অব্যর্থ হোমিও

  • Home
  • অব্যর্থ হোমিও

অব্যর্থ হোমিও 01711201018
যেখানে চিকিৎসা থেমে যায়, সেখান থেকে আমার রিসার্চ শুরু আপনার জন্য
সুফিয়া বেকারি মোড়, দ. রাজাশন, সাভার, ঢাকা।

31/10/2025
28/10/2025

আগামী ৩/১১/২০২৫ইং বিকাল ৫ - ৮ টা পর্যন্ত সাভার চেম্বারে কিডনি রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দেয়া হবে। আপনার রোগীর জন্য 01711201018 whatsapp এ বিস্তারিত জানুন

24/10/2025

আজ এই প্রথম আমার চিকিৎসা সফলতা থাকার পরেও একজন রোগী কে বলতে বাধ্য হয়েছি যে, হোমিওপ্যাথি তে চিকিৎসা নাই। শুধুমাত্র কিছু রোগীর কারণে এখন বাকিদের না বলে দিচ্ছি।

23/10/2025

হোমিওপ্যাথি তে বাজারে কিনতে পাওয়া যায় ডক্টর'স ডোজ, আর রোগীকে খেতে হয়, পেশেন্ট ডোজ।
ডক্টর ডোজ কে উপযুক্ত পেশেন্ট ডোজে করাই চিকিৎসক এর সিক্রেট দক্ষতা।

প্রোস্টেট বৃদ্ধিতে অপারেশন করতে ৬৭ হাজার ডলার বা ৮০ লাখ টাকা লাগবে না। ৩-৬ মাস সময় নিব। যত বড় প্রোস্টেট হোক। আমাকে  ৬৭ ভ...
22/10/2025

প্রোস্টেট বৃদ্ধিতে অপারেশন করতে ৬৭ হাজার ডলার বা ৮০ লাখ টাকা লাগবে না। ৩-৬ মাস সময় নিব। যত বড় প্রোস্টেট হোক। আমাকে ৬৭ ভাগের ১ ভাগ হিসেবে ১ হাজার ডলার দিন।

ক্যান্সার সিস্ট, কেমোথেরাপি দিতে বলা হয়েছে, রোগী কেমোথেরাপি দিবেন না। হোমিওপ্যাথি চিকিৎসা নিতে এসেছেন, বরিশাল থেকে।২০ দি...
22/10/2025

ক্যান্সার সিস্ট, কেমোথেরাপি দিতে বলা হয়েছে, রোগী কেমোথেরাপি দিবেন না। হোমিওপ্যাথি চিকিৎসা নিতে এসেছেন, বরিশাল থেকে।

২০ দিন পরে এসেছেন ফলোয়াপে।
আগে ঢোক গিলতে ব্যথা করত। এখন নাই।
টিউমারে মাঝে মাঝে ব্যথা করে।

21/10/2025

♥ হার্ট ব্লক!
রিং পরানোর আগে, একটা সুযোগ নিন। সারাজীবন ঔষধ খেতে হবে না। সর্বোচ্চ ৬ মাস। ১ম দিনেই ফলাফল শুরু।

থেলাসেমিয়া - এক প্রকার ব্লাড ক্যান্সার।  এতে হিমোগ্লোবিন বৃদ্ধি পায় না। উৎপাদন সীমিত হয়ে যায়। বিভিন্ন ঔষধ সেবন এবং রক্ত ...
18/10/2025

থেলাসেমিয়া - এক প্রকার ব্লাড ক্যান্সার। এতে হিমোগ্লোবিন বৃদ্ধি পায় না। উৎপাদন সীমিত হয়ে যায়। বিভিন্ন ঔষধ সেবন এবং রক্ত দিয়ে হিমোগ্লোবিন ধরে রাখতে হয়।
আজকে এমনি একজন ৬ বছর বয়সী বাচ্চার মাত্র ১ মাস হোমিওপ্যাথি সেবনে হিমোগ্লোবিন ৮.৮ থেকে ১০.২ তে উন্নীত হয়েছে, এটা রিপোর্ট সহ দেখালাম।
এমন অনেক রোগী আছে। আমি সময়ের অভাবে ভিডিও করার সুযোগ পাচ্ছি না। আপনারা অনেকেই কম্পলেইন করেন যে, আমি ক্রিটিকাল রোগীর চিকিৎসা নিয়ে কথা বলি কিন্তু ভিডিও দেই না কেন?
এজন্যই আজ একটা ভিডিও করে দেখালাম।
আমার অন্যান্য ভিডিও দেখবেন, লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন। আমি আরো ভিডিও দেয়ার উৎসাহ পাব। ইনশাআল্লাহ।

Thalassemia - Case 1 - Success of Homeopathy

নাম জায়েদা বেগম, বয়স ৫৬, পাকস্থলীর ক্যান্সার অপারেশন এর পর, পেটের যন্ত্রণা আরো বেড়ে যায়। খাবার খেতে পারতেন না। বমি করতেন...
17/10/2025

নাম জায়েদা বেগম, বয়স ৫৬, পাকস্থলীর ক্যান্সার অপারেশন এর পর, পেটের যন্ত্রণা আরো বেড়ে যায়। খাবার খেতে পারতেন না। বমি করতেন। অল্প খেলেই পেট ফাঁপে। জাউ ছাড়া কিছুই খেতে পারেন না। ওজন ২৮ কেজি।
এই সমস্যা নিয়ে আসেন 13-10-2024,

বর্তমানে, 2025-10-16
কোন সমস্যা নাই।
সব ধরনের খাবার খাচ্ছেন।
ওজন ৪০ কেজি

Address

Sufia Bakery Mor, South Rajashan, Savar

1340

Alerts

Be the first to know and let us send you an email when অব্যর্থ হোমিও posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to অব্যর্থ হোমিও:

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram