Taw Haa Zin Nurain Health

Taw Haa Zin Nurain Health A Social Service Umbrella Projects

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহআমাদের রংপুর মেডিকেল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী, সাকলাইন পাটওয়ারী, বাসা - চাঁদপুর।গত ৩...
26/03/2025

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ

আমাদের রংপুর মেডিকেল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী, সাকলাইন পাটওয়ারী, বাসা - চাঁদপুর।

গত ৩ জুন, ২০২৪ তারিখ থেকে Chronic kidney disease( End Stage) due to autosomal dominant polycystic kidney disease, hypertension এ আক্রান্ত হয়ে পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। Creatinine 6.09mg/dl, GFR 12ml/min. এমতাবস্থায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার কিডনি প্রতিস্থাপন করতেই হবে|

কিন্তু রোগটি জিনগত হওয়ায় পরিবারের কেউ কিডনি ডোনেট করতে পারবেন না।যেহেতু আমাদের দেশে নন-রিলেটিভ ট্যান্সপ্লান্ট আইন নেই তাই বাধ্য হয়েই বাইরের দেশে চিকিৎসার জন্য যেতে হচ্ছে| এতে আনুমানিক খরচ প্রায় ৫০ লক্ষ টাকা!

যা তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব না..

তাই সকল শ্রেণী-পেশার মানুষকে নিজ নিজ জায়গা থেকে, সামর্থ্য অনুযায়ী সাহায্য করার জন্য অনুরোধ করছি।

পাশাপাশি যাকাতের টাকাও চাইলে ডোনেট করতে পারবেন।

রমজান মাসে আপনার উছিলায় কোন এক ভাইয়ের সুস্থ হওয়ার পথ আরো সহজ হয়ে উঠুক ইন শা আল্লাহ।

যোগাযোগ : 01768083357(সাকলাইন)

বিকাশ: 01635047298 (personal), 01680008034 (personal)
নগদ: 01768083357, 01680008034
রকেট: 017680833571

1.Islami Bank :
Account name: MD SAQLAIN PATWARY
Account number : 20501340206615904
Chandpur branch, Chandpur

2.Dutch Bangla Bank :
Account name: MD SAQLAIN PATWARY
Account number : 2421580085376
Chandpur branch, Chandpur

3.Agrani Bank :
Account name :MD FAYSAL AHMED SHOHAG
Account number : 0200017908589
Medical college branch, rangpur

02/12/2024

আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ

একজন ক্যান্সার আক্রান্ত মায়ের জন্য আপনার সাহায্যের হাত বাড়িয়ে দিন।

প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা, বিগত মে মাসে CC1 রেফারেন্সে আমরা একজন ক্যান্সার আক্রান্ত মায়ের জন্য অর্থ সহায়তা চেয়েছিলাম। আলহামদুলিল্লাহ, দেশ এবং দেশের বাইরে থেকে আপনাদের পাঠানো সহযোগীতার মাধ্যমে আমরা রোগীর অপারেশন রেডিওথেরাপি এবং কেমোথেরাপি সম্পন্ন করেছি।
আল্লাহ আপনাদের এর উত্তম প্রতিদান দান করুক।

বর্তমানে তিনি আবারও অসুস্থতায় ভুগছেন এবং আমরা ত্ব-হা যিন নূরাঈন ফাউন্ডেশন থেকে আবারও তার চিকিৎসার জন্য আপনাদের নিকট সহযোগীতা প্রার্থনা করছি।

সহযোগীতা পাঠানোর নম্বরঃ

Bkash/Nagad
01743982952
রেফারেন্সঃ CC1

ব্যাংক অ্যাকাউন্টঃ
Islamic Bank Bangladesh PLC
Branch: Terminal, Rangpur
Acc Name: Mst. Alima Khatun
Acc no: 20506570200007903

উপরে উল্লেখিত নম্বর ছাড়া অন্য কোনো নম্বরে আপনার সহায়তা পাঠিয়ে প্রতারণার স্বীকার হবেন না।

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,প্রিয় ভাইয়েরা, আমাদের একজন দ্বীনি ভাইয়ের বাবার হার্টের চিকিৎসা জন্য সাহায্যের আবেদন। উন...
30/11/2024

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,

প্রিয় ভাইয়েরা, আমাদের একজন দ্বীনি ভাইয়ের বাবার হার্টের চিকিৎসা জন্য সাহায্যের আবেদন। উনার বাবার দীর্ঘদিন শারীরিক অসুস্থতা ও হার্টের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি ছিলেন। ঔষধ এবং হাসপাতালে চিকিৎসার ফলে অনেক বিল বাকি রয়ে গেছে, আর্থিক সংকটের কারণে পরিশোধ করতে পারতেছেন না, তাই আমরা আমাদের এই ভাইয়ের বাবার চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেই।

টাকা পাঠাতে, +8801889680882
(বিকাশ, নগদ, রকেট)
Ref: CC5

 #ইমারজেন্সিআসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।একজন প্রসূতি বোনের জন্য ইমারজেন্সি রক্তের প্রয়োজন। রক্তের গ্রুপ A(+ve) এ পস...
28/09/2024

#ইমারজেন্সি

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

একজন প্রসূতি বোনের জন্য ইমারজেন্সি রক্তের প্রয়োজন। রক্তের গ্রুপ A(+ve) এ পসিটিভ। জটিল অবস্থা। সিজার করতে হবে। প্রায় ১০ ব্যাগ রক্ত প্রয়োজন। ঠিকানা: মগবাজার আদ দ্বীন হসপিটাল, ঢাকা। আল্লাহর পাকের সন্তুষ্টির জন্য এগিয়ে আসুন!

রুগীর আত্মীয়'র কন্টাক্ট নাম্বার 01728935970.....

আযহিবিল বা'স রব্বান নাস!

আসুন! একজন প্রবীণ অসুস্থ মুয়াজ্জিন সাহেবের পাশে দাড়াই!আমজাদ হোসেন (চাচা) হায়াতের দীর্ঘ সময় (প্রায় ৪৫ বছর এর বেশি) মুয়াজ্...
07/09/2024

আসুন! একজন প্রবীণ অসুস্থ মুয়াজ্জিন সাহেবের পাশে দাড়াই!

আমজাদ হোসেন (চাচা) হায়াতের দীর্ঘ সময় (প্রায় ৪৫ বছর এর বেশি) মুয়াজ্জিন ছিলেন। রংপুর শহরের একটি মাসজিদের খাদেম ছিলেন। দিনরাত অক্লান্ত পরিশ্রম করে বলতে গেলে প্রায় একাই মাসজিদের সব কাজ করতেন। আফসোসের বিষয় শেষ বয়সে এসে স্ট্রোক, ডায়েবিটিস ,কিডনি ও হার্টে বিভিন্ন সমস্যা নিয়ে দীর্ঘদিন নানাবিধ জটিল অসুস্থতায় ভুগছেন।

তার সুস্থতা, নিবিড় পরিচর্যা এবং উন্নত চিকিৎসার জন্য আবু ত্ব-হা মুহাম্মদ আদনান হাফিজাহুল্লাহ এর তত্বাবধানে 'Taw Haa Zin Nurain Foundation' সার্বিক সহোযোগিতা করে যাচ্ছে। আমাদের সাথে আপনিও এই মহান কাজে শরিক হতে সাদাকাহ পাঠাতে পারেন।

বিকাশ/ নগদ :
01763002627
01765922612

রেফারেন্স : CC2

ব্যাংক একাউন্ট:
Islami Bank Bangladesh PLC
Branch: Rangpur
Acc Name: Md Fakhrul Alam Yamin
Acc no: SMA 20501170204403412

রসুলল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ,
”যে ব্যক্তি কোনো মুমিনের দুনিয়াবি সংকটগুলো থেকে একটি সংকট মোচন করে দেয়, আল্লাহ তা'আলা তার আখিরাতের সংকটগুলোর একটি সংকট মোচন করবেন। যে ব্যক্তি কোনো অভাবগ্রস্তের অভাব মোচনে সাহায্য করবে, আল্লাহ তা'আলাও তাকে দুনিয়া ও আখিরাতে স্বাচ্ছন্দ্য দান করবেন। যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ-গুণ গোপন করবে, আল্লাহ তা'আলা দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন করবেন। আল্লাহ বান্দার সাহায্যে থাকেন, যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে নিয়োজিত থাকে।’’

সকলের নিকট দোয়া ও আর্থিক সহযোগিতার দরখাস্ত রইলো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন। আমীন।

সবাই এগিয়ে আসুন
19/02/2024

সবাই এগিয়ে আসুন

10/01/2024

Address

শালবন মিস্ত্রীপাড়া হাজীরখামার ব্রিজ, রংপুর সদর, রংপুর।
Rangpur
5400

Telephone

+8801851059814

Website

Alerts

Be the first to know and let us send you an email when Taw Haa Zin Nurain Health posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Taw Haa Zin Nurain Health:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram