Taqwa Pharmacy

Taqwa Pharmacy We work to protect public health ⚕️

ঘটনা সত্য। 😁😁
29/10/2025

ঘটনা সত্য। 😁😁

সকল কেমিস্ট ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।
20/10/2025

সকল কেমিস্ট ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।

🏦 ১️⃣ সব প্ল্যাটফর্মকে এক ছাতার নিচে আনা হচ্ছে (NPSB)আগে বিকাশ, নগদ, রকেট — এগুলো আলাদা আলাদা সিস্টেমে চলত।👉 ফলে বিকাশ থ...
14/10/2025

🏦 ১️⃣ সব প্ল্যাটফর্মকে এক ছাতার নিচে আনা হচ্ছে (NPSB)

আগে বিকাশ, নগদ, রকেট — এগুলো আলাদা আলাদা সিস্টেমে চলত।
👉 ফলে বিকাশ থেকে নগদে বা নগদ থেকে বিকাশে কিংবা বিকাশ থেকে উপায়ে কিংবা রকেট এ টাকা পাঠানো যেত না।
👉 বাংলাদেশ ব্যাংক এখন ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (NPSB)–এর মাধ্যমে সব MFS, ব্যাংক ও PSP-কে এক প্ল্যাটফর্মে যুক্ত করছে।
✅ এতে একটি প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে টাকা ট্রান্সফার করা সম্ভব হবে — ঠিক যেমন এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে ইন্টারনেট ব্যাংকিংয়ে টাকা পাঠানো যায়।

---

📲 ২️⃣ ট্রান্সফার হবে সরাসরি, আলাদা অ্যাপ বা ‘Binimoy’ লাগবে না

আগে “Binimoy” নামে একটি আলাদা অ্যাপ চালু হয়েছিল, কিন্তু সেটা ঠিকমতো জনপ্রিয় হতে পারেনি।
👉 এবার আলাদা অ্যাপ ব্যবহার না করেও তোমার নিজস্ব MFS অ্যাপ (যেমন নগদ বা বিকাশ কিংবা উপায় কিংবা রকেট ) থেকেই সরাসরি অন্য প্ল্যাটফর্মে টাকা পাঠানো যাবে।
✅ যেমন: নগদ অ্যাপে “Send Money” বা “Transfer” অপশন থেকে বিকাশ নম্বর লিখে দিলেই টাকা চলে যাবে বিকাশ অ্যাকাউন্টে।

---

💰 ৩️⃣ লেনদেনের নির্দিষ্ট চার্জ ও সীমা থাকবে

বাংলাদেশ ব্যাংক এই লেনদেনের জন্য নির্দিষ্ট চার্জ নির্ধারণ করেছে:

MFS → MFS বা ব্যাংক: ০.৮৫% (ভ্যাটসহ)
👉 উদাহরণ: নগদ থেকে বিকাশে ১০০০ টাকা পাঠালে চার্জ হবে ৮ টাকা ৫০ পয়সা।
📌 প্রেরক (যে টাকা পাঠাচ্ছে) এই চার্জ দেবে, গ্রহীতা কোনো চার্জ দেবে না।
📌 দৈনিক ও মাসিক ট্রান্সফার সীমা আগের মতোই থাকবে।

---

⚡ ৪️⃣ ব্যবহার হবে NPSB-এর ইন্টিগ্রেটেড সিস্টেম

যখন তুমি টাকা পাঠাবে, তোমার অ্যাপের পেছনে NPSB-এর সিস্টেম কাজ করবে:
1️⃣ তুমি প্রাপক নম্বর ও পরিমাণ দেবে
2️⃣ সিস্টেম বুঝে নেবে কোন প্ল্যাটফর্মে টাকা যাবে (যেমন বিকাশ)
3️⃣ NPSB-এর মাধ্যমে মুহূর্তের মধ্যে সেই টাকা প্রাপকের অ্যাকাউন্টে পৌঁছে যাবে

⏱️ সবকিছু হবে রিয়েল-টাইমে, মানে সাথে সাথেই টাকা চলে যাবে।

---

📝 সহজ ভাষায় সংক্ষেপে:

👉 ১ নভেম্বরের পর থেকে নগদ, বিকাশ, ব্যাংক — সবাই একই পেমেন্ট নেটওয়ার্কে যুক্ত হবে
👉 তুমি নিজের অ্যাপ থেকেই অন্য প্ল্যাটফর্মে টাকা পাঠাতে পারবে
👉 আলাদা অ্যাপের দরকার নেই
👉 নির্ধারিত চার্জ প্রেরক দেবে
👉 ট্রান্সফার হবে মুহূর্তেই ✅

অক্টোবর শুরুই হলো বৃষ্টি দিয়ে!আলহামদুলিল্লাহ!
01/10/2025

অক্টোবর শুরুই হলো বৃষ্টি দিয়ে!
আলহামদুলিল্লাহ!

🌍💊 World Pharmacists Day প্রতি বছর ২৫শে সেপ্টেম্বর পালিত হয়।International Pharmaceutical Federation (FIP) ২০০৯ সালে এটি...
26/09/2025

🌍💊 World Pharmacists Day প্রতি বছর ২৫শে সেপ্টেম্বর পালিত হয়।

International Pharmaceutical Federation (FIP) ২০০৯ সালে এটি ঘোষণা করে।
এদিনে ফার্মাসিস্টদের অবদান ও স্বাস্থ্যসেবায় তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা স্মরণ করা হয়।
ফার্মাসিস্টদের নিরলস পরিশ্রমে, গবেষণা থেকে শুরু করে ওষুধের উৎপাদন, মান নিয়ন্ত্রণ এবং বিপণনের প্রতিটি ধাপে বাংলাদেশ আজ বিশ্বের স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে সর্ববৃহৎ ওষুধ রপ্তানিকারক দেশ। দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি এশিয়ান দেশগুলো সহ ইউরোপ-আমেরিকাতেও পৌঁছে যাচ্ছে আমাদের তৈরি নিরাপদ ও কার্যকর ওষুধ।
বিশ্ব ফার্মাসিস্ট দিবসে স্বাস্থ্যখাতের এই যুগান্তকারী পরিবর্তনে অবদান রাখা আমার সকল ফার্মাসিস্ট বন্ধু এবং সহকর্মীদের বিশ্ব ফার্মাসিস্ট দিবসের অনেক অনেক শুভেচ্ছা।




-category_pharmacist

🔬 প্রতিটি ড্রপেই লুকিয়ে আছে একেকটা আবিষ্কার।
24/09/2025

🔬 প্রতিটি ড্রপেই লুকিয়ে আছে একেকটা আবিষ্কার।

Not just holding chemicals, holding possibilities.
24/09/2025

Not just holding chemicals, holding possibilities.


Asia cup 2025 fixture.
10/09/2025

Asia cup 2025 fixture.

TAQWA PHARMACY পরিবার গভীরভাবে শোকাহত।উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজে মর্মান্তিক ফাইটার জেট দুর্ঘটনায় আমরা গভীরভাবে...
21/07/2025

TAQWA PHARMACY পরিবার গভীরভাবে শোকাহত।
উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজে মর্মান্তিক ফাইটার জেট দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।
এমন হৃদয়বিদারক ঘটনার কোন ভাষা নেই — আমরা শোকসন্তপ্ত পরিবারের পাশে আছি।
এই মর্মান্তিক দুর্ঘটনায় আমরা হতাহত সকলের জন্য দোয়া করছি এবং তাদের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করছি।


16/07/2025
বাংলাদেশ সরকারের ঔষধ প্রশাসন অধিদপ্তর (DGDA) থেকে এই গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে আপনাদের জন্য। যেকোনো ঔষধ বা ভ্যাকস...
04/07/2025

বাংলাদেশ সরকারের ঔষধ প্রশাসন অধিদপ্তর (DGDA) থেকে এই গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে আপনাদের জন্য।

যেকোনো ঔষধ বা ভ্যাকসিন ব্যবহারের পর যদি কোনো Adverse Drug Reaction (ADR) বা অস্বাভাবিক ঘটনা (Adverse Event Following Immunization) আপনার নজরে আসে, তবে দ্রুত তা "ইয়েলো কার্ড" ফর্মের মাধ্যমে রিপোর্ট করুন।

আপনার প্রতিটি রিপোর্ট জনস্বাস্থ্যকে আরও সুরক্ষিত রাখতে এবং ঔষধকে সবার জন্য নিরাপদ করতে এক অমূল্য অবদান রাখে ।


Address

Khukni, Enayetpur
Sirajganj

Opening Hours

Monday 08:00 - 12:00
Tuesday 08:00 - 12:00
Wednesday 08:00 - 12:00
Thursday 08:00 - 12:00
Friday 08:00 - 12:00
Saturday 08:00 - 12:00
Sunday 08:00 - 12:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Taqwa Pharmacy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram