Dr Syed Mamun Rangpur Bangladsh

Dr Syed Mamun Rangpur Bangladsh Professor.Forensic Medicine.Rangpur Community Medical College.Executive Director,GoodHealth Hospital.

08/12/2025

আমি যখন অন্তহীন ভালবাসায়
নিরন্তর সৃষ্টি সুখের উল্লাসে তোমায় খুঁজি
অলিন্দ নিলয়ে তোমার আবেগের শিহরণ জাগে
এক অদ্ভুত আচ্ছন্নতায় তোমার অনুভবে আবেশিত থাকি
ঠিক বুঝে উঠতে পারিনা কতটুকু অনুরক্তি তোমার প্রতি
বাস্তবে তা সীমা আর গভীরতার আচ্ছাদনে কি পরিমাপ সম্ভব?
আমি শুধু অনুভবের নিমগ্নতায় ধ্যানমগ্ন হয়ে জীবন খুঁজি
বিস্ময়ে বিমুগ্ধতায় সত্ত্বার পরতে শুধু তোমার অস্তিত্ব
এ যেন সৃষ্টি আর জীবনবোধের পরিপূর্ণতায় শুধুই তুমি
মুহুর্তে সুখানুভব আর প্রশান্তির ঝড়ো হাওয়া বয়ে যাওয়া
তাই আবেগে বিপর্যস্ত আমি হতবাক হয়ে স্মৃতি হাতড়ে চলি।

08/12/2025

চিকিৎসার মহান পেশায়— বিশেষজ্ঞ বা দক্ষ চিকিৎসক হিসেবে পরিচিতির পূর্বেই তাহারা সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠা পাইলেন। চিকিৎসক ব্যবসায়ী এখন জনপ্রিয় বিশেষণ। এর কদর এখন সমাজের সর্বস্তরে।কারণ মানবিক পেশার চেয়ে মুনাফা সর্বস্ব পেশাই উত্তম ও শ্রেয়।

08/12/2025

আত্মসমালোচনা ও আত্মশুদ্ধি নিজেকে বিকশিত করবার একমাত্র পথ। এভাবে আমরা জীবনের সকল সৌন্দর্যকে উপভোগ্য করে তুলতে পারি।

06/12/2025

লেখাটা কার জানিনা কিন্তু অসাধারণঃ

এই মসজিদ, মন্দির কি অপূর্ব জায়গা ? এখানে গরীব মানুষ বাইরে আর ধনী ব্যক্তি ভিতরে ভিক্ষা চায়!

বিচিত্র এই দুনিয়ার কঠিন সত্য !! বরযাত্রার সময় বর সবার পিছনে থাকে,,,আর সমস্ত মানুষ আগে আগে যায় !! কবরযাত্রায় মৃতদেহ সবার আগে থাকে ! আর মানুষজন পিছনে !!
সমস্ত দুনিয়া সুখের দিনে আগে থাকে আর দুঃখের দিনে পিছনে !! অপূর্ব তুমি স্রষ্টা! আর অদ্ভুত তোমার লীলা !!

মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষ কে স্মরণ করা হয় !! মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয় !!

সারাটা জীবন বোঝা বৈলো দেওয়ালের পেরেক টা ! আর মানুষ সুনাম করল পেরেকে টাঙ্গানো ছবিটার !!

যে নুনের মতো তিতকুটে জ্ঞান দেয়,সেই আসল বন্ধু হয় ! মিষ্টি কথার আড়ালে থাকে চতুর অভিসন্ধির ভয় !!

ইতিহাস সাক্ষী আছে আজ পর্যন্ত নুনে কখনোই পোকা ধরেনি !! আর মিষ্টিতে তো প্রতিদিনই পোকা ! পিঁপড়েরাও ছাড়েনি !!

সঠিক পথে মানুষ চলতেই চায়না ! আর বাঁকা পথে সবাই যেতে চায় !! এই কারণেই মদ বিক্রেতা কে কোথাও যেতে হয়না ! দুধ বিক্রেতাকে পাড়ায় পাড়ায়,লোকের দরজায় দরজায় যেতে হয় !!
আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলি জল মেশাননিতো !! আর মদে নিজে হাতে জল মিশিয়ে খাই !!

একই গ্রন্থাগারে গীতা আর কোরান একসাথে থাকে ! নিজেদের মধ্যে কখনোই লড়াই করেনা !! যারা এদের নিয়ে লড়াই করে?তারা গীতা আর কোরান কোনদিন ও পড়েনা!!

আজ পর্যন্ত মানুষকে এইটুকুই বুঝলাম ! তাকে জানোয়ার বললে ক্ষেপে যায় ! কিন্তু সিংহ বললে খুশি হয় !!!

06/12/2025

অন্ধ বিশ্বাস থেকেই মানুষের মাঝে সবধরনের অশুভ চিন্তা ও অপশক্তির জন্ম।

01/12/2025

বাঙালি আন্দোলন করে,
সাধারণত ব্যর্থ হয়,
কখনও কখনও সফল হয়;
এবং সফল হওয়ার পর মনে থাকে না
কেনো তারা আন্দোলন করেছিলো।
—— হুমায়ূন আজাদ

01/12/2025

মানুষের বুদ্ধি বিবেচনা থাকা সত্ত্বেও বিপরীত নির্মম সত্য বা বাস্তবতাকে সে মানতে চায়না। প্রাণপণ চেষ্টা করে সেই অমোঘ সত্য অস্বীকার করবার।

28/11/2025

" ধনতান্ত্রিক সমাজ এমন একটা সভ্যতা যা মানুষের সমস্ত অনুভূতিগুলো পণ্যে পরিনত করে, সুকুমার বৃত্তিগুলোকে পণ্যে পরিনত করে।এর চেয়ে হৃদয়হীন, এর চেয়ে নির্দয়, এর চেয়ে নির্মম সভ্যতা ইতিহাসে আর কখনও সৃষ্টি হয়নি। এই সভ্যতা মানুষের প্রেম ভালবাসা, তার মায়া মমতা, প্রীতি, বন্ধুত্ব, যা কিছু সুন্দর, সুকুমার তাকে পঙ্গু করে দেয়, তাকে শুষ্ক করে দেয়, চুড়ান্ত অর্থে পণ্যে পরিনত করে"।
- কার্ল মার্কস

24/11/2025

যে যতবেশি মিথ্যুক, ভন্ড সে ততোধিক ধার্মিক।যে যতবড় লুটেরা, দূর্নীতিবাজ তার প্রাপ্তি সবচেয়ে বেশি ও বড় ধরনের পুরস্কার। যে যতবড় দূর্বিত্ত ও প্রতারক তার সর্বত্রই বেশিবেশি মর্যাদা ও সম্মান প্রাপ্তির ছড়াছড়ি।

24/11/2025
20/11/2025

সংযম মানে —— যাপিত জীবনে সংবরন, নিরুত্তাপ বা চাহিদাহীন নয়।
বরং প্রকৃত অর্থে —— সংযমে ইচ্ছা, চাহিদা, প্রত্যাশার উত্তাপ থাকবে সেক্ষেত্রে শুধু পরিমিতিবোধ দিয়ে সেচ্ছাচারিতার লাগাম টানতে হবে।
- সক্রেটিস

Address

Rangpur
5400

Telephone

+8801714050625

Website

http://wwwgoodhealthhospitalbd.com/

Alerts

Be the first to know and let us send you an email when Dr Syed Mamun Rangpur Bangladsh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr Syed Mamun Rangpur Bangladsh:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category