Aesthetic Nation Fitness

Aesthetic Nation Fitness Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Aesthetic Nation Fitness, Health & Wellness Website, Sylhet/Bangladesh, Sylhet.

I inspire individuals and transform lives through my holistic approach to fitness coaching, fostering positive lifestyle changes that empower my clients to achieve their health and wellness goals. গত ৪ বছর ধরে আমি প্রফেশনালি ১০০ জন উপরে পার্সোনাল ট্রেনিং করে তাদের লাইফ স্টাইল পরিবর্তন করতে পেরেছি। সেটা অনলাইন বা সরাসরি দুই ভাবেই করিয়েছি।
যারা নিজের স্বাস্থ্য নিয়ে অনেক দুশ্চিন্তায় ছিলো।এর মধ্যে কেউ মোটা ছিল যাদের আমি ওজন কমিয়েছি এবং এর মধ্যে কেউ চিকন ছিল,যাদের ওজন আমি বাড়িয়েছি।
এর জন্য শুধু আমি দায়ী নই। যারা আমার সাথে করেছেন তারা আমার দিকনির্দেশনা গুলো যথাযথ পালন করেছে যার জন্য তারা খুব ভালো ফলাফল পেয়েছে।এজন্য তাদের কাছে আমিও কৃতজ্ঞ।
কেন আমার সাথে করবেন?
১।সার্টিফাইড ট্টেইনার এডভান্স ওয়ার্কআউট এবং ডায়েট ও নিউট্রিশন এর উপর।
২। ১১ বছরের অভিজ্ঞতা।
৩।৯৯ শতাংশ ভালো রিভিউ।
আমার সাথে ট্রেনিং করার প্রথম শর্ত হচ্ছে।
১।আমি যা যা বলবো তা আপনাকে যথাযথ পালন করতে হবে।
২।আমার নির্দেশনার বাইরে কোন কিছু করলে আমি আপনাকে ট্রেনিং করানো বন্ধ করে দেব।
৩।আপনি আমাকে নির্দিষ্ট সময় দিতে হবে।
৪।ট্রেনিং করার সময় অবশ্যই ধৈর্য থাকতে হবে। কারণ অনেকেই আছে যারা অর্ধেক জিম করেই আর করতে চায় না কারণ তাদের ধৈর্য ছিল না।
৫।জিম একটা সিরিয়াস বিষয় তাই আমি কখনো কাউকে রাতারাতি বডি বানিয়ে দিবো এটা আমার পহ্মে সম্ভব হলেও আমি এটা করব না যেহেতু এতে অনেক ঝুঁকি আছে।তাই একটা জিনিস মাথায় রাখতে হবে তাড়াতাড়ি বডি বানানোর চিন্তা বাদ দিতে হবে।
৬।ডেডিকেটেড হতে হবে তা না হলে আমি আপনাকে করাবো না।
৭। আপনাকে আমি দেড় ঘন্টার বেশি সময় দিতে পারবো না।
৮।অনলাইন ট্রেনিং এর হ্মেএে আপনি চাইলে যখন তখন সময় নিতে পারবেন না।
৯।ট্রেনিং চলাকালীন সময়ে মোবাইল ব্যবহার বা অন্য কোন কিছু করা সম্পূর্ণ নিষিদ্ধ।
১০। যেকোন বিষয়ে আমার সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
আমার সাথে ট্রেনিং করার সুবিধা গুলো:
১।আপনার মাইক্রো এবং মেক্রো নিউট্রিশিনের ডায়েট চার্ট তৈরি করা আমার দায়িত্ব এবং এটা অনেকবার চেঞ্জ হতে পারে। (পার্সোনাল ট্রেনিং এর জন্য আলাদা কোন ফি নেয়া হয় না)
২।আপনি যেমন চান তেমন শরীর গঠন করা হবে।
৩।আপনি কি কি খাচ্ছেন না কি করছেন তা মনিটরিং করা হবে।
৪।আপনার জন্য একটা স্পেশাল ওয়ার্কআউট প্লান করা হবে। (পার্সোনাল ট্রেনিং এর ক্ষেত্রে এই ফি আলাদা প্রযোজ্য নয়)
৫।অন্য সকল থেকে আপনার একটি আকর্ষণীয় ফিগার হবে ইনশাআল্লাহ।
পার্সোনাল ট্রেনিং এর জন্য আপনাকে অগ্রিম টাকা পেমেন্ট করতে হবে।(এক্সট্রা কোন ফি নেই) এবং এটি শুধু এক মাসের জন্য।কন্টিনিউ করতে চাইলে আগামী মাসে একইভাবে পেমেন্ট করতে হবে।
যারা শুধু ওজন বাড়াতে, কমাতে এবং ফিট থাকতে চান তারা ডায়েট প্ল্যান নেওয়ার জন্য ইনবক্সে যোগাযোগ করুন।
**শর্ত এবং চার্জ প্রযোজ্য**

অনেকে মনে করে পেইড প্লান নেওয়ার পর তাদের কোন খোঁজ নেওয়া হয় না। আসলে আমার প্রত্যেকটা ক্লায়েন্টের সাথে যোগাযোগ থাকে। ত...
06/11/2025

অনেকে মনে করে পেইড প্লান নেওয়ার পর তাদের কোন খোঁজ নেওয়া হয় না। আসলে আমার প্রত্যেকটা ক্লায়েন্টের সাথে যোগাযোগ থাকে। তাদের স্বাস্থ্য নিয়ে যত প্রশ্ন থাকে সমাধান করি এবং তাদেরকে মোটিভেট করে। যার কারণে আমার অসংখ্য ক্লায়েন্ট আজ সাকসেসফুল।

আপনি যদি চান আপনার স্বাস্থ্য ঠিক রাখতে এবং মোটিভেটেড হতে চান তাহলে আপনারা সরাসরি আমার ইনবক্সে যোগাযোগ করতে পারেন।

একটা কমন প্রশ্ন সবার এত ওয়ার্কআউট করার পরও বডি হয় না তাদের?আপনি শুধু ওয়ার্কআউট করলে যে আপনার বডি হবে তার কোন গ্যারান্ট...
04/11/2025

একটা কমন প্রশ্ন সবার এত ওয়ার্কআউট করার পরও বডি হয় না তাদের?
আপনি শুধু ওয়ার্কআউট করলে যে আপনার বডি হবে তার কোন গ্যারান্টি নেই।
আমাদের শরীর খুবই কমপ্লিকেটেড একটা জিনিস।
আপনি যত বেশি ওয়ার্কআউট করবেন তত বেশি আমাদের মাসল ড্যামেজ হয়।
তারমধ্যে আপনার বডি ওয়েট অনুযায়ী আপনি আপনার শরীরকে ভালো পরিমাণ প্রোটিন জাতীয় খাবার দিচ্ছেন না,
ঠিকমতো ঘুমাচ্ছেন না,
মাসল রিকভারি করার টাইম দিচ্ছেন না,
অলস লাইফ স্টাইল নিয়ে থাকেন,
খাবারের সিলেকশন খুবই বাজে এবং উল্টা পাল্টা ভাবে যেমন খুশি তেমন ভাবে ওয়ার্কআউট করছেন।
তাহলে বুঝেন আপনার ভালো বডি কিভাবে হবে?
আপনার নিকটস্থ ট্রেইনার থেকে সঠিক ডায়েট এবং ওয়ার্কআউট প্ল্যান নিন।

Written by
MD Tujammal Hossain Robin
Owner & Founder Of
Aesthetic Nation Fitness
যারা ফিটনেস বিষয়ে এমন কোয়ালিটি কনটেন্ট চান তারা আমাদের গ্রুপে জয়েন করতে পারেন Aesthetic Nation Fitness
যারা ঘরে বসে ওজন কমাতে বাড়াতে চাচ্ছেন তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন অবশ্যই চার্জ এবং শর্ত প্রযোজ্য।
**টিপস সর্বত্র ফ্রি **

নাম- মাসুদ তার ওজন কমানো জার্নিটা মোটেই সহজ ছিল না। অনেক বার ডায়েট করা ছেড়ে  দিয়ে আবার ডায়েট করা শুরু করে। এরকম বহুবার ...
03/11/2025

নাম- মাসুদ
তার ওজন কমানো জার্নিটা মোটেই সহজ ছিল না। অনেক বার ডায়েট করা ছেড়ে দিয়ে আবার ডায়েট করা শুরু করে। এরকম বহুবার তার সাথে হয়েছে। এই ব্যাপারটা অনেকের হয় দুদিন পর পর মোটিভেশন হারিয়ে ফেলে।এর কারন বেশিরভাগ মানুষ কখনো হেলদি খেয়ে অভ্যস্ত না। তাই তাদেরকে মোটিভেট করা সময়ের ব্যাপার। যে কোন মানুষের অনেকদিনের বদ অভ্যাস এক দিনে পরিবর্তন করা সম্ভব না। কিন্তু চেষ্টা করলে মানুষ ধীরে ধীরে এগিয়ে যায় আলহামদুলিল্লাহ ১০৮ কেজি থেকে এখন ৮৫ কেজিতে। আরো ১৫ কেজি কমালে ইনশাল্লাহ তার লক্ষ্যে পৌঁছে যাবে। এই পরিবর্তন আনতে মিনিমাম ৭ মাস লেগেছে।

যদি ওজন বাড়াতে, কমাতে এবং ফিটনেস মডেলদের মত বডি বানাতে চান আবার সরাসরি ইনবক্স করতে পারেন।অবশ্যই চার্জ প্রযোজ্য

03/11/2025

A person who is okay
training alone is a
powerful person.

ক্রিস বামস্টেড বলেছেন:“আমি এখন আর এটা (বডিবিল্ডিং) চালিয়ে যেতে চাই না। পরিবারের জন্য, নতুন অগ্রাধিকার আর মূল্যবোধের পরি...
31/10/2025

ক্রিস বামস্টেড বলেছেন:

“আমি এখন আর এটা (বডিবিল্ডিং) চালিয়ে যেতে চাই না। পরিবারের জন্য, নতুন অগ্রাধিকার আর মূল্যবোধের পরিবর্তনের কারণে সিদ্ধান্ত বদলেছে। এখন আমার মনোযোগ অনেকটাই স্বাস্থ্যের দিকে। আমি বুঝতে পারছি, জীবনে একসাথে সবকিছু সামলানো সম্ভব নয়। আমি ভেবেছিলাম, এটা ঠিক করব, ওটা ঠিক করব — কিন্তু আসলে আপনি যত ভিটামিনই খান বা সপ্তাহে যত কাজই করেন না কেন, সব একসাথে ঠিক করা যায় না। আমি কৃতজ্ঞ যে আমার মধ্যে এই মানসিকতা এসেছে — ‘সব করতে হবে’ এই চাপ না নিয়ে, বরং কম করেও বেশি ফল পাওয়ার চেষ্টা করা।

আগে আমার কিছু স্বাস্থ্য সমস্যা ছিল, যা বডিবিল্ডিংয়ের সঙ্গে সরাসরি সম্পর্কিত ছিল না — কিছু অটোইমিউন (autoimmune) সমস্যা, যা আমার শরীরকে প্রভাবিত করেছিল। মনে হচ্ছিল বডিবিল্ডিং আমার স্বাস্থ্যের অবনতি করছে না, বরং একরকম ধরে রাখছে।

কয়েকজন ডাক্তার আমাকে বলেছেন, তোমার ৩০-এর দশকে শরীরের পুনরুদ্ধার (recovery) ক্ষমতা অনেক বেশি থাকে, কিন্তু ৪০-এর দশকে সেটা কমে যায়। তুমি যদি ৩৫ বা এর আশেপাশে হও, তাহলে এখনও কিছুটা সুবিধা আছে। কিন্তু হ্যাঁ, আমার স্বাস্থ্যে কিছু ক্ষতি তো হয়েছেই। সেটাই আরেকটা বড় কারণ ছিল, যার জন্য আমার পক্ষে অবসর নেওয়া সহজ হয়ে গিয়েছিল — কারণ আমি আর সেই ত্যাগটা করতে রাজি ছিলাম না। আমি খুব সচেতন ছিলাম যে, বডিবিল্ডিং আসলে স্বাস্থ্যের জন্য ভালো না।”

আপনার ভালো বডি আছে বলে আপনি একজন ভালো ট্রেনার হতে পারবেন তার কোন গ্যারান্টি নেই।একজন ভালো ট্রেনার কখনো মুখ দিয়ে বলবেনা স...
31/10/2025

আপনার ভালো বডি আছে বলে আপনি একজন ভালো ট্রেনার হতে পারবেন তার কোন গ্যারান্টি নেই।একজন ভালো ট্রেনার কখনো মুখ দিয়ে বলবেনা সে বডিবিল্ডং এর সবকিছু জানে।বডিবিল্ডং অনেক কম্পলিকেটড বিষয়।প্রতি নিয়ত বডির পার্ট এর ম্যাসল এর উপর নতুন নতুন সাইন্স বের হচ্ছে তাই,তার নিয়ম কানুন পরিবর্তন হচ্ছে। আমাদের দেশে যার একটু ভালো বডি কোন ভাবে হলেই সে ট্রেনার হয়ে যায়।নিউট্রিশন বিষয়ে নূন্যতম ধারণাও তাদের নেই। আমি বড় আশ্চর্য হয়ে যাই এসব দেখলে।
তাই যারা নতুন জীমে জয়েন করবেন তারা অব্যশই জেনে শুনে নিবেন জীমের ট্টেনার কতটুকু পারদর্শী।কারন আপনার কোন হ্মতি হয়ে গেলে সে তার দ্বায়ভার কখনো নিবেনা।
So choose trainer wisely.

Written by
MD Tujammal Hossain Robin
Owner & Founder Of
Aesthetic Nation Fitness Fitness

যারা ফিটনেস বিষয়ে এমন কোয়ালিটি কনটেন্ট চান তারা আমাদের গ্রুপে জয়েন করতে পারেন Aesthetic Nation Fitness

যারা ঘরে বসে ওজন কমাতে বাড়াতে চাচ্ছেন তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন অবশ্যই চার্জ এবং শর্ত প্রযোজ্য।
**টিপস সর্বত্র ফ্রি **

29/10/2025

The workout is easy.

It's the meals, the mindset, the discipline, that's the hard part.

সুন্দর ফিগার বানাতে গিয়ে কখনো অযথা শর্টকাট পন্থা অবলম্বন করবেন না। শর্টকাট যেমন নামটা তার কাজই তেমনই।অনেক আছে ট্রেইনার য...
28/10/2025

সুন্দর ফিগার বানাতে গিয়ে কখনো অযথা শর্টকাট পন্থা অবলম্বন করবেন না। শর্টকাট যেমন নামটা তার কাজই তেমনই।অনেক আছে ট্রেইনার যারা জীম মেম্বারদের স্ট্যারয়েড ব্যবহার করার জন্য উৎসাহ প্রদান করে। আর জিম মেম্বাররা এটার সাইড ইফেক্ট সম্বন্ধে পুরোপুরি অবগত নয়। তাই তারা চাইলেও এটি তাদের কাছে বিক্রি করবেন না। একমাত্র তাদের কাছে বিক্রি করবেন যারা স্টেজে নেমে বডিবিল্ডার হতে চায়। যারা নিজেকে সুন্দর দেখানোর জন্য স্টেরয়েড ব্যবহার করতে চায় তাদের জন্য আমার পক্ষ থেকে না। ফিটনেস সুন্দর করতে শর্টকাট বলে কিছু নেই। এটা আজ থেকে মাথায় রাখবেন। স্টেরয়েড অনেক কিছু শর্টকাট করলেও আপনার জীবনটাকেও কিন্তু শর্টকাট করে দিতে পারে। তাই কখনো বিনা প্রয়োজনে এবং ভাল কোচ ছাড়া কখনো এগুলো নেয়ার চিন্তা ভাবনাও করবেন না।

Written by
Fitness Instructor
MD.Tujammal Hossain Robin
Owner & Founder Of
Aesthetic Nation Fitness

যারা নিজের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় আছেন তারা নক করতে পারেন ইনশাল্লাহ টাকা ও পরিশ্রম বৃথা যাবে না।
** শর্ত এবং চার্জ প্রযোজ্য **

ভালো কিছু পেতে হলে অবশ্যই টাইম লাগবে
27/10/2025

ভালো কিছু পেতে হলে অবশ্যই টাইম লাগবে

বাংলাদেশের মানুষ ডিমোটিভেশন কাকে বলে সেটা তাদের থাকে চেনা উচিত।আপনি জিমে জয়েন করতে চাচ্ছেন কিন্তু এটা কাউকে কখনো বলবেনা...
27/10/2025

বাংলাদেশের মানুষ ডিমোটিভেশন কাকে বলে সেটা তাদের থাকে চেনা উচিত।
আপনি জিমে জয়েন করতে চাচ্ছেন কিন্তু এটা কাউকে কখনো বলবেনা না।না হলে আপনি মানুষিক ট্রমায় ভুগবেন।
কেন জানেন?
তারা বলবে-
১।জীম করে কি লাভ?
২।একদিন তো মরেই যাবেন
৩।এত বডি দিয়ে কি হবে?
৪।তুই জীবনেও বডি বানাতে পারবি না?
৫।তোকে দিয়ে জিম হবে না?
৬।এতদিন ধরে জিম করতেছস তোর বডি কই?
৭।তোর সিক্স প্যাক নাই কেন?
৮।তোর বডির কোন শেপ নাই কেন?
৯।তোর মত শুটকিরমত মানুষ জিমে এসে কি করবে?
১০।তুই জীবনেও ওজন কমাতে পারবিনা
১১।জীম করে মেয়ে পটাবি নাকি ইত্যাদি।
এসব কথা বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন এবং এমন কি পরিবারের কাছ থেকেও আপনি শুনবেন।

একটা কথা মনে রাখবেন মানুষ কেন জীম করে?

১।শরীর সুস্থ থাকার জন্য
২।নিজেক সুন্দর একটা শরীর গিফট করার জন্য।
৩।জীমে গেলে বডি বা সিক্স পেক বানাতেই হবে এমন কোন কথা কোথাও নেই। অনেকে আসে নিজেকে ফিট রাখার জন্য।
৪।স্ট্রেস ফ্রি থাকার জন্য।
৫।কেউ মেয়ে পটানোর জন্য জীমে জয়েন করে না বেশিরভাগ মানুষ নিজেকে ভালোবাসে তাই।
৬।আপনার স্বাস্থ্য যেমনই হোক না কেন আপনি যদি সঠিক নির্দেশনা পান আপনি যেকোন গোল কমপ্লিট করতে পারবেন।
৭।আত্নবিশ্বাস বাড়ার জন্য।
৮।আল্লাহ শক্তিশালী বান্দাদের ভালোবাসে তাই ইত্যাদি।

জীম আমাদের মৌলিক অংশ হওয়া উচিত।কারন আপনি সুস্থ থাকলে দুনিয়ায় যেকোন কিছু করতে পারবেন ।একটা অসুস্থ মানুষ কখনো জাতির জন্য গৌরব নিয়ে আসতে পারে না।
যারা জীম করেন না তারা এভাবে কাউকে ডিমোটিভেট করবেন না।অনেকে জীম শুরু করতে পারে না বা জীমে জয়েন করে ছেড়ে দেয় আপনাদের জন্য।
আশা করি কেউ এমন করবেন না।

Written by
Fitness Instructor
MD Tujammal Hossain Robin
Owner & Founder Of
Aesthetic Nation Fitness

যারা নিজের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় আছেন তারা নক করতে পারেন ইনশাল্লাহ টাকা ও পরিশ্রম বৃথা যাবে না।
** শর্ত এবং চার্জ প্রযোজ্য **

আপনার আশেপাশে যে মানুষ আপনার স্বাস্থ্য সচেতনতা নিয়ে হাসি তামাশা করে তাকে হাসতে দেন। বিশ্বাস করুন একদিন আপনার কাছে এসে জ...
26/10/2025

আপনার আশেপাশে যে মানুষ আপনার স্বাস্থ্য সচেতনতা নিয়ে হাসি তামাশা করে তাকে হাসতে দেন। বিশ্বাস করুন একদিন আপনার কাছে এসে জানতে চাইবে সে কিভাবে ফিট হবে আপনার মতন।

একটা কথা আছে না health is another form of wealth❤️

তাই সুস্থ থাকুন এবং নিজে যত্ন নিন

Address

Sylhet/Bangladesh
Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when Aesthetic Nation Fitness posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Aesthetic Nation Fitness:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram