Blush&Glee

Blush&Glee All about that inside-out GLOW! ... Nutrition for clear, healthy skin | Natural skincare | DIY Skincare | Holistic health | Natural health | Healthy living

𝗧𝗵𝗲 𝗕𝗼𝗱𝘆 𝗦𝗵𝗼𝗽 𝗩𝗶𝘁𝗮𝗺𝗶𝗻 𝗘 𝗚𝗲𝗻𝘁𝗹𝗲 𝗙𝗮𝗰𝗶𝗮𝗹 𝗪𝗮𝘀𝗵 - 𝟭𝟮𝟱𝗺𝗟.Vitamin E Gentle Facial Wash helps clean your face, without drying it...
25/06/2022

𝗧𝗵𝗲 𝗕𝗼𝗱𝘆 𝗦𝗵𝗼𝗽 𝗩𝗶𝘁𝗮𝗺𝗶𝗻 𝗘 𝗚𝗲𝗻𝘁𝗹𝗲 𝗙𝗮𝗰𝗶𝗮𝗹 𝗪𝗮𝘀𝗵 - 𝟭𝟮𝟱𝗺𝗟.

Vitamin E Gentle Facial Wash helps clean your face, without drying it out, revealing skin that instead feels soft and refreshed.
While washing your face might seem pretty basic,
which face wash you’re using can impact how meh or magnificent your skin looks.
As you go about your daily to-do’s, facing the likes of artificial heating, changeable elements,

✅ Suits all, no matter your skin type
✅ Now 95% of ingredients of naturally derived origin
✅ Enriched with Vitamin E and Raspberry Seed Oil
✅ Fresh-feeling facial wash
✅ Light, leathery, creamy texture
✅ Non-drying formula


17/06/2022

যুদ্ধ কোন সহজ সমাধান না।।

THE FACE SHOPRice Water Bright150ml / Koreaএই ক্লিনজিং অয়েল দিয়ে পান খাঁটি, সতেজ ত্বক। চালের জল দিয়ে তৈরি এবং জোজোবা ...
07/12/2021

THE FACE SHOP
Rice Water Bright
150ml / Korea

এই ক্লিনজিং অয়েল দিয়ে পান খাঁটি, সতেজ ত্বক। চালের জল দিয়ে তৈরি এবং জোজোবা তেল দিয়ে সমৃদ্ধ, এটি এপিডার্মিস হাইড্রেট করার সময় আপনার ত্বকের পৃষ্ঠে পাওয়া অমেধ্যগুলিকে দ্রবীভূত করে।
-------------------------------------------------- -------------------------------------------
দ্য ফেস শপ রাইস ওয়াটার ব্রাইট লাইট ক্লিনজিং অয়েল ত্বকের অমেধ্য এবং তৈলাক্ত বা সংমিশ্রিত ত্বকের জন্য গভীর মেকআপকে সম্পূর্ণরূপে অপসারণ করে তার সতেজতা এবং হালকা টেক্সচারের সাথে।
-------------------------------------------------- ---------------------------------

-----------------------------------------------------------------------------
Get pure, fresh skin with this cleansing oil. Formulated with rice water and enriched with jojoba oil, it dissolves impurities found on your skin’s surface while hydrating the epidermis.
-----------------------------------------------------------------------------
The Face Shop Rice Water Bright Light Cleansing Oil completely removes skin impurities and deep makeup for oily or combination skin with its refreshing and light texture.
-----------------------------------------------------------------------------
🚚 Home Delivery Available.
💵 Cash On Delivery Available.
🇧🇩 Noakhali
WhatsApp 📲01785647720
-----------------------------------------------------------------------------
Inbox for order and any queries!
Thank You!

CeraVe SA Smoothing Cream 340g           ( Made in France )👉এটি শুষ্ক থেকে খুব শুষ্ক এবং রুক্ষ এবং  ত্বকের জন্য উপযুক্ত।...
07/12/2021

CeraVe SA Smoothing Cream 340g
( Made in France )

👉এটি শুষ্ক থেকে খুব শুষ্ক এবং রুক্ষ এবং ত্বকের জন্য উপযুক্ত।
👉প্রাকৃতিক ত্বক সুরক্ষা বাধা প্রভাবিত হয় না।
👉 এটি সংবেদনশীল ত্বকের জন্য ব্যবহার উপযোগী।
👉এটি শরীর এবং মুখের জন্য পরিষ্কার করা আলতো করে ত্বক পরিষ্কার করে এবং খোসা ছাড়ায়।
👉এটি সম্পূর্ণ সুগন্ধি মুক্ত ও চর্মরোগ বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষিত শতভাগ কার্যকরী একটি পণ্য।
👉এটি ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।

🎁🎁 All our products are 100% original, authentic name brands.

Vaseline Cocoa Radiant Body Oil-200ml🥥🌰এর কিছু বৈশিষ্ট রয়েছে যেমন এটি লোশন না, এটি জেল টাইপ ওয়েল! যেটা সারা বছর ব্যবহার ...
06/12/2021

Vaseline Cocoa Radiant Body Oil-200ml🥥🌰

এর কিছু বৈশিষ্ট রয়েছে যেমন এটি লোশন না,
এটি জেল টাইপ ওয়েল! যেটা সারা বছর ব্যবহার করা যায়! এটি তেল হলেও জেল থাকবার কারনে তেলের মতো চটচটে না! আর স্কিনের সাথে খুব সহজেই মিশে যায়!
যাদের স্কিন সেনসিটিভ তারা সহজেই ব্যবহার করতে পারেন!
এটি স্কীনকে হেলদি রাখে, আর গ্লোইং করে! ডাল স্কিনে ময়েস্ট যোগিয়ে স্কিনের সতেজতা ফিরিয়ে আনে!
🍂🍂শরীরে লোশন দেওয়ার পরও খসখসে,শুষ্ক হয়ে থাকে। তাহলে আপনি একবার এর জন্য হলেও Vaseline এর এই Body Oil টা ব্যবহার করে দেখুন তাহলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন।
🍁🍁এই Body Oil আপনি শরীরে দেওয়ার সাথে সাথেই দেখবেন আপনার শরীর টা একদম নরম,কোমল হয়ে গেছে এবং শুষ্কতা ভাব তো নিমিষেই দূর হচ্ছে।
🍂দীর্ঘসময় স্কিনকে ময়শ্চারাইজড রাখে।
🍂বডি স্কিনে হেলদি গ্লো এনে দিবে।
🍂সাথে বাড়তি কোকোয়া বাটারের দারুন স্মেল।
🔹Size:200ml
🔹Imported from the UK
🔹this product is available now
🎁🎁 All our products are 100% original, authentic name brands.

নখ শুধু আমাদের হাত-পায়ের সৌন্দর্যই বৃদ্ধি করে না, এটি আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। নিয়মিত নখের যত্ন না নিলে ত...
05/12/2021

নখ শুধু আমাদের হাত-পায়ের সৌন্দর্যই বৃদ্ধি করে না, এটি আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। নিয়মিত নখের যত্ন না নিলে তা পাতলা হয়ে ভেঙে যেতে পারে কিংবা ফাংগাস কিংবা ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে ঘটতে পারে মারাত্মক স্বাস্থ্যঝুকি। তাই নখের যত্নের ব্যাপারে উদাসীন হলে চলবে না। নখের যত্নে বাড়িতেই করে নিতে পারেন মেনিকিউর। নখ কাটার আগে ঈষদুষ্ণ পানিতে নখ কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। ভেজা নখ নরম থাকে, ফলে কাটতেও সুবিধা হয় এবং নখের কোনো ক্ষতিও হয় না।অনেক সময় বিভিন্ন কারণে নখ ভেঙে যায়। কোনো কারণে নখ ভেঙে গেলে কখনই টেনে ছিঁড়বেন না। টেনে ছিঁড়লে ব্যথা তো লাগবেই, সেই সঙ্গে নখের শেপও নষ্ট হয়ে যাবে। ভাঙা নখ সাবধানে নেইল কাটার দিয়ে কেটে ফেলতে হবে।নখ সবসময় পরিষ্কার ও শুকনো রাখতে হবে। নখ ভেজা থাকলে নখের ভেতর ব্যাকটেরিয়া, ফাংগাস জন্মাতে পারে। এ থেকে ইনফেকশন হওয়ার আশঙ্কা কয়েক গুণ বেড়ে যায়।দাঁত দিয়ে নখ কাটা অথবা নখের চারপাশের চামড়া কাটার বদ অভ্যাস যত তাড়াতাড়ি ছাড়তে পারবেন ততই ভালো।সবসময় নেইলপলিশ ব্যবহার না করাই ভালো। এতে নখের স্বভাবিক রং নষ্ট হয়ে যায়। দু-সপ্তাহ অন্তর নেইল পলিশ ফেলে কয়েকদিন নখ এমনই রেখে দিন। এতে নখে আলো-হাওয়া লাগে, যা নখ ভালো রাখতে সাহায্য করে।সাবান দিয়ে হাত ধুয়ে অবশ্যই ময়েশ্চারাইজিং হ্যান্ড ক্রিম অথবা লোশন লাগিয়ে নেবেন। সাবান হাতের ত্বকের পাশাপাশি নখের ময়েশ্চারও নষ্ট করে দেয়।রাতে ঘুমাতে যাওয়ার আগে পেট্রোলিয়াম জেলি অথবা ময়েশ্চারাইজার দিয়ে নখ ম্যাসাজ করা ভালো।

Blush&Glee

X H CCoconut Water Shampoo400ml ------------------------------------------------------এটি আপনার চুলের শুষ্ক বা ক্ষতিগ্রস...
04/12/2021

X H C
Coconut Water Shampoo
400ml
------------------------------------------------------
এটি আপনার চুলের শুষ্ক বা ক্ষতিগ্রস্থ লকগুলিকে XHCs বিশেষভাবে তৈরি করা কোকোনাট ওয়াটার শ্যাম্পু দিয়ে ডুবিয়ে দিন। ডিহাইড্রেটেড চুলকে তার মসৃণ, ঝলমলে সেরাতে ফিরিয়ে আনুন।
-------------------------------------------------- ----
সুবিধা

✅শুষ্ক, ক্ষতিগ্রস্ত চুল পরিষ্কার করে এবং পুষ্টি যোগায়
✅ নারকেল জলের সূত্র পুনরুজ্জীবিত করা
✅চুল মসৃণ, কন্ডিশন্ড এবং চকচকে রাখে
✅ চুলকে রি-হাইড্রেট করে
✅ সব ধরনের চুলের জন্য উপযোগী
------------------------------------------------------

🚚 Home Delivery Available.
💵 Cash On Delivery Available.
🇧🇩 Countrywide
------------------------------------------------------
Inbox for order and any queries!
Thank You!

04/12/2021

১০. বালিশের কভার ব্যবহার করুন

কটন এর কাপড় রুক্ষ হয় যা থেকে তৈরী বালিশের কভারে ঘুমালে চুল ভেঙে যাওয়া একটি দৈনন্দিন ঘটনা হয়ে যেতে পারে।

তাই তা পরিহার করে পাতলা কাপড়ের কভার ব্যবহার করা উচিত।

১১. তেল দিন নিয়মিত

চুলে নিয়মিত তেল ব্যবহারে শক্ত হয় চুলের গোড়া তবে তা যেন আবার অতিরিক্ত না হয়ে যায়। অতিরিক্ত তেল ব্যবহার করলে তা মুছে ফেলতে ব্যবহার করতে হবে অতিরিক্ত শ্যাম্পু যা চুলের জন্য ভালো নয়।

১২. হট অয়েল মাসাজ

চুলের পরিপূর্ণ পুষ্টি যোগাতে অয়েল মাসাজের বিকল্প নেই। আজকাল কোকোনাট অয়েল ছাড়াও বাজারে আমলা অয়েল, আমন্ড অয়েল, অলিভ অয়েল, ক্যাস্টর অয়েল ইত্যাদি কিনতে পাওয়া যায়।

চাইলে এগুলো একসাথে মিক্স করেও চুলে লাগাতে পারেন।

১৩. চুলে টিজিং পরিহার করুন

টিজিং করে চুলের আয়তন বৃদ্ধি করা গেলেও তা চুলের জন্য ভালো নয়। তাই তা পরিহার করাই উচিত।

১৪. ঠান্ডা পানি দিয়ে চুল পরিষ্কার করুন

গরম পানির ব্যবহার চুলের জন্য ক্ষতিকর, তাই চুল পরিষ্কারের জন্য সবসময় ঠান্ডা পানি ব্যবহার করুন।

শীতকালে অনেকে চুলে গরম পানি ব্যবহার করে থাকে, এটি হেয়ার ড্যামেজের আশঙ্কা বাড়িয়ে দেয়।

১৫. চুল নিয়মিত ব্রাশ করুন

চুল নিয়মিত ব্রাশ করা প্রয়োজন। এতে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে চুলের বৃদ্ধিতে সহায়তা করে।

নিয়ম করে দিনে ২-৩ বার হেয়ার ব্রাশ করা চুলের জন্য উপকারী, রাতে ঘুমানোর আগে চুল ব্রাশ করুন।

১৬. চুলে হেয়ার প্যাক ব্যবহার করুন

চুল ভালো রাখার জন্য ধরন বুঝে হেয়ার প্যাক ব্যবহার করুন। চুল শুষ্ক বা মিশ্র হলে ১০ থেকে ১৫ দিন পরপর, আর তৈলাক্ত হলে ১৫ দিন পরপর চুলে প্যাক লাগান।

ঘরে তৈরী প্যাক চুলের সুরক্ষায় বেশি কার্যকরী ।

১৭. অতিরিক্ত হেয়ার প্রোডাক্ট নয়

চুলে অতিরিক্ত হেয়ার প্রোডাক্ট কখনই ব্যবহার করা উচিত নয়। এতে চুলের বৃদ্ধি এবং সৌন্দর্য ব্যাহত হয়।

১৮. স্বাস্থ্যকর খাবার

আপনার স্বাস্থ্য আপনার চুলে প্রতিফলিত হয়। আপনি স্বাস্থ্যকর থাকলে, ভাল থাকবে চুল। তাই সুন্দর চুল রাখতে স্বাস্থ্যকর খাবার খাওয়া আবশ্যক।

আর তাই আপনার চুলের বৃদ্ধি এবং স্বাস্থ্যের জন্য ভিটামিন, লোহা এবং প্রোটিন এর মত পুষ্টিকর খাবার নিয়মিত গ্রহণ করুন।

বেশি বেশি প্রোটিন জাতীয় শাক-সবজি চুল ভালো রাখতে সহায়তা করে, এছাড়াও প্রচুর পরিমাণে পানি পান করুন।

সুন্দর চুলের জন্য যে খুব ব্যয়বহুল লাইফস্টাইল অথবা প্রোডাক্টস ব্যবহার করতে হয় এমনটা কখনই নয়। শুধু প্রয়োজন নিয়মিত পরিচর্যা আর প্রয়োজন সঠিক পুষ্টির।
Blush&Glee

04/12/2021

৭. অতিরিক্ত হিট দেওয়া থেকে বিরত থাকুন

তাপ চুলকে ভেঙে যেতে সহায়তা করে আর তাই চুলে হিট দেওয়া থেকে বিরত থাকাই উত্তম।

অতিরিক্ত হিটের কারণে চুল জ্বলে যেতেও পারে তাই ব্লোয়ার, আয়রন অথবা চুল স্ট্রেটনার যদি ব্যবহার করতেই হয় তাহলে সাবধানতার সাথে তা করা উচিত।

৮. তোয়ালে ব্যবহার করুন আলতোভাবে

অনেকেই চুলকে মোছার সময় খুব চাপ প্রয়োগ করে চুল মুছে থাকে। এতে বারবার ঘর্ষণের ফলে চুল তার সুস্থতা হারিয়ে ফেলে গোড়া থেকে ভেঙে যাওয়ার আশংকায় থাকে।

তাই চুল মোছার সময় যতটা সম্ভব আলতোভাবে তোয়ালে ব্যবহার করা উচিত।

৯. আঁটসাঁট বেণী নয়

ঘুমানোর আগে শক্ত করে বেণী না করাই ভালো। এতে চুল একসাথে থাকবে কিন্তু টানটানে থাকবেনা ফলে ভেঙে যাওয়ার সুযোগ কম।

NEXT Blush&Glee

03/12/2021

৫. কন্ডিশনার ব্যবহার করুন তবে সঠিকভাবে

চুলের কন্ডিশনার সঠিকভাবে ব্যবহার করা উচিত। কন্ডিশনারের কাজই হলো চুলকে মসৃন রাখা যার মানে হলো চুলের গোড়াতে এর কোনো প্রয়োজনই নেই।

তাই কন্ডিশনার ব্যবহার করার সময় তা প্রয়োগ করা উচিত চুলের গোড়া থেকে অন্তত এক ইঞ্চি দূর থেকে।

এছাড়া অতিরিক্ত পরিমানে কন্ডিশনার ব্যবহার করা থেকেও বিরত থাকা উচিত নাহলে চুল তৈলাক্ত হয়ে যাওয়ার আশংকা থাকে।

৬. একই ধরণের হেয়ার প্রোডাক্ট ব্যবহার করুন

চুলের যত্ন নেওয়ার সময় একই কোম্পানির অনুরূপ উপাদানে তৈরি প্রোডাক্টস ব্যবহার করা উচিত।

এতে কোন পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই আপনার চুলের যত্ন নিতে পারবেন।
NEXT Blush&Glee

03/12/2021

৩. সঠিকভাবে শ্যাম্পু করুন

বাইরে বের হলে চুলে প্রচুর ধুলোবালু আর ময়লা চুলে জমে থাকে। তাই, চুল পরিষ্কারের জন্য চুলের ধরন বুঝে ভালো মানের শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করুন ।

শ্যাম্পু করার সময় ভালো করে মাসাজ করে শ্যাম্পু করুন। চুলে বেশি ময়লা থাকলে দুইবার শ্যাম্পু করুন।

সপ্তাহে ৩/৪ দিন ভালো শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করুন
৪. নিয়মিত কন্ডিশনার ব্যবহার করুন

প্রতিদিন গোসল অথবা চুল ধোঁয়ার পর চুলে কন্ডিশনার ব্যবহার করুন। এতে চুল হয় মসৃন ফলে ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যায়।
NEXT Blush&Glee

03/12/2021

চুলের যত্নে ১৮ টি কার্যকরী হেয়ার কেয়ার টিপস:

২. ভেজা চুলকে সাবধানে ট্রিট করুন

ভেজা চুল সবথেকে ভঙ্গুর অবস্থায় থাকে। ভেজা অবস্থায় থাকাকালীন সময়ে চুলের গোড়া থেকে চুল ভেঙে যাওয়া সবচেয়ে সহজ তাই শ্যাম্পু করার সময় চুলে বেশি চাপ প্রয়োগ করা উচিত নয়।

এছাড়াও গোসলের পরপরই চুলে চিরুনি ব্যবহার থেকে বিরত থাকা উচিত।
NEXT Blush&Glee

Address

Maijdee, Sador,
Sador
3801

Telephone

+8801785647720

Website

Alerts

Be the first to know and let us send you an email when Blush&Glee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Blush&Glee:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram