01/11/2023
- ২ নভেম্বর জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস❤️
১৯৭২ সালে ২ নভেম্বর অধ্যাপক ডা. নুরুল
ইসলাম দেশের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে প্রথম ব্যক্তি হিসেবে রক্তদান করেন। তারপর ১৯৭৮ সাল থেকে বাংলাদেশে স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমকে উৎসাহিত করতে প্রতিবছর ২ নভেম্বর জাতীয় রক্তদাতা দিবস পালন করা হয়....।❤️
- আজ জাতীয় রক্তদান দিবস।।
দেশের সকল রক্তদাতা ভাইবোন এবং রক্ত সংগ্রহ কারী ভাইবোন দের কে জানাই স্যালুট।
মন থেকে অফুরান্ত ভালোবাসা রইলো তাঁদের সবার জন্য...🖤