08/12/2025
আমি যখন অন্তহীন ভালবাসায়
নিরন্তর সৃষ্টি সুখের উল্লাসে তোমায় খুঁজি
অলিন্দ নিলয়ে তোমার আবেগের শিহরণ জাগে
এক অদ্ভুত আচ্ছন্নতায় তোমার অনুভবে আবেশিত থাকি
ঠিক বুঝে উঠতে পারিনা কতটুকু অনুরক্তি তোমার প্রতি
বাস্তবে তা সীমা আর গভীরতার আচ্ছাদনে কি পরিমাপ সম্ভব?
আমি শুধু অনুভবের নিমগ্নতায় ধ্যানমগ্ন হয়ে জীবন খুঁজি
বিস্ময়ে বিমুগ্ধতায় সত্ত্বার পরতে শুধু তোমার অস্তিত্ব
এ যেন সৃষ্টি আর জীবনবোধের পরিপূর্ণতায় শুধুই তুমি
মুহুর্তে সুখানুভব আর প্রশান্তির ঝড়ো হাওয়া বয়ে যাওয়া
তাই আবেগে বিপর্যস্ত আমি হতবাক হয়ে স্মৃতি হাতড়ে চলি।