01/11/2025
আলহামদুলিল্লাহ আজকে এক ভাইয়ের ভয় পাইয়ে দেয়া ফিডব্যাক।
ওনার বয়স ৫৮ বছর চলছে।
বিয়ের ৪ বছরে কখনো কোনোভাবেই পরিপূর্ণতা পায়নি।আলহামদুলিল্লাহ আমাদের মেডিসিন নেয়ার পূর্বে ওনার রোগের ব্যাপারে বিস্তারিত জেনে ওষু #ধ দিয়েছি।
বড় কথা হচ্ছে উনি মেডি #সিন খারাপ বা কার্যকর নাহলে তা না খেয়ে অধৈর্য হয়ে ফেলে দেন এটাও আমাকে পূর্বেই বলে সাবধান করেছিলেন।
আমি তাকে শুধু বলেছিলাম,ভাই আমার উপর বিশ্বাস রাখেন ঠকবেন না ইনশাআল্লাহ,আল্লাহ ভরসা।
অন্যদিকে উনি অনলাইনে এই ব্যাপারগুলো নিয়ে যে মেডি #সিন বিক্রি করে পেজগুলো, বলা যায় ভাইরাল ৩ জন ডক্টরের মেডিসিন সহ আরো অনেকভাবে চেষ্টা করেছে কাজ হয়নি।
পরিশেষে আলহামদুলিল্লাহ আজ তার মুখ থেকেই তার সফলতার গল্প তিনি নিজেই বললেন।
আল্লাহ রোগ মুক্তির মালিক।
লক্ষ্য কোটি শুকরিয়া রবের দরবারে।
ভিডিওর সময় অনেক বেশি হয় তাই কথার গতি বাড়িয়েছি,ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
সবার সুস্থতা কামনা করছি।
জাজাকাল্লাহ খাইরান 🥰