Chikitsa Foundation Bangladesh

Chikitsa Foundation Bangladesh চিকিৎসা ফাউন্ডেশন বাংলাদেশ, মানুষ ও মানবতার জন্য।স্বাস্থ্য,চিকিৎসা ও প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা বিষয়ে বিভিন্ন তথ্য পেতে আমাদেরকে ফলো করুন।

আজই ভর্তির শেষ দিন, আর মাত্র ৮ টি সিট খালি আছে। 🩺 Certificate in Basic Medicine and Community Health (BMCH)বেসিক মেডিসিন...
04/11/2025

আজই ভর্তির শেষ দিন, আর মাত্র ৮ টি সিট খালি আছে।
🩺 Certificate in Basic Medicine and Community Health (BMCH)

বেসিক মেডিসিন ও কমিউনিটি স্বাস্থ্য বিষয়ে অনলাইন আত্মউন্নয়নমূলক কোর্স। “যে আগে জানে, সে আগে বাঁচে — আজই জেনে নিন নিজের শরীরের ভাষা।”

🙏দয়া করে সম্পূর্ণ সিলেবাস ও রুটিন পড়ার অনুরোধ করছি🙏

🧩 সপ্তাহভিত্তিক সিলেবাস

🟢 ১ম সপ্তাহ: মানবদেহ ও স্বাস্থ্যবিজ্ঞানের ভিত্তি

📆 ক্লাস ১: মানবদেহের গঠন (Cells, Tissues, Organs, Systems)
📆 ক্লাস ২: রোগের মূল কারণ — সংক্রমণ, জেনেটিক, জীবনধারা
📆 ক্লাস ৩: ইমিউন সিস্টেম ও হোমিওস্টেসিস, ভায়টাল সাইনস পর্যবেক্ষণ

🟢 ২য় সপ্তাহ: রক্ত ও সংক্রমণ

📆 ক্লাস ৪: রক্তের উপাদান ও রোগ — অ্যানিমিয়া, লিউকেমিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া
📆 ক্লাস ৫: CBC, ESR, CRP, Procalcitonin রিপোর্ট ব্যাখ্যা
📆 ক্লাস ৬: ভাইরাল ও ব্যাকটেরিয়াল সংক্রমণ — ডেঙ্গু, টাইফয়েড, ইনফ্লুয়েঞ্জা, টিবি

🟢 ৩য় সপ্তাহ: সংক্রামক রোগের গভীর ধারণা

📆 ক্লাস ৭: হেপাটাইটিস (A–E), ম্যালেরিয়া, টিবি, HIV — সচেতনতা ও প্রতিরোধ
📆 ক্লাস ৮: সংক্রমণ ছড়ানোর পথ ও প্রতিরোধ ব্যবস্থা (Infection Control & Prevention)
📆 ক্লাস ৯: WHO-এর সংক্রামক রোগ ব্যবস্থাপনা মডেল

🟢 ৪র্থ সপ্তাহ: শ্বাসযন্ত্র ও হৃদরোগ

📆 ক্লাস ১০: শ্বাসযন্ত্রের রোগ — অ্যাজমা, নিউমোনিয়া, COPD, COVID-19
📆 ক্লাস ১১: হৃদরোগ — হাইপারটেনশন, অ্যাথেরোস্ক্লেরোসিস, হার্ট অ্যাটাক
📆 ক্লাস ১২: লিপিড প্রোফাইল, ECG ও ব্লাড প্রেসার মনিটরিং

🟢 ৫ম সপ্তাহ: লিভার, কিডনি ও মেটাবলিক স্বাস্থ্য

📆 ক্লাস ১৩: লিভার ডিজিজ — হেপাটাইটিস, ফ্যাটি লিভার, সিরোসিস
📆 ক্লাস ১৪: কিডনি ডিজিজ — কিডনি ফেইলিউর, ইউরিন টেস্ট, ইলেক্ট্রোলাইট ভারসাম্য
📆 ক্লাস ১৫: মেটাবলিক ডিজঅর্ডার — ডায়াবেটিস, থাইরয়েড, স্থূলতা

🟢 ৬ষ্ঠ সপ্তাহ: নারী, পুরুষ ও শিশুর স্বাস্থ্য

📆 ক্লাস ১৬: নারীস্বাস্থ্য — মাসিক অনিয়ম, PCOS, বন্ধ্যাত্ব
📆 ক্লাস ১৭: পুরুষস্বাস্থ্য — টেস্টোস্টেরন, স্পার্ম হেলথ, হরমোন ভারসাম্য
📆 ক্লাস ১৮: মাতৃত্ব ও শিশুর যত্ন — গর্ভকালীন পুষ্টি, শিশুর সাধারণ রোগ

🟢 ৭ম সপ্তাহ: দীর্ঘমেয়াদি ও মানসিক রোগ

📆 ক্লাস ১৯: নন-কমিউনিকেবল ডিজিজ — ডায়াবেটিস, ক্যান্সার, আর্থ্রাইটিস


📆 ক্লাস ২০: Autoimmune Disorders — Lupus, Rheumatoid Arthriti.

📆 ক্লাস ২১: মানসিক স্বাস্থ্য — ডিপ্রেশন, স্ট্রেস, ইনসমনিয়া, জীবনধারা পরিবর্তন।

🟢 ৮ম সপ্তাহ: জনস্বাস্থ্য ও কমিউনিটি প্রয়োগ

📆 ক্লাস ২২: জনস্বাস্থ্য ও পরিবেশ — স্যানিটেশন, পানি, খাদ্য ও দূষণ।

📆 ক্লাস ২৩: স্বাস্থ্যসচেতনতা প্রজেক্ট ডিজাইন (Community Health Campaign)।

📆 ক্লাস ২৪: ফাইনাল কেস স্টাডি, রিপোর্ট বিশ্লেষণ ও সার্টিফিকেট মূল্যায়ন। ভাইভা ও ভিডিও প্রেজেন্টেশন।

👥 ⃣ কোর্সটি কাদের জন্য?

এই কোর্স এমনভাবে ডিজাইন করা যে,

যে কেউ নিজের ও সমাজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে চায় — সে এখানে যোগ দিতে পারে।

✅ মেডিকেল, নার্সিং, ফার্মেসি ও ডেন্টাল শিক্ষার্থী ও পেশাজীবি।

✅ স্কুল/কলেজ/ভার্সিটির ছাত্রছাত্রী।

✅ স্বাস্থ্যকর্মী,হোমিও, ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসক, সমাজসেবক, NGO কর্মী।

✅ বাবা-মা, শিক্ষক, এবং যে কেউ নিজের পরিবারের স্বাস্থ্যের দায়িত্ব নিতে চান।

🏥 ৪️⃣ কেন চিকিৎসা ফাউন্ডেশনে হাজার হাজার শিক্ষার্থী ভর্তি হন?

কারণ চিকিৎসা ফাউন্ডেশন শুধু ক্লাস নেয় না —

👉 তারা মানুষের জীবন বদলানোর একাডেমিক যাত্রা তৈরি করে।

🎓 এখানে প্রতিটি বিষয় কেস স্টাডি, বাস্তব উদাহরণ ও রিপোর্ট ব্যাখ্যাসহ শেখানো হয়।

👩‍⚕️ অভিজ্ঞ ডাক্তার ও প্রশিক্ষকদের মাধ্যমে

🧾 আন্তর্জাতিক কারিকুলাম (WHO/CDC Standard)

💻 ১০০% অনলাইন + সার্টিফিকেট

এখানে শিখে মানুষ শুধু “জানেনা”,

বরং নিজেকে একজন সচেতন স্বাস্থ্য প্রতিনিধি (Health Ambassador) হিসেবে গড়ে তোলে।

🌎 “স্বাস্থ্য সচেতন বাংলাদেশ গড়ার পথে, আপনার নামও থাকুক সেই তালিকায়।”

আপনি কি জানেন —

আপনার শরীর প্রতিদিন নানা “সিগন্যাল” পাঠায়, কিন্তু আমরা বেশিরভাগ সময়ই তা বুঝি না!

এই কোর্স আপনাকে শেখাবে সেই শরীরের ভাষা বোঝার শিল্প।

🎯 কেন ভর্তি হবেন?

1️⃣ কারণ এটি শুধু একটি “মেডিকেল কোর্স” নয় —

এটি একটি লাইফ কোর্স, যেখানে আপনি শিখবেন

👉 কিভাবে নিজেকে, পরিবারকে ও আশপাশের মানুষকে আরও সুস্থ রাখতে হয়।

2️⃣ কারণ এখানে আপনি পাবেন;

✅ রোগের শুরু ও বিপদ বোঝার দক্ষতা।

✅ দৈনন্দিন জীবনের রোগ প্রতিরোধের বাস্তব কৌশল।

✅ WHO ও আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী বেসিক মেডিকেল জ্ঞান।

✅ অনলাইন লাইভ ক্লাস + কেস স্টাডি + সার্টিফিকেট ও মার্কশিট।

3️⃣ কারণ এই কোর্সে শেখানো প্রতিটি বিষয় বাস্তব জীবনে কাজে লাগে।

আজকের ক্লাসের জ্ঞান — কালই আপনি নিজের রিপোর্ট, পরিবারের রক্তচাপ, বা বন্ধুর ডায়াবেটিস রিপোর্ট দেখে বুঝতে পারবেন কী ঘটছে।

🌟 কোর্সের বিশেষ বৈশিষ্ট্য:

📌সময়কাল: ২ মাস (৮ সপ্তাহ / ২৪ ক্লাস)।

📌
ধরণ: অনলাইন লাইভ ক্লাস, বাংলাতে লেখা পিডিএফ সহ।

📌 ক্লাসের দিন: বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার


📌 সময়: রাত ৮টা – ৮.৪৫ মিনিট পর্যন্ত।

📌
ভর্তি শুরু: শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫


📌 ভর্তি শেষ: বুধবার, ৫ নভেম্বর ২০২৫।

📌
অরিয়েন্টেশন ক্লাস: বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫।

✅কোর্স ফিঃ ১০২০ (এক হাজার বিশ টাকা) কোন হিডেন চার্জ নেই।

✅পরীক্ষার নম্বর বন্টনঃ গুগল ফর্মে এম,সি,কিউ পদ্ধতিতে পরীক্ষা হবে। ক্লাস টেস্ট ২০ মার্কস, ফাইনাল ৮০ মার্কস, অনলাইন ভিডিও প্রেজেন্টেশন ৩০ মার্কস, উপস্থিতি ২০ মার্কস ও ভাইভা ৩০ মার্কস, এসাইনমেন্ট ২০ মার্কস। মোট ২০০ মার্কসের পরীক্ষা।

✅স্টাডি মেটেরিয়ালঃ সকল ক্লাসের লেকচার বাংলাতে দেওয়া হবে এবং সকল ক্লাসের শেষে বাংলা পিডিএফ দেওয়া হবে।

✅সার্টিফিকেট ও মার্কসশিটঃ সফলভাবে কোর্স সম্পূর্ণ করা সকল শিক্ষার্থী ফ্রীতে অনলাইন কপি সার্টিফিকেট পাবেন। এছাড়াও মার্কশিট ও সনদের ভেরিফাইড হার্ড কপি নিতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য কুরিয়ার সার্ভিসে মার্কশিট ও সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন করার সুযোগ আছে।

সেন্টমানি নাম্বার: +8801725121839 (বিকাশ ও নদগ পার্সোনাল একাউন্ট, সেন্ড মানি করুন)।

✅ভর্তির যোগ্যতাঃ নূন্যতম এসএসসি পাশ হতে হবে এবং অনলাইনে ক্লাস করার মতো জ্ঞান থাকতে হবে।

✅মেন্টরঃ চিকিৎসা ফাউন্ডেশন বাংলাদেশের সকল মেন্টর হাইলি কোয়ালিফাইড। এই কোর্সে আমাদের সাবেক চেয়ারম্যান ইউ সি সাহা স্যার থাকবেন। তিনি বর্তমানে সাউথ কোরিয়াতে রোগতত্ত্ব বিষয়ে ফেলোশিপ প্রোগ্রামে কর্মরত আছেন।

📢🔥 আজীবন কাজে লাগবে এমন কোর্স!

#কীভাবে_ভর্তি_হবেন?❓

✅+8801725121839

(বিকাশ, নগদ পার্সোনাল নাম্বার)

✡️ধাপ-১;

✅এখানে দেওয়া নাম্বারে দুই মাসের সম্পূর্ণ কোর্স ফি, ১০২০ (এক হাজার বিশ টাকা) সেন্টমানি করবেন রেজিষ্ট্রেশন করার জন্য।

✡️ধাপ-২;

✅এরপর আপনার ৪ টি তথ্য ইংরেজিতে লিখে দিনঃ

১। নামের সঠিক বানান

২। জন্ম তারিখ

৩। হোয়াটসঅ্যাপের নাম্বার

৪। যে নাম্বার থেকে পেমেন্ট করেছেন তার শেষ চারটি ডিজিট।

✡️ধাপ-৩;

✅আমাদের শিক্ষার্থী ভর্তির অনলাইম ফর্ম ফেসবুক পেইজ অথবা আমাদের প্রতিনিধির থেকে সংগ্রহ করুন ও পূরণ করুন। এটা অতি গুরুত্বপূর্ণ। এখানে সকল তথ্য আপনার সার্টিফিকেট অনুযায়ী লিখুন।

✅ অথবা বুঝতে অসুবিধা হলে সরাসরি আমাদের প্রতিনিধির সাথে কথা বলুন।

অথবা এস.এম.এস করুন, তারপর আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুগে এড করা হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লাসের লিংক, নোটস, শিট, ফাইল সরবরাহ করা হবে।

❇️ #রেজিষ্ট্রেশন বাদে কী আর খরচ আছে?

🔆🔆🔆 না, এটা ফ্রী কোর্স কিন্তু রেজিষ্ট্রেশন ফি নেওয়া হচ্ছে আনুষঙ্গিক কিছু খরচের জন্য।

এর বাইরে আর একটি টাকাও আপনাকে দিতে হবে না।

কোর্সের আসল মূল্য ২০৪০ টাকা, কিন্তু প্রথম ৫০ জনের জন্য ৫০% ছাড়ে মাত্র ১০২০ টাকায় কোর্সটি পাবেন।

🇧🇩 ৩️⃣ বাংলাদেশের মানুষের জন্য কেন এই কোর্স অত্যন্ত গুরুত্বপূর্ণ?

কারণ আমাদের দেশে প্রায় ৮০% মানুষ প্রাথমিক চিকিৎসা বিষয়ে অজ্ঞাত।

অনেকে রিপোর্ট হাতে পেয়েও বোঝেন না এর মানে কী,

অথচ একটু জ্ঞান থাকলেই —

ডায়াবেটিস, রক্তচাপ, লিভার ও কিডনির সমস্যা আগে থেকেই ধরা সম্ভব।

📊 বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর মতে,

“Preventive knowledge saves more lives than medicine.”

এই কোর্সের লক্ষ্যই হলো সেই প্রতিরোধমূলক জ্ঞান ছড়িয়ে দেওয়া।

আপনি যদি এই জ্ঞান অর্জন করেন,

তাহলে শুধু নিজের নয় — আপনার চারপাশের মানুষের জীবনেও আলো আনতে পারবেন।

🏵️সার্টিফিকেট দেওয়া হবে কী?

সফলভাবে কোর্স সম্পূর্ণ করলে আপনি ফ্রী তে অনলাইন কপি সার্টিফিকেট পাবেন, এছাড়া হার্ড কপি তোলার জন্যঃ

সার্টিফিকেট,মার্কশিট একটি ফাইলে করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাবেন। যার সর্বমোট খরচঃ সার্টিফিকেট ফি ১৫০ টাকা+মার্কশিট ফি ১০০ টাকা+ (সার্ভিস চার্জ+ফাইল চার্জ+কুরিয়ার চার্জ) ১০৫ টাকা= ৩৫৫ টাকা। যা সার্টিফিকেট তোলার আবেদন করার সময়ে দিতে হবে। ইহা বাধ্যতা মূলক নয়। চিকিৎসা ফাউন্ডেশনের লক্ষ্য সবার জন্য প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা নিশ্চিত করা ব্যবসা করা নয়।

📞যোগাযোগ করুন:

চিকিৎসা ফাউন্ডেশন বাংলাদেশ

Chikitsa Foundation Bangladesh(CFBD).

➡️আমাদের ফেসবুক ও হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে সরাসরি কথা বলতে পারবেন। অথবা কল করুন নিচে দেওয়া নাম্বারে ।

☀️কোর্স ফি প্রদানের নাম্বারঃ +8801725121839 (বিকাশ,নগদ,পার্সোনাল)।

🗣️মোবাইলঃ +8801927545431

+8801858-200360

Whatsapp: +8801884011247

আমাদের ওয়েবসাইটঃ chikitsafoundation.org

🩷 “আপনার পরিবার যদি আপনার ওপর নির্ভর করে, তাহলে তাদের স্বাস্থ্যের দায়ও আপনার হাতে।”💚

🌿 কুমড়োর দানা খেলে কী কী উপকার পাওয়া যায়?আমাদের আশেপাশের পরিচিত খাবারগুলোর মধ্যে কুমড়োর বীজ এমন একটি সুপারফুড, যা প্রতিদ...
31/10/2025

🌿 কুমড়োর দানা খেলে কী কী উপকার পাওয়া যায়?
আমাদের আশেপাশের পরিচিত খাবারগুলোর মধ্যে কুমড়োর বীজ এমন একটি সুপারফুড, যা প্রতিদিনের খাদ্যতালিকায় রাখলে শরীরে অসাধারণ পুষ্টি যোগ হয়।

উপকারিতা:
✅ কোলেস্টেরল কমাতে সাহায্য করে
✅ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে
✅ ওজন কমাতে সহায়ক (উচ্চ প্রোটিন ও স্বাস্থ্যকর ফ্যাট থাকার কারণে)
✅ ঘুমের সমস্যা দূর করে (ম্যাগনেসিয়াম ঘুম ভালো করে)
✅ রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি করে

💡 কীভাবে খাবেন?

প্রতিদিন ১-২ টেবিল চামচ পরিমাণ ভেজানো/হালকা ভাজা কুমড়োর দানা খেতে পারেন

সালাদ, ওটস বা স্মুদির সাথে মিশিয়ে খেলেও খুব ভালো ফল দেয়

সুস্থ থাকুন, সচেতন থাকুন।
চিকিৎসা ফাউন্ডেশন বাংলাদেশ — মানুষের জন্য স্বাস্থ্য জ্ঞানের আলো ✨

#সুস্বাস্থ্য #পুষ্টি #কুমড়োর_দানা

🩺 Certificate in Basic Medicine and Community Health (BMCH)বেসিক মেডিসিন ও কমিউনিটি স্বাস্থ্য বিষয়ে অনলাইন আত্মউন্নয়নমূ...
30/10/2025

🩺 Certificate in Basic Medicine and Community Health (BMCH)

বেসিক মেডিসিন ও কমিউনিটি স্বাস্থ্য বিষয়ে অনলাইন আত্মউন্নয়নমূলক কোর্স। “যে আগে জানে, সে আগে বাঁচে — আজই জেনে নিন নিজের শরীরের ভাষা।”

🙏দয়া করে সম্পূর্ণ সিলেবাস ও রুটিন পড়ার অনুরোধ করছি🙏

🧩 সপ্তাহভিত্তিক সিলেবাস

🟢 ১ম সপ্তাহ: মানবদেহ ও স্বাস্থ্যবিজ্ঞানের ভিত্তি

📆 ক্লাস ১: মানবদেহের গঠন (Cells, Tissues, Organs, Systems)
📆 ক্লাস ২: রোগের মূল কারণ — সংক্রমণ, জেনেটিক, জীবনধারা
📆 ক্লাস ৩: ইমিউন সিস্টেম ও হোমিওস্টেসিস, ভায়টাল সাইনস পর্যবেক্ষণ

🟢 ২য় সপ্তাহ: রক্ত ও সংক্রমণ

📆 ক্লাস ৪: রক্তের উপাদান ও রোগ — অ্যানিমিয়া, লিউকেমিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া
📆 ক্লাস ৫: CBC, ESR, CRP, Procalcitonin রিপোর্ট ব্যাখ্যা
📆 ক্লাস ৬: ভাইরাল ও ব্যাকটেরিয়াল সংক্রমণ — ডেঙ্গু, টাইফয়েড, ইনফ্লুয়েঞ্জা, টিবি

🟢 ৩য় সপ্তাহ: সংক্রামক রোগের গভীর ধারণা

📆 ক্লাস ৭: হেপাটাইটিস (A–E), ম্যালেরিয়া, টিবি, HIV — সচেতনতা ও প্রতিরোধ
📆 ক্লাস ৮: সংক্রমণ ছড়ানোর পথ ও প্রতিরোধ ব্যবস্থা (Infection Control & Prevention)
📆 ক্লাস ৯: WHO-এর সংক্রামক রোগ ব্যবস্থাপনা মডেল

🟢 ৪র্থ সপ্তাহ: শ্বাসযন্ত্র ও হৃদরোগ

📆 ক্লাস ১০: শ্বাসযন্ত্রের রোগ — অ্যাজমা, নিউমোনিয়া, COPD, COVID-19
📆 ক্লাস ১১: হৃদরোগ — হাইপারটেনশন, অ্যাথেরোস্ক্লেরোসিস, হার্ট অ্যাটাক
📆 ক্লাস ১২: লিপিড প্রোফাইল, ECG ও ব্লাড প্রেসার মনিটরিং

🟢 ৫ম সপ্তাহ: লিভার, কিডনি ও মেটাবলিক স্বাস্থ্য

📆 ক্লাস ১৩: লিভার ডিজিজ — হেপাটাইটিস, ফ্যাটি লিভার, সিরোসিস
📆 ক্লাস ১৪: কিডনি ডিজিজ — কিডনি ফেইলিউর, ইউরিন টেস্ট, ইলেক্ট্রোলাইট ভারসাম্য
📆 ক্লাস ১৫: মেটাবলিক ডিজঅর্ডার — ডায়াবেটিস, থাইরয়েড, স্থূলতা

🟢 ৬ষ্ঠ সপ্তাহ: নারী, পুরুষ ও শিশুর স্বাস্থ্য

📆 ক্লাস ১৬: নারীস্বাস্থ্য — মাসিক অনিয়ম, PCOS, বন্ধ্যাত্ব
📆 ক্লাস ১৭: পুরুষস্বাস্থ্য — টেস্টোস্টেরন, স্পার্ম হেলথ, হরমোন ভারসাম্য
📆 ক্লাস ১৮: মাতৃত্ব ও শিশুর যত্ন — গর্ভকালীন পুষ্টি, শিশুর সাধারণ রোগ

🟢 ৭ম সপ্তাহ: দীর্ঘমেয়াদি ও মানসিক রোগ

📆 ক্লাস ১৯: নন-কমিউনিকেবল ডিজিজ — ডায়াবেটিস, ক্যান্সার, আর্থ্রাইটিস


📆 ক্লাস ২০: Autoimmune Disorders — Lupus, Rheumatoid Arthriti.

📆 ক্লাস ২১: মানসিক স্বাস্থ্য — ডিপ্রেশন, স্ট্রেস, ইনসমনিয়া, জীবনধারা পরিবর্তন।

🟢 ৮ম সপ্তাহ: জনস্বাস্থ্য ও কমিউনিটি প্রয়োগ

📆 ক্লাস ২২: জনস্বাস্থ্য ও পরিবেশ — স্যানিটেশন, পানি, খাদ্য ও দূষণ।

📆 ক্লাস ২৩: স্বাস্থ্যসচেতনতা প্রজেক্ট ডিজাইন (Community Health Campaign)।

📆 ক্লাস ২৪: ফাইনাল কেস স্টাডি, রিপোর্ট বিশ্লেষণ ও সার্টিফিকেট মূল্যায়ন। ভাইভা ও ভিডিও প্রেজেন্টেশন।

👥 ⃣ কোর্সটি কাদের জন্য?

এই কোর্স এমনভাবে ডিজাইন করা যে,

যে কেউ নিজের ও সমাজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে চায় — সে এখানে যোগ দিতে পারে।

✅ মেডিকেল, নার্সিং, ফার্মেসি ও ডেন্টাল শিক্ষার্থী ও পেশাজীবি।

✅ স্কুল/কলেজ/ভার্সিটির ছাত্রছাত্রী।

✅ স্বাস্থ্যকর্মী,হোমিও, ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসক, সমাজসেবক, NGO কর্মী।

✅ বাবা-মা, শিক্ষক, এবং যে কেউ নিজের পরিবারের স্বাস্থ্যের দায়িত্ব নিতে চান।

🏥 ৪️⃣ কেন চিকিৎসা ফাউন্ডেশনে হাজার হাজার শিক্ষার্থী ভর্তি হন?

কারণ চিকিৎসা ফাউন্ডেশন শুধু ক্লাস নেয় না —

👉 তারা মানুষের জীবন বদলানোর একাডেমিক যাত্রা তৈরি করে।

🎓 এখানে প্রতিটি বিষয় কেস স্টাডি, বাস্তব উদাহরণ ও রিপোর্ট ব্যাখ্যাসহ শেখানো হয়।

👩‍⚕️ অভিজ্ঞ ডাক্তার ও প্রশিক্ষকদের মাধ্যমে

🧾 আন্তর্জাতিক কারিকুলাম (WHO/CDC Standard)

💻 ১০০% অনলাইন + সার্টিফিকেট

এখানে শিখে মানুষ শুধু “জানেনা”,

বরং নিজেকে একজন সচেতন স্বাস্থ্য প্রতিনিধি (Health Ambassador) হিসেবে গড়ে তোলে।

🌎 “স্বাস্থ্য সচেতন বাংলাদেশ গড়ার পথে, আপনার নামও থাকুক সেই তালিকায়।”

আপনি কি জানেন —

আপনার শরীর প্রতিদিন নানা “সিগন্যাল” পাঠায়, কিন্তু আমরা বেশিরভাগ সময়ই তা বুঝি না!

এই কোর্স আপনাকে শেখাবে সেই শরীরের ভাষা বোঝার শিল্প।

🎯 কেন ভর্তি হবেন?

1️⃣ কারণ এটি শুধু একটি “মেডিকেল কোর্স” নয় —

এটি একটি লাইফ কোর্স, যেখানে আপনি শিখবেন

👉 কিভাবে নিজেকে, পরিবারকে ও আশপাশের মানুষকে আরও সুস্থ রাখতে হয়।

2️⃣ কারণ এখানে আপনি পাবেন;

✅ রোগের শুরু ও বিপদ বোঝার দক্ষতা।

✅ দৈনন্দিন জীবনের রোগ প্রতিরোধের বাস্তব কৌশল।

✅ WHO ও আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী বেসিক মেডিকেল জ্ঞান।

✅ অনলাইন লাইভ ক্লাস + কেস স্টাডি + সার্টিফিকেট ও মার্কশিট।

3️⃣ কারণ এই কোর্সে শেখানো প্রতিটি বিষয় বাস্তব জীবনে কাজে লাগে।

আজকের ক্লাসের জ্ঞান — কালই আপনি নিজের রিপোর্ট, পরিবারের রক্তচাপ, বা বন্ধুর ডায়াবেটিস রিপোর্ট দেখে বুঝতে পারবেন কী ঘটছে।

🌟 কোর্সের বিশেষ বৈশিষ্ট্য:

📌সময়কাল: ২ মাস (৮ সপ্তাহ / ২৪ ক্লাস)।

📌
ধরণ: অনলাইন লাইভ ক্লাস, বাংলাতে লেখা পিডিএফ সহ।

📌 ক্লাসের দিন: বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার


📌 সময়: রাত ৮টা – ৮.৪৫ মিনিট পর্যন্ত।

📌
ভর্তি শুরু: শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫


📌 ভর্তি শেষ: বুধবার, ৫ নভেম্বর ২০২৫।

📌
অরিয়েন্টেশন ক্লাস: বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫।

✅কোর্স ফিঃ ১০২০ (এক হাজার বিশ টাকা) কোন হিডেন চার্জ নেই।

✅পরীক্ষার নম্বর বন্টনঃ গুগল ফর্মে এম,সি,কিউ পদ্ধতিতে পরীক্ষা হবে। ক্লাস টেস্ট ২০ মার্কস, ফাইনাল ৮০ মার্কস, অনলাইন ভিডিও প্রেজেন্টেশন ৩০ মার্কস, উপস্থিতি ২০ মার্কস ও ভাইভা ৩০ মার্কস, এসাইনমেন্ট ২০ মার্কস। মোট ২০০ মার্কসের পরীক্ষা।

✅স্টাডি মেটেরিয়ালঃ সকল ক্লাসের লেকচার বাংলাতে দেওয়া হবে এবং সকল ক্লাসের শেষে বাংলা পিডিএফ দেওয়া হবে।

✅সার্টিফিকেট ও মার্কসশিটঃ সফলভাবে কোর্স সম্পূর্ণ করা সকল শিক্ষার্থী ফ্রীতে অনলাইন কপি সার্টিফিকেট পাবেন। এছাড়াও মার্কশিট ও সনদের ভেরিফাইড হার্ড কপি নিতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য কুরিয়ার সার্ভিসে মার্কশিট ও সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন করার সুযোগ আছে।

সেন্টমানি নাম্বার: +8801725121839 (বিকাশ ও নদগ পার্সোনাল একাউন্ট, সেন্ড মানি করুন)।

✅ভর্তির যোগ্যতাঃ নূন্যতম এসএসসি পাশ হতে হবে এবং অনলাইনে ক্লাস করার মতো জ্ঞান থাকতে হবে।

✅মেন্টরঃ চিকিৎসা ফাউন্ডেশন বাংলাদেশের সকল মেন্টর হাইলি কোয়ালিফাইড। এই কোর্সে আমাদের সাবেক চেয়ারম্যান ইউ সি সাহা স্যার থাকবেন। তিনি বর্তমানে সাউথ কোরিয়াতে রোগতত্ত্ব বিষয়ে ফেলোশিপ প্রোগ্রামে কর্মরত আছেন।

📢🔥 আজীবন কাজে লাগবে এমন কোর্স!

#কীভাবে_ভর্তি_হবেন?❓

✅+8801725121839

(বিকাশ, নগদ পার্সোনাল নাম্বার)

✡️ধাপ-১;

✅এখানে দেওয়া নাম্বারে দুই মাসের সম্পূর্ণ কোর্স ফি, ১০২০ (এক হাজার বিশ টাকা) সেন্টমানি করবেন রেজিষ্ট্রেশন করার জন্য।

✡️ধাপ-২;

✅এরপর আপনার ৪ টি তথ্য ইংরেজিতে লিখে দিনঃ

১। নামের সঠিক বানান

২। জন্ম তারিখ

৩। হোয়াটসঅ্যাপের নাম্বার

৪। যে নাম্বার থেকে পেমেন্ট করেছেন তার শেষ চারটি ডিজিট।

✡️ধাপ-৩;

✅আমাদের শিক্ষার্থী ভর্তির অনলাইম ফর্ম ফেসবুক পেইজ অথবা আমাদের প্রতিনিধির থেকে সংগ্রহ করুন ও পূরণ করুন। এটা অতি গুরুত্বপূর্ণ। এখানে সকল তথ্য আপনার সার্টিফিকেট অনুযায়ী লিখুন।

✅ অথবা বুঝতে অসুবিধা হলে সরাসরি আমাদের প্রতিনিধির সাথে কথা বলুন।

অথবা এস.এম.এস করুন, তারপর আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুগে এড করা হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লাসের লিংক, নোটস, শিট, ফাইল সরবরাহ করা হবে।

❇️ #রেজিষ্ট্রেশন বাদে কী আর খরচ আছে?

🔆🔆🔆 না, এটা ফ্রী কোর্স কিন্তু রেজিষ্ট্রেশন ফি নেওয়া হচ্ছে আনুষঙ্গিক কিছু খরচের জন্য।

এর বাইরে আর একটি টাকাও আপনাকে দিতে হবে না।

কোর্সের আসল মূল্য ২০৪০ টাকা, কিন্তু প্রথম ৫০ জনের জন্য ৫০% ছাড়ে মাত্র ১০২০ টাকায় কোর্সটি পাবেন।

🇧🇩 ৩️⃣ বাংলাদেশের মানুষের জন্য কেন এই কোর্স অত্যন্ত গুরুত্বপূর্ণ?

কারণ আমাদের দেশে প্রায় ৮০% মানুষ প্রাথমিক চিকিৎসা বিষয়ে অজ্ঞাত।

অনেকে রিপোর্ট হাতে পেয়েও বোঝেন না এর মানে কী,

অথচ একটু জ্ঞান থাকলেই —

ডায়াবেটিস, রক্তচাপ, লিভার ও কিডনির সমস্যা আগে থেকেই ধরা সম্ভব।

📊 বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর মতে,

“Preventive knowledge saves more lives than medicine.”

এই কোর্সের লক্ষ্যই হলো সেই প্রতিরোধমূলক জ্ঞান ছড়িয়ে দেওয়া।

আপনি যদি এই জ্ঞান অর্জন করেন,

তাহলে শুধু নিজের নয় — আপনার চারপাশের মানুষের জীবনেও আলো আনতে পারবেন।

🏵️সার্টিফিকেট দেওয়া হবে কী?

সফলভাবে কোর্স সম্পূর্ণ করলে আপনি ফ্রী তে অনলাইন কপি সার্টিফিকেট পাবেন, এছাড়া হার্ড কপি তোলার জন্যঃ

সার্টিফিকেট,মার্কশিট একটি ফাইলে করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাবেন। যার সর্বমোট খরচঃ সার্টিফিকেট ফি ১৫০ টাকা+মার্কশিট ফি ১০০ টাকা+ (সার্ভিস চার্জ+ফাইল চার্জ+কুরিয়ার চার্জ) ১০৫ টাকা= ৩৫৫ টাকা। যা সার্টিফিকেট তোলার আবেদন করার সময়ে দিতে হবে। ইহা বাধ্যতা মূলক নয়। চিকিৎসা ফাউন্ডেশনের লক্ষ্য সবার জন্য প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা নিশ্চিত করা ব্যবসা করা নয়।

📞যোগাযোগ করুন:

চিকিৎসা ফাউন্ডেশন বাংলাদেশ

Chikitsa Foundation Bangladesh(CFBD).

➡️আমাদের ফেসবুক ও হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে সরাসরি কথা বলতে পারবেন। অথবা কল করুন নিচে দেওয়া নাম্বারে ।

☀️কোর্স ফি প্রদানের নাম্বারঃ +8801725121839 (বিকাশ,নগদ,পার্সোনাল)।

🗣️মোবাইলঃ +8801927545431

+8801858-200360

Whatsapp: +8801884011247

আমাদের ওয়েবসাইটঃ chikitsafoundation.org

🩷 “আপনার পরিবার যদি আপনার ওপর নির্ভর করে, তাহলে তাদের স্বাস্থ্যের দায়ও আপনার হাতে।”💚

🧠 আজ বিশ্ব স্ট্রোক দিবসপ্রতিরোধই সেরা চিকিৎসাস্ট্রোক হল মস্তিষ্কে রক্ত সঞ্চালনের হঠাৎ ব্যাঘাত। মস্তিষ্কের কোষ মাত্র কয়েক...
29/10/2025

🧠 আজ বিশ্ব স্ট্রোক দিবস

প্রতিরোধই সেরা চিকিৎসা

স্ট্রোক হল মস্তিষ্কে রক্ত সঞ্চালনের হঠাৎ ব্যাঘাত। মস্তিষ্কের কোষ মাত্র কয়েক মিনিট রক্ত ছাড়া থাকলেই মারা যেতে শুরু করে, ফলে চোখে দেখা, কথা বলা, হাত-পা নড়া, স্মৃতি এবং মানসিক ভারসাম্যে গুরুতর ক্ষতি হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী, বিশ্বে প্রতি ৪ জনে ১ জন মানুষ জীবনে কোনো না কোনো সময় স্ট্রোকে আক্রান্ত হয়। বাংলাদেশে প্রতি বছর প্রায় ৫-৬ লক্ষ মানুষ নতুন করে স্ট্রোকের শিকার হন।

⚠️ স্ট্রোকের প্রধান দুই ধরণ

ইসকেমিক স্ট্রোক

মস্তিষ্কে রক্তনালী ব্লক হয়ে যায়

মোট স্ট্রোকের প্রায় ৮০% এই ধরণের

হেমোরেজিক স্ট্রোক

মস্তিষ্কে রক্তনালী ফেটে রক্তক্ষরণ হয়

🚨 স্ট্রোকের লক্ষণ মনে রাখুন: FAST

অক্ষরঅর্থকী লক্ষ্য করবেনF - Faceমুখ বাকাহাসতে বলুন—এক পাশে ঝুলে যাবে কিনা দেখুনA - Armহাত দুর্বলদুই হাত তুলতে বলুন—একটা পড়ে যায় কিনা দেখুনS - Speechকথা আটকে যাওয়াকথা বলতে বলুন—ঠিকভাবে বলতে পারে কিনা দেখুনT - Timeসময়এক সেকেন্ডও দেরি নয়—তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে যান

🎯 কারা ঝুঁকিতে বেশি?

উচ্চ রক্তচাপ রোগী

ডায়াবেটিস

উচ্চ কোলেস্টেরল

ধূমপায়ী বা তামাক সেবনকারী

স্থূলতা / কম ব্যায়াম

অতিরিক্ত লবণ, তেল ও জাংক ফুড খাওয়া

স্ট্রেস / অস্বাস্থ্যকর জীবনধারা

✅ প্রতিরোধের উপায়

রক্তচাপ নিয়ন্ত্রণ করুন (সপ্তাহে ১-২ বার চেক করুন)

চিনি, লবণ এবং তেল কম খান

প্রতিদিন ৩০ মিনিট হাঁটুন

ধূমপান সম্পূর্ণ বন্ধ করুন

যথেষ্ট ঘুম, পানি এবং সবজি গ্রহণ করুন

ওজন নিয়ন্ত্রণে রাখুন

হঠাৎ অর্ধেক শরীর অবশ / কথা আটকে গেলে দেরি নয়—হাসপাতালে যান

❤️ মনে রাখুন

স্ট্রোক হঠাৎ হয়, কিন্তু জীবনধারা পরিবর্তন করে ৮০% স্ট্রোক প্রতিরোধ করা সম্ভব।

#স্ট্রোক #মস্তিষ্ক #স্বাস্থ্যসচেতনতা #চিকিৎসা_ফাউন্ডেশন_বাংলাদেশ

হার্টের রোগীদের যে সকল পরীক্ষা বছরে একবার করে করা ভালো তার তালিকা দেওয়া হলো, অবশ্য আপনার কার্ডিওলজিস্ট এই বিষয়ে সবচেয়ে ভ...
24/10/2025

হার্টের রোগীদের যে সকল পরীক্ষা বছরে একবার করে করা ভালো তার তালিকা দেওয়া হলো, অবশ্য আপনার কার্ডিওলজিস্ট এই বিষয়ে সবচেয়ে ভালো সাজেশন দিতে পারবেন।

★★★নোটিশ★★★চর্ম রোগ কোর্সের অরিয়েন্টেশন ক্লাস আজ রাত নয়টা ত্রিশ থেকে শুরু হবে। ধন্যবাদ।
23/10/2025

★★★নোটিশ★★★

চর্ম রোগ কোর্সের অরিয়েন্টেশন ক্লাস আজ রাত নয়টা ত্রিশ থেকে শুরু হবে।

ধন্যবাদ।

এই শীতের শুরুতে গলার যত্ন নিতে মেনে চলুন এই ৫টি টিপস।  অবশ্যই রাতে দাঁত ব্রাশ করে ঘুমাবেন।
23/10/2025

এই শীতের শুরুতে গলার যত্ন নিতে মেনে চলুন এই ৫টি টিপস। অবশ্যই রাতে দাঁত ব্রাশ করে ঘুমাবেন।

আগামীকাল রাত নয়টার থেকে অরিয়েন্টেশন ক্লাস শুরু হবে। ৩ টি সিট খালি আছে। ধন্যবাদ। চিকিৎসা ফাউন্ডেশন বাংলাদেশ।
22/10/2025

আগামীকাল রাত নয়টার থেকে অরিয়েন্টেশন ক্লাস শুরু হবে। ৩ টি সিট খালি আছে।
ধন্যবাদ।
চিকিৎসা ফাউন্ডেশন বাংলাদেশ।

আজই ভর্তির শেষ দিন আর মাত্র সামান্য কিছু সিট খালি আছে। আপনার স্কিন এক্সপার্ট হওয়ার সুযোগ হাত ছাড়া করবেন না।চর্ম রোগ ও ত্...
20/10/2025

আজই ভর্তির শেষ দিন আর মাত্র সামান্য কিছু সিট খালি আছে। আপনার স্কিন এক্সপার্ট হওয়ার সুযোগ হাত ছাড়া করবেন না।
চর্ম রোগ ও ত্বক সুন্দর করার দুই মাস মেয়াদি কোর্সে ভর্তি চলছে; Certificate in Skin Disease Prevention(CSDP)
(এটি একটি দুই মাস মেয়াদি চর্ম রোগ প্রতিরোধ ও ত্বক সুন্দর করার আত্ম উন্নয়ন মূলক অনলাইন কোর্স, যা সবার জন্য উন্মুক্ত।)
🙏দয়া করে সম্পূর্ণ পোস্ট পড়ার অনুরোধ করছি🙏
💎 ⃣ এই কোর্স করে আপনি কীভাবে লাভবান হবেন?

✅ ব্যক্তিগতভাবে:
নিজের ত্বককে রোগমুক্ত ও সুন্দর রাখার প্রাকৃতিক উপায় জানবেন।
কোন কসমেটিকস বা ওষুধ আসলে উপযোগী, সেটা বুঝতে শিখবেন।
ঘরে বসে স্কিন কেয়ার রুটিন বানাতে পারবেন, খরচ ছাড়াই।

✅ পেশাগতভাবে:
আপনি যদি বিউটিশিয়ান, হেলথকেয়ার কর্মী বা মেডিকেল শিক্ষার্থী হন, এই কোর্স আপনাকে প্রফেশনাল স্কিন হেলথ জ্ঞান দেবে।
সার্টিফিকেটটি আপনাকে অতিরিক্ত যোগ্যতা (Value Addition) হিসেবে চাকরি বা ফ্রিল্যান্স স্কিন কনসালটেন্সিতে সহায়তা করবে।
✅ সামাজিকভাবে:
আপনি পরিবার ও সমাজে “স্কিন ডিজিজ প্রিভেনশন” বিষয়ে সচেতনতা তৈরি করতে পারবেন।
এটি স্বাস্থ্যসচেতন সমাজ গঠনে সরাসরি ভূমিকা রাখবে।

📘 সপ্তাহভিত্তিক সিলেবাস

🗓️ প্রথম সপ্তাহ: ত্বকের মৌলিক ধারণা ও যত্ন
ক্লাস ১: ত্বকের গঠন ও কার্যপ্রণালী
ত্বকের স্তরসমূহ (Epidermis, Dermis, Subcutaneous)
ত্বকের কাজ ও প্রাকৃতিক প্রতিরোধ ব্যবস্থা।
ক্লাস ২: ত্বকের ধরণ ও সাধারণ যত্ন
ত্বকের ধরন (Normal, Dry, Oily, Combination)
সঠিক স্কিন কেয়ার রুটিন (পরিষ্কার, ময়েশ্চারাইজিং, সানপ্রোটেকশন)।
ক্লাস ৩: হাইজিন ও স্কিন হেলথ
ব্যক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্নতা
সংক্রমণ প্রতিরোধে সচেতনতা।

🗓️ দ্বিতীয় সপ্তাহ: সাধারণ ত্বকের সমস্যা ও প্রতিরোধ
ক্লাস ৪: ব্রণ, দাগ, অ্যালার্জি
Acne, Blackheads, Rash, Itching এর কারণ ও প্রতিকার।
ক্লাস ৫: ত্বকের প্রদাহজনিত সমস্যা
Seborrheic dermatitis, Eczema, Contact dermatitis.
ক্লাস ৬: প্রতিরোধে জীবনধারা ও খাদ্যাভ্যাস ও চিকিৎসা।
সুষম খাবার, পর্যাপ্ত পানি, ঘুম ও মানসিক চাপ নিয়ন্ত্রণ ও ওষুধ।

🗓️ তৃতীয় সপ্তাহ: সংক্রমণজনিত ত্বক রোগ
ক্লাস ৭: ফাঙ্গাল ইনফেকশন
দাদ (Ringworm), ক্যান্ডিডা, পায়ের চুলকানি (Athlete’s foot)
ক্লাস ৮: ব্যাকটেরিয়াল ইনফেকশন
ফোড়া, ইমপেটিগো, সেলুলাইটিস — কারণ, প্রতিরোধ ও চিকিৎসা।
ক্লাস ৯: ভাইরাল ইনফেকশন
হারপিস, ওয়ার্টস, মলাস্কাম – সচেতনতা,প্রতিরোধ ব্যবস্থা ও চিকিৎসা।

🗓️ চতুর্থ সপ্তাহ: সূর্যালোক ও পিগমেন্টেশন সমস্যা
ক্লাস ১০: সূর্যালোকের প্রভাব ও সানপ্রোটেকশন
UV রশ্মির ক্ষতি, সানস্ক্রিন ব্যবহারের নিয়ম।
ক্লাস ১১: পিগমেন্টেশন সমস্যা( রং ফর্সা করা)
মেলাসমা, ফ্রিকলস, হাইপারপিগমেন্টেশন — কারণ, প্রতিরোধ ও চিকিৎসা।
ক্লাস ১২: শ্বেতী বা ছৈদ(ভিটিলিগো) বিষয়ে আলোচনা।

🗓️ পঞ্চম সপ্তাহ: পেশাগত ও পরিবেশগত ত্বকের রোগ।
ক্লাস ১৩: পেশাগত ত্বক রোগ
কেমিক্যাল, ডিটারজেন্ট বা ধাতুর সংস্পর্শজনিত অ্যালার্জি
ক্লাস ১৪: দূষণ ও আবহাওয়াজনিত ত্বক সমস্যা
ধুলাবালি, তাপ, ঠান্ডা ও আর্দ্রতার প্রভাব
ক্লাস ১৫: প্রতিরোধমূলক ব্যবস্থাপনা ও চিকিৎসা।
গ্লাভস, ব্যারিয়ার ক্রিম, প্রটেকটিভ পোশাক ব্যবহারের কৌশল।

🗓️ ষষ্ঠ সপ্তাহ: পুষ্টি ও রোগপ্রতিরোধ ক্ষমতা
ক্লাস ১৬: ভিটামিন ও মিনারেলস
ভিটামিন A, C, E, D, Zinc ও Selenium এর ভূমিকা
ক্লাস ১৭: ত্বকের জন্য স্বাস্থ্যকর খাদ্য
সুষম খাদ্যতালিকা, জল গ্রহণ, প্রোবায়োটিকস।খাদ্যাভ্যাসে সচেতনতা, Junk food ও ধূমপানের ক্ষতি।
ক্লাস ১৮: চুল পড়া (Alopecia Areata),নখের বিকৃতি (Nail dystrophy), মাথার খুশকি জনিত সমস্যা।

🗓️ সপ্তম সপ্তাহ: জীবনধারা ও সামাজিক সচেতনতা
ক্লাস ১৯: স্ট্রেস, ঘুম ও মানসিক স্বাস্থ্য
ত্বকের উপর প্রভাব ও প্রতিরোধ কৌশল
ক্লাস ২০: সমাজে স্কিন ডিজিজ সচেতনতা
সাধারণ জনসচেতনতা কর্মসূচি, স্বাস্থ্যবিধি প্রচার
ক্লাস ২১: scabies(স্কাবিস রোগ) ও ত্বকের গুটি (Keratosis)।

🗓️ অষ্টম সপ্তাহ: পুনরালোচনা ও মূল্যায়ন
ক্লাস ২২: রং ফর্সা করা, স্কিন উন্নত করা ও দাঁগ দূর করার বিস্তারিত আলোচনা।
ক্লাস ২৩: ক্লাস টেস্ট ও মৌখিক পরীক্ষা (Class Test + Viva)
ক্লাস ২৪: ফাইনাল পরীক্ষা ও ভিডিও প্রেজেন্টেশন(গুগল ফর্মে এমসিকিউ পদ্ধতিতে + রেকর্ড ভিডিও প্রেজেন্টেশন)।

💡 ১️⃣ কেন একজন মানুষ এই কোর্সটি করবেন?

👉 কারণ ত্বক আপনার আত্মসম্মানের আয়না।
একটি সুস্থ, উজ্জ্বল ত্বক কেবল সৌন্দর্যের প্রতীক নয় — এটি আপনার স্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও আত্মবিশ্বাসের প্রকাশ।
এই কোর্সটি আপনাকে শেখাবে কীভাবে নিজের ও পরিবারের ত্বককে সংক্রমণ, অ্যালার্জি, দাগ ও রোদে পোড়া থেকে নিরাপদ রাখা যায় — ঘরে বসেই, বৈজ্ঞানিক উপায়ে।
> “নিজের যত্ন নেওয়া স্বার্থপরতা নয় — এটা দায়িত্ব।”

🌟 কোর্সের বিশেষ বৈশিষ্ট্য:
📌 মোট ক্লাস: ২৪টি (৩ মাসের কোর্স সপ্তাহে তিন দিন ক্লাস)।
📌 মাধ্যম: অনলাইন লাইভ ক্লাস + বাংলা পিডিএফ।
📌 ভর্তি শুরু: ১৭-ই অক্টোবর, শুক্রবার।
📌 ভর্তি শেষ: ২২ শে অক্টোবর, বুধবার ।
📌 অরিয়েন্টেশন ক্লাস: ২৩-শে অক্টোবর, বৃহস্পতিবার রাত নয়টা ত্রিশ (৯.৩০) থেকে।
📌 ক্লাস টাইম: প্রতি রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার রাত ৯:৩০ থেকে।
📌 আসন সংখ্যাঃ ৫০ টি।
✅কোর্স ফিঃ ১০২০ (এক হাজার বিশ টাকা) কোন হিডেন চার্জ নেই।
✅পরীক্ষার নম্বর বন্টনঃ গুগল ফর্মে এম,সি,কিউ পদ্ধতিতে পরীক্ষা হবে। ক্লাস টেস্ট ২০ মার্কস, উপস্থিতি ২০ মার্কস, ফাইনাল ১০০ মার্কস, অনলাইন ভিডিও প্রেজেন্টেশন ৩০ মার্কস, ভাইভা ৩০ মার্কস, মোট ২০০ মার্কসের পরীক্ষা।
✅স্টাডি মেটেরিয়ালঃ সকল ক্লাসের লেকচার বাংলাতে দেওয়া হবে এবং সকল ক্লাসের শেষে বাংলা পিডিএফ দেওয়া হবে।
✅সার্টিফিকেট ও মার্কসশিটঃ সফলভাবে কোর্স সম্পূর্ণ করা সকল শিক্ষার্থী ফ্রীতে অনলাইন কপি সার্টিফিকেট পাবেন। এছাড়াও মার্কশিট ও সনদের ভেরিফাইড হার্ড কপি নিতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য কুরিয়ার সার্ভিসে মার্কশিট ও সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন করার সুযোগ আছে।
সেন্টমানি নাম্বার: +8801725121839 (বিকাশ ও নদগ পার্সোনাল একাউন্ট, সেন্ড মানি করুন)।
✅ভর্তির যোগ্যতাঃ নূন্যতম এসএসসি পাশ হতে হবে এবং অনলাইনে ক্লাস করার মতো জ্ঞান থাকতে হবে।
✅ কোর্স করাবেন কে? Dr. S.M. Riadus Salehin
MBBS (Dhaka ) , CMU ( Ultra)
বিভাগীয় প্রধান;
Preventive Medicine Department,
Chikitsha Foundation Bangladesh.
BMDC Reg No : A - 141416
🇧🇩 ⃣ কেন বাংলাদেশের জন্য এই কোর্সটি এত গুরুত্বপূর্ণ?
বাংলাদেশের গরম, আর্দ্র ও দূষিত আবহাওয়ায়—
ফাঙ্গাল, ব্যাকটেরিয়াল ও ভাইরাল ত্বক রোগের প্রকোপ অনেক বেশি,
কিন্তু ৯০% মানুষ জানেন না কীভাবে প্রতিরোধ করতে হয়।
এছাড়া অনেকেই ভুল প্রসাধনী, হোয়াইটনিং ক্রিম, কিংবা ভেজাল পণ্য ব্যবহার করে ত্বক নষ্ট করেন।
এই কোর্সটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ কারণ এটি
👉 শিক্ষা নয়, একটি জনস্বাস্থ্য আন্দোলন।
এটি শেখায়:
“চিকিৎসা নয়, প্রতিরোধই আসল শক্তি।”

🎯 ৪️⃣ এই কোর্সটি কার জন্য?

এই কোর্সটি সবার জন্য —
👩‍⚕️ মেডিকেল শিক্ষার্থী বা হেলথকেয়ার কর্মী।
💄 বিউটিশিয়ান ও পার্লার ওনার।
👨‍🏫 শিক্ষক বা সমাজকর্মী।
🧍‍♀️ যে কেউ নিজের ত্বকের যত্ন নিতে চান।

শুধু শিখতে আগ্রহই যথেষ্ট — আর আপনি হতে পারেন নিজের ও সমাজের স্কিন হেলথ গার্ডিয়ান।

#কীভাবে_ভর্তি_হবেন?❓

✅+8801725121839
(বিকাশ, নগদ পার্সোনাল নাম্বার)

✡️ধাপ-১;
✅এখানে দেওয়া নাম্বারে দুই মাসের সম্পূর্ণ কোর্স ফি, ১০২০ (এক হাজার বিশ টাকা) সেন্টমানি করবেন রেজিষ্ট্রেশন করার জন্য।

✡️ধাপ-২;
✅এরপর আপনার ৪ টি তথ্য ইংরেজিতে লিখে দিনঃ
১। নামের সঠিক বানান
২। জন্ম তারিখ
৩। হোয়াটসঅ্যাপের নাম্বার
৪। যে নাম্বার থেকে পেমেন্ট করেছেন তার শেষ চারটি ডিজিট।

✡️ধাপ-৩;
✅আমাদের শিক্ষার্থী ভর্তির অনলাইম ফর্ম ফেসবুক পেইজ অথবা আমাদের প্রতিনিধির থেকে সংগ্রহ করুন ও পূরণ করুন। এটা অতি গুরুত্বপূর্ণ। এখানে সকল তথ্য আপনার সার্টিফিকেট অনুযায়ী লিখুন।

✅ অথবা বুঝতে অসুবিধা হলে সরাসরি আমাদের প্রতিনিধির সাথে কথা বলুন।
অথবা এস.এম.এস করুন, তারপর আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুগে এড করা হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লাসের লিংক, নোটস, শিট, ফাইল সরবরাহ করা হবে।

❇️ #রেজিষ্ট্রেশন বাদে কী আর খরচ আছে?
🔆🔆🔆 না, এটা ফ্রী কোর্স কিন্তু রেজিষ্ট্রেশন ফি নেওয়া হচ্ছে আনুষঙ্গিক কিছু খরচের জন্য।
এর বাইরে আর একটি টাকাও আপনাকে দিতে হবে না।
কোর্সের আসল মূল্য ২০৪০ টাকা, কিন্তু প্রথম ৫০ জনের জন্য ৫০% ছাড়ে মাত্র ১০২০ টাকায় কোর্সটি পাবেন।

🏵️সার্টিফিকেট দেওয়া হবে কী?
সফলভাবে কোর্স সম্পূর্ণ করলে আপনি ফ্রী তে অনলাইন কপি সার্টিফিকেট পাবেন, এছাড়া হার্ড কপি তোলার জন্যঃ
সার্টিফিকেট,মার্কশিট একটি ফাইলে করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাবেন। যার সর্বমোট খরচঃ সার্টিফিকেট ফি ১৫০ টাকা+মার্কশিট ফি ১০০ টাকা+ (সার্ভিস চার্জ+ফাইল চার্জ+কুরিয়ার চার্জ) ১০৫ টাকা= ৩৫৫ টাকা। যা সার্টিফিকেট তোলার আবেদন করার সময়ে দিতে হবে। ইহা বাধ্যতা মূলক নয়। চিকিৎসা ফাউন্ডেশনের লক্ষ্য সবার জন্য প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা নিশ্চিত করা ব্যবসা করা নয়।

📞যোগাযোগ করুন:
চিকিৎসা ফাউন্ডেশন বাংলাদেশ
Chikitsa Foundation Bangladesh(CFBD).
➡️আমাদের ফেসবুক ও হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে সরাসরি কথা বলতে পারবেন। অথবা কল করুন নিচে দেওয়া নাম্বারে ।
☀️কোর্স ফি প্রদানের নাম্বারঃ +8801725121839 (বিকাশ,নগদ,পার্সোনাল)।
🗣️মোবাইলঃ +8801927545431
+8801858-200360
Whatsapp: +8801884011247
আমাদের ওয়েবসাইটঃ chikitsafoundation.org
মিস করবেন না এই সুযোগ!
🌟 আজই রেজিস্টার করুন – আপনার আপনার নতুন সৌন্দর্য আপনাকে ধন্যবাদ জানাবে❤️

লিভারকে যত্ন করুন, লিভারও আপনাকে যত্ন করবে। এ এক গভীর বন্ধন❤️
20/10/2025

লিভারকে যত্ন করুন, লিভারও আপনাকে যত্ন করবে। এ এক গভীর বন্ধন❤️

চর্ম রোগ ও ত্বক সুন্দর করার দুই মাস মেয়াদি কোর্সে ভর্তি চলছে; Certificate in Skin Disease Prevention(CSDP) (এটি একটি দুই...
17/10/2025

চর্ম রোগ ও ত্বক সুন্দর করার দুই মাস মেয়াদি কোর্সে ভর্তি চলছে; Certificate in Skin Disease Prevention(CSDP)
(এটি একটি দুই মাস মেয়াদি চর্ম রোগ প্রতিরোধ ও ত্বক সুন্দর করার আত্ম উন্নয়ন মূলক অনলাইন কোর্স, যা সবার জন্য উন্মুক্ত।)
🙏দয়া করে সম্পূর্ণ পোস্ট পড়ার অনুরোধ করছি🙏
💎 ⃣ এই কোর্স করে আপনি কীভাবে লাভবান হবেন?

✅ ব্যক্তিগতভাবে:
নিজের ত্বককে রোগমুক্ত ও সুন্দর রাখার প্রাকৃতিক উপায় জানবেন।
কোন কসমেটিকস বা ওষুধ আসলে উপযোগী, সেটা বুঝতে শিখবেন।
ঘরে বসে স্কিন কেয়ার রুটিন বানাতে পারবেন, খরচ ছাড়াই।

✅ পেশাগতভাবে:
আপনি যদি বিউটিশিয়ান, হেলথকেয়ার কর্মী বা মেডিকেল শিক্ষার্থী হন, এই কোর্স আপনাকে প্রফেশনাল স্কিন হেলথ জ্ঞান দেবে।
সার্টিফিকেটটি আপনাকে অতিরিক্ত যোগ্যতা (Value Addition) হিসেবে চাকরি বা ফ্রিল্যান্স স্কিন কনসালটেন্সিতে সহায়তা করবে।
✅ সামাজিকভাবে:
আপনি পরিবার ও সমাজে “স্কিন ডিজিজ প্রিভেনশন” বিষয়ে সচেতনতা তৈরি করতে পারবেন।
এটি স্বাস্থ্যসচেতন সমাজ গঠনে সরাসরি ভূমিকা রাখবে।

📘 সপ্তাহভিত্তিক সিলেবাস

🗓️ প্রথম সপ্তাহ: ত্বকের মৌলিক ধারণা ও যত্ন
ক্লাস ১: ত্বকের গঠন ও কার্যপ্রণালী
ত্বকের স্তরসমূহ (Epidermis, Dermis, Subcutaneous)
ত্বকের কাজ ও প্রাকৃতিক প্রতিরোধ ব্যবস্থা।
ক্লাস ২: ত্বকের ধরণ ও সাধারণ যত্ন
ত্বকের ধরন (Normal, Dry, Oily, Combination)
সঠিক স্কিন কেয়ার রুটিন (পরিষ্কার, ময়েশ্চারাইজিং, সানপ্রোটেকশন)।
ক্লাস ৩: হাইজিন ও স্কিন হেলথ
ব্যক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্নতা
সংক্রমণ প্রতিরোধে সচেতনতা।

🗓️ দ্বিতীয় সপ্তাহ: সাধারণ ত্বকের সমস্যা ও প্রতিরোধ
ক্লাস ৪: ব্রণ, দাগ, অ্যালার্জি
Acne, Blackheads, Rash, Itching এর কারণ ও প্রতিকার।
ক্লাস ৫: ত্বকের প্রদাহজনিত সমস্যা
Seborrheic dermatitis, Eczema, Contact dermatitis.
ক্লাস ৬: প্রতিরোধে জীবনধারা ও খাদ্যাভ্যাস ও চিকিৎসা।
সুষম খাবার, পর্যাপ্ত পানি, ঘুম ও মানসিক চাপ নিয়ন্ত্রণ ও ওষুধ।

🗓️ তৃতীয় সপ্তাহ: সংক্রমণজনিত ত্বক রোগ
ক্লাস ৭: ফাঙ্গাল ইনফেকশন
দাদ (Ringworm), ক্যান্ডিডা, পায়ের চুলকানি (Athlete’s foot)
ক্লাস ৮: ব্যাকটেরিয়াল ইনফেকশন
ফোড়া, ইমপেটিগো, সেলুলাইটিস — কারণ, প্রতিরোধ ও চিকিৎসা।
ক্লাস ৯: ভাইরাল ইনফেকশন
হারপিস, ওয়ার্টস, মলাস্কাম – সচেতনতা,প্রতিরোধ ব্যবস্থা ও চিকিৎসা।

🗓️ চতুর্থ সপ্তাহ: সূর্যালোক ও পিগমেন্টেশন সমস্যা
ক্লাস ১০: সূর্যালোকের প্রভাব ও সানপ্রোটেকশন
UV রশ্মির ক্ষতি, সানস্ক্রিন ব্যবহারের নিয়ম।
ক্লাস ১১: পিগমেন্টেশন সমস্যা( রং ফর্সা করা)
মেলাসমা, ফ্রিকলস, হাইপারপিগমেন্টেশন — কারণ, প্রতিরোধ ও চিকিৎসা।
ক্লাস ১২: শ্বেতী বা ছৈদ(ভিটিলিগো) বিষয়ে আলোচনা।

🗓️ পঞ্চম সপ্তাহ: পেশাগত ও পরিবেশগত ত্বকের রোগ।
ক্লাস ১৩: পেশাগত ত্বক রোগ
কেমিক্যাল, ডিটারজেন্ট বা ধাতুর সংস্পর্শজনিত অ্যালার্জি
ক্লাস ১৪: দূষণ ও আবহাওয়াজনিত ত্বক সমস্যা
ধুলাবালি, তাপ, ঠান্ডা ও আর্দ্রতার প্রভাব
ক্লাস ১৫: প্রতিরোধমূলক ব্যবস্থাপনা ও চিকিৎসা।
গ্লাভস, ব্যারিয়ার ক্রিম, প্রটেকটিভ পোশাক ব্যবহারের কৌশল।

🗓️ ষষ্ঠ সপ্তাহ: পুষ্টি ও রোগপ্রতিরোধ ক্ষমতা
ক্লাস ১৬: ভিটামিন ও মিনারেলস
ভিটামিন A, C, E, D, Zinc ও Selenium এর ভূমিকা
ক্লাস ১৭: ত্বকের জন্য স্বাস্থ্যকর খাদ্য
সুষম খাদ্যতালিকা, জল গ্রহণ, প্রোবায়োটিকস।খাদ্যাভ্যাসে সচেতনতা, Junk food ও ধূমপানের ক্ষতি।
ক্লাস ১৮: চুল পড়া (Alopecia Areata),নখের বিকৃতি (Nail dystrophy), মাথার খুশকি জনিত সমস্যা।

🗓️ সপ্তম সপ্তাহ: জীবনধারা ও সামাজিক সচেতনতা
ক্লাস ১৯: স্ট্রেস, ঘুম ও মানসিক স্বাস্থ্য
ত্বকের উপর প্রভাব ও প্রতিরোধ কৌশল
ক্লাস ২০: সমাজে স্কিন ডিজিজ সচেতনতা
সাধারণ জনসচেতনতা কর্মসূচি, স্বাস্থ্যবিধি প্রচার
ক্লাস ২১: scabies(স্কাবিস রোগ) ও ত্বকের গুটি (Keratosis)।

🗓️ অষ্টম সপ্তাহ: পুনরালোচনা ও মূল্যায়ন
ক্লাস ২২: রং ফর্সা করা, স্কিন উন্নত করা ও দাঁগ দূর করার বিস্তারিত আলোচনা।
ক্লাস ২৩: ক্লাস টেস্ট ও মৌখিক পরীক্ষা (Class Test + Viva)
ক্লাস ২৪: ফাইনাল পরীক্ষা ও ভিডিও প্রেজেন্টেশন(গুগল ফর্মে এমসিকিউ পদ্ধতিতে + রেকর্ড ভিডিও প্রেজেন্টেশন)।

💡 ১️⃣ কেন একজন মানুষ এই কোর্সটি করবেন?

👉 কারণ ত্বক আপনার আত্মসম্মানের আয়না।
একটি সুস্থ, উজ্জ্বল ত্বক কেবল সৌন্দর্যের প্রতীক নয় — এটি আপনার স্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও আত্মবিশ্বাসের প্রকাশ।
এই কোর্সটি আপনাকে শেখাবে কীভাবে নিজের ও পরিবারের ত্বককে সংক্রমণ, অ্যালার্জি, দাগ ও রোদে পোড়া থেকে নিরাপদ রাখা যায় — ঘরে বসেই, বৈজ্ঞানিক উপায়ে।
> “নিজের যত্ন নেওয়া স্বার্থপরতা নয় — এটা দায়িত্ব।”

🌟 কোর্সের বিশেষ বৈশিষ্ট্য:
📌 মোট ক্লাস: ২৪টি (৩ মাসের কোর্স সপ্তাহে তিন দিন ক্লাস)।
📌 মাধ্যম: অনলাইন লাইভ ক্লাস + বাংলা পিডিএফ।
📌 ভর্তি শুরু: ১৭-ই অক্টোবর, শুক্রবার।
📌 ভর্তি শেষ: ২২ শে অক্টোবর, বুধবার ।
📌 অরিয়েন্টেশন ক্লাস: ২৩-শে অক্টোবর, বৃহস্পতিবার রাত নয়টা ত্রিশ (৯.৩০) থেকে।
📌 ক্লাস টাইম: প্রতি রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার রাত ৯:৩০ থেকে।
📌 আসন সংখ্যাঃ ৫০ টি।
✅কোর্স ফিঃ ১০২০ (এক হাজার বিশ টাকা) কোন হিডেন চার্জ নেই।
✅পরীক্ষার নম্বর বন্টনঃ গুগল ফর্মে এম,সি,কিউ পদ্ধতিতে পরীক্ষা হবে। ক্লাস টেস্ট ২০ মার্কস, উপস্থিতি ২০ মার্কস, ফাইনাল ১০০ মার্কস, অনলাইন ভিডিও প্রেজেন্টেশন ৩০ মার্কস, ভাইভা ৩০ মার্কস, মোট ২০০ মার্কসের পরীক্ষা।
✅স্টাডি মেটেরিয়ালঃ সকল ক্লাসের লেকচার বাংলাতে দেওয়া হবে এবং সকল ক্লাসের শেষে বাংলা পিডিএফ দেওয়া হবে।
✅সার্টিফিকেট ও মার্কসশিটঃ সফলভাবে কোর্স সম্পূর্ণ করা সকল শিক্ষার্থী ফ্রীতে অনলাইন কপি সার্টিফিকেট পাবেন। এছাড়াও মার্কশিট ও সনদের ভেরিফাইড হার্ড কপি নিতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য কুরিয়ার সার্ভিসে মার্কশিট ও সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন করার সুযোগ আছে।
সেন্টমানি নাম্বার: +8801725121839 (বিকাশ ও নদগ পার্সোনাল একাউন্ট, সেন্ড মানি করুন)।
✅ভর্তির যোগ্যতাঃ নূন্যতম এসএসসি পাশ হতে হবে এবং অনলাইনে ক্লাস করার মতো জ্ঞান থাকতে হবে।
✅ কোর্স করাবেন কে? Dr. S.M. Riadus Salehin
MBBS (Dhaka ) , CMU ( Ultra)
বিভাগীয় প্রধান;
Preventive Medicine Department,
Chikitsha Foundation Bangladesh.
BMDC Reg No : A - 141416
🇧🇩 ⃣ কেন বাংলাদেশের জন্য এই কোর্সটি এত গুরুত্বপূর্ণ?
বাংলাদেশের গরম, আর্দ্র ও দূষিত আবহাওয়ায়—
ফাঙ্গাল, ব্যাকটেরিয়াল ও ভাইরাল ত্বক রোগের প্রকোপ অনেক বেশি,
কিন্তু ৯০% মানুষ জানেন না কীভাবে প্রতিরোধ করতে হয়।
এছাড়া অনেকেই ভুল প্রসাধনী, হোয়াইটনিং ক্রিম, কিংবা ভেজাল পণ্য ব্যবহার করে ত্বক নষ্ট করেন।
এই কোর্সটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ কারণ এটি
👉 শিক্ষা নয়, একটি জনস্বাস্থ্য আন্দোলন।
এটি শেখায়:
“চিকিৎসা নয়, প্রতিরোধই আসল শক্তি।”

🎯 ৪️⃣ এই কোর্সটি কার জন্য?

এই কোর্সটি সবার জন্য —
👩‍⚕️ মেডিকেল শিক্ষার্থী বা হেলথকেয়ার কর্মী।
💄 বিউটিশিয়ান ও পার্লার ওনার।
👨‍🏫 শিক্ষক বা সমাজকর্মী।
🧍‍♀️ যে কেউ নিজের ত্বকের যত্ন নিতে চান।

শুধু শিখতে আগ্রহই যথেষ্ট — আর আপনি হতে পারেন নিজের ও সমাজের স্কিন হেলথ গার্ডিয়ান।

#কীভাবে_ভর্তি_হবেন?❓

✅+8801725121839
(বিকাশ, নগদ পার্সোনাল নাম্বার)

✡️ধাপ-১;
✅এখানে দেওয়া নাম্বারে দুই মাসের সম্পূর্ণ কোর্স ফি, ১০২০ (এক হাজার বিশ টাকা) সেন্টমানি করবেন রেজিষ্ট্রেশন করার জন্য।

✡️ধাপ-২;
✅এরপর আপনার ৪ টি তথ্য ইংরেজিতে লিখে দিনঃ
১। নামের সঠিক বানান
২। জন্ম তারিখ
৩। হোয়াটসঅ্যাপের নাম্বার
৪। যে নাম্বার থেকে পেমেন্ট করেছেন তার শেষ চারটি ডিজিট।

✡️ধাপ-৩;
✅আমাদের শিক্ষার্থী ভর্তির অনলাইম ফর্ম ফেসবুক পেইজ অথবা আমাদের প্রতিনিধির থেকে সংগ্রহ করুন ও পূরণ করুন। এটা অতি গুরুত্বপূর্ণ। এখানে সকল তথ্য আপনার সার্টিফিকেট অনুযায়ী লিখুন।

✅ অথবা বুঝতে অসুবিধা হলে সরাসরি আমাদের প্রতিনিধির সাথে কথা বলুন।
অথবা এস.এম.এস করুন, তারপর আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুগে এড করা হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লাসের লিংক, নোটস, শিট, ফাইল সরবরাহ করা হবে।

❇️ #রেজিষ্ট্রেশন বাদে কী আর খরচ আছে?
🔆🔆🔆 না, এটা ফ্রী কোর্স কিন্তু রেজিষ্ট্রেশন ফি নেওয়া হচ্ছে আনুষঙ্গিক কিছু খরচের জন্য।
এর বাইরে আর একটি টাকাও আপনাকে দিতে হবে না।
কোর্সের আসল মূল্য ২০৪০ টাকা, কিন্তু প্রথম ৫০ জনের জন্য ৫০% ছাড়ে মাত্র ১০২০ টাকায় কোর্সটি পাবেন।

🏵️সার্টিফিকেট দেওয়া হবে কী?
সফলভাবে কোর্স সম্পূর্ণ করলে আপনি ফ্রী তে অনলাইন কপি সার্টিফিকেট পাবেন, এছাড়া হার্ড কপি তোলার জন্যঃ
সার্টিফিকেট,মার্কশিট একটি ফাইলে করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাবেন। যার সর্বমোট খরচঃ সার্টিফিকেট ফি ১৫০ টাকা+মার্কশিট ফি ১০০ টাকা+ (সার্ভিস চার্জ+ফাইল চার্জ+কুরিয়ার চার্জ) ১০৫ টাকা= ৩৫৫ টাকা। যা সার্টিফিকেট তোলার আবেদন করার সময়ে দিতে হবে। ইহা বাধ্যতা মূলক নয়। চিকিৎসা ফাউন্ডেশনের লক্ষ্য সবার জন্য প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা নিশ্চিত করা ব্যবসা করা নয়।

📞যোগাযোগ করুন:
চিকিৎসা ফাউন্ডেশন বাংলাদেশ
Chikitsa Foundation Bangladesh(CFBD).
➡️আমাদের ফেসবুক ও হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে সরাসরি কথা বলতে পারবেন। অথবা কল করুন নিচে দেওয়া নাম্বারে ।
☀️কোর্স ফি প্রদানের নাম্বারঃ +8801725121839 (বিকাশ,নগদ,পার্সোনাল)।
🗣️মোবাইলঃ +8801927545431
+8801858-200360
Whatsapp: +8801884011247
আমাদের ওয়েবসাইটঃ chikitsafoundation.org
মিস করবেন না এই সুযোগ!
🌟 আজই রেজিস্টার করুন – আপনার আপনার নতুন সৌন্দর্য আপনাকে ধন্যবাদ জানাবে❤️

Address

Jahangirnagar University
Savar

Alerts

Be the first to know and let us send you an email when Chikitsa Foundation Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Chikitsa Foundation Bangladesh:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram