁড়ে যাওয়ার ও ক্ষতবিক্ষত হওয়ার সম্ভাবনা থাকে। তখন একটুখানি সাইড কেটে দিলে বাচ্চার মাথাটা সহজভাবে চলে আসে।
যদি বাচ্চার মাথা অনেকক্ষণ ধরে আটকে থাকে বের না হয় সেক্ষেত্রে সাইড কেটে দিয়ে সহজে বাচ্চাকে বের করে আনা হয়।
বাচ্চার যদি কোন সমস্যা তৈরি হয় যার ফলে দ্রুত প্রসবের প্রয়োজন তখন।
বাচ্চার মাথা নিচে না থেকে যদি উপরে হয়।
যদি এমন হয় কয়েক ঘন্টা ধরে চেষ্টার পর মা ক্লান্ত হয়ে গেছে কারণে এপিসিওটমি করার প্রয়োজন হতে পারে।
সাইড কাটলে কি প্রস্রাব পায়খানা, সহবাসে সমস্যা হয়?
অনেকের ধারণা সাইড কাটলে প্রস্রাব পায়খানা, সহবাসে সমস্যা হয়। এটা ভুল ধারণা। সাইড কাটার পর প্রস্রাব পায়খানা তে কোনো সমস্যা হয় না, সহবাসেও কোনো সমস্যা হয় না - প্রসব পরবর্তী যে ৪৫ দিন সহবাস বিরত থাকতে বলা হয় এর মধ্যেই সেলাই পুরোপুরি ভালো হয়ে যায়, আগের মতো।

সাইড কাটার পর যত্ন ও করনীয়ঃ
সাইড কাটার পর কিছু যত্ন নিতে হয়। প্রথমেই সেগুলো বুঝিয়ে বলছি -

১. ডাক্তার ব্যথার জন্য ঔষধ , এন্টিবায়োটিক ও তিন বেলা কাটা জায়গায় লাগানোর একটা মলম দিবেন, পাশাপাশি কোষ্ঠকাঠিন্য যেন না হয় সিরাপ সহ অনান্য ঔষধ - এই জিনিস সেগুলো নিয়ম অনুযায়ী মেনে চলা।

২. অনেকে বলেন সেলাই এ পানি লাগানো যাবে না, এটা ভুল কথা - প্রস্রাবের পরপরই আপনার যোনিপথ ও নীচের দিকও ভালো করে পরিষ্কার করতে হবে।

৩. কুসুম গরম পানিতে ১ চামচ পভিসেপ আয়োডিন মিশিয়ে ১৫-২০ মিনিট পানিতে বসে থাকা, দিনে ২ বার করে - ১ মাস কন্টিনিউ করা।

৪. খাদ্য তালিকায় প্রচুর পরিমাণে ফাইবার যুক্ত খাবার রাখুন, পর্যাপ্ত পরিমানে পানি পান ও সুষম খাবার খেতে হবে যেন কোষ্ঠকাঠিন্য না হয়।

৫. নিয়মিত হাটা ও ডাক্তারের পরামর্শ অনুযায়ী পোস্ট ন্যাটাল ব্যায়াম (বিশেষ করে পেলভিক ফ্লোর এর ব্যায়াম) গুলো করা যা পেলভিক মাংশপেশীতে রক্ত সংবহন বাড়ায় যা ক্ষত স্থানকে দ্রুত সারাতে সাহায্য করে।

সম্পর্কিত: স্বাভাবিক প্রসবের পর প্রসব পরবর্তী যত্ন (Postpartum Care)

সাইড কাটার সেলাই কাটা
সাইড কাটার সেলাই কাটতে হয় না, এটা নিজে নিজেই পরে যায়। চিন্তার কিছুই নেই, ডেলিভারির পর, ৭ দিন পর যে ভিজিটে গিয়ে ডাক্তারকে দেখানো উচিত।

যদিও সাইড কাটাতে অধিকাংশ ক্ষেত্রেই কোনো সমস্যা হয় না তবে কখনো কারো ডায়বেটিস বা যত্নের অভাবে বা অন্য কারনে কাটা জায়গায় সমস্যা হতে পারে। তাই জানা উচিত কখন চিকিৎসকের শরণাপন্ন হবেনঃ

লক্ষ্মণ গুলো হলোঃ

যদি বেশিদিন ব্যথা থাকে।
কাটা জায়গা থেকে পুঁজ অথবা গন্ধযুক্ত কিছু বের হয়।
কাটা জায়গার আশপাশ লাল হয়ে যায়, ফুলে যায়, জ্বর হয় - এগুলোর যেকোনো একটি যদি চোখে পরে তাহলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিৎ।
আশা করি লেখাটি পড়ে সাইডকাটা নিয়ে আপনাদের ধারণা ক্লিয়ার হবে। সিজার আর সাইড কাটা কখনোই এক না, বিশাল ব্যবধান। তাই সাইড কাটার ভয়ে সি সেকশনে যাওয়া বড় বোকামি যেন না করি। দরকার হয় এমন কোনো ধরনের সমস্যা না থাকলে অবশ্যই নরমাল ডেলিভারিই একমাত্র পছন্দ হওয়া উচিত, যদি সাইড কাটা লাগে উপযুক্ত যত্নের মাধ্যমে খুব দ্রুত তা সেরে যায় আলহামদুলিল্লাহ।

নিজে সচেতন হই, অন্যকেও সচেতন করি ইনশাআল্লাহ ?
🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺
Rangpur Heath Club

Address

Rangpur
5420

Telephone

+8801757550707

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rangpur Health Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Rangpur Health Club:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram