Aesthetic Nation Fitness

Aesthetic Nation Fitness Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Aesthetic Nation Fitness, Health & Wellness Website, Sylhet/Bangladesh, Chandpur.

I inspire individuals and transform lives through my holistic approach to fitness coaching, fostering positive lifestyle changes that empower my clients to achieve their health and wellness goals. গত ৪ বছর ধরে আমি প্রফেশনালি ১০০ জন উপরে পার্সোনাল ট্রেনিং করে তাদের লাইফ স্টাইল পরিবর্তন করতে পেরেছি। সেটা অনলাইন বা সরাসরি দুই ভাবেই করিয়েছি।
যারা নিজের স্বাস্থ্য নিয়ে অনেক দুশ্চিন্তায় ছিলো।এর মধ্যে কেউ মোটা ছিল যাদের আমি ওজন কমিয়েছি এবং এর মধ্যে কেউ চিকন ছিল,যাদের ওজন আমি বাড়িয়েছি।
এর জন্য শুধু আমি দায়ী নই। যারা আমার সাথে করেছেন তারা আমার দিকনির্দেশনা গুলো যথাযথ পালন করেছে যার জন্য তারা খুব ভালো ফলাফল পেয়েছে।এজন্য তাদের কাছে আমিও কৃতজ্ঞ।
কেন আমার সাথে করবেন?
১।সার্টিফাইড ট্টেইনার এডভান্স ওয়ার্কআউট এবং ডায়েট ও নিউট্রিশন এর উপর।
২। ১১ বছরের অভিজ্ঞতা।
৩।৯৯ শতাংশ ভালো রিভিউ।
আমার সাথে ট্রেনিং করার প্রথম শর্ত হচ্ছে।
১।আমি যা যা বলবো তা আপনাকে যথাযথ পালন করতে হবে।
২।আমার নির্দেশনার বাইরে কোন কিছু করলে আমি আপনাকে ট্রেনিং করানো বন্ধ করে দেব।
৩।আপনি আমাকে নির্দিষ্ট সময় দিতে হবে।
৪।ট্রেনিং করার সময় অবশ্যই ধৈর্য থাকতে হবে। কারণ অনেকেই আছে যারা অর্ধেক জিম করেই আর করতে চায় না কারণ তাদের ধৈর্য ছিল না।
৫।জিম একটা সিরিয়াস বিষয় তাই আমি কখনো কাউকে রাতারাতি বডি বানিয়ে দিবো এটা আমার পহ্মে সম্ভব হলেও আমি এটা করব না যেহেতু এতে অনেক ঝুঁকি আছে।তাই একটা জিনিস মাথায় রাখতে হবে তাড়াতাড়ি বডি বানানোর চিন্তা বাদ দিতে হবে।
৬।ডেডিকেটেড হতে হবে তা না হলে আমি আপনাকে করাবো না।
৭। আপনাকে আমি দেড় ঘন্টার বেশি সময় দিতে পারবো না।
৮।অনলাইন ট্রেনিং এর হ্মেএে আপনি চাইলে যখন তখন সময় নিতে পারবেন না।
৯।ট্রেনিং চলাকালীন সময়ে মোবাইল ব্যবহার বা অন্য কোন কিছু করা সম্পূর্ণ নিষিদ্ধ।
১০। যেকোন বিষয়ে আমার সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
আমার সাথে ট্রেনিং করার সুবিধা গুলো:
১।আপনার মাইক্রো এবং মেক্রো নিউট্রিশিনের ডায়েট চার্ট তৈরি করা আমার দায়িত্ব এবং এটা অনেকবার চেঞ্জ হতে পারে। (পার্সোনাল ট্রেনিং এর জন্য আলাদা কোন ফি নেয়া হয় না)
২।আপনি যেমন চান তেমন শরীর গঠন করা হবে।
৩।আপনি কি কি খাচ্ছেন না কি করছেন তা মনিটরিং করা হবে।
৪।আপনার জন্য একটা স্পেশাল ওয়ার্কআউট প্লান করা হবে। (পার্সোনাল ট্রেনিং এর ক্ষেত্রে এই ফি আলাদা প্রযোজ্য নয়)
৫।অন্য সকল থেকে আপনার একটি আকর্ষণীয় ফিগার হবে ইনশাআল্লাহ।
পার্সোনাল ট্রেনিং এর জন্য আপনাকে অগ্রিম টাকা পেমেন্ট করতে হবে।(এক্সট্রা কোন ফি নেই) এবং এটি শুধু এক মাসের জন্য।কন্টিনিউ করতে চাইলে আগামী মাসে একইভাবে পেমেন্ট করতে হবে।
যারা শুধু ওজন বাড়াতে, কমাতে এবং ফিট থাকতে চান তারা ডায়েট প্ল্যান নেওয়ার জন্য ইনবক্সে যোগাযোগ করুন।
**শর্ত এবং চার্জ প্রযোজ্য**

আপনারা যারা জীমে যাননি বা যারা জীমে আছেন তারা অনেকে জানেন বা জানেন না যে জীম একটা পরিবার মত।শুনতে অদ্ভুত লাগে তাই না?বাপ...
29/11/2025

আপনারা যারা জীমে যাননি বা যারা জীমে আছেন তারা অনেকে জানেন বা জানেন না যে জীম একটা পরিবার মত।শুনতে অদ্ভুত লাগে তাই না?

বাপের বয়সী লোক জীমে ভাই
আবার ১০-১৫ এর বছরের বয়স ছোট জনও ভাই।এখানে বয়সে ভেদাভেদ নেই।

কোন ধরনের কনফ্লিক্ট হলে সকল জীম মেম্বাররা একসাথ হয়ে মিটমাট করার চেষ্টা করে।আর যদি না হয় তাইলে আর বললাম না🤣

এখানে অনেকে এসে জীম পার্টনার বানিয়ে এমনিকি তারা বেস্ট ফ্রেন্ড হয়ে যায়।

অনেক জীম মেম্বারারা এত ভালো সম্পর্ক তৈরি হয় যে তারা ব্যবসা বাণিজ্য করা জন্য পার্টনার বানিয়ে ফেলে।

জীম এমন একটা প্লেইস যেখানে ধনী,মধ্যবিও,গরীব এবং বিভিন্ন পেশাজীবী মানুষ একএ হয়।যেটা সমাজে অন্য কোথাও দেখা যায় না।

শীতকালে সবজির দাম কম থাকে।যারা ওজন কমাতে চান ভালো ফাইভার পাবেন এই শীতকালীন সবজি থেকে। তাই আজ আমি বাংলাদেশের শীতকালীন সবজ...
27/11/2025

শীতকালে সবজির দাম কম থাকে।যারা ওজন কমাতে চান ভালো ফাইভার পাবেন এই শীতকালীন সবজি থেকে। তাই আজ আমি বাংলাদেশের শীতকালীন সবজি পুষ্টিগুণে প্রধান শীতকালীন সবজিগুলোর উপকারিতা সংক্ষেপে তুলে ধরা হলো—

১।বাঁধাকপি
ভিটামিন C ও K সমৃদ্ধ।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
হজমশক্তি উন্নত করে।
ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়তা করে।

২ফুলকপি
প্রোটিন, ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ।
হৃদরোগের ঝুঁকি কমায়।
ওজন নিয়ন্ত্রণে সহায়ক।

৩।গাজর
বিটা-ক্যারোটিন, ভিটামিন A সমৃদ্ধ
দৃষ্টিশক্তি রক্ষা করে।
ত্বক সুন্দর ও উজ্জ্বল রাখে।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

৪।বেগুন
কম ক্যালরিযুক্ত, ওজন কমাতে সহায়তা করে।
হার্টের জন্য ভালো।
অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ।

৫।মুলা
হজমের সমস্যা দূর করে।
লিভার পরিষ্কার রাখে ।
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে।

৬।ব্রকলি
ক্যান্সার প্রতিরোধী যৌগ সমৃদ্ধ।
হাড় ও দাঁত মজবুত করে।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

৭।শিম
প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ।
হজমশক্তি উন্নত করে।
ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক।

৮।পেঁয়াজ ও রসুন
জীবাণুনাশক ।
ঠান্ডা-কাশি প্রতিরোধে কার্যকর।
হার্টের রোগ প্রতিরোধে সহায়ক।

৯। টমেটো
লাইকোপেন সমৃদ্ধ।
ত্বক ও হৃৎপিণ্ডের স্বাস্থ্যের জন্য উপকারী।
রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে।

Written by
Fitness Trainer
MD Tujammal Hossain Robin
Owner & Founder Of
Aesthetic Nation Fitness

যারা ঘরে বসে ওজন কমাতে বাড়াতে চাচ্ছেন তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন অবশ্যই চার্জ এবং শর্ত প্রযোজ্য।

**টিপস সর্বত্র ফ্রি **

26/11/2025

আপনি হেলদি হতে যাবেন বা হয়েছেন একটা ব্যাপার বিয়ালাইজ করবেন আমাদের সোসাইটি কতটা আনহেলদি

কারা ব্যায়াম বেশি বা কম করবেন?অনেকে জীমে আসার পর অতিরিক্ত ব্যয়াম করে।যেটা শরীরের জন্য ভালো না।বিশেষ করে যারা কায়িক পরিশ...
25/11/2025

কারা ব্যায়াম বেশি বা কম করবেন?

অনেকে জীমে আসার পর অতিরিক্ত ব্যয়াম করে।যেটা শরীরের জন্য ভালো না।বিশেষ করে যারা কায়িক পরিশ্রমের কাজ করে তাদের জীমে এসে অতিরিক্ত পরিশ্রম করার প্রয়োজন নেই।
যেটা আপনার প্রেশার লো এবং আপনার অর্গানে ইফেক্ট করতে পারে।আর যারা সারাদিন শুয়ে বা বসে থাকেন তাদের অধিকাংশের একটু ব্যায়াম বেশি করলে সম্যসা নেই।কারন তারা সারাদিন এনার্জি সেভিং মুডে থাকে।জীমে এসে একটু ব্যায়াম বেশি করলে তেমন কেন সম্যসা হবে না।

24/11/2025

অর্থ সর্বোত্তম রিযিক নয়। বরং সর্বোত্তম রিজিক হল: প্রশান্ত আত্মা ,আলোকিত জ্ঞান, দেহের সুস্থতা, হৃদয়ের পবিত্রতা, শান্তিময় চিন্তাধারা, মায়ের মমতা, বাবার স্নেহ, ভাইয়ের উপস্থিতি, সন্তানের হাসি, বন্ধুর মনোযোগ এবং মানুষকে প্রেমময় রবের প্রতি ডাকার স্বামর্থ।

ডায়াবেটিস হওয়ার পর আপনার  কি কি হতে পারে? ডায়াবেটিস (Diabetes) হওয়ার পর শরীরে অনেক জটিলতা এবং নতুন রোগ দেখা দিতে পার...
23/11/2025

ডায়াবেটিস হওয়ার পর আপনার কি কি হতে পারে?

ডায়াবেটিস (Diabetes) হওয়ার পর শরীরে অনেক জটিলতা এবং নতুন রোগ দেখা দিতে পারে, বিশেষ করে যদি রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণে না থাকে। নিচে ডায়াবেটিসের কারণে নতুন করে যে রোগগুলো বা জটিলতাগুলো হতে পারে, তার তালিকা দেওয়া হলো:

১।স্নায়ুর সমস্যা (Diabetic Neuropathy):
ডায়াবেটিস স্নায়ুতে ক্ষতি করতে পারে। এতে হাত-পা ঝিনঝিন করা, ব্যথা, বা অনুভূতি হারানো হতে পারে।

২।চোখের রোগ (Diabetic Retinopathy):
ডায়াবেটিস চোখের রেটিনায় রক্তনালির ক্ষতি করে। এতে চোখে ঝাপসা দেখা, চোখে কালো দাগ, বা শেষ পর্যন্ত অন্ধত্ব হতে পারে।

৩।পায়ের সমস্যা:
স্নায়ু ও রক্ত সঞ্চালনের সমস্যার কারণে পায়ে ঘা, ইনফেকশন এবং এমনকি গ্যাংগ্রিন হয়ে পা কাটতেও হতে পারে।

৪।হৃদরোগ ও স্ট্রোক:
ডায়াবেটিসে হৃদপিণ্ডের রক্তনালী সরু হয়ে যায়, যা হার্ট অ্যাটাক, উচ্চ রক্তচাপ ও স্ট্রোকের ঝুঁকি বাড়ায়।

৫.।কিডনির রোগ (Diabetic Nephropathy):
ডায়াবেটিস কিডনির ক্ষতি করতে পারে, যার ফলে কিডনি ফেইলিওর পর্যন্ত হতে পারে।

৬। ইনফেকশন:
ডায়াবেটিস রোগীদের শরীরে ইনফেকশন সহজে হয় এবং তা দ্রুত ছড়ায়, যেমনঃ ত্বকের ইনফেকশন, ইউরিন ইনফেকশন, দাঁতের সমস্যা ইত্যাদি।

৭।পাচনতন্ত্রের সমস্যা:
ডায়াবেটিসের কারণে গ্যাস্ট্রোপারেসিস (পেট ধীরে খালি হওয়া), কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া হতে পারে।

৮। মস্তিষ্কের সমস্যা ও স্মৃতিভ্রংশ:
ডায়াবেটিস দীর্ঘমেয়াদে মস্তিষ্কের কার্যক্ষমতা কমিয়ে দিতে পারে, স্মৃতিভ্রংশ বা আলঝেইমার এর ঝুঁকি বাড়ায়।

৯।ধীরে ক্ষত ভালো হওয়া:
রক্তে গ্লুকোজ বেশি থাকলে ক্ষত ধীরে ভালো হয় এবং ইনফেকশন হওয়ার আশঙ্কা বেশি থাকে।


প্রতিকার বা প্রতিরোধের উপায়:
১।রক্তে গ্লুকোজ নিয়মিত পরীক্ষা ও নিয়ন্ত্রণে রাখা
২।নিয়মিত ব্যায়াম করা
৩।ওজন নিয়ন্ত্রণে রাখা
৪।ওষুধ ও ইনসুলিন সঠিকভাবে নেওয়া
৫।ডায়াবেটিস ডায়েট মেনে চলা
নিয়মিত ফিটনেস কোচ বা চিকিৎসকের পরামর্শ নেওয়া ।

অনেকে বলে ডায়বেটিস রিভার্স
করা সম্বব।যদি সঠিক দিক নির্দেশনা ফলো করে তাহলে ডায়বেটিস রিভার্স করা সম্ভব।

Written by
Fitness Trainer
MD Tujammal Hossain Robin
Owner & Founder Of
Aesthetic Nation Fitness

যারা ঘরে বসে ওজন কমাতে বাড়াতে চাচ্ছেন তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন অবশ্যই চার্জ এবং শর্ত প্রযোজ্য।

**টিপস সর্বত্র ফ্রি **

ফেইক ফিটনেস ইনফ্লুয়েন্সার থেকে সাবধান!আপনারা অনেকে দেখবেন বিশেষ করে ইন্ডিয়ান অনেক ইনফ্লুয়েঞ্জার আছে যারা নিজেদেরকে ন্যাচ...
19/11/2025

ফেইক ফিটনেস ইনফ্লুয়েন্সার থেকে সাবধান!

আপনারা অনেকে দেখবেন বিশেষ করে ইন্ডিয়ান অনেক ইনফ্লুয়েঞ্জার আছে যারা নিজেদেরকে ন্যাচারাল দাবি করে।আসলে তারা ন্যাচারাল নয়।কেউ যখন ভালো বডি নিয়ে নিজেকে ন্যাচারাল দাবি করে, তখন সাধারণ মানুষের অনেক এক্সাইটেড থাকে।মনে মনে ভাবে আমি যদি তাকে ফলো করি তাহলে আমার এমন বডি হবে।আসলে বাস্তবতা ভিন্ন।আপনারা হয়ত স্টেরয়েড এর ডোজ বিষয়ে অবগত নয়।
স্টেরয়েড ডোজ নির্দিষ্ট পরিমান নিয়ে কিন্তু ন্যাচারাল বডির এর মত লুক দেখানো সম্ভব।এই ব্যাপারটা সাধারণ মানুষরা জানে না।যে বডি বানাতে বছর বছর সময় লাগে সেটা স্টেরয়েড দ্বারা সময় কমিয়ে আনা সম্ভব।ইনফ্লুয়েন্সাররা কখনো শেয়ার করবেনা।কারন একবার প্রকাশ করলে সে এত ফ্যান এবং ফলোয়ার অর্জন করতে পারবে না।তাই যাকে ফলো করবেন অন্ধের মত বিশ্বাস করবেন না।সে যাই বলবে তাই সঠিক হবে তার কোন গ্যারান্টি নেই।

Written by
Fitness Trainer
MD Tujammal Hossain Robin
Owner & Founder Of
Aesthetic Nation Fitness

যারা ঘরে বসে ওজন কমাতে বাড়াতে চাচ্ছেন তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন অবশ্যই চার্জ এবং শর্ত প্রযোজ্য।

**টিপস সর্বত্র ফ্রি **

রাতারাতি যেমন বিল্ডিং হয় না তেমন রাতারাতি বডিও হয় না।বিল্ডিং বানাতে যেমনঃ অনেক টাকা, সময়,ইট,বালু সিমেন্ট ও রড ইত্যাদি লা...
19/11/2025

রাতারাতি যেমন বিল্ডিং হয় না তেমন রাতারাতি বডিও হয় না।
বিল্ডিং বানাতে যেমনঃ অনেক টাকা, সময়,ইট,বালু সিমেন্ট ও রড ইত্যাদি লাগে।
তেমনি বডি বানাতে অনেক টাকা,সময়,প্রোটিন, ক্যালরি,ফাইভার,ভিটামিন ও রিকভারির সময় ইত্যাদি পর্যন্ত দেয়া লাগে।
আমি অনেক কে দেখেছি কয়েক মাস জীম করেও বলে আমার বডি হয় না কেন?
এতটা অধৈর্য্য হলে কি চলে?
বর্তমানে যাদের আপনারা বডিবিল্ডং এ আইকন ভাবছেন তাদের বেশিরভাগেরই ৫-১২ বছর এর উপর ওয়ার্কআউট করে বডি বানিয়েছে।
তাহলে ভাবুন আপনি কিভাবে দু মাসে বডি বানিয়ে ফেলবেন?
বডি বিল্ডিং একটা ধৈর্য পরীক্ষা আপনার।
সময় দিন এবং ধৈর্য ধরুন ইনশাল্লাহ একদিন আপনিও তাদের সাথে পাল্লা দিবেন।
The two most powerful warriors are patience and time
Written by
MD Tujammal Hossain Robin
Founder & CEO of
Aesthetic NationFitness
যারা ঘরে বসে ওজন কমাতে বাড়াতে চাচ্ছেন তারা সরাসরি আমার সাথে ইনবক্সে যোগাযোগ করতে পারেন। অবশ্যই চার্জ এবং শর্ত প্রযোজ্য।
**টিপস সর্বত্র ফ্রি **

17/11/2025

আপনি আপনার শরীরকে ধোঁকা দিচ্ছেন।
আপনি তাকে রেডি করতেছেন তাকে হাসপাতালে বা কবরে নেওয়ার জন্য।ভয় করুন।আপনার সুন্দর হেলথ আপনার অলংকার। নিজেকে ফিট রাখার ট্রাই করুন।

বিদেশে আছেন কিন্তু ফিটনেস হারিয়ে ফেলছেন?আপনার ব্যস্ত জীবনে স্বাস্থ্য নিয়ে চিন্তিত?অনেকেই আছেন যারা দেশের বাইরে গিয়ে ক...
14/11/2025

বিদেশে আছেন কিন্তু ফিটনেস হারিয়ে ফেলছেন?
আপনার ব্যস্ত জীবনে স্বাস্থ্য নিয়ে চিন্তিত?

অনেকেই আছেন যারা দেশের বাইরে গিয়ে কাজের চাপে নিজের শরীর ও স্বাস্থ্য একদম অবহেলা করছেন। প্রতিদিনের ব্যস্ততা, সময়ের অভাবে আর বিদেশি খাবারের সঙ্গে মানিয়ে চলার কারণে ফিটনেস একসময় ছিল, এখন শুধু স্মৃতি!তার মধ্যে বিদেশে পার্সোনাল ট্রেনিং হায়ার করতে পারছেন না খুব এক্সপেন্সিভ বলে।

কিন্তু এখনই সময় সচেতন হওয়ার!
কারণ এখন যদি আপনি নিজের শরীর ও স্বাস্থ্যকে গুরুত্ব না দেন, তাহলে ভবিষ্যতে এর মূল্য আপনাকে অনেক বেশি দিতে হতে পারে।

আপনার জন্য রয়েছে আমার স্পেশাল অনলাইন ফিটনেস প্রোগ্রাম-

বাজেট ফ্রেন্ডলি সাবস্ক্রিপশনে, একদম আপনার লাইফস্টাইলের সঙ্গে মিল রেখে❗

আপনি কি সুবিধা পাবেন?
১।আপনার কাজের ধরন অনুযায়ী পার্সোনালাইজড ডায়েট প্ল্যান

২।বাজেট ফ্রেন্ডলি খাবার – বিদেশে থেকেও সহজেই পাওয়া যায় এমন উপাদানে তৈরি

৩।রান্না ঝামেলাহীন, দ্রুত ও সহজে তৈরি করা যায় এমন রেসিপি

৪।হোম ওয়ার্কআউট সাপোর্ট – বাসায় থেকেই ফিটনেস মেইন্টেইন করুন, জিমে যাওয়ার দরকার নেই

৫।সাপ্তাহিক মনিটরিং – আপনার অগ্রগতি নিয়মিত যাচাই করে নতুন গাইডলাইন

আপনার স্বাস্থ্য নিয়ে চিন্তা এখন আমার দায়িত্ব!
আর দেরি না করে আজই জয়েন করুন –
আপনার লাইফস্টাইল, আপনার বাজেট, আর আপনার ফিটনেস – সব একসঙ্গে মানিয়ে একটি কার্যকরী ও সহজ অনলাইন ফিটনেস প্রোগ্রাম।

আজই ইনবক্স করুন / সাবস্ক্রিপশন শুরু করুন!

Because your health deserves attention – no matter where you are.



14/11/2025

মেয়েরা ব্যায়াম করলে কি ছেলেদের মত হয়ে যায়?

চুলায় আগুন ধরাতে গিয়ে যদি আমি পাথর দিয়ে আগুন ধরায় এতে সবাই আমাকে পাগল বলবে এটাই স্বাভাবিক। যুগের সাথে সাথে সবকিছু পরিবর্...
13/11/2025

চুলায় আগুন ধরাতে গিয়ে যদি আমি পাথর দিয়ে আগুন ধরায় এতে সবাই আমাকে পাগল বলবে এটাই স্বাভাবিক। যুগের সাথে সাথে সবকিছু পরিবর্তন হয়।আর এটাই বাস্তব।কিন্তু অনেকে Old School ব্যায়াম করার স্টাইল এখনো অনেকে ফলো করে। বিশেষ কিছু এক্সারসাইজ আছে যেগুলা বর্তমানে সাইন্স দ্বারা প্রমাণিত হয়েছে যে Old school স্টাইলে ব্যায়াম করলে আপনার ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকবে। অনেক ইনজুরি আছে যেগুলা ইনজুরি হওয়ার পর রিকভারি করে না মানে এই ব্যাথা নিয়ে আপনাকে সারা জীবন ভুগতে হবে।তাই আপনার উচিত মর্ডান ফিটনেস ফলো করা।মর্ডান ফিটনেস আপনার সেফটি এবং মাসল গ্রোথ দুইটাকে খুব ভালোভাবে দিকনির্দেশনা দেয়।

Written by
MD Tujammal Hossain Robin
Owner & Founder Of
Aesthetic Nation Fitness

যারা ফিটনেস বিষয়ে এমন কোয়ালিটি কনটেন্ট চান তারা আমাদের গ্রুপে জয়েন করতে পারেন Aesthetic Nation Fitness

যারা ঘরে বসে ওজন কমাতে বাড়াতে চাচ্ছেন তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন অবশ্যই চার্জ এবং শর্ত প্রযোজ্য।
**টিপস সর্বত্র ফ্রি **

Address

Sylhet/Bangladesh
Chandpur
3100

Alerts

Be the first to know and let us send you an email when Aesthetic Nation Fitness posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Aesthetic Nation Fitness:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram