বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা চিকিৎসা তহবিল

  • Home
  • Bangladesh
  • Raozan
  • বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা চিকিৎসা তহবিল
চিকিৎসা সেবায় ভিক্ষু সংঘের পাশে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা চিকিৎসা তহবিল ফাণ্ড ===================================বাংল...
05/12/2025

চিকিৎসা সেবায় ভিক্ষু সংঘের পাশে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা চিকিৎসা তহবিল ফাণ্ড
===================================
বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা চিকিৎসা তহবিল ফাণ্ড থেকে চিকিৎসা সেবায় অনুদান প্রদান করা হয়।
৩১. বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ২৯ তম সংঘনায়ক মহামান্য অধ্যাপক বনশ্রী মহাথের মহোদয় চিকিৎসা সেবায় - ৫০,০০০/ পঞ্চাশ হাজার টাকা
চিকিৎসা সেবায় অনুদান প্রদান করা হয়েছে । যাদের কে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়, নিম্নে নামের তালিকা প্রদান করা হল।

তাই মাননীয় ভিক্ষু সংঘের রক্ষায় সকলেই এগিয়ে আসার আহবান জানাচ্ছি।

মানবতার জয় হোক

নিবেদনে
সুমঙ্গল থের
সদস্য ( তথ্য ও যোগাযোগ )
বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা চিকিৎসা তহবিল
৩/১২ /২০২৫

চিকিৎসা সেবায় বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা চিকিৎসা তহবিল পথ চলা বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা চিকিৎসা তহবিল গঠিত হওয়া পর থেকে তহবিলের সদস্য বৃন্দ যাঁকে যাঁর অবস্থান থেকে এবং যৌথ মত বিনিময়ে সভার মাধ্যমে বৌদ্ধ অধ্যুষিত এলাকায় চিকিৎসা তহবিল ফান্ড গঠনে আলোড়ন সৃষ্টি করেছে। যে ভাবে বৌদ্ধ নেতৃত্ব বৃন্দ ও দাতা বৃন্দ বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মানবতার সেবায় এগিয়ে আসায় চিকিৎসা তহবিল অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন এবং আশ্বস্ত করেছেন চিকিৎসা তহবিল ফান্ডকে যুগোপযোগী ও শক্তিশালী করার অবদান রাখবেন। চিকিৎসা তহবিলের কার্যক্রম দেখে অনেকেই অনুপ্রাণিত হয়ে এগিয়ে আসতে শুরু করেছে। তাই ভিক্ষু সংঘের আহবানে ফান্ড গঠনের প্রথম পর্যায় থেকে আবেদন করতে থাকে। তাই মানবিক দৃষ্টি কোণ থেকে বিভিন্ন সেবায় অনুদান প্রদান কার্যক্রম শুরু করতে হয়েছে। যদিও চিকিৎসা তহবিল ফান্ড এখনো এক বছর পূর্ণ হয় নাই। ইতিমধ্যে যাদের অনুদান প্রদান করা হয়েছে, নিম্নে তালিকা দেওয়া হয়েছে।

ক্রঃনং


১. শিবু ভন্তের অন্ত্যাষ্টক্রিয়ার সুস্পর্ণ করা জন্য
-২০,০০০ টাকা
২.সদ্ধর্মশ্রী বিপপসী মহাথের মহোদয়ের মাতার চিকিৎসা সেবায় - ২০,০০০ টাকা
৩.কদলপুর গ্রামের সন্তান মুন্না বড়ুয়া চিকিৎসা সেবায়
- ১০,০০০ টাকা
৪. ভদন্ত শাসনপ্রিয় মহাথের, শাকপুরা চিকিৎসা সেবায়
- ২০,০০০ টাকা
৫. মহাসচিব ভদন্ত বোধিমিত্র মহাথের মহোদয় চিকিৎসা সেবায়- ৭০,০০০ টাকা
৬. ভদন্ত দেবমিত্র থের, অধ্যক্ষ, দক্ষিণ জয়নগর সার্বজনীন সুষেন বিহার- ২০,০০০ টাকা
৭. ভদন্ত সুমনানন্দ থের, আবাসিক, নবপন্ডিত বিহার, কাতালগঞ্জ- ২০,০০০ টাকা
৮. সহ- উপসংঘনায়ক মৈত্রীপ্রদীপ আনন্দমিত্র মহাথের, অধ্যক্ষ, পূর্ব গুজরা মৈত্রী বিহার - ৩০,০০০ টাকা
৯. সংঘপিতা বাবু অমলেন্দু বড়ুয়া (দেববংশ থের পিতা), আবুরখীল দক্ষিণ ঢাকাখালী - ৩০,০০০ টাকা

১০. শাসনসারথি তিস্সানন্দ মহাথের, অধ্যক্ষ, পাঁচখাইন - ২০,০০০ টাকা

১১ মি. দীলিপ বড়ুয়া, পূর্ব আধার মানিক, গোধারপাড়া - ১০,০০০ টাকা

১২. মি. তম বড়ুয়ার পিতা- বাবু কাঞ্চন বড়ুয়া, নন্দনকানন, আবুরখীল - ১০,০০০ টাকা

১৩. ভদন্ত ধর্মপ্রিয় ভিক্ষু, আবাসিক , ধর্মরাজিক মহাবিহারের উনার পিতার চিকিৎসা সেবায় - ১০,০০০/ টাকা
১৪. বাবু উদয়ন বড়ুয়া , পটিয়া - চিকিৎসা সেবায় - ১০,০০০/ টাকা
১৫.শ্রীমতি রুজা বড়ুয়া , চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় , জোবরা, চিকিৎসা সেবায় - ১০,০০০/ টাকা
১৬. শ্রীমতি শোভা বড়ুয়া , বৈদ্যপাড়া ,নোয়াপাড়া , চিকিৎসা সেবায় - ১০,০০০/ টাকা
১৭. মিসেস বাপ্পী বড়ুয়া স্বামী বাবু প্রশান্ত বড়ুয়া , মধ্যম মাদার্শ , চিকিৎসা সেবায় - ১০,০০০/ টাকা
১৮. ভদন্ত পরমানন্দ মহাথের মহোদয় মায়ের উদ্দেশ্য - ১০,০০০/ টাকা
১৯. সদ্ধর্মসারথীী সুমনবংশ মহাথের, পূর্ব আধার মানিক, খ্যাতিপাড়া - ৩০,০০০/ টাকা
২০. মহামান্য উপসংঘনায়ক অগ্গসাসনধ্বজা সদ্ধর্মরশ্মি রতনশ্রী মহাথের , পূর্ব আধাঁর মানিক - ৫০,০০০/ টাকা
২১. বাবু মিটু বড়ুয়া, আবুরখীল - ১০,০০০/ টাকা
২২. বাবু মাদল বড়ুয়া, পশ্চিম আবুরখীল - ১০,০০০/টাকা
২৩. ভদন্ত প্রজ্ঞাশ্রী ভিক্ষু, আবাসিক , ধর্মরাজিক মহাবিহার ,ঢাকা , বাসবো - ২০,০০০/ বিশ হাজার টাকা মাত্র।
২৪.বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা কৃতি সাংঘিক ভিক্ষু ব্যক্তিত্ব, পূর্ব গুজরা জেতবন বিহারের উপাধ্যক্ষ প্রভাষক #ভদন্ত_প্রিয়বংশ_থের মহোদয় চিকিৎসা সেবায় ৩০,০০০/ #ত্রিশ_হাজার_টাকা
২৫. বাবু অন্তর বড়ুয়া পার্থ, পিতা মৃত আশীষ বড়ুয়া, বেলখাইন, পটিয়া - ১০,০০০/ দশ হাজার টাকা
২৬. ভদন্ত শান্তিলোক মহাথের, অধ্যক্ষ, মধ্যম আধার মানিক কল্যাণ বিহার - ২০,০০০/ বিশ হাজার টাকা
২৭. ভদন্ত শরনাশ্রী ভিক্ষু, অধ্যক্ষ , হাজারীচর জ্ঞানাঙ্কুর বিহার - ২০,০০০/ বিশ হাজার টাকা
২৮. ভদন্ত দয়ানন্দ মহাথের, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা - ২০,০০০/ বিশ হাজার টাকা
২৯. ভদন্ত দেববংশ থের মহোদয়ের মাতার উদ্দেশ্য - ১০,০০০/ দশ হাজার টাকা
৩০. শ্রীমৎ উককট্ঠপঞঞা থের
পিতা - প্রয়াত সুধীর্রঞ্জন বড়ুয়া,
মাতা -শ্রীমতি : মিরা রানী বড়ুয়া ।
আবুরখীল দক্ষিণ ঢাকাখালী গুজরা বি/ ও, রাউজান, চট্টগ্রাম - ১০,০০০/ দশ হাজার টাকা।

৩১. বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ২৯ তম সংঘনায়ক মহামান্য অধ্যাপক বনশ্রী মহাথের মহোদয় চিকিৎসা সেবায় - ৫০,০০০/ পঞ্চাশ হাজার টাকা

সকলের অংশগ্রহণ করার মাধ্যমে চিকিৎসা তহবিলের দানের এগিয়ে আসুন।

নিবেদনে
সুমঙ্গল থের
সদস্য ( তথ্য ও যোগাযোগ)
বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা চিকিৎসা তহবিল
৪/৯/২০২৫ fans Bangladesh Bouddha Bhikkhu Mahasabha বাংলাদেশ বুড্ডিষ্ট মঙ্ক সোসাইটি/Bangladesh Buddhist Monk Society

বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মাননীয় ভিক্ষু সংঘের মাসিক সদস্য চাঁদা দাতাদের তালিকা:-================================রাউজ...
28/11/2025

বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মাননীয় ভিক্ষু সংঘের মাসিক সদস্য চাঁদা দাতাদের তালিকা:-
================================
রাউজান অঞ্চল
===========
১. ভদন্ত নাগসেন ভিক্ষু, আবুরখীল অজন্তা বিহার - সেপ্টেম্বর/২৪ হতে ডিসেম্বর/২৫ পর্যন্ত = ১৬০০/টাকা পরিশোধ করেছেন।

জগতের সকল প্রাণী সুখী হোক

নিবেদনে
সুমঙ্গল থের
অর্থ সচিব
বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা
২৮/ ১১/২০২৫

🥗🥗🥗শুভ উদ্ধোধন🥗🥗🥗
==========================
বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার নিজস্ব তহবিল ফান্ডকে শক্তিশালী ও যুগোপযোগী করার লক্ষ্য সাধারণ সভায় সিদ্ধান্ত অনুসারে সেপ্টেম্বর ২০২৪ ইং থেকে প্রত্যক সদস্য মাসিক হারে #১০০/ একশত টাকা মাসিক সদস্য চাঁদা প্রদান করবেন। আজ ৩১ আগষ্ট ২০২৪ ইং শনিবার, ঐতিহ্যবাহী #বাগোয়ান_সুদর্শনবিহারের, #মাসিক_সদস্য_চাঁদা সংগ্রহ করার #শুভ_উদ্ধোধন করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপসংঘনায়ক অগ্গসাসনধ্বজ, সদ্ধর্মরশ্মি রতনশ্রী মহাথের মহোদয়, পূর্ব আধার মানিক - সেপ্টেম্বর/২৪ হতে আগস্ট/২৫ পর্যন্ত ১,২০০/ টাকা, অনুরূপ ভাবে, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার তৃতীয় বারের মতো নব নির্বাচিত সভাপতি, শাসনতিলক সুনন্দ মহাথের মহোদয়, মধ্যম আধার মানিক - সেপ্টেম্বর /২৪ হতে আগস্ট/২৫ পর্যন্ত- ১,২০০/টাকা প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিতি থেকে মাসিক চাঁদা দিয়েছেন, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ-সভাপতি, অধ্যাপক বিপুলানন্দ মহাথের, ধর্মীয় সম্পাদক সদ্ধর্মশ্রী বিপপসী মহাথের, যুগ্ম মহাসচিব সদ্ধর্মভান্ডরিক ড. প্রিয়দর্শী মহাথের, দপ্তর সম্পাদক শাসননিধি পূন্নানন্দ থের মহোদয় সহ মহাসভার মাননীয় ভিক্ষু সংঘ। বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপসংঘনায়ক ও সভাপতি মহোদয় মাননীয় ভিক্ষু সংঘ কে নিদের্শনা প্রদান, যাতে প্রত্যক ভিক্ষু সংঘ মহাসভার বিভিন্ন সুযোগ সুবিধা ও উপকার ভোগ করেন, তাই প্রত্যক ভিক্ষু সংঘ মাসিক সদস্য চাঁদা উদ্ধুদ্ধ করেন। যা ভিক্ষু সংঘ যেমন উপকৃত হবে তদ্রূপ সমাজ ও শাসনের শ্রীবৃদ্ধি কল্পে পরবর্তীতে কাজ করতে পারবে।

পরিশেষে মাননীয় ভিক্ষু সংঘের ভিক্ষু জীবনের পরিপূর্ণতা লাভ হোক কামনা করা হয়।

বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মাননীয় ভিক্ষু সংঘের মাসিক সদস্য চাঁদা তালিকা নিম্নে দেওয়া হলো:-

১. #উপসংঘনায়ক_অগ্গসাসনধ্বজ_সদ্ধর্মরশ্মি_রতনশ্রী_মহাথের মহোদয়, সেপ্টেম্বর /২৪ হতে আগস্ট/২৫ - ১,২০০/ টাকা
২. শাসনতিলক, শিক্ষাবিদ সুনন্দ মহাথের মহোদয়, সেপ্টেম্বর /২৪ হতে আগস্ট/২৫ - ১,২০০/ টাকা
৩. অধ্যাপক বিপুলানন্দ মহাথের, সেপ্টেম্বর/২৪- ১০০/ টাকা
৪. সদ্ধর্মশ্রী বিপপসী মহাথের, শ্রীপুর - সেপ্টেম্বর /২৪- ১০০/ টাকা
৫. সদ্ধর্মভান্ডারিক ড. প্রিয়দর্শী মহাথের, পাঁচখাইন - সেপ্টেম্বর/২৪ হতে ডিসেম্বর /২৪ - ৪০০/ টাকা
৬. শাসননিধি পূন্নানন্দ থের, উওর গুজরা, সেপ্টেম্বর /২৪ হতে ডিসেম্বর /২৪ - ৪০০/ টাকা
৭. ভদন্ত সুগতশ্রী ভিক্ষু, পূর্ব আধার মানিক, নতুন বাজার, সেপ্টেম্বর /২৪ হতে ফেব্রুয়ারী/২৫ - ৬০০/ টাকা
৮. ভদন্ত ধর্ম্মালংকার ভিক্ষু, জৈষ্ঠ্যাপুরা, শান্তিময় বিহার, সেপ্টেম্বর /২৪ হতে নভেম্বর/২৪ - ৩০০/ টাকা
৯. ভদন্ত শ্রদ্ধাশ্রী ভিক্ষু, চরণদ্বীপ, সেপ্টেম্বর/২৪ হতে ডিসেম্বর/২৪ - ৪০০/ টাকা
১০.ভদন্ত শরনানন্দ ভিক্ষু, মধ্যম আধার মানিক, সেপ্টেম্বর/২৪ হতে অক্টোবর/২৪ - ২০০/ টাকা
১১. কর্মযোগী কীর্ত্তিপাল থের, হরণদ্বীপ, সেপ্টেম্বর /২৪ হতে ডিসেম্বর/২৪ - ৪০০/ টাকা
১২.বি. সত্যানন্দ থের, বাগোয়ান, সেপ্টেম্বর/২৪ হতে ডিসেম্বর/২৪ - ৪০০/ টাকা
১৩.ভদন্ত অর্থদর্শী ভিক্ষু, বেতবুনিয়া, সেপ্টেম্বর/২৪ হতে অক্টোবর/২৪ - ২০০/ টাকা
১৪.ভদন্ত শ্রদ্ধালংকার ভিক্ষু, নবপণ্ডিত বিহার, সেপ্টেম্বর/২৪ হতে অক্টোবর /২৪ - ২০০/ টাকা
১৫. অধ্যাপক প্রিয়বংশ থের, পূর্ব গুজরা, ধর্মরাজবাড়ি, সেপ্টেম্বর/২৪ হতে ডিসেম্বর/২৪ - ৪০০/ টাকা
১৬. ভদন্ত শাসনমিত্র ভিক্ষু, চান্দগাঁত্ত, সেপ্টেম্বর/২৪ হতে ডিসেম্বর/২৪ - ৪০০/ টাকা
১৭.ভদন্ত প্রজ্ঞাকীর্ত্তি ভিক্ষু, হরণদ্বীপ, সেপ্টেম্বর/২৪ হতে ডিসেম্বর /২৪ - ৪০০/ টাকা
১৮.ভদন্ত সুন্দরানন্দ ভিক্ষু, জৈষ্ঠ্যাপুরা কেন্দ্রীয় বৈশালী বিহার, সেপ্টেম্বর/২৪ - ১০০/ টাকা
১৯.ভদন্ত দেবমিত্র থের, দক্ষিণ জয়নগর, সেপ্টেম্বর/২৪ হতে ডিসেম্বর/২৪ - ৪০০/ টাকা
২০. ভদন্ত সংঘশ্রী থের, চান্দগাঁত্ত, সেপ্টেম্বর/২৪ - ১০০ টাকা
২১. ভদন্ত অস্সজ্যোতি ভিক্ষু, খৈয়াখালী, সেপ্টেম্বর/২৪ হতে ডিসেম্বর/২৪ - ৪০০/ টাকা
২২. সংঘনিধি সুমঙ্গল থের, খৈয়াখালী, সেপ্টেম্বর/২৪ হতে ডিসেম্বর /২৫ পর্যন্ত - ১৬০০/ টাকা

৩১/৮/২০২৪, সর্বমোট = ১০,০০০/ দশ হাজার টাকা মাত্র।
১.ভদন্ত রতনানন্দ ভিক্ষু, বৈদ্যপাড়া (সেপ্টে ২৪-ডিসে ২৪)-৪০০/- টাকা
২.ভদন্ত শান্তিলোক মহাথের, মধ্যম আধার মানিক (সেপ্ট ২৪-ডিসে ২৪)-৪০০/-টাকা
৩.ভদন্ত করুনানন্দ ভিক্ষু, দক্ষিণ জয়নগর, (সেপ্ট ২৪-ডিসে ২৪)-৪০০/-টাকা
৪.ভদন্ত শুভানন্দ ভিক্ষু, মধ্যম আধার মানিক (সেপ্ট ২৪-ডিসে ২৪)-৪০০/-টাকা
৫.ভদন্ত ধর্মানন্দ ভিক্ষু, মধ্যম আধার মানিক(সেপ্ট ২৪-ডিসে ২৪)-৪০০/-টাকা
৬.ভদন্ত উপেক্ষাপাল থের, ইদিলপুর (সেপ্ট ২৪-ডিসে ২৪)-৪০০/-টাকা
৭. ভদন্ত মেত্তানন্দ থের, উত্তর জয়নগর (সেপ্ট ২৪-ডিসে ২৪)-৪০০/-টাকা
৮. ভদন্ত জয়শ্রী ভিক্ষু, ইদিলপুর (সেপ্ট ২৪-ডিসে ২৪)-৪০০/-টাকা
৯.ভদন্ত সংঘরত্ন ভিক্ষু, ইদিলপুর (সেপ্ট ২৪-ডিসে ২৪)-৪০০/-টাকা
১০.ভদন্ত করুনাবংশ থের, গহিরা(সেপ্ট ২৪-জানু ২৫)-৫০০/-টাকা
১১.ভদন্ত দীপংকর থের, রাউজান (সেপ্ট ২৪)-১০০/-
১২.ভদন্ত করুনাপ্রিয় থের, আধার মানিক (সেপ্ট ২৪-ডিসে ২৪)-৪০০/-টাকা

সর্বমোট -৪,৬০০/ টাকা
সংগ্রহে, ভদন্ত দেবমিত্র থের, সুমঙ্গল থের

রাঙ্গনিয়া অঞ্চলের
=============

১.ভদন্ত পরমানন্দ মহাথের, পদুয়া, সেপ্টেম্বর/২৪ হতে অক্টোবর/২৪ - ২০০/- টাকা
ভদন্ত বুদ্ধকিত্তী ভিক্ষু, পশ্চিম শিলক, সেপ্টেম্বর/২৪ হতে ডিসেম্বর/২৪- ৪০০/- টাকা
ভদন্ত শাম্যশ্রী ভিক্ষু, গর্জনশীরা,রাজারহাট, সেপ্টেম্বর/২৪- ১০০/-টাকা

সর্বমোট -৭০০/ টাকা
সংগ্রহে, ভদন্ত বুদ্ধকীর্তি ভিক্ষু, শিলক, অর্থ উপ পরিষদের সদস্য, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা।
১/৯/২৪

১. উ উক্ঠাপঞঞা থের, আবুরখীল দক্ষিণ ঢাকাখালী - সেপ্টেম্বর/২৪ হতে ডিসেম্বর/২৪ - ৪০০/ টাকা
২.ভদন্ত মেধানন্দ ভিক্ষু, মধ্যম আধার মানিক - সেপ্টেম্বর/২৪ হতে অক্টোবর/২৪ - ২০০/ টাকা
৩. ভদন্ত সংঘবোধি থের, অধ্যক্ষ : ঠেগরপুনি বুড়া গোঁসাই মন্দির- সেপ্টেম্বর/২৪ হতে আগস্ট/২৫ - ১২০০/ টাকা
৪.ভদন্ত করুনানন্দ থের, অতীশ দীপংকর কমপ্লেক্সে- সেপ্টেম্বর/২৪ হতে জানুয়ারী/২৫ - ৫০০/ টাকা
৫. ভিক্ষু তনহংকর থের, নবপণ্ডিত বিহার - সেপ্টেম্বর/২৪ হতে জানুয়ারী/২৫ - ৫০০/ টাকা
৬.ভদন্ত কাচ্চায়ন ভিক্ষু, নবপণ্ডিত বিহার - সেপ্টেম্বর/২৪ হতে ডিসেম্বর/২৪ - ৪০০/ টাকা
৭. ভদন্ত প্রজ্ঞানন্দ ভিক্ষু, শ্যামলী আবাসিক - সংঘনায়ক শুদ্ধানন্দ ও রাজগুরু অভয়ানন্দ মহাবিহার - সেপ্টেম্বর/২৪ হতে জানুয়ারি/২৫ - ৫০০/ টাকা
৮. ভদন্ত বিজয়াংকর ভিক্ষু, শ্যামলী আবাসিক - সংঘনায়ক শুদ্ধানন্দ ও রাজগুরু অভয়ানন্দ মহাবিহার - সেপ্টেম্বর/২৪ হতে জানুয়ারি/২৫ - ৫০০/ টাকা
৯.ভদন্ত বুদ্ধানন্দ থের, মহামুনি মৈত্রী বিহার - সেপ্টেম্বর/২৪ হতে ডিসেম্বর/২৪ - ৪০০/ টাকা
১০. ভদন্ত ধর্মানন্দ মহাথের, রাউজান খামার বাড়ি সার্বজনীন ধর্মদূত বিহার - সেপ্টেম্বর/২৪ হতে ডিসেম্বর/২৪ - ৪০০/ টাকা
১১. ভদন্ত নিরোধাবংশ ভিক্ষু, পশ্চিম আধার মানিক শান্তি নিকেতন বিহার - সেপ্টেম্বর/২৪- ১০০/ টাকা

সর্বমোট = ৫১০০/ পাঁচ হাজার এক শত টাকা।

সংগ্রহ করেন, সুমঙ্গল থের

১. ভদন্ত দেবমিত্র থের, রাউজান আর্যমৈত্রেয় মহাপরিনির্বাণ বিহার - সেপ্টেম্বর/২৪ হতে জানুয়ারি/২৫ - ৫০০/ টাকা

সর্বমোট = ৫০০/ পাঁচ শত টাকা।

সংগ্রহ করেন, দেবমিত্র থের, রাউজান, সহ-অর্থ সচিব, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা।
৩/৯/২০২৪

১. ভদন্ত শীলবংশ থের, পূর্ব গুজরা নন্দনকানন বিহার - সেপ্টেম্বর/২৪ হতে ডিসেম্বর/২৪ - ৪০০/ টাকা
২. সদ্ধর্মসারথী সুমনবংশ মহাথের পূর্ব আধার মানিক মানিক বিহার - সেপ্টেম্বর/২৪ হতে ডিসেম্বর/২৪ - ৪০০/ টাকা
৩. ভদন্ত প্রজ্ঞাবংশ ভিক্ষু, পূর্ব আধার মানিক মানিক বিহার - সেপ্টেম্বর/২৪ হতে ডিসেম্বর/২৪ - ৪০০/ টাকা
৪. ভদন্ত সুখানন্দ থের পূর্ব গুজরা জ্ঞানাঙ্কুর বিহার - সেপ্টেম্বর/২৪ হতে ডিসেম্বর/২৪ - ৪০০/ টাকা
৫.ভদন্ত সুপালবংশ থের, মধ্যম মার্দাশ শান্তি নিকেতন বৌদ্ধ বিহার - সেপ্টেম্বর/২৪ হতে জানুয়ারি/২৫ - ৫০০/ টাকা
৬.ভদন্ত সংঘানন্দ মহাথের , আবুরখীল বিদর্শন বিহার - সেপ্টেম্বর/২৪ হতে জানুয়ারি/২৫ - ৫০০/ টাকা
৭. প্রজ্ঞাবারিধি অধ্যাপক সুমেধানন্দ মহাথের, মহাসচিব, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা - সেপ্টেম্বর/২৪ হতে ডিসেম্বর/২৪ - ৪০০/ টাকা
৮. ভদন্ত স্মৃতিমিত্র থের, কদলপুর শ্নাশান বিহার - সেপ্টেম্বর/২৪ হতে ডিসেম্বর/২৪ - ৪০০/ টাকা
৯.ভদন্ত এস শাসনবংশ থের, প্রচার সম্পাদক, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা - সেপ্টেম্বর/২৪ হতে জানুয়ারি/২৫ - ৫০০/ টাকা

সংগ্রহে, সুমঙ্গল থের, রসিদ নং -৮০/৮২ চলমান
সর্বমোট - ৩৯০০/ টাকা
৫/৯/২০২৪

১. ভদন্ত প্রজ্ঞানন্দ ভিক্ষু, রাউজান ,সেপ্টেম্বর/২৪ হতে ডিসেম্বর/২৪ - ৪০০/ টাকা
২. ভদন্ত লোকানন্দ ভিক্ষু, রাউজান , সেপ্টেম্বর/২৪ হতে অক্টোবর/২৪ - ২০০/টাকা

সংগ্রহে, ভদন্ত দেবমিত্র থের , সহ-অর্থ সচিব , বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা
সর্বমোট - ৬০০/ টাকা
৫/৯/২০২৪

১. সদ্ধর্মরত্ন জ্ঞানানন্দ মহাথের, সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা, সেপ্টেম্বর/২৪ হতে আগস্ট /২৫ - ১২০০/
সংগ্রহে, ভদন্ত মেত্তানন্দ থের, উত্তর জয়নগর প্রদান করেছেন অর্থ সচিব।

রাঙ্গনিয়া অঞ্চল
===========
১.ভদন্ত দেবরত্ন থের
পশ্চিম শিলক জেতবন বিহার
২০০/- টাকা, (সেপ্টেম্বর -অক্টোবর)
ভদন্ত উত্তমানন্দ থের
২.পদুয়া শান্তিনিকেতন বিহার
২০০/- টাকা, (সেপ্টেম্বর - অক্টোবর)
সংগ্রহ করেছেন, ভদন্ত বুদ্ধকীর্তি থের, সদস্য,অর্থ উপ- পরিষদ, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা। রাঙ্গনিয়া অঞ্চল
রাঙ্গনিয়া অঞ্চল
===========
১. ভদন্ত শীলময় ভিক্ষু
ফলাহারিয়া সদ্ধর্মলংকার বিহার - সেপ্টেম্বর/২৪ - ১০০/ টাকা
সংগ্রহ করেছেন, ভদন্ত বুদ্ধকীর্তি থের, সদস্য,অর্থ উপ- পরিষদ, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা। রাঙ্গনিয়া অঞ্চল
দক্ষিণ অঞ্চল
===========
১। শ্রীমৎ শাসনপ্রিয় মহাথের, শাকপুরা- সেপ্টেম্বর ২০২৪ থেকে অক্টোবর ২০২৪ - ২০০ টাকা
২। শ্রীমৎ সংঘমিত্র মহাথের,পাঁচরিয়া সেপ্টেম্বর ২০২৪ -১০০ টাকা
৩। শ্রীমৎ প্রজ্ঞাশ্রী ভিক্ষু,চরকানাই, সেপ্টেম্বর - ১০০ টাকা
৪ । শ্রীমৎ সংঘপাল থের, পিঙ্গলা, সেপ্টেম্বর ২০২৪ থেকে অক্টোবর ২০২৪ - ২০০ টাকা

সংগ্রহ করেছেন, ভদন্ত শাসনপ্রিয় মহাথের , সহ অর্থ সচিব, কো- চেয়ারম্যান ,অর্থ উপ- পরিষদ, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা। পটিয়া, বোয়ালখালী ও দক্ষিণ অঞ্চল

রাঙ্গনিয়া অঞ্চল
===========
ভদন্ত শাসনশ্রী থের
মধ্যম শিলক সুগতানন্দ বৌদ্ধ বিহার- সেপ্টেম্বর/২৪ - ডিসেম্বর /২৪- ৪০০/ টাকা
সংগ্রহ করেছেন, ভদন্ত বুদ্ধকীর্তি থের, সদস্য,অর্থ উপ- পরিষদ, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা। রাঙ্গনিয়া অঞ্চল

রাউজান অঞ্চল
ভদন্ত মৈত্রীবারিধি পরমানন্দ মহাথের, অধ্যক্ষ, আবুরখীল অজন্তা বিহার সেপ্টেম্বর/২৪ হতে অগাস্ট/২৫ পর্যন্ত - ১২০০/ টাকা
সংগ্রহে সুমঙ্গল থের, খৈয়াখালী

রাউজান অঞ্চল
১.ভদন্ত শাসনকীর্তি অরুণানন্দ মহাথের, অধ্যক্ষ, আবুরখীল কেন্দ্রীয় বিহার সেপ্টেম্বর/২৪ হতে জানুয়ারী /২৫ পর্যন্ত - ৫০০/ টাকা
২. অধ্যাপক বিপুলানন্দ মহাথের, অক্টোবর /২৪- ১০০/ টাকা
৩. ভদন্ত ধর্মশ্রী ভিক্ষু, অধ্যক্ষ, আবুরখীল গৌতম বিহার, সেপ্টেম্বর/২৪ হতে জানুয়ারি/২৫ - ৫০০/ টাকা
সংগ্রহে সুমঙ্গল থের, খৈয়াখালী

রাউজান অঞ্চল
১.ভদন্ত সুখানন্দ থের , পূর্ব গুজরা জ্ঞানাঙ্কুর বিহার, পূর্ব গুজরা - জানুয়ারী /২৫ হতে জুন /২৬ - ৬০০/ টাকা
রাউজান অঞ্চল
১.ভদন্ত শুভানন্দ ভিক্ষু , মধ্যম আধার মানিক বুদ্ধ রশ্মি বিহার, জানুয়ারী /২৫ হতে মার্চ/২৫ - ৩০০/ টাকা

সংগ্রহে সুমঙ্গল থের, খৈয়াখালী

অর্থ সংগ্রহে
ভদন্ত শাসনমিত্র ভিক্ষু, কার্যকরী সদস্য, অর্থ উপ-পরিষদ
মাসিক চাদাঁ
১. ভদন্ত দেবতিষ্য থের, বিলাইছড়ি, সাংঘিক বিহার হিসাবে দিয়েছেন - ২০০০ টাকা
২. ভদন্ত বোধিশ্রী থের, মধ্য চান্দগাঁও, সিএন্ডবি, সেপ্টেম্বর /২৪ হতে জানুয়ারী/২০২৫ পর্যন্ত -৫০০টাকা
৩. ভদন্ত শাসনমিত্র ভিক্ষু, পশ্চিম বড়ুয়াপাড়া, বাহির সিগন্যাল - জানু/২৫ হতে মে/২৫ পর্যন্ত - ৫০০ টাকা

রাউজান অঞ্চল
অর্থ সংগ্রহে
সুমঙ্গল থের , অর্থ সম্পাদক
মাসিক চাদাঁ
১. ভদন্ত সুগতশ্রী ভিক্ষু, অধ্যক্ষ, পূর্ব আধার মানিক সদ্ধর্মরশ্মি বিহার মার্চ /২৫ হতে জুলাই /২৫ পর্যন্ত - ৫০০/ টাকা
২. সদ্ধর্মসারথী সুমনবংশ মহাথের, অধ্যক্ষ, পূর্ব আধার মানিক মানিক বিহার - জানু/২৫ হতে জুন/২৫ পর্যন্ত - ৬০০/ টাকা
৩. ভদন্ত প্রজ্ঞাবংশ ভিক্ষু, উপাধ্যক্ষ, পূর্ব আধার মানিক মানিক বিহার - জানু/২৫ হতে জুন /২৫ পর্যন্ত - ৬০০/ টাকা
৪. ভদন্ত স্মৃতিমিত্র থের, অধ্যক্ষ, কদলপুর শ্নাশান বিহার - জানু/২৫ হতে মে/২৫ পর্যন্ত - ৫০০/ টাকা
জগতের সকল প্রাণী সুখী হোক

ঢাকা অঞ্চল
অর্থ সংগ্রহে
সুমঙ্গল থের , অর্থ সম্পাদক
মাসিক চাদাঁ
১. ভদন্ত প্রজ্ঞাশ্রী ভিক্ষু , আবাসিক , ধর্মরাজিক মহাবিহার ,ঢাকা , বাসবো - সেপ্টেম্বর /২৪ হতে ডিসেম্বর /২০২৫ ইং = ১৬০০/ টাকা
আন্তর্জাতিক বলয়ে ভিক্ষু সংঘ
অর্থ সংগ্রহে
সুমঙ্গল থের , অর্থ সম্পাদক
মাসিক চাদাঁ
১. শাসনস্তম্ভ সুমনপাল মহাথের , বিহারাধ্যক্ষ, ভার্জিনিয়া বৌদ্ধ বিহার, ভার্জিনিয়া, আমেরিকা, মহাধ্যক্ষ,জ্ঞানোদয় বৌদ্ধ বিহার, কধুরখীল, বোয়ালখালী পৌরসভা, চট্টগ্রাম - সেপ্টেম্বর /২৪ হতে ডিসেম্বর /২০২৫ ইং = ১৬০০/ টাকা

রাঙ্গনিয়া অঞ্চল
অর্থ সংগ্রহে
সুমঙ্গল থের , অর্থ সম্পাদক
মাসিক চাদাঁ
১. #ভদন্ত_সংঘশ্রী_থের অধ্যক্ষ,ফলাহারিয়া সদ্ধর্মালংকার বিহার, রাঙ্গুনিয়া। অক্টোবর /২৪ হতে জুলাই /২০২৫ ইং = ১০০০/ টাকা

নবপণ্ডিত বিহার , কার্যকরী কমিটির সভা
==========================
১. অধ্যাপক সুমেধানন্দ মহাথের , মহাসচিব , ,বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা - জানুয়ারী /২৫ হতে ডিসেম্বর //২০২৫ = ১২০০/ টাকা
২. সদ্ধর্মশ্রী বিপপসী মহাথের , শ্রীপুর , বোয়ালখালী - অক্টোবর //২৪ হতে জুলাই / /২৫ = ১০০০/ টাকা
৩. মৈত্রীবারিধি পরমানন্দ মহাথের , আবুরখীল - সেপ্টেম্বর //২৫ হতে ডিসেম্বর/২০২৫ = ৪০০/ টাকা
৪. কর্মবীর করুনাশ্রী মহাথের , সৈয়দবাড়ী ধর্মপ্রবত্তণ বৌদ্ধ বিহার কমপ্লেক্স - সেপ্টেম্বর //২৪ হতে ডিসেম্বর /২০২৫ - ১৬০০/ টাকা
৫. ভদন্ত মেত্তাশ্রী ভিক্ষু, আবাসিক , সৈয়দবাড়ী ধর্মপ্রবত্তণ বৌদ্ধ বিহার কমপ্লেক্স - সেপ্টেম্বর //২৪ হতে ডিসেম্বর /২০২৫ - ১৬০০/ টাকা
৬. ভদন্ত আর্যশ্রী ভিক্ষু , সৈয়দবাড়ী ধর্মপ্রবত্তণ বৌদ্ধ বিহার কমপ্লেক্স - সেপ্টেম্বর //২৪ হতে ডিসেম্বর /২০২৫ - ১৬০০/ টাকা
৭. ভদন্ত তনহংকর থের, নবপণ্ডিত বিহার , কাতালগঞ্জ - ফেব্রুয়ারী /২৫ হতে জুন/২০২৫ - ৫০০/ টাকা

পূর্ব গুজরা জ্ঞানাঙ্কুর বিহারের শুভ দানোত্তম কঠিন চীবর দান ২৪/১০/২৫
==========================
১. ভদন্ত সুগতশ্রী ভিক্ষু, অধ্যক্ষ, পূর্ব আধার মানিক সদ্ধর্মরশ্মি বিহার অগাস্ট /২৫ হতে ডিসেম্বর /২৫ পর্যন্ত - ৫০০/ টাকা
২.ভদন্ত শীলবংশ থের, পূর্ব গুজরা নন্দনকানন বিহার - জানুয়ারী /২৫ হতে মে /২৫- ৫০০/ টাকা
৩. ভদন্ত রাহুলশ্রী থের, বিহারাধ্যক্ষ, পূর্ব আধার মানিক বৈজয়ন্তী বিহার - সেপ্টেম্বর/ ২৪ হতে ডিসেম্বর /২৫ পর্যন্ত - ১৬,০০/ টাকা
৪.শাসননিধি পূন্নানন্দ থের, উওর গুজরা, জানুয়ারী /২৫ হতে অক্টোবর /২৫ - ১০০০/ টাকা
৫. সদ্ধর্মসারথী সুমনবংশ মহাথের পূর্ব আধার মানিক মানিক বিহার - জুলাই /২৫ হতে ডিসেম্বর/২৫ - ৬০০/ টাকা
৬. ভদন্ত প্রজ্ঞাবংশ ভিক্ষু, পূর্ব আধার মানিক মানিক বিহার - জুলাই /২৫ হতে ডিসেম্বর/২৫- ৬০০/ টাকা
৭. ভদন্ত অস্সজ্যোতি ভিক্ষু, খৈয়াখালী - জানুয়ারী/২৫ হতে মে/২০২৫ ইং - ৫০০/ টাকা
৮. ভদন্ত সুমনজ্যোতি ভিক্ষু, খৈয়াখালী - জানুয়ারী /২৫ হতে মে/২৫ পর্যন্ত - ৫০০/ টাকা

দক্ষিণ জয়নগর চন্দ্রজ্যোতি বন বিহারের
২৫/১০/২০২৫
১. শাসনসারথী তিসসানন্দ মহাথের, বিহারাধ্যক্ষ, পাঁচখাইন সর্বজনীন অমরানন্দ কেন্দ্রীয় বৌদ্ধ বিহার - সেপ্টেম্বর/২৪ হতে ডিসেম্বর/২৫ পর্যন্ত - ১৬০০/ টাকা

রাউজান অঞ্চল
===========
১. ভদন্ত ধর্মশ্রী ভিক্ষু, অধ্যক্ষ, আবুরখীল গৌতম বিহার, ফেব্রুয়ারি/২৫ হতে ডিসেম্বর ২৫ - ১১০০/ টাকা
১৬/১১/২৫

রাউজান অঞ্চল
===========
১. শাসনরত্ন সুমিত্তানন্দ থের, মহাসচিব অগ্রসার মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশ সেপ্টেম্বর/২৪ হতে ডিসেম্বর/২৫ = ১৬০০/ টাকা
২. ভদন্ত ধর্মশ্রী ভিক্ষু, অধ্যক্ষ, আবুরখীল গৌতম বিহার, জানুয়ারী /২৬ হতে সেপ্টেম্বর /২৬ = ৯০০/ টাকা

চট্টগ্রাম মহানগর
১. ভদন্ত রতনানন্দ থের, আবাসিক প্রধান, নবপণ্ডিত বিহার - সেপ্টেম্বর/২৪ হতে ডিসেম্বর/২৫ পর্যন্ত = ১৬০০/ টাকা
১৭/১১/২০২৫

রাউজান অঞ্চল
===========
১. উপসংঘনায়ক অগ্গসাসনধ্বজ সদ্ধর্মরশ্মি রতনশ্রী মহাথের, পূর্ব আধার মানিক শ্রদ্ধানন্দ বিহার, সেপ্টেম্বর/২৫ হতে ডিসেম্বর/২৫ = ৪০০/ টাকা
২. সহ-উপসংঘনায়ক শাসনতিলক সুনন্দ মহাথের, মধ্যম আধার মানিক লুম্বিনী বিহার, সেপ্টেম্বর/২৫ হতে ডিসেম্বর/২৫ = ৪০০/ টাকা
৩. ভদন্ত করুনানন্দ ভিক্ষু, উপাধ্যক্ষ, দক্ষিণ জয়নগর চন্দ্রজ্যোতি বন বিহার জানুয়ারী /২৫ হতে মে/২৫ = ৫০০/ টাকা
৪. ভদন্ত জ্ঞানপাল ভিক্ষু, অধ্যক্ষ, বৈদ্যপাড়া সার্বজনীন মহামেধ বিহার, সেপ্টেম্বর /২৪ হতে ফেব্রুয়ারী/২৫ = ৬০০/ টাকা

রাউজান অঞ্চল
===========
১. ভদন্ত নাগসেন ভিক্ষু, আবুরখীল অজন্তা বিহার - সেপ্টেম্বর/২৪ হতে ডিসেম্বর/২৫ পর্যন্ত = ১৬০০/টাকা পরিশোধ করেছেন।
২৮/১১/২০২৫

চলমান থাকবে ------------

নিবেদনে
সুমঙ্গল থের
অর্থ সচিব
বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা
মোবাইল ও বিকাশ পারসোনাল নম্বর - 01819646938

বি:দ্র:- মাননীয় ভিক্ষু সংঘ, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সকল সদস্য বৃন্দ মৈত্রীময় আহবান জানাচ্ছি। মহাসভার সদস্য হিসাবে মাসিক সদস্য চাঁদা পরিশোধ করুন এবং নিজের প্রজ্ঞা ও মননশীল পরামর্শ প্রদান করুন। শাসন ও সদ্ধর্ম শ্রীবৃদ্ধি লক্ষ্য অবদান রাখুন। প্রতি টা টাকার হিসাব আপডেট নিউজ বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা ফেসবুকে পেইজে আপলোড দেওয়া হবে।

@Khaiyakhali Ratnankur Vihara Sumangalবাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা চিকিৎসা তহবিল Bangladesh Bouddha Bhikkhu Mahasabha fans বাংলাদেশ বুড্ডিষ্ট মঙ্ক সোসাইটি/Bangladesh Buddhist Monk Society

চিকিৎসা সেবায় ভিক্ষু সংঘের পাশে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা চিকিৎসা তহবিল ফাণ্ড ===================================বাংল...
24/11/2025

চিকিৎসা সেবায় ভিক্ষু সংঘের পাশে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা চিকিৎসা তহবিল ফাণ্ড
===================================
বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা চিকিৎসা তহবিল ফাণ্ড থেকে চিকিৎসা সেবায় অনুদান প্রদান করা হয়।
৩০. শ্রীমৎ উককট্ঠপঞঞা থের পিতা - প্রয়াত সুধীর্রঞ্জন বড়ুয়া, মাতা -শ্রীমতি : মিরা রানী বড়ুয়া ।
আবুরখীল দক্ষিণ ঢাকাখালী গুজরা বি/ ও, রাউজান,
মহোদয়ের মমতাময়ী মাতার উদ্দেশ্য - ১০,০০০/ দশ হাজার টাকা চিকিৎসা সেবায় অনুদান প্রদান করা হয়েছে । যাদের কে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়, নিম্নে নামের তালিকা প্রদান করা হল।

তাই মাননীয় ভিক্ষু সংঘের রক্ষায় সকলেই এগিয়ে আসার আহবান জানাচ্ছি।

মানবতার জয় হোক

নিবেদনে
সুমঙ্গল থের
সদস্য ( তথ্য ও যোগাযোগ )
বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা চিকিৎসা তহবিল
২৪/১১ /২০২৫

চিকিৎসা সেবায় বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা চিকিৎসা তহবিল পথ চলা বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা চিকিৎসা তহবিল গঠিত হওয়া পর থেকে তহবিলের সদস্য বৃন্দ যাঁকে যাঁর অবস্থান থেকে এবং যৌথ মত বিনিময়ে সভার মাধ্যমে বৌদ্ধ অধ্যুষিত এলাকায় চিকিৎসা তহবিল ফান্ড গঠনে আলোড়ন সৃষ্টি করেছে। যে ভাবে বৌদ্ধ নেতৃত্ব বৃন্দ ও দাতা বৃন্দ বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মানবতার সেবায় এগিয়ে আসায় চিকিৎসা তহবিল অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন এবং আশ্বস্ত করেছেন চিকিৎসা তহবিল ফান্ডকে যুগোপযোগী ও শক্তিশালী করার অবদান রাখবেন। চিকিৎসা তহবিলের কার্যক্রম দেখে অনেকেই অনুপ্রাণিত হয়ে এগিয়ে আসতে শুরু করেছে। তাই ভিক্ষু সংঘের আহবানে ফান্ড গঠনের প্রথম পর্যায় থেকে আবেদন করতে থাকে। তাই মানবিক দৃষ্টি কোণ থেকে বিভিন্ন সেবায় অনুদান প্রদান কার্যক্রম শুরু করতে হয়েছে। যদিও চিকিৎসা তহবিল ফান্ড এখনো এক বছর পূর্ণ হয় নাই। ইতিমধ্যে যাদের অনুদান প্রদান করা হয়েছে, নিম্নে তালিকা দেওয়া হয়েছে।

ক্রঃনং


১. শিবু ভন্তের অন্ত্যাষ্টক্রিয়ার সুস্পর্ণ করা জন্য
-২০,০০০ টাকা
২.সদ্ধর্মশ্রী বিপপসী মহাথের মহোদয়ের মাতার চিকিৎসা সেবায় - ২০,০০০ টাকা
৩.কদলপুর গ্রামের সন্তান মুন্না বড়ুয়া চিকিৎসা সেবায়
- ১০,০০০ টাকা
৪. ভদন্ত শাসনপ্রিয় মহাথের, শাকপুরা চিকিৎসা সেবায়
- ২০,০০০ টাকা
৫. মহাসচিব ভদন্ত বোধিমিত্র মহাথের মহোদয় চিকিৎসা সেবায়- ৭০,০০০ টাকা
৬. ভদন্ত দেবমিত্র থের, অধ্যক্ষ, দক্ষিণ জয়নগর সার্বজনীন সুষেন বিহার- ২০,০০০ টাকা
৭. ভদন্ত সুমনানন্দ থের, আবাসিক, নবপন্ডিত বিহার, কাতালগঞ্জ- ২০,০০০ টাকা
৮. সহ- উপসংঘনায়ক মৈত্রীপ্রদীপ আনন্দমিত্র মহাথের, অধ্যক্ষ, পূর্ব গুজরা মৈত্রী বিহার - ৩০,০০০ টাকা
৯. সংঘপিতা বাবু অমলেন্দু বড়ুয়া (দেববংশ থের পিতা), আবুরখীল দক্ষিণ ঢাকাখালী - ৩০,০০০ টাকা

১০. শাসনসারথি তিস্সানন্দ মহাথের, অধ্যক্ষ, পাঁচখাইন - ২০,০০০ টাকা

১১ মি. দীলিপ বড়ুয়া, পূর্ব আধার মানিক, গোধারপাড়া - ১০,০০০ টাকা

১২. মি. তম বড়ুয়ার পিতা- বাবু কাঞ্চন বড়ুয়া, নন্দনকানন, আবুরখীল - ১০,০০০ টাকা

১৩. ভদন্ত ধর্মপ্রিয় ভিক্ষু, আবাসিক , ধর্মরাজিক মহাবিহারের উনার পিতার চিকিৎসা সেবায় - ১০,০০০/ টাকা
১৪. বাবু উদয়ন বড়ুয়া , পটিয়া - চিকিৎসা সেবায় - ১০,০০০/ টাকা
১৫.শ্রীমতি রুজা বড়ুয়া , চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় , জোবরা, চিকিৎসা সেবায় - ১০,০০০/ টাকা
১৬. শ্রীমতি শোভা বড়ুয়া , বৈদ্যপাড়া ,নোয়াপাড়া , চিকিৎসা সেবায় - ১০,০০০/ টাকা
১৭. মিসেস বাপ্পী বড়ুয়া স্বামী বাবু প্রশান্ত বড়ুয়া , মধ্যম মাদার্শ , চিকিৎসা সেবায় - ১০,০০০/ টাকা
১৮. ভদন্ত পরমানন্দ মহাথের মহোদয় মায়ের উদ্দেশ্য - ১০,০০০/ টাকা
১৯. সদ্ধর্মসারথীী সুমনবংশ মহাথের, পূর্ব আধার মানিক, খ্যাতিপাড়া - ৩০,০০০/ টাকা
২০. মহামান্য উপসংঘনায়ক অগ্গসাসনধ্বজা সদ্ধর্মরশ্মি রতনশ্রী মহাথের , পূর্ব আধাঁর মানিক - ৫০,০০০/ টাকা
২১. বাবু মিটু বড়ুয়া, আবুরখীল - ১০,০০০/ টাকা
২২. বাবু মাদল বড়ুয়া, পশ্চিম আবুরখীল - ১০,০০০/টাকা
২৩. ভদন্ত প্রজ্ঞাশ্রী ভিক্ষু, আবাসিক , ধর্মরাজিক মহাবিহার ,ঢাকা , বাসবো - ২০,০০০/ বিশ হাজার টাকা মাত্র।
২৪.বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা কৃতি সাংঘিক ভিক্ষু ব্যক্তিত্ব, পূর্ব গুজরা জেতবন বিহারের উপাধ্যক্ষ প্রভাষক #ভদন্ত_প্রিয়বংশ_থের মহোদয় চিকিৎসা সেবায় ৩০,০০০/ #ত্রিশ_হাজার_টাকা
২৫. বাবু অন্তর বড়ুয়া পার্থ, পিতা মৃত আশীষ বড়ুয়া, বেলখাইন, পটিয়া - ১০,০০০/ দশ হাজার টাকা
২৬. ভদন্ত শান্তিলোক মহাথের, অধ্যক্ষ, মধ্যম আধার মানিক কল্যাণ বিহার - ২০,০০০/ বিশ হাজার টাকা
২৭. ভদন্ত শরনাশ্রী ভিক্ষু, অধ্যক্ষ , হাজারীচর জ্ঞানাঙ্কুর বিহার - ২০,০০০/ বিশ হাজার টাকা
২৮. ভদন্ত দয়ানন্দ মহাথের, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা - ২০,০০০/ বিশ হাজার টাকা
২৯. ভদন্ত দেববংশ থের মহোদয়ের মাতার উদ্দেশ্য - ১০,০০০/ দশ হাজার টাকা

৩০. শ্রীমৎ উককট্ঠপঞঞা থের
পিতা - প্রয়াত সুধীর্রঞ্জন বড়ুয়া,
মাতা -শ্রীমতি : মিরা রানী বড়ুয়া ।
আবুরখীল দক্ষিণ ঢাকাখালী গুজরা বি/ ও, রাউজান, চট্টগ্রাম - ১০,০০০/ দশ হাজার টাকা।

সকলের অংশগ্রহণ করার মাধ্যমে চিকিৎসা তহবিলের দানের এগিয়ে আসুন।

নিবেদনে
সুমঙ্গল থের
সদস্য ( তথ্য ও যোগাযোগ)
বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা চিকিৎসা তহবিল
৪/৯/২০২৫ fans Bangladesh Bouddha Bhikkhu Mahasabha বাংলাদেশ বুড্ডিষ্ট মঙ্ক সোসাইটি/Bangladesh Buddhist Monk Society

মানুষ মানুষের জন্য , চিকিৎসা সেবায় সহায়তা এগিয়ে এসেছেন==================================বুদ্ধের শাসন ও সদ্ধর্ম শ্রীবৃদ্ধ...
24/11/2025

মানুষ মানুষের জন্য , চিকিৎসা সেবায় সহায়তা এগিয়ে এসেছেন
==================================
বুদ্ধের শাসন ও সদ্ধর্ম শ্রীবৃদ্ধি লক্ষ্য বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা চিকিৎসা তহবিল কার্যক্রম গতিশীল করার উদ্দেশ্য -
৪৩. ঐতিহ্যবাহী সুদর্শন মহাবিহার বিশিষ্ট উপাসক, বৃহত্তর হোয়ারপাড়া গ্রামের ঠাকুর বাড়ি কৃতি সন্তান প্রয়াত প্রয়াত আর্যমিত্র বড়ুয়া পরিবারের সকলেই ২য় বারের মতো প্রয়াত পিতা মাতা ও জ্ঞাতীদের পারলৌকিক সদগতি ও নিবার্ণ সুখ কামনায় ভিক্ষু সংঘ ও অসহায় মানুষের চিকিৎসার উদ্দেশ্য বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা চিকিৎসা তহবিলে ১০,০০০/ দশ হাজার টাকা দান করেছেন। বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা চিকিৎসা তহবিলের পক্ষে থেকে দাতার পরিবারের সুস্বাস্থ্য নিরোগ দীর্ঘ জীবন ও দান পারমী পরিপূর্ণ হেতু হোক এই কামনা করছি।

মানবতার জয় হোক
জগতের সকল প্রাণী সুখী হোক

নিবেদনে
সুমঙ্গল থের
সদস্য ( তথ্য ও যোগাযোগ)
বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা চিকিৎসা তহবিল
২৪/১১/২০২৫

মানুষ মানুষের জন্য, এগিয়ে চলা মানবতার সেবায় পথপ্রদর্শক বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা চিকিৎসা তহবিলের কার্যক্রম। বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ-সভাপতি ও কৃষ্টি প্রচার সংঘের সভাপতি, চিকিৎসক তহবিলের অন্যতম নীতি নির্ধারক ও আহবায়ক , যাঁর বলিষ্ঠ নেতৃত্বে পরামর্শ ও সহযোগিতা এবং দিক নিদের্শনা পথ চলা। ইতিমধ্যে ২য় প্রতিষ্ঠা বার্ষিক ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের ২০ সেপ্টেম্বর ২০২৫ ইং মহাসভার মুখপাত্র ত্রিরত্নাঙ্কুর ৩য় সংখ্যা দাতাদের তালিকা স্হায়ী ভাবে সংরক্ষণ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে। অনুষ্ঠানের পরে যাঁর চিকিৎসা সেবায় এগিয়ে এসেছে এবং চলমান রয়েছে, দাতাদের নামের তালিকা

চিকিৎসা তহবিল ফান্ড গঠনে অনন্য উদাহরণ সৃষ্টি করলো
===================================
চিকিৎসা তহবিল ফান্ড কে শক্তি শালী করে লক্ষ্য মাননীয় ভিক্ষু সংঘ ও দাতাদের নতুন তালিকা করা হলো।

১. কদলপুর শ্মশান বিহারের প্রয়াত বিশিষ্ট উপাসক ফনিন্দ্রলাল বড়ুয়া, ওনার তৎসহধর্মীনি প্রয়াতা উপাসিকা পুষ্পা বড়ুয়ার পারলৌকিক নির্বাণ সুখ কামনায় , চিকিৎসা তহবিলে ১০,০০০ টাকা শ্রদ্ধাদান প্রদান করে, ওনাদের পরিবারের পক্ষে বাবু সমীরণ বড়ুয়া মহোদয়,কদলপুর, ছড়ার বাড়ী, রাউজান,চট্টগ্রাম।
২. বাবু মিলন কান্তি বড়ুয়া বিএসসি, মিসেস প্রতিভা বড়ুয়া, শাকপুরা - ৫০,০০০/ টাকা

৩. মিসেস স্বর্ণা বড়ুয়া, স্বামী বাবু মিলন কান্তি বড়ুয়া, চান্দগাঁত্ত বৌদ্ধ জনপদ, চট্টগ্রাম - ২১,০০০/ টাকা

৪. মি. টিটু বড়ুয়া, মিসেস রিগা বড়ুয়া, আবুরখীল -২৫০০০/ টাকা
৫. বাবু তাপস বড়ুয়া ও মিসেস শাপলা বড়ুয়া, খৈয়াখালী - ১০,০০০/ টাকা
৬.হাজারীরচর জ্ঞানাঙ্কুর বিহারের বিশিষ্ট উপাসক প্রয়াত পিতা আনন্দ মোহন বড়ুয়ার পারলৌকিক সদগতি ও নিবার্ণ সুখে এবং মাতা উপাসিকা রীতা বড়ুয়ার সুস্বাস্থ্য নিরোগ দীর্ঘ জীবন কামনায়, অধ্যাপক ডাঃ রিপন বড়ুয়া, তৎসহধর্মিনী প্রতিভা বড়ুয়া, কেমিস্ট রুপম বড়ুয়া তৎসহধর্মিনী রিমু বড়ুয়া,প্রকৌশলী অনুপম বড়ুয়া,হাজারীরচর ,৯নং ওয়ার্ড, বোয়ালখালী,চট্টগ্রাম- ৫০,০০০/ টাকা
৭. সদ্ধর্মশ্রী উপেক্ষাপাল থের, পশ্চিম ইদিলপুর - ১০,০০০/ টাকা
৮. শাসনস্তম্ভ সুমনপাল মহাথের, আমেরিকা প্রবাসী, - ১২৩৮৩/ টাকা
৯. বাবু সুকোমল বড়ুয়া, বেতাগী- ৫০০/ টাকা
১০. মৃত তাণিতা বড়ুয়া, বেতাগী -৫০০/ টাকা
১১. মি. দোলন কুমার বড়ুয়া, বেতাগী - ১০০০/ টাকা
১২. ভদন্ত শীলবংশ থের, অধ্যক্ষ, পূর্বগুজরা নন্দনকানন বৌদ্ধ বিহার, দ্বিতীয় ধাপে ৫০০০/ টাকা
১৩. বাবু ডালিম বড়ুয়া, অধ্যক্ষ ও পরিচালক, শাকপুরা শ্রী শ্রী লোকনাথ সেবায় আশ্রম, শাকপুরা - ২০,০০০/ টাকা
১৪. ভদন্ত দেবমিত্র থের, অধ্যক্ষ, দক্ষিণ জয়নগর সুষেন বিহার - দ্বিতীয় ধাপে - ৫০০০/ টাকা
১৫.চট্টগ্রাম নাসিং কলেজের প্রভাষক বিশ্বজিৎ বড়ুয়া মহোদয়, পরিচালক, প্রগতি নাসিং কলেজ- ১০,০০০/ টাকা
১৬.চট্টগ্রাম বৌদ্ধ নার্সেস পরিষদের সকল সদস্য /সদস্যা বৃন্দ, চট্টগ্রাম- ১০,০০০/ টাকা
১৭. রাউজান জ্ঞানানন্দ বিহারের বিশিষ্ট উপাসক প্রয়াত শিক্ষক সুশীল বড়ুয়া'র পারলৌকিক সদগতি কামনায় উপাসিকা অনু রাণী বড়ুয়া ও পরিবার , চট্টগ্রাম - ১০,০০০/ টাকা
১৮. সপরিবার ফ্রান্স প্রবাসী মি. আনন্দ মোহন বড়ুয়া তৎসহধর্মিনী মিসেস নীলিমা বড়ুয়া, পুত্র, কন্যা ও পরিবার , পূর্ব গুজরা- ৪০,০০০/ টাকা
১৯. ভদন্ত করুনাতিস্স ভিক্ষু, আবাসিক, পাঁচখাইন সার্বজনীন অমরানন্দ কেন্দ্রীয় বৌদ্ধ বিহার, পাঁচখাইন রাউজান - ৫০,০০০/ পঞ্চাশ হাজার টাকা।
২০. ভদন্ত নিরোধাবংশ ভিক্ষু, অধ্যক্ষ, পশ্চিম আধার মানিক শান্তি নিকেতন বৌদ্ধ বিহার, পশ্চিম আধার মানিক, রাউজান - ১০,০০০/ টাকা
২১. নমিতা বড়ুয়া ও রিমন বড়ুয়া, পিতা বাবু প্রভাত বড়ুয়া, মাতা মিসেস আরতি বড়ুয়া, কেরাম বৈদ্যের বাড়ি, উত্তর গুজরা - ২০০০/ টাকা
২২. বাবু পুলক বড়ুয়া, বৃহত্তর হোয়ারাপাড়া, ঠাকুর বাড়ি - প্রথম পর্বে - ২৫,০০০/ টাকা
২৩. ভদন্ত শান্তিলোক মহাথের, অধ্যক্ষ, মধ্যম আধার মানিক কল্যাণ বিহার, ২য় দপে = ৫০০০/ টাকা

২৪. কদলপুর শ্নশান বিহারের বিশিষ্ট উপাসক প্রয়াত ব্রক্ষতুল্য পিতা তেজেন্দ্র লাল বড়ুয়া ও গর্ভধারণী মাতা প্রয়াতা উপাসিকা খুকী রানী বড়ুয়া মহোদয়া পারলৌকিক সদগতি ও নিবার্ণ সুখ কামনায় এবং স্মৃতি স্মরণে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা চিকিৎসা তহবিলের জন্য ২০১০০/ বিশ হাজার একশ টাকা দান করেছেন মানুষ গড়া কারিগর , শিক্ষাবিদ মি. সমীর বড়ুয়া তৎসহধর্মিনী মিসেস রিয়েলী বড়ুয়া , ,কদলপুর , রাউজান
২৫.কদলপুর শ্নশান বিহারের বিশিষ্ট উপাসক ও রাউজানস্হ কদলপুর গ্রামের কৃতি সন্তান, মানবতার সেবায় এগিয়ে যাওয়া উদ্দেশ্য এবং বুদ্ধের শাসন ও সদ্ধর্ম শ্রীবৃদ্ধি লক্ষ্য উদ্দেশ্য করে প্রতিষ্ঠা করেন প্রয়াত ব্রক্ষতুল্য পিতা ও গর্ভধারণী মাতার স্মৃতিকে ধরে রাখার জন্য রুক্ষিণী - আরতি স্মৃতি জনকল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ফ্রান্স প্রবাসী রোটারীয়ান মি. রিটন বড়ুয়া মহোদয় বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা চিকিৎসা তহবিলের জন্য ৫০,০০০/ পঞ্চাশ হাজার টাকা দান করেছেন
২৬. ছাদাংগড়খীল পূর্বারাম বিহারের বিশিষ্ট উপাসক #বাবু_দীনেশ_বড়ুয়া ও #উপাসিকা_বানী_বড়ুয়া, পরিবার, পূর্ব গুজরা- ১১০০০/ + ১০০০/ = ১২০০০/ টাকা

২৭. মধ্যম আধার মানিক সুরৎসিং বিহারের বিশিষ্ট
উপাসিকা দাতাঃ- #শিক্ষিকা_কল্যানী_বড়ুয়া, স্বামী: #মি_দুকুল_কুমার_বড়ুয়া পরিবার মহাউপকারী বিশিষ্ট উপাসক প্রয়াত #শিক্ষক_বিনোদ_বিহারী_বড়ুয়া শ্বশুর: বিশিষ্ট উপাসক প্রয়াত #উপাসক_প্রফুল্ল_রঞ্জন_বড়ুয়ার পারলৌকিক সদগতি ও নিবার্ণ সুখ এবং পরিবারের সকলের সুস্বাস্থ্য নিরোগ দীর্ঘায়ু জীবন কামনায়, আধার মানিক, সুরৎসিং তালুকদার বাড়ি, নতুন বাজার , রাউজান, চট্টগ্রাম- ৫০,০০০/ পঞ্চাশ হাজার টাকা।
২৮. ভদন্ত শাসনানন্দ ভিক্ষু, লগ্নসার আনন্দ বৌদ্ধ বিহার, বরুয়া, কুমিল্লা - প্রথম ধাপে ১০,০০০/ দশ হাজার টাকা।
২৯. বাবু_ভবতোষ_বড়ুয়া তৎসহধর্মিনী #মিসেস_ববি_বড়ুয়া ও পরিবার, কমলি পিতার বাড়ি, কদলপুর- ১০,০০০/ দশ হাজার টাকা
৩০.বাবু_সুবোধ_বড়ুয়া তৎসহধর্মিনী প্রয়াতা #উপাসিকা_পুরবি_বড়ুয়া ও পরিবার, রাউজান বড় পাড়া- ১০,০০০/ দশ হাজার টাকা
৩১. বাবু প্রদীপ বড়ুয়া , রাউজান জ্ঞানানন্দ বিহার - ১০০০/ টাকা
৩২. শ্রীমান সত্যানন্দ শ্রমণ, হরগোবিন্দ বৌদ্ধ বিহার , সত্যবুদ্ধ, বৃহত্তর হোয়ারাপাড়া, পূর্ব গুজরা - ১০,০০০/ দশ হাজার টাকা
৩৩. বাবু দোলন কান্তি বড়ুয়া, প্রধান শিক্ষক, দক্ষিণ জয়নগর - ২য় ধাপে - ৫০০০/ টাকা
৩৪. ভদন্ত আলোক পঞঞা থের, অধ্যক্ষ, সুখবিলাস জেতবন বিহার, তঞ্চনপাড়া, রাঙ্গনিয়া - ১০,০০০/ টাকা
৩৫.মি. চিং মং চেয়া ও পরিবার, সিঙ্গাপুর - ১০২৫০০/ এক লক্ষ দুই হাজার পাঁচ শত টাকা।
৩৬.পূর্ব আধার মানিক শ্রদ্ধানন্দ বিহারের বিশিষ্ট উপাসক, দানবীর বাবু সন্তোষ কুমার বড়ুয়া তৎসহধর্মিনী মিসেস শিলু বড়ুয়া, পুত্র ডা: রাজীব বড়ুয়া পুত্রবুধ মিসেস সুপ্রিয়া বড়ুয়া ও পরিবার, পূর্ব আধার মানিক- ২০,০০০/ বিশ হাজার টাকা
৩৭. লগ্নসার আনন্দ বিহার, বরুয়া, কুমিল্লার বিহারাধ্যক্ষ #ভদন্ত_শাসনাননন্দ_ভিক্ষু - ৫০৫৬০/ টাকা
৩৮. বাবু যতন বড়ুয়া তৎসহধর্মিনী মিসেস শিখা বড়ুয়া, ও পরিবার, চরণদ্বীপ, বোয়ালখালী - ১০,০০০/ দশ হাজার টাকা
৩৯. খৈয়াখালী রত্নাকুর বিহারের প্রয়াতা উপাসিকা অনিমা বড়ুয়া মহোদয়া নিবার্ণ সুখ কামনাযএবং যিনি ভিক্ষু সংঘের সুখে সুখী, দুঃখে দুঃখী হিসাবে সবসময় ভিক্ষু সংঘের হিতকামী রাউজান উপজেলাস্থ খৈয়াখালী গ্রামের জন্মজাত সন্তান, খৈয়াখালী রত্নাকুর বিহারের অন্যতম দানবীর পরিবার, অবসরপ্রাপ্ত স্বাস্হ্য কর্মকর্তা, বর্তমানে ফান্স প্রবাসী উপাসক সনজিত কুমার বড়ুয়া মহোদয়, অবসরপ্রাপ্ত শিক্ষক বাবু রণজিৎ বড়ুয়া মহোদয় এবং উনাদের বংশধর সন্তান ফান্স প্রবাসী উপাসক লিংকন বড়ুয়া মুন্না উনার সহধর্মিণী উপাসিকা সুর্বনা বড়ুয়া মহোদয়া , পুত্র মাষ্টার সৌমজিত বড়ুয়া ও কন্যা মিস্ কৃষ্টিনা বড়ুয়া ফান্স প্রবাসী ও পরিবার, খৈয়াখালী- ৫১,১০০/ টাকা
৪০. ভদন্ত রাহুলশ্রী থের , অধ্যক্ষ , পূর্ব আধার মানিক বৈজয়ন্তী বিহার, উমেশ মাষ্টার বাড়ি , পূর্ব আধার মানিক - ১০,০০০/ টাকা
৪১. ভূপতি- নীহারকণা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান , বৌদ্ধ সমাজের আলোকিত ব্যক্তিত্ব , বাংলা মায়ের গর্বিত সন্তান , লেখক , গবেষক , প্রবন্ধকার, সুবক্তা , অধ্যক্ষ শিমুল বড়ুয়া , উক্ত ফাউন্ডেশনের সচিব লেখক , নারী নেত্রী , মানবতার সেবক , পরোপকারী মিসেস রেবা বড়ুয়া , নকুল মহালদার বাড়ি, উত্তর গুজরা , রাউজান , চট্টগ্রাম - ৫০,০০০/ পঞ্চাশ হাজার টাকা ।

৪২. ঐতিহ্যবাহী হাজারীরচর জ্ঞানাঙ্কুর বৌদ্ধ বিহারের ধার্মিক উপাসক বিশিষ্ট কীর্তনীয়া প্রয়াত বিভূতী রঞ্জন বড়ুয়া তদীয় সহধর্মিনী প্রয়াতা পূণ্যশীলা মল্লিকা রণী বড়ুয়া এবং তাঁদের প্রথম পুত্র ধার্মিক উপাসক প্রয়াত সুশান্ত বড়ুয়ার পারলৌকিক সদগতি ও নিবার্ণ সুখ কামনায় ভিক্ষু সংঘ ও অসহায় মানুষের চিকিৎসার উদ্দেশ্য বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা চিকিৎসা তহবিলে ৩০,০০০/ ত্রিশ হাজার টাকা দান করেছেন।
দাতা : শ্রীমতি ধার্মিক উপসিকা রিটু রানী বড়ুয়া
স্থান : হাজারীরচর, বোয়ালখালী পৌরসভা, চট্টগ্রাম।

৪৩. ঐতিহ্যবাহী সুদর্শন মহাবিহার বিশিষ্ট উপাসক, বৃহত্তর হোয়ারপাড়া গ্রামের ঠাকুর বাড়ি কৃতি সন্তান প্রয়াত প্রয়াত আর্যমিত্র বড়ুয়া পরিবারের সকলেই ২য় বারের মতো প্রয়াত পিতা মাতা ও জ্ঞাতীদের পারলৌকিক সদগতি ও নিবার্ণ সুখ কামনায় ভিক্ষু সংঘ ও অসহায় মানুষের চিকিৎসার উদ্দেশ্য বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা চিকিৎসা তহবিলে ১০,০০০/ দশ হাজার টাকা দান করেছেন। বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা চিকিৎসা তহবিলের পক্ষে থেকে দাতার পরিবারের সুস্বাস্থ্য নিরোগ দীর্ঘ জীবন ও দান পারমী পরিপূর্ণ হেতু হোক এই কামনা করছি।

মানবতার জয় হোক

নিবেদনে
সুমঙ্গল থের
সদস্য ( তথ্য ও যোগাযোগ)
৩/৩/২০২৫
বি:দ্র :- ত্রিরত্নাঙ্কুর মুখপাত্র অতীতের দাতাদের তালিকা প্রকাশ করা হয়েছে
fans বাংলাদেশ বুড্ডিষ্ট মঙ্ক সোসাইটি/Bangladesh Buddhist Monk Society Bangladesh Bouddha Bhikkhu Mahasabha

Address

Khaiyakhali Ratnankur Vihara
Raozan
4348

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা চিকিৎসা তহবিল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram